জানুয়ারি ০৩, ২০২০ ২০:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম 

  • ট্রাম্পের নির্দেশে ইরানের কুদস ফোর্স প্রধানকে হত্যা-দৈনিক মানবজমিন
  • ট্রাম্পের নির্দেশেই ইরানের কুদস বাহিনীর প্রধানের উপর বিমান হামলা-দৈনিক ইত্তেফাক/প্রথম আলো
  • দেশে রাজনীতি শিখিয়েছে আওয়ামী লীগই: শেখ হাসিনা-দৈনিক যুগান্তর
  • ‘ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ হবে না’-দৈনিক প্রথম আলো
  • চাপ সৃষ্টি করে লাভ নেই, মাঠে থাকব: ইশরাক-দৈনিক সমকাল
  • হইচই হবে, মিছিল হবে, ভোটের দু’দিন আগে সব ঠাণ্ডা: মওদুদ-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • সোলাইমানির মৃত্যুতে বদলার হুমকি খামেনেয়ীর, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে-দৈনিক সংবাদ প্রতিদিন    
  • ক্লাব দখলে টাকা দেবে বিজেপিও-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • নাগরিকত্ব আইন নিয়ে এক বিন্দুও পিছিয়ে আসবে না কেন্দ্র, সাফ জানালেন অমিত শাহ-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

আজকের বাংলাদেশ ও ভারতের প্রায় সব জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে ইরানের আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির খবরটি। 

ইরানের আইআরজিসির কুদস ফোর্সের প্রধান শহিদ জেনারেল কাসেম সোলাইমানি

এ সম্পর্কিত খবরে দৈনিক মানবজমিন/বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে এরকম,ট্রাম্পের নির্দেশে ইরানের কুদস ফোর্স প্রধানকে হত্যা

বিস্তারিত খবরে লেখা হয়েছে, ইরানের রেভুলিউশনারি গার্ডের এলিট শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশেই তাকে হত্যা করে হয়েছে । শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সামরিক বাহিনীর চালানো এক হামলায় নিহত হন সোলাইমানি। ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার পর এই হামলা চালালো যুক্তরাষ্ট্র। সোলাইমানি নিহতের খবর নিশ্চিত করেছে ইরানও। হামলায় তিনিসহ, ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবির নেতা আবু মাহদি আল-মুহানদিসও নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। জেনারেল সোলাইমানি ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। দেশটিতে জাতীয় বীর হিসেবে পরিচিত ছিলেন তিনি।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ মার্কিন হামলাকে চরম মাত্রায় বিপজ্জনক ও বেওকুফি বলে আখ্যায়িত করেছেন। এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে, ইরাকে ওই হামলার পর বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে গেছে ৪ শতাংশ। দৈনিকটি আরও লিখেছে, এ ঘটনার পর ইরান-যুক্তরাষ্ট্র আলাপ-আলোচনার আর সুযোগ থাকছে না।

দেশে রাজনীতি শিখিয়েছে আওয়ামী লীগই: শেখ হাসিনা-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগকে সুসংগঠিত রাখার ওপর গুরুত্বারোপ করে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি সরকার সফলভাবে পরিচালনার জন্য দলকে সুসংগঠিত রাখা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, ‘একটি সরকার সফলভাবে কাজ করতে পারবে তখনই যখন তার পেছনে দল সুসংগঠিত থাকে। কারণ দল সুসংগঠিত থাকলে- তা একটা সরকারের জন্য বিরাট শক্তি। ’প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশে আওয়ামী লীগ একটা শক্তিশালী দল। এ দেশের রাজনীতিতে কেউ যদি কিছু শিখিয়ে থাকে সেটা আওয়ামী লীগই প্রতিষ্ঠা লগ্ন থেকে করে যাচ্ছে। 

হইচই হবে, মিছিল হবে, ভোটের দু’দিন আগে সব ঠাণ্ডা: মওদুদ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

বিএনপি নেতা ব্যারিষ্টার মওদুদ আহমদ

ঢাকার দুই সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।এসময় তিনি আরও বলেন, নির্বাচনে খুব হইচই হবে, মিছিল হবে, নির্বাচনের দুদিন আগে দেখবেন সব ঠাণ্ডা। একদিকে গ্রেফতার, অন্যদিকে ভোট চলছে। মওদুদ আহমদ বলেন, আমরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণ যদি ভোট দিতে পারে তা হলে বিপুল ভোটে আমরাই নির্বাচিত হব। কিন্তু সরকার এই নির্বাচন করছে লোক দেখানোর জন্য।

