ডিসেম্বর ০৫, ২০১৯ ১৭:৫৫ Asia/Dhaka

ক. বন্ধুরা! আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন।

শুরুতেই যথারীতি একটি হাদিস। আমিরুল মুমিনীন আলী (আ.) বলেছেন, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখলে এবং বিপদে আপদে তাদের পাশে থাকলে মানুষের আয়ু বৃদ্ধি পায়।

খ. হাদিসের আলোকে সবাই জীবন গড়ার চেষ্টা করবো। ভালো এবং সৎ কাজের চেষ্টা করতে করতে তা এক সময় আমাদের অভ্যাসে পরিণত হয়ে উঠবে। প্রতিদিনের জীবন যাত্রার সঙ্গে তা স্বাভাবিকভাবে মিশে যাবে। শ্রোতা বন্ধুরা, আজকের আসরে প্রথমেই ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে তার একটি হাতে তুলে নিচ্ছি। ইরানের সঙ্গে মধ্যস্থতা করতে ইমরানকে সৌদি যুবরাজ ও ট্রাম্পের অনুরোধ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৫ সেপ্টেম্বর। এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সৌদি আরব ও আমেরিকার চলমান উত্তেজনা কমানোর ব্যাপারে মধ্যস্থতা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুরোধ জানিয়েছেন। পাক প্রধানমন্ত্রী একথা জানিয়েছেন।

ক. রেডিও তেহরানের ওয়েবসাইটে প্রকাশিত এ খবরের দু'টি মন্তব্য এখানে তুলে ধরছি। পাঠক বন্ধু ফয়জুর রহমান বলেছেন, কাশ্মীর থেকে ইমরান খানের দৃষ্টি সরানোর জন্যই এই প্রস্তাব। অন্যদিকে হোসোইন মো. আমির লিখেছেন, আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে এবং সৌদি আরব যদি শিয়া মুসলমান বিদ্বেষী তৎপরতা বন্ধ করে তবে ইরানের সঙ্গে উত্তেজনা বন্ধের জন্য আর কিছু করার প্রয়োজনই হবে না!

বহলুল: চমৎকার বলেছেন আপনারা যাকে বলে সোনায় সোহাগা। তা যাক এবারে শ্রোতা ভাইয়ের কথা শুনি।

ক. ভারতীয় শ্রোতা ভাই নাসির খানের কথা মনে আছে কি! রেডিও তেহরানের শ্রোতাভাই যিনি এখন সুদূর রাজস্থানে থাকেন এবং এককালে মিশরে ছিলেন। সেখানে তার জীবনে একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল আজ সে কথাই শুনবো। তা হলে আসুন শুনি....

বহলুল: বাহ!আলহামদুলিল্লাহ। আপনার জীবনে যেন দুঃখ স্পর্শ না করে। ...

খ. ভাই নাসির খান টাকার পরিমাণ কতো ছিল?....

বহলুল: এর সত্যিই....

ক. ভাই নাসির খান আমার আপনার জীবনে ঘটে যাওয়া এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এতোক্ষণ ভারতীয় শ্রোতা ভাই নাসির খানের জীবনে ঘটে যাওয়া একটি দুঃখের কথা শুনছিলেন।...

বহলুল: তাহলে এবারে রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপে যে সব মন্তব্য হয়েছে সেদিকে নজর দেই।

খ. ইরানের সঙ্গে মধ্যস্থতা করতে ইমরানকে সৌদি যুবরাজ ও ট্রাম্পের অনুরোধ শীর্ষক খবরে রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে তা নিয়ে প্রথমেই আলোচনা করছি। ফেসবুক গ্রুপে এ খবর বেশ ঝড় তুলেছে। বন্ধু আশরাফুল হোসেইন লিখেছেন, ইরানের কুটনীতির কাছে মার খেতে খেতে ট্রাম্প এবং সৌদি যুবরাজের পিঠ দেয়ালে লেগে গেছে! অন্যদিকে বন্ধু নজরুল ইসলাম লিখেছেন, ট্রাম্পের সঙ্গে ইরানের বসা উচিত হবে না। কারণ ট্রাম্প অত্যন্ত নিচু শ্রেণির!

বহলুল: এ্যাই দেখুন অবস্থা। আমেরিকার ভেতরের সব গোপন কথা জনগণ টের পেয়ে যাচ্ছেন!

ক. না  এখানে আমি একটি কৌতুক না শুনিয়ে থাকতে পারছি না।

বহলুল: হ্যা তা হল নড়ে চলে বসলাম।

ক. এক লোক একবার এক দেশের রাষ্ট্রপ্রধানকে গাধা বলে গালি দিলেন। আর যায় কোথায় পাইক-পেয়াদা-সিপাইশান্ত্রী হা রে রে করে এসে তাকে ধরে নিয়ে গেল।

বহলুল এবং খ: বাপরে তারপর তারপর কি হলো?

ক. হ্যাঁ আদালতে সে আসামির বিচার হলো। রাষ্ট্রপ্রধানকে গালাগালি তাও আবার গাধা বলা- এক্কেবারে নগদ সাড়ে ৫০০ টাকা জরিমানা। অন্যদিকে রাষ্ট্রের সবচেয়ে গোপন কথা প্রকাশ করে দেয়ায় আদালত বেচারাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে দিল। মানে বহলুল ভাই আমেরিকার ভেতরের সব গোপন কথা জনগণ টের পেয়ে যাচ্ছেন! এ কথা শুনেই এই পুরনো কৌতুকটি মনে পড়ে গেল আরকি!

বহলুল: ভালোই হলো। চমৎকার একটি চুটকি শোনানোর জন্য ধন্যবাদ।

খ. এদিকে আমরা এখনো জানি না কারা এবং কেন হামলা করেছে শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৮ সেপ্টেম্বর। এ খবরে বলা হয়েছে, সৌদি আরবের তেলমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বলেছেন, আরামকো তেল স্থাপনার উপর কারা হামলা চালিয়েছে রিয়াদ তা এখনো জানে না। তিনি আরো বলেন, এই হামলা কী কারণে হয়েছে সেটিও পরিষ্কার নয়।

ক. ফেসবুক গ্রুপে পাঠক ভাই সোহেল খানের বক্তব্য এখানে তুলে ধরছি। তিনি লিখেছেন, তোমার জানার দরকার নাই আমেরিকা যেটা বলবে তোমরাও তাল ঠিক রেখে সেটাই বলবা...!

বহলুল: এ কথার মধ্য দিয়েই সব সত্যেই উঠে এসেছে। ধন্যবাদ মন্তব্যকারী বন্ধুরা। তবে আজ আর কথা বাড়ানো যাবে না। সময় শেষ হয়ে এসেছে।

খ. সত্যিই এবার বিদায় পালা। আজ আর কথা বলার সময় নেই।   আগামী সপ্তাহে আবার হাজির হবো আপনাদের প্রিয় আসর প্রিয়জনে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।

ক. তাহলে আবার কথা হবে আগামী আসরে।#

ট্যাগ