নভেম্বর ১২, ২০১৯ ১৭:০৪ Asia/Dhaka

ক. বন্ধুরা, আপনাদের অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমরা তিনজন।

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) বলেছেন: সেই ব্যক্তি সর্বাপেক্ষা বুদ্ধিমান যে পার্থিব জীবনের জন্য সঠিক কর্মপরিকল্পনা ঠিক করে এবং কিয়ামতের জন্য প্রস্তুতি নেয়।

বহলুল: চমৎকার হাদিস এর আলোকে সবাই জীবন গঠনের চেষ্টা করবো। হ্যা আসরের প্রথমেই তাহলে বাংলাদেশের ইমেইল তাই না?

ক. একদম ঠিক বলেছেন বহলুল ভাই। বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ জেলার চাপরাইল বাজার থেকে এ চিঠি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো এবং বিদগ্ধ শ্রোতা ভাই এসএস, ছবেদ  আলী।  চিঠির প্রথমেই তিনি লিখেছেন অনেক দিন পর আবার রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে ফিরে এসেছি। তারপর তিনি জানিয়েছেন, অনুষ্ঠান ভালো লাগছে। 

খ. বিশেষকরে বিশ্বসংবাদদৃষ্টিপাত ও কথাবার্তা আমার খুব প্রিয়। হাদিস ও রঙধনু ভালো লাগল। তিনি এরপর প্রশ্ন করেছেন,ইরানের সিনেমা হলগুলোতে-- বাংলাদেশের ছবি প্রদর্শিত হয় কি? পাশাপাশি রেডিও তেহরানে ফার্সি গানের একটা অনুষ্ঠান প্রচারের অনুরোধ করেছেন এ শ্রোতাভাই।  

বহলুল: না ভাই ইরানের কোনো হলে এ পর্যন্ত বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হয় নি। আর মাঝে মাঝে ফার্সি গান কিন্তু আমরা প্রিয়জনের আসরেই প্রচার করছি।

ক. তবে ফার্সি গানের আলাদা অনুষ্ঠান করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। মাত্র এক ঘণ্টার অনুষ্ঠানে গান প্রচারের সময় করা সত্যিই কঠিন। তবে আপনার প্রস্তাবটি আমাদের মনে থাকবে। সময় এবং সুযোগ পেলে ফার্সি গান প্রচার করবো আমরা।

বহলুল: তাহলে এবারে শ্রোতাবন্ধু নাসির খানের কথা শুনবো। ভারতের সুদূর রাজস্থান থেকে তিনি আমাদের সঙ্গে কথা বলবেন।

খ. রাজস্থানের বাংলাভাষী শ্রোতাবন্ধু নাসির খানের বাড়ি পশ্চিমবাংলার মেদিনীপুরে।  তো ভাই নাসির খান আপনি কবে থেকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছেন?

ক. ভাই নাসির খান আপনার ওখানে কি আরো বাংলাভাষী শ্রোতা আছেন?

বহলুল: বাহ চমৎকার কাজ করেন। তা ভবিষ্যতে আবারও কথা হবে ভাই নাসির খান।

খ. এতোক্ষণ ভারতের রাজস্থানের শ্রোতাভাই নাসির খানের কথা শুনছিলেন। ভবিষ্যতে তার আরও কথা শোনার আশা রাখছি।

বহলুল: তাহলে এবারে শুরু হোক হ্যা আপনিই শুরু করুন।

ক. রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুকে গ্রুপে প্রকাশিত একটি খবরের শিরোনাম,  উন্নত মার্কিন ড্রোন এমকিউ-নাইন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী। ২১ আগস্ট প্রকাশিত এ খবরে বলা হয়েছে, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বিভাগ আমেরিকার তৈরি উন্নত ড্রোন এমকিউ-নাইন ভূপাতিত করেছে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনী ড্রোনটিকে ইয়েমেনের আকাশে পাঠিয়েছিল।

খ. এ খবরে অনেকগুলো মন্তব্যের মধ্যে পাঠক ভাই রাশেদুল হাসান যে মন্তব্য করেছেন তা প্রতিনিধিত্বশীল হয়ে উঠেছে। তিনি লিখেছেন, আমেরিকার ড্রোন প্রযুক্তি ধুলিসাৎ হয়ে গেলো.. আমেরিকা সরাসরি ও পরোক্ষভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়ে গেল.. অর্থাৎ আমেরিকা যে ভবিষ্যতে অস্ত্র ব্যবসায় একটা বিশাল ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে এটা নিশ্চিত..

বহলুল: হায় হায় ভাই রাশেদ করলেন কি! মার্কিন ব্যবসার সাড়ে ১২টা বাজিয়ে দিলেন! আহারে আমেরিকা!

ক.এদিকে ইদলিবে তৎপর সন্ত্রাসীদের 'সীমাহীন' সহযোগিতা করছে তুরস্ক শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে চলতি মাসের ২১ তারিখে। এ খবরে বলা হয়েছে,  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের পক্ষ থেকে একটি সামরিক বহর পাঠানোর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রাভিযানে কোণঠাসা হয়ে পড়া তাকিফিরি সন্ত্রাসীদেরকে আঙ্কারা যে উদার হস্তেসহযোগিতা দিচ্ছে এ ঘটনায় তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

বহলুল: বিপথে বন্ধুর পরিচয়।

ক. বিপথে নয় বহুলুল ভাই, বিপদে। বিপদের দিনেই বন্ধুর পরিচয় পাওয়া যায়।

বহলুল: ও তাই বলুন! আামি ভাবছিলাম বিপথে যাওয়ার সময় বন্ধু ধাক্কা গুতা দিয়ে ঠেকাইবো তা হইলেতো বন্ধু। যাক ভুল ভাঙল।

খ. আগে এক আসরেও এমন কথা বলেছিলেন। এরদোগান এ ক্ষেত্রে কোন বন্ধুর বিপদে কাজ করছেন তা কিন্তু পাঠক ভাইয়েরা প্রায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ভাই আবদুল আলিম লিখেছেন,  স্বরূপে আবির্ভূত ইসরায়েলের মিত্র এরদোগান..।

বহলুল: পাঠক শ্রোতা এবং বিশ্বের ভালো মানুষরা আজ ঘুমের মধ্যেও চোখ খুলে রাখেন। ধন্যবাদ সব মন্তব্যকারী বন্ধুকে।  এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে।

ক. হ্যা আসরের সময় শেষ হয়ে এসেছে, এবারে বিদায় নেয়ার পালা। রেডিও শোনা, ইমেইল করা, ফেসবুকে গ্রপে সক্রিয় থাকা এবং সর্বোপরি এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।   

খ. সবাই ভাল থাকবেন এ কামনার মধ্য দিয়ে আজ এখানেই বিদায় চাইছি।  আবার কথা হবে আগামী আসরে। #

ট্যাগ