নভেম্বর ৩০, ২০১৯ ১৮:২৪ Asia/Dhaka

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম সাজ্জাদ (আ.) বলেছেন, মুমিন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন তার তিনটি লাভ হয়। এক- হয় তার দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয়। অথবা দুই-আল্লাহ তায়ালা তার দোয়াকে উপযুক্ত সময়ে বাস্তবায়ন করার জন্য জমা রাখেন। অথবা তিন- এই দোয়ার কারণে মুমিন ব্যক্তির সামনে থাকা নিশ্চিত বিপদ আল্লাহ তায়ালা সরিয়ে নেন।

খ. মূল্যবান হাদিস শুনলাম। এ হাদিসের আলোকে বলা যায়, মুমিন ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হলে হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তায়ালা পরবর্তীতে এর অনেক বড় বিনিময় দিতে পারেন। যাই হোক, আসরের শুরুতেই হাতে তুলে নিচ্ছি একটি ইমেইল। আর এটি এসেছে বাংলাদেশ থেকে। বগুড়া জেলার তিলকপুরের সড়ক ইন্টারন্যশনাল রোড লিসেনার্স ক্লাব থেকে এটি পাঠিয়েছেন ক্লাবের সভাপতি মো আবদুর রাজ্জাক। তিনি লিখেছেন, সড়ক ইন্টারন্যাশনাল রোড লিসেনার্স ক্লাবের বন্ধুরা নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন। এ ছাড়া, রেডিও তেহরানের ওয়েব সাইটকে চমৎকার বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ক্লাবের তৎপরতা তুলে ধরেছেন এ শ্রোতাভাই। তিনি লিখেছেন, ধূমপান প্রতিরোধ, বৃক্ষ রোপনসহ নানা তৎপরতায় জড়িত রয়েছে তার ক্লাবের সদস্যরা।

বহলুল: এমন কাজের বাহবা দিতেই হয়।

ক. ঠিকই বলেছেন বহলুল ভাই।  যান্ত্রিক জীবনে মানুষ যখন পরোপকারের কথা ভুলতে বসেছে তখন আপনারা অনেক ভালো কাজ করে যাচ্ছেন।  ধন্যবাদ ভাই মো আবদুল রাজ্জাক। ভবিষ্যতে আরও চিঠি দেবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য করবেন আশা করছি।

বহলুল: রেডিও বিশেষ করে রেডিও তেহরান কি করে শোনা শুরু হলো এবারে সে কথা শুনবো। ....

খ. আইআরআইবি মানে হলো The Islamic Republic of Iran Broadcasting এটার সংক্ষিপ্ত রূপ হলো আইআরআইবি।  ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার নাম এটি। এখান থেকে ইরানে অসংখ্য টেলিভিশন ও রেডিও চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আর এটির বিশ্ব কার্যক্রমে বাংলার মতো প্রায় ৪০টি ভাষায় রেডিও অনুষ্ঠান চালু রয়েছে। জ্বি তারপর বলুন ভাই আবু তাহের।

বহলুল: বাহ এ যেন এক সিনেমার গল্প! শুনতে শুনতে মনে হচ্ছিল ছবিও দেখতে পাচ্ছি।

ক. রেডিও তেহরান শোনার প্রতি কি ভালোবাসা! ধন্যবাদ ভাই আবু তাহের। ভবিষ্যতে আপনার আরও গল্প শোনার অপেক্ষায় রইলাম। আর শ্রোতা ভাইবোনেরা, আপনারাও আপনাদের গল্প বা অভিজ্ঞতা  জানাতে পারেন আমাদের। প্রচারযোগ্য হলে আমরা তা প্রিয়জনের আসরে প্রচার করব।  ....

খ. বাংলা থেকে কোনো মানুষকে কেউ তাড়িয়ে দিতে পারবে না: মমতা শীর্ষক খবরটি...

বহলুল: মানে ওই রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং রেডিও তেহরানের ওয়েবসাইটের খবর নিয়ে...

ক. জি বহলুল ভাই, অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব যথারীতি ঘোষণা না দিয়েই শুরু হয়ে গেছে। হ্যা তারপর কি যেন বলছিলেন?

খ. বাংলা থেকে কোনো মানুষকে কেউ তাড়িয়ে দিতে পারবে না শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৪ সেপ্টেম্বর। এ খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা থেকে কোনো মানুষকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটা বীরসিংহ গ্রামে তাঁর জন্মের দুইশত বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ওই মন্তব্য করেন।

ক. রেডিও তেহরানের ওয়বসাইটের এ খবরে ভাই মকবুল মন্তব্য করেছেন, মাননীয় মমতা ব্যানার্জি আপনার জয় হোক।

বহলুল: হ্যাঁ মানুষ মানুষের জন্য। মানুষের প্রতি মানুষ দরদ না দেখালে তাতে মানুষ হওয়া আর হয়ে ওঠে না!

খ. ঠিকই বলেছেন। এ দিকে শত্রুরা যুদ্ধের সূচনা করতে পারলেও সমাপ্তি টানতে পারবে না শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৪ সেপ্টেম্বর। এ খবরে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, শত্রুরা হয়তো যুদ্ধের সূচনা করতে পারবে, কিন্তু ইতি টানার ক্ষমতা তাদের হাতে থাকবে না। তিনি বার্তা সংস্থা ইরনা-কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

ক. ফেসবুক গ্রুপে বেশিরভাগ মন্তব্যকারী এ খবরের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি মোরশেদুল আজাদ আবু লিখেছেন, এ বক্তব্য কবুল করুন মাবুদ।

বহলুল: এ সব বক্তব্যের মধ্য দিয়ে বিশ্ববাসীর হৃদয়ের কথাই ফুটে উঠেছে।

খ. মধ্যপ্রাচ্যে ইসলামি প্রতিরোধ শক্তির বিস্ময়কর উত্থান শীর্ষক নিবন্ধের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে ২৪ সেপ্টেম্বর। ওয়েবসাইটে প্রকাশিত এ নিবন্ধে যে সব মন্তব্য হয়েছে এখানে তার দু'টি তুলে ধরছি। মুহাম্মদ নিজামুল হক লিখেছেন, বিশ্ব শক্তির ভারসাম্য ইরান-ভিত্তিক প্রতিরোধ শক্তির কব্জায়। অন্যদিকে আবদুল্লাহ আহমেদ লিখেছেন, হামাস দীর্ঘজীবী হোক আর ইহুদিবাদী ইসরাইলকে ধ্বংস করুক আল্লাহ।

বহলুল: নিজেরা চোখ বন্ধ রাখলেও সব মানুষ সে কাজ করেন না তাই বোঝা যাচ্ছে। এদিকে আসরের সময় যে শেষ হয়ে এসেছে...

ক. হ্যা, ঠিক তাই। তো শ্রোতা বন্ধুরা সবাই ভাল থাকবেন এ আশা করে আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। #

ট্যাগ