এদিকে দৈনিক সমকালের খবরে লেখা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আজ এক অনুষ্ঠানে বলেছেন, চাপ সৃষ্টি করে লাভ নেই, মাঠে থাকব।জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যাব।

‘ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ হবে না-মনিরুল ইসলাম-দৈনিক প্রথম আলো

‘জরিমানা করে, হাজত খাটিয়ে কিংবা ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। কারণ, উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিষ্কে। এই জায়গায় আমরা আঘাত হানতে চাই। তরুণদেরও এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার সুযোগ আছে।’

আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম। কর্মশালার আলোচনায় মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ, উগ্রতা দমন বা নিয়ন্ত্রণ করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, এ কাজ সবার। পরিবার, শিক্ষাব্যবস্থা, সুশীল সমাজ, সংস্কৃতিকর্মী, মসজিদের ইমাম, আলেমদের সবকিছুর সঠিক ব্যাখ্যা দিতে হবে। তাহলেই সম্প্রীতির সংস্কৃতি, পরমতসহিষ্ণু মানসিকতার একটা সহনশীল প্রজন্ম গড়ে উঠবে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

প্রধানমন্ত্রী কি পাকিস্তানের রাষ্ট্রদূত?’, শিলিগুড়িতে মোদিকে নজিরবিহীন কটাক্ষ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

জঙ্গলমহলের পর এবার উত্তরবঙ্গে CAA-NRC বিরোধী আন্দোলনের আঁচ ছডিয়ে দিতে পদযাত্রায় অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ি  থেকে বাঘাযতীন পার্ক ময়দান পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা জনতাকে সঙ্গে নিয়ে পদযাত্রা করলেন। এর আগে নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে বক্তব্য রাখার সময় কার্যত নজিরবিহীন ভাষায় মোদিকে আক্রমণ করেন মমতা। বলেন, ”কথায় কথায় পাকিস্তানের উল্লেখ করেন কেন? উনি কি পাকিস্তানের রাষ্ট্রদূত? হিন্দুস্তানের কথা ভুলে গিয়েছেন? আমরা কেউ পাকিস্তানের কথা শুনতে চাই না।”

তিনি আরও অভিযোগ তোলেন, এসবের নামে মানবিকতা হরণের চেষ্টা করা হচ্ছে, যা মানবতার বড় লজ্জা। মমতা-মোদির উদ্দেশে বলেন ”খাবার চাইলে, চাকরি চাইলে, অধিকারের কথা বললে  পাকিস্তান যাও। যে কোনও প্রতিবাদ করলেই বলছে, পাকিস্তানে চলে যাও। এত পাকিস্তানের কথা কেন? কীভাবে তুলনা করেন? লজ্জা করে না?

নাগরিকত্ব আইন নিয়ে এক বিন্দুও পিছিয়ে আসবে না কেন্দ্র, সাফ জানালেন অমিত শাহ-দৈনিক আজকাল

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এতদিন ঠারেঠোরে বোঝাচ্ছিলেন বিজেপি নেতারা। এমনকী প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে। আর এবার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এলো স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। যা নিয়ে এখন দেশজুড়ে তোলপাড় পরিস্থিতি। কারণ এবার তিনি সরাসরি দাবি করেছেন, নাগরিকত্ব আইন ইস্যু থেকে এক ইঞ্চি সরে আসবে না বিজেপি। এমনকী দেশের সব বিরোধী রাজনৈতিক দল একজোট হয়ে এলেও তা সম্ভব নয়। 

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে কার্যত হুঁশিয়ারি হিসাবেই দেখছে বিরোধীরা। এই নাগরিকত্ব সংশোধিত আইন প্রত্যাহারের জন্য লাগাতার আন্দোলনে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে ক্রমাগত ব্যাকফুটে যেতে হচ্ছে গেরুয়া শিবিরকে। এই পরিস্থিতিতে অন্যান্য বিরোধীরাও বাংলার মুখ্যমন্ত্রীর পথে গর্জে উঠেছেন। সেখানে অমিত শাহ বলেন, ‘যদি বিরোধী সব দল একজোটও হয়ে যায়, বিজেপি এক ইঞ্চি পিছু হটবে না নাগরিকত্ব সংশোধিত আইনের ইস্যুতে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩

ট্যাগ