নভেম্বর ০৯, ২০১৯ ১৮:১৫ Asia/Dhaka

ক. বন্ধুরা! আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের যে প্রান্তে বসেই আমাদের অনুষ্ঠান শুনছেন না কেনো সবাই ভালো ও সুস্থ আছেন।

আসরের শুরুতেই যথারীতি একটি হাদিস শোনাব। ইমাম বাকের (.) বলেছেন: কিয়ামতের দিন মহান আল্লাহ বান্দার আকল বা জ্ঞান অনুযায়ী তার কর্ম যাচাই করবেন এবং তাকে পুরষ্কার বা শাস্তি দেবেন।

.মূল্যবান হাদিস শুনলাম। আজকের আসরের শুরুতেই হাতে তুলে নিয়েছি বাংলাদেশ থেকে আসা একটি বার্তা। রেডিও তেহরানের লাইভ অনুষ্ঠানে এ বার্তা দেয়া হয়েছে। কুমিল্লা জেলার গান্দাছি গ্রামের বাঁধন আন্তর্জাতিক রেডিও ক্লাবের সভাপতি মোঃ সোহাগ বেপারী এটি পাঠিয়েছেন।

বহলুল: এতে ঈদের গন্ধ পাচ্ছি।

. অব্যশই, তা পাবেন বহলুল ভাই, কারণ ভাই মো সোহাগ বেপারি লিখেছেনচিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়, কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয় বরং মনের গহীন থেকে মিষ্টি ভালাবাসা দিয়ে রেডিও তেহরানের সবাইকে জানাই ঈদুল আযহার শুভেচছা। ঈদ মোবারক।

. ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সত্যিই ব্যতিক্রমধর্মী পন্থা অবলম্বন করেছেন ভাই সোহাগ ব্যাপারি। অন্তত আমার কাছে ব্যতিক্রমি লাগছে। ভাই সোহাগ ব্যাপারি দেরিতে হলেও আমাদের পক্ষ থেকে আপনাকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা।

বহলুল: ঈদ মোবারক। তবে এর পরের ই মেইলেও রয়েছে ঈদের গন্ধ।

. ঠিক বলেছেন। হ্যা এটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় থেকে। আর পাঠিয়েছেন পুরানো শ্রোতাভাই ফয়সাল আহমেদ শিপন।  তিনি লিখেছেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে চামড়ার মুল্য কম না হলেও বাংলাদেশে প্রভাবশালী সংঘবদ্ধ চক্রের কারণে এবারগরিবের হককোরবানির পশুর চামড়ার বাজারে বিরাট ধস নেমেছে। বাড়তি মুনাফার লোভে ট্যানারির মালিকদের বেশিরভাগই সিন্ডিকেট করে কোরবানির পশুর চামড়া কিনছে না।

. এ শ্রোতাভাই আরো লিখেছেন, এদিকে অল্প যা চামড়া বিক্রি হয়েছে তা সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক কমে, নামমাত্র মূল্যে। এতে চামড়া সংগ্রহকারীরা বিপাকে পড়েছেন। সরকার যতই বলুক সিন্ডিকেট, কিন্তু সরকার কোনভাবেই এর দায় এড়াতে পারবে না। আমরা  এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

. সত্যিই ভাই শিপন, এবার কুরবানির পশুর চামড়ার দাম নিয়ে বাংলাদেশে যা হয়েছে তা বোধ হয় সেদেশের ইতিহাসে নজিরবিহীন ও ভয়ঙ্কর ন্যক্কারজনক ঘটনা। বাংলাদেশের অন্যতম রপ্তানি আয়ের খাত চামড়া শিল্পের এই দুর্দশা যেন সাময়িক হয় এবং অচিরেই এই শিল্প যেন আগের অবস্থায় ফিরে যেতে পারে আমরা সে কামনা করছি। একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করার জন্য আপনাকের অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরও চিঠি দিবেন আশা করছি।

বহলুল: এবারে আসুন পুরনো এক শ্রোতা ভাইয়ের কথা শুনি.

.. আপনি কিভাবে রেডিও তেহরান শোনা শুরু করেছিলেন সে কথা কি আমাদের বলতে পারবেন ভাই আবদুল মান্নান

. জ্বি ভাই আবদুল মান্নান তা আপনি কাতার থেকে কবে বাংলাদেশে ফিরেছেন?....

বহলুল: বাহ! রেডিও তেহরান শুনে উপকার হয়েছেচমৎকার। তা কি উপকার হয়েছে তাও শুনতে ইচ্ছা হচ্ছে।

. না বহলুল ভাই আজ আর সময় নেই। শ্রোতা ভাইয়েরা এতোক্ষণ বাংলাদেশের শ্রোতা ভাই আবদুল মান্নানের কথা শুনছিলেন। ভবিষ্যতে আবার তার কথা শোনার আশা রইল।

. আমিই নজর দিচ্ছি রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে প্রকাশিত খবরের দিকে। হ্যাঁ ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৭ আগস্ট। এ খবরে বলা হয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালালে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠবে। ইরানের বিরুদ্ধে হামলা হলে গোটা প্রতিরোধ শক্তি যুদ্ধের ময়দানে হাজির হবে বলেও সতর্কবাণী উচ্চারণ করেছে হিজবুল্লাহ।

. ফেসবুক গ্রুপে এ খবরে অনেকগুলো মন্তব্য হয়েছে। বেশিরভাগ মন্তব্য হলো একমত এবং সহমত। অন্যদিকে আল্লাহ আকবর বলে মন্তব্য করেছেন পাঠক বন্ধু সালাউদ্দিন মিনার।

বহলুল: মানুষে ঘুমের মধ্যেও চোখ খুলে রাখে! চমৎকার!!

. এদিকে ইয়েমেনে প্রতিরোধ যোদ্ধারাই বিজয়ী হবে শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৬ আগস্ট। খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, আগ্রাসীদের মোকাবেলায় ইয়েমেনের প্রতিরোধ সংগ্রামীরাই বিজয় লাভ করবে। তিনি তেহরানের জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

বহলুল: খবরটা পড়ে বেশ ভালো লেগেছে। হ্যা পাঠক বন্ধুরা এ সম্পর্কে কি বলেছেন?

. ভাই শহিদুল ইসলাম এ খবরে লিখেছেন আমিন। আর একটা কার্টুন দিয়েছেন ভাই সালাউদ্দিন। কার্টুনটি হলো, সৌদি আরবকে ট্রাম্প অস্ত্র দিচ্ছে। আর পেছন দিয়ে তা নিয়ে যাচ্ছে তাকফিরি সন্ত্রাসী আইএস।

দারুণ। অবাক করা ব্যাপার হলো, মানুষের মুখ দিয়ে সব সময়ই সঠিক কথাই বের হয়ে আসে।  শ্রোতা পাঠক বন্ধুরাসহ দুনিয়ার মানুষ চোখ খুলে রেখেছেন। এ কথা বুঝিয়ে বলার দরকার নেই। এদিকে...

বহলুল: নো এদিক সেদিক মানে সময় যে শেষ।

. বড় তাড়াতাড়ি আসরের সময় শেষ হয়ে যাচ্ছে। কি আর করা। এবারের বিদায়ের পালা।  যারা চিঠি লিখেছেন, ইমেইল করেছেন এবং এতোক্ষণ ধরে প্রিয়জনের আসর শুনেছেন তাদের সবাইকে আবারো আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

. আবার কথা হবে আগামী আসরে সে পর্যন্ত সবাই ভাল এবং সুস্থ থাকুন। #

ট্যাগ