নভেম্বর ২৭, ২০১৯ ১৫:২৭ Asia/Dhaka

আজকের আসরের শুরুতেই পবিত্র কুরআনের একটি বাণী তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ১৮ নম্বর আয়াতে বলেছেন, (কিয়ামতের দিন) কেউ অপরের (গোনাহর) বোঝা বহন করবে না।

কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে (তবুও) কেউ তা বহন করবে না-যদি সে নিকটাত্নীয় (এমনকি পিতা বা সন্তানও) হয়।

খ.এই আয়াতে কিয়ামতের দিনের যে ভয়াবহ অবস্থার কথা বর্ণনা করা হয়েছে সে অবস্থা থেকে আসুন আমরা নিজেরা বাঁচি এবং অন্যকে বাঁচাই।  আল-কুরআনের বাণীর পর আসরের প্রথমেই হাতে তুলে নিয়েছি ফেইসবুকের লাইভ প্রচারের একটি অনুরোধ। বাংলাদেশের সিলেট জেলা থেকে এ অনুরোধ জানিয়েছেন রেডিও তেহরানের অনেক পুরনো শ্রোতা ভাই আবদুল মান্নান। তিনি আরো একটি অনুরোধ করেছেন। লিখেছেন, বাংলাদেশ ও ভারত থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র ভিত্তিক অনুষ্ঠান কথাবার্তা বিশ্ব সংবাদের পরপরই প্রচার করা উচিত।

বহলুল: শ্রোতা বন্ধুদের অনুরোধ আমরা সবসময়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।

ক. কিন্তু এ ক্ষেত্রে সমস্যা রয়েছে। বিশ্ব সংবাদের পরপরই সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত প্রচারিত হয়। অনুষ্ঠানের গুরুত্ব এবং শ্রোতা ভাইদের চাহিদাকে সামনে রেখে এ ব্যবস্থা নেয়া হয়েছে।  তাই চট করে এটি পরিবর্তন করা হয়ত সম্ভব হবে না। অবশ্য ভবিষ্যতে যদি অনুষ্ঠান সূচিতে পরিবর্তনের কথা বিবেচনা করা হয় তখন আপনার প্রস্তাব মনে রাখা হবে।

খ. আর হ্যা, আমাদের সান্ধ্য অধিবেশন অর্থাৎ বাংলাদেশ সময় রাত আড়ে ৮টার অধিবেশন ফেসবুকে লাইভ সম্প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান চলার সময়ে আপনি আমাদের ফেসবুক পাতায় ঢুকলেই লাইভ সম্প্রচারের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে- facebook.com/RadioTehranBN. তা যাই হোক,  অনুরোধ জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আবদুল মান্নান।

বহলুল: অনেক দিন কবিতা শোনা হয় না।

ক. বহলুল ভাই আপনাকে চমকে দিতে চেয়েছিলাম। তা আর হলো না।  এবারে আমরা বাংলাদেশের কবি হাসান বিন নজরুলের কবিতা আবৃত্তি শুনব।  আর এটি আবৃত্তি করেছেন বিটিভি ও বেতারের নিয়মিত গায়ক দিদারুল ইসলাম। উনি খুবই উঁচু মানের গীতিকার, সুরকার ও শিল্পী। এ ছাড়া কবিতাটি রেকর্ড করা হয়েছে ঢাকার ধান শালিক স্টুডিওতে।  হ্যা তা হলে এবার বৃক্ষারণ্যে নামের কবিতার আবৃত্তি শুনি...

বহলুল: এক কথায় দারুণ। কবিতাটি সবারই অনেকদিন মনে থাকবে।

খ. ধন্যবাদ কবি হাসান বিন নজরুল এবং আবৃত্তিকার দিদারুল ইসলাম। ভবিষ্যতে আরও কবিতা শোনার ইচ্ছা রইল।…

বহলুল: আজ প্রথমেই রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপের খবরের মন্তব্য তুলে ধরা হোক। হ্যাঁ আপনি না না আপনি নন উনি...

ক. সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনায় ইরানকে দায়ী করার প্রতিবাদ করেছে চীন শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বরের ১৬ তারিখ। এ খবরে বলা হয়েছে, সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনারা যে ড্রোন হামলা চালিয়েছে তার জন্য ইরানকে অভিযুক্ত করে আমেরিকার দেয়া বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে চীন।

খ. ফেসবুক গ্রুপে এ খবরে বেশ কয়েকটি মন্তব্য হলেও এখানে পাঠক বন্ধু হোসাইন শেখের বক্তব্য তুলে ধরছি। তিনি লিখেছেন, সৌদি যখন ইয়েমেনে হামলা করে তখন তো কেউ কিছু বলেন না!

বহলুল: সত্যিই কোটি টাকার প্রশ্ন এবং বিবেকের কাছে এর জবাব চাওয়া ছাড়া আর কিছুই করার নেই।

ক. এদিকে সৌদি তেল স্থাপনা থেকে বিদেশিদের সরে যেতে ইয়েমেনের হুঁশিয়ারি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৬ সেপ্টেম্বর। এ খবরে বলা হয়েছে, সৌদি আরবের আরামকো তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনা থেকে সমস্ত বিদেশি নাগরিককে চলে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছে ইয়েমেনে সামরিক বাহিনী। তারা বলেছে, আরামকো এখনো তাদের টার্গেটে রয়েছে এবং সেখানে যেকোনো মুহূর্তে আবার হামলা হতে পারে।

খ. এ খবরে ভাই জুলফিকার আলীর বক্তব্য প্রতিনিধিত্বশীল হয়ে গেছে। তিনি লিখেছেন, ঠিক আছে ভাইয়া চালিয়ে যা। ভাইয়া, সৌদি রাজদরবারে কবে হামলা হবে জানালে একটু শান্তি পাইতাম।

বহলুল: মানুষের মনের কথা এবং বেদনা এ ভাবেই বের হয়ে আসছে। কিন্তু অত্যাচারীরা তা টের পান না!

ক. সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানালেন রুহানি-পুতিন-এরদোগান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৬ সেপ্টেম্বর। এ খবরে বলা হয়েছে, ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের শীর্ষ বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার আহ্বান জানানো হয়েছে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ওই বৈঠকে অনুষ্ঠিত হয়। এটি ছিল তিন প্রেসিডেন্টের সিরিয়া বিষয়ক পঞ্চম শীর্ষ সম্মেলন।

খ. ফেসবুক গ্রুপে এ খবরে ভাই শাহাদত হোসেনের বক্তব্য তুলে ধরছি। তিনি লিখেছেন, তিন রাষ্ট্রনায়ক ও শান্তিকামী ব্যক্তিত্ব, আপনাদের প্রতি র‌ইল‌‌‌ দোয়া, শ্রদ্ধা এবং ভালোবাসা।

বহলুল: সত্যিই পাঠক ভাইদের মন্তব্যগুলো অনবদ্য।  এদিকে সময় শেষ হয়ে আসার ইঙ্গিত দেখতে পাচ্ছি।

ক. ঠিকই বলেছেন বহলুল ভাই, সময় নেই এবার আসর গুটাতে হবে। শ্রোতা ভাই বোনেরা চিঠি লেখা, ইমেইল করা এবং সর্বোপরি দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

খ. আপনাদের প্রতি আমাদের একান্ত কামনা হলো, চিঠি লেখা ও অনুষ্ঠান সম্পর্কে মতামত দেয়া অব্যাহত রাখবেন। আগামি আসরে আবারো কথা বলার আশা রেখে আজ এখানেই বিদায় চাইছি। #

ট্যাগ