করোনাভাইরাস: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশনা প্রধানমন্ত্রীর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- সীমান্ত হত্যায় বিএসএফের দোষ দেখছেন না খাদ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি- সিইসি-দৈনিক মানবজমিন
- এমন আজগুবি কথা জীবনেও শুনিনি, মাহবুব প্রসঙ্গে কাদের-দৈনিক প্রথম আলো
- আমাদের ওপর হামলা করে আমাদের নামেই মামলা: ইশরাক-দৈনিক যুগান্তর
- চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশনা প্রধানমন্ত্রীর-দৈনিক সমকাল
- বিদেশি মসজিদে অর্থায়ন বন্ধ করছে সৌদি আরব-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্র-দৈনিক সংবাদ প্রতিদিন
- ‘সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত যদি…’ দণ্ডিতদের ফাঁসি পিছনো নিয়ে জানাল সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ‘বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে দিল্লি থেকে শাহিনবাগ তুলে দেব’, বিতর্কিত মন্তব্য শাহের-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ইশরাকের প্রচারে সংঘর্ষ, মামলা করল আ.লীগ। এ খবর বাংলাদেশের প্রায় সব পত্রিপত্রিকায় বের হয়েছে। ঢাকা সিটি নির্বাচনকে সামনে রেখে এসব ঘটনা ঘটেছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
২. ইরানিদের ঐক্যই শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। কিন্তু আমরা তো মাঝেমধ্যে ইরানে বিক্ষোভও দেখছি। আপনি কী বলবেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
আমাদের ওপর হামলা করে আমাদের নামেই মামলা: ইশরাক-দৈনিক যুগান্তর
মামলা-হামলা করে সরকার নির্বাচনী মাঠ ফাঁকা করতে চায় বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, আমাদের ওপর হামলার পর আমাদের নেতাকর্মীদের নামেই মামলা দেয়া হয়েছে। ওয়ারী থানা পুলিশ পাঁচজনকে গ্রেফতারও করেছে। হামলার বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি আরও বলেন, আমরা আহ্বান জানাব– অতীতের মতো ভোটের মাঠ ফাঁকা না রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন; সেই ব্যবস্থা করুন। আমরা শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী।
ইশরাক বলেন, এতদিন আমি শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে এসেছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা হলে আমি কুশলবিনিময় করি। কিন্ত রোববার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-হামলা করল আওয়ামী লীগ, মামলা হলো বিএনপির বিরুদ্ধে: রিজভী
এ খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজধানীর গোপীবাগ এলাকায় রোববার দুপুরে ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর অফিস থেকে সরকারদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে হামলা ও গুলি চালিয়েছে। এতে ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনসহ ২০-২৫ নেতাকর্মী এবং সাংবাদিকরা গুরুতর আহত হন।
অথচ পুলিশ মামলা নিল আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদের। এতে ১৫০ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়। সোমবার পুলিশ উল্টো বিএনপির পাঁচ কর্মীকে ওই মামলায় গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
প্রতিপক্ষের অফিসে প্রার্থী নিজেই লাথি মেরেছেন: ওবায়দুল কাদের-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকালের সংঘর্ষ প্রসঙ্গে বলেছেন, ভিডিও ফুটেজে যা আছে তাতে দেখা যায় বিএনপি প্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন। তিনি বলেন, নির্বাচন হওয়ার পথে বিক্ষিপ্ত সংঘর্ষ অন্তরায় হয়ে দাঁড়াবে না। ইসির উচিত সঠিক তদন্ত করে সত্য উৎঘাটন করা। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
আতিকের ক্ষমা প্রার্থনা-দৈনিক যুগান্তর
নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের অনাকাঙ্ক্ষিত সমস্যার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। তার নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে নির্বাচনী দলের সবার পক্ষ থেকে তিনি ক্ষমা চেয়েছেন। এই মেয়রপ্রার্থী বলেন, নির্বাচনী প্রচারে শব্দযন্ত্রের ব্যবহার, প্রচার দপ্তরে বিপুল মানুষের জনসমাগমে নাগরিক অসুবিধার সৃষ্টি হচ্ছে। ‘ঢাকার সকল সমস্যা চিহ্নিত করে সকলের পরামর্শে তার পূর্ণ সমাধান খুঁজতে, আমি, মেয়র পদপ্রার্থী মো. আতিকুল ইসলাম, আপনার এলাকায় আমাদের নির্বাচনী দপ্তর স্থাপন করেছি।’
এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি- সিইসি-দৈনিক মানবজমিন
বিস্তারিত খবরে লেখা হয়েছে, সামান্য কোথাও কোথাও অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও এগুলো ধর্ত্যব্যের বিষয় নয়। এত বড় একটা নির্বাচন, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এখন পর্যন্ত পরিবেশ ভালো। এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা।
সোমবার সকালে সেন্ট্রাল উইমেন্স কলেজে ডেমোনেস্ট্রেটরদের প্রশিক্ষণ দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, বিধায় ভোটাররা ভোট দিতে আসবে। অন্যবার প্রতিদ্বন্দ্বিতা থাকতো না, বা মাঝপথে বর্জন করতো, সে জন্য ভোটার কম থাকতো।
সিইসি আরো বলেন, ইভিএম নতুন প্রযুক্তি, বিধায় এর বিষয়ে কিছুটা জড়তা আছে। সেজন্য পর্যাপ্ত প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ‘মক’ ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আশা করেন, এর মাধ্যমে ভোটাররা ইভিএমের বিষয়ে অভ্যস্ত হয়ে উঠবে। ইভিএম নিয়ে কিছু রাজনৈতিক দলের বিরোধিতার বিষয়ে সিইসি বলেন, তারা কেন বিরোধিতা করছেন তা তিনি বলতে পারবেন না। তবে নির্বাচন হয়ে গেলে তারা বুঝতে পারবে। ইভিএম নিয়ে তাদের ভুল ভাঙ্গবে।
চীনে থাকা বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ-দৈনিক ইত্তেফাক
করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে চীনে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এক ফেসবুক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে শাহরিয়ার আলম জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে। আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন।’
করোনা ভাইরাস-স্থলবন্দরে সতর্ক বার্তা, আলাদা বেড রাখার নির্দেশ-দৈনিক মানবজমিন
বাংলাদেশের ২৪টি স্থল বন্দরে সতর্কতা বার্তা পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক বার্তায় অধিদপ্তর, দেশের ২৪টি স্থল বন্দরে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়। সেইসঙ্গে স্থল বন্দরের পাশে থাকা হাসপাতালগুলোকে আলাদা বেড রাখার নির্দেশনা দিয়েছে। উল্লেখ্য, চীনে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা এরইমধ্যে বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৮০ তে। আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০০।
ঢাবি শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮% নকল, বাকি ২ শতাংশের খবর কী?-দৈনিক যুগান্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮% নকল। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে খবরটি দেখে প্রশ্ন জেগেছে- বাকি ২% তাহলে কী? ছোট বেলা পড়েছিলাম “বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়।” বাংলাদেশের পরিকাঠামো নাড়ালে যে জিনিষগুলো প্রথমে বেরিয়ে আসবে তার মধ্যে ভেজাল, দুর্নীতি, ভণ্ডামি, গুজব এবং নকল উল্লেখ যোগ্য।
ছোট বেলা এও পড়েছিলাম “পারিবে না এ কথাটি বলিও না আর একবারে না পারিলে দেখ শত বার।” বাংলাদেশ স্বাধীন করা থেকে শুরু করে আজ অবদি নকলের ওপর প্রাকটিস করতে করতে শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮% নকলে পরিণত হয়েছে।
সেক্ষেত্রে সারা দেশের পারফরমেন্স বিশ্বের অন্যান্য দেশের তুলনায় খুবই উন্নত সে বিষয় আমরা নিশ্চিত। প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কার করা কঠিন এবং ব্যয়বহুল সে ক্ষেত্রে নকল করা এবং শর্টকাট ওয়েতে সমস্যার সমাধান করা বা উদ্দেশ্য সফল করা দোষের কী? এমন ধরণের মন-মানসিকতা দেশের সবার মাঝে বিরাজ করছে।
জাপান, চীন এরাও কিন্তু নকল করতে করতেই বিশ্বের শ্রেষ্ঠ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। তাদের উৎপাদিত পণ্য গোটা বিশ্বে কম খরচে বিক্রি হচ্ছে। কারণ তারা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সফল হয়েছে। তাদের নকলে ভেজাল, দুর্নীতি, ভণ্ডামি নেই এবং তারা জাস্ট ইন টাইম ডেলিভারিতে বিশ্বস্ততার পরিচয় দিয়ে আসছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্র-দৈনিক সংবাদ প্রতিদিন
শেষ হতে চলেছে ‘মহারাজা’র ঐতিহ্যবাহী দিন।সোমবার, এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। বিপুল অঙ্কের আর্থিক লোকসান সামাল দিতে সংস্থাটির বেসরকারিকরণ করা হবে জানিয়েছে কেন্দ্র।
২০১৮ সালেই সরকারি বিমান সংস্থাটির সিংহভাগ শেয়ার বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হবে বলে জানিয়েছিল কেন্দ্র। তবে অলাভজনক ‘এয়ার ইন্ডিয়া’র নিলামে কেউই আগ্রহ প্রকাশ করেনি। ফলে একপ্রকার বাধ্য হয়েই এবার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করার কথা ভাবছে সরকার।উল্লেখ্য, বিশাল অঙ্কের ঋণের দায়ে ধুকছে এয়ার ইন্ডিয়া। দিন দিন বেড়েই চলেছে লোকসানের পরিমাণ। এদিকে, টাকা না মেটানোয় সরকারি বিমানসংস্থাটিকে জ্বালালি দিতে অস্বীকার করেছে তেল কোম্পানিগুলি।
‘বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে দিল্লি থেকে শাহিনবাগ তুলে দেব’, বিতর্কিত মন্তব্য শাহের-দৈনিক আজকাল
‘বিজেপিকে ভোট দিন। ক্ষমতায় এলে দিল্লিতে কোনও শাহিনবাগ থাকবে না।’ শাহিদবাগের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা তো আগেই করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার শাহিনবাগের আন্দোলনকে রাজনৈতিক ফায়দা তোলার কাজে ব্যবহার করতে চাইছেন তিনি। দিল্লির বাবারপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচারে তিনি বলেন, বিজেপি প্রার্থীর পক্