জানুয়ারি ০৯, ২০২০ ১৭:০২ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম: 

  • কোনো শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র-দৈনিক যুগান্তর
  • সিগমা হুদা ও দুই মেয়ের বিরুদ্ধে দুদকের ২ মামলা-দৈনিক মানবজমিন
  • যদিও প্রতিযোগিতার বাজার, তবুও বার্গেনিং করুন-দৈনিক ইত্তেফাক
  • বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত-দৈনিক ইত্তেফাক
  •  নিপীড়নের অভিযোগে উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ‘-দৈনিক প্রথম আলো

ভারতের শিরোনাম:

  • বিরোধী ঐক্যে ছন্দপতন, দিল্লিতে সোনিয়ার ডাকা বৈঠক বয়কট করলেন মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • কাশ্মীরে ১৬টি দেশের প্রতিনিধি দল, সফর এড়াল ইউরোপীয় ইউনিয়ন-দৈনিক সংবাদ প্রতিদিন    
  • ‘দেশের কঠিন সময়, অশান্তি থামলে সিএএ শুনানি’, বললেন প্রধান বিচারপতি-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • মোদি জমানায় দেশে ক্রমেই বাড়ছে দারিদ্র, আয় বৈষম্য! কেন্দ্রশাসিত অঞ্চল সহ ২৫ রাজ্য বেশ বিপদে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

আজকের বাংলাদেশের প্রায় সব জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে 

কোনো শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র-দৈনিক যুগান্তর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে দেয়া এক চিঠিতে ট্রাম্প প্রশাসন এ কথা জানিয়েছে । পশ্চিমা মিডিয়ার বরাত দিয়ে যুগান্তর লিখেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক চিঠিতে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট বলেছেন, ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য যুক্তরাষ্ট্র আলোচনা করতে প্রস্তুত রয়েছে। জাতিসংঘে দেয়া ওই চিঠিতে কাসেম সোলাইমানিকে হত্যার যুক্তি হিসেবে নিজেদের রক্ষা করার জন্যই এ কাজ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাতিসংঘ সনদের ৫১ ধারা উল্লেখ করে ইরানও চিঠির মাধ্যমে মার্কিন ঘাঁটিতে হামলার যৌক্তিকতা তুলে ধরেছে।

কোন রাষ্ট্র যদি নিজেদের রক্ষার জন্য পদক্ষেপ নেয় তাহলে সেটি দ্রুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করতে হবে বলে জাতিসংঘ সনদের ৫১ ধারায় বলা হয়েছে।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি এক চিঠিতে জানিয়েছেন, ইরান কোন যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায়না। মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট এবং যথাযথ সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরান আত্মরক্ষার চেষ্টা করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

যদিও প্রতিযোগিতার বাজার, তবুও বার্গেনিং করুন-দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পোশাক ব্যবসায়ীদের উদ্দেশে প্ধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা অনেক বেশি। আমরা পোশাক অল্প টাকায় বিক্রি করি। যারা এ পোশাক ক্রয় করেন তারা যদি এক ডলার করেও দামটা বাড়ান তাহলে বাংলাদেশের অর্থনীতি অনেকটা মজবুত হয়। বৈদেশিক বায়ারদের এ বিষয়ে আপনাদের বলা উচিত। যদিও প্রতিযোগিতার বাজার, তবুও বার্গেনিং করতে হবে। আমি জানি না, যারা রফতানি করেন তারা এটা করেন কি না। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বস্ত্রমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত-দৈনিক ইত্তেফাক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও দুজন। বুধবার রাতে শিবগঞ্জ জোহরপুর সাতরশিয়া সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ১৬/৬ এস এলাকায় এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, আমি শুনেছি দুইজন নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের লাশ কোথায় আছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

দৈনিক মানবজমিনসহ বিভিন্ন দৈনিকে প্রকাশিত আইন আদালত বিষয়ক দুটি খবর এরকম যে, সিগমা হুদা ও দুই মেয়ের বিরুদ্ধে দুদকের ২ মামলা

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা এবং  তাদের দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদার বিরুদ্ধে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লন্ডনে প্রায় পৌনে সাত কোটি টাকা পাচার করার অপরাধে এ মামলা দায়ের করেছে দুদক। জানা গেছে, পাচার করা অর্থে সেখানে দু’টি ফ্ল্যাট কিনেছেন তারা। আজ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারি পরিচালক  মো. শফিউল্লাহ বাদী হয়ে মামলা দু’টি করেন।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম ও তার স্ত্রী সাবিনা আলমের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ব্যাপারে আজ সংস্থাটির পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত আলাদা আলাদা নোটিশ আশরাফুল আলম ও সাবিনা আলমের গুলশানের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। দুদকের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে আশরাফুল আলম ও সাবিনা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার তথ্য মিলেছে। তাই তাদের নামে নোটিশ ইস্যু করা হয়েছে।

‘খালেদা জিয়ার সাজা স্থগিত করে বিদেশে চিকিৎসা দিন’-দৈনিক ইত্তেফাক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ সম্মেলনের আয়োজন করে।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা মোতাবেক কোন সাজার কার্যকারিতা শর্তহীনভাবে স্থগিত করার একমাত্র ক্ষমতা সরকারের হাতে। আমরা আশা করি সরকার প্রতিহিংসার পথ পরিহার করে আইনগতভাবেই চিকিৎসার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন। এজন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা। তাই আমরা সরকারের নিকট অবিলম্বে খালেদা জিয়ার দণ্ডাদেশ ৪০১(১) ধারা অনুযায়ী স্থগিত করে তার ইচ্ছামত চিকিৎসা নিতে দেশে/বিদেশে সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।

নিপীড়নের অভিযোগে উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ-দৈনিক প্রথম আলো

শিক্ষক নিয়োগের ভাইভা বোর্ডে এক নারী প্রার্থীকে বিব্রতকর প্রশ্ন করে হেনস্তার অভিযোগ উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে। ওই প্রার্থী বিশ্ববিদ্যালয়টিরই প্রক্তণ শিক্ষার্থী। এ নিয়ে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলা ডিসিপ্লিনের কিছু শিক্ষার্থী। তবে উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ও বিক্ষোভ সমাবেশকে ষড়যন্ত্র উল্লেখ করেছেন। উপাচার্যের অভিযোগ, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে যে কয়েকজন শিক্ষক জড়িত আছেন, তাঁদের মধ্যে বাংলা ডিসিপ্লিনের শিক্ষকও রয়েছেন।

ঘটনার শিকার ওই প্রাক্তণ শিক্ষার্থী ৬ জানুয়ারি নিজের ফেসবুক পেজে লেখেন, ‘...স্বল্প সময়ের নিয়োগ বোর্ডেও খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় নারীর হাফপ্যান্ট পরিধান–সংক্রান্ত নানাবিধ আপত্তিকর প্রশ্ন তুলে আমাকে বিব্রত করেছিলেন। সম্প্রতি তাঁকে নিয়ে দুর্নীতিসহ নানাবিধ অনিয়মের অভিযোগ উঠেছে। কিন্তু একজন নিপীড়ক হিসেবে তাঁকে কেউ প্রশ্নবিদ্ধ করেনি। জানি না ওই মুহূর্তে নিয়োগ বোর্ডে উপস্থিত পরীক্ষকবৃন্দ কী ভেবেছিলেন। সর্বোচ্চ বিদ্যাপীঠে মানসিক ধর্ষণ যদি বৈধ হয়, তবে ব্যস্ত পথে শিক্ষার্থী ধর্ষণ তো আরও বৈধতা পাবে।...’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ফলোআপ খবরে বাংলাদেশ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে-ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুকে ৭ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। 

এ সম্পর্কে প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বলেছেন, ৫ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তিনি বিমানবন্দর সড়ক ধরে হাঁটছিলেন। এ সময় পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছিলেন ওই ছাত্রী। তাঁকে পেছন থেকে জাপটে ধরে ঝোপের দিকে টেনে নিয়ে যান মজনু। এরপর ছাত্রীটিকে ঘুষি, চড় মারতে থাকেন এবং গলা চেপে ধরে হত্যার হুমকি দেন।

এ অবস্থায় ছাত্রীটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে অচেতন হয়ে পড়েন। তাঁর যখন চেতনা ফিরে আসে, তখন তিনি সুযোগ বুঝে মজনুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালাতে সক্ষম হন।

এদিকে, ধর্ষিত সেই ঢাবি শিক্ষার্থীর বাবার চিঠি বেশ কিছু অনলাইন পোর্টালে পরিবেশিত হয়েছে

Image Caption

ঐ চিঠিতে লেখা হয়েছে, আজও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ক’দিনের মতো আজও আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এদিকে ৪ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ধর্ষণের শিকার ভুক্তভোগী শিক্ষার্থী। একের পর এক ধর্ষণ আর বিচারের দাবি-এমন পরিস্থিতি অনেকটাই নিয়মিত হয়ে গেছে গোটা দেশে। বিদ্যমান আইনে যে শাস্তি; তাও অপ্রতুল। তাই এমন ন্যাক্কারজনক ঘটনায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ ক্যাম্পাস।

অন্যদিকে আছে বিচারহীনতার হাজার হাজার নজির। আন্দোনকারীরা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণের অভাবেই ঘটছে এমনটা। একজন শিক্ষার্থী বলেন, ধর্ষণের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। কয়টা অপরাধের বিচার হয়।

এদিকে বর্বর এ ঘটনার পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওই শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, মানসিক ও শারীরিকভাবে স্থিতিশীল রয়েছে ওই ঢাবি শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীটির বাবার একটি লিখিত চিরকুট পড়ে শোনান পরিচালক।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

বিরোধী ঐক্যে ছন্দপতন, দিল্লিতে সোনিয়ার ডাকা বৈঠক বয়কট করলেন মমতা-দৈনিক আজকাল

গতকালের বনধে রাজ্যজুড়ে অশান্তি ছড়ানোর জন্য বাম-কংগ্রেসের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আর এই ক্ষোভের জেরেই এবার বিরোধী ঐক্যে বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লিতে খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) ডাকা বৈঠক বয়কট করলেন মমতা । ফলে, বিজেপি বিরোধী ঐক্যমঞ্চ বড়সড় ধাক্কা খেল তা বলাই বাহুল্য। এদিন বিধানসভায় মমতা ঘোষণা করেন, “বাম-কংগ্রেস দিল্লিতে একরকম, রাজ্যে একরকম। দিল্লিতে আমি বিরোধী বৈঠকে যাব বলেছিলাম। কিন্তু সিপিএম ও কংগ্রেস রাজ্যে যা করছে, আমি যাওয়া বাতিল করছি।”

মোদি জমানায় দেশে ক্রমেই বাড়ছে দারিদ্র, আয় বৈষম্য! কেন্দ্রশাসিত অঞ্চল সহ ২৫ রাজ্য বেশ বিপদে-দৈনিক আজকাল

ধসে পড়ছে দেশের অর্থনীতি। সাধারণ মানুষের হাতে টাকা নেই। বাজারে চাহিদা নেই। একেবারে ভেঙে পড়েছে অর্থব্যবস্থা। এমন অবস্থায় আরও চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনল কেন্দ্রের নীতি আয়োগ। বহুমাত্রিক দারিদ্র্য সূচকের বিচারে দেশে বাড়ছে দারিদ্র, ক্ষুধা, আয় বৈষম্য। জীবনযাত্রার মানও খারাপ হচ্ছে দ্রুত হারে। কেন্দ্রশাসিত অঞ্চল সহ দেশের মোট ২২ থেকে ২৫ রাজ্যে ক্রমেই বাড়ছে দারিদ্র। নীতি আয়োগ জানাচ্ছে, ২০১৮ সালের পর থেকেই বিহার, ওডিশা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড প্রবল হারে দারিদ্র বেড়েছে। খানিক উন্নতি লক্ষ্য করা গিয়েছে অন্ধ্রপ্রদেশ এবং সিকিমে। আয় বৈষম্য তীব্রতর হয়েছে সাম্প্রতিক সময়ে। নীতি আয়োগ জানাচ্ছে, বিগত ৪০ বছরে এমন আয় বৈষম্য কখনও তৈরি হয়নি দেশে। দেশের অধিকাংশ পরিবারের মাথাপিছু খরচ ক্রমেই নিম্নগামী হয়েছে।

‘দেশের কঠিন সময়, অশান্তি থামলে সিএএ শুনানি’, বললেন প্রধান বিচারপতি

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ-প্রতিবাদ জারি রয়েছে। ঘটছে হিংসাত্মক ঘটনাও। ঘটেছে মৃত্যুও। সেই হিংসা নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সিএএ-কে ‘সাংবিধানিক’ ঘোষণা করার দাবিতে হওয়া একটি মামলার প্রেক্ষিতে, বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবডে ‘‘দেশ এক কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে।’’ হিংসা থামলে তবেই শীর্ষ আদালত সিএএ সংক্রান্ত মামলা শুনবে বলেও এ দিন জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

শীর্ষ আদালতে আইনজীবী বিনীত ধান্দা আবেদন করেন, সিএএ-কে ‘সাংবিধানিক’ ঘোষণা করা হোক। ওই আইন নিয়ে ‘গুজব ছড়াচ্ছেন এমন প্রতিবাদকারী সমাজকর্মী, পড়ুয়া এবং সংবাদমাধ্যম’-এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্যও আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে ওই আবেদনের শুনানি ছিল। বোবডে ছাড়াও ছিলেন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত।

এর পরই প্রধান বিচারপতি বোবডে আবেদনকারীকে জিজ্ঞাসা করেন, ‘‘আমরা কী ভাবে সংসদে পাশ হওয়া একটি আইনকে সাংবিধানিক ঘোষণা করব?’’ এর পর ভর্ৎসনার সুরেই তিনি আইনজীবী বিনীত ধান্দাকে বলেন, ‘‘আমরা ধরেই নিচ্ছি এই আইন সাংবিধানিক। আপনি যদি আইনের ছাত্র হন তা হলে আপনার এটা জানা উচিত।’’

এখানেই থামেননি প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘‘কোনও আইনকে বৈধ বা তাকে সাংবিধানিক ঘোষণা করা আদালতের কাজ নয়’’ সিসিএ নিয়ে দেশজোড়া বিক্ষোভ-প্রতিবাদ নিয়ে বোবডে বলেন, ‘‘দেশ কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এখন শান্তির চেষ্টা করা উচিত। তাতে এই আবেদন সাহায্য করবে না।’’একই সঙ্গে সিএএ-কে ঘিরে দেশের বিভিন্ন অংশে হিংসার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯

ট্যাগ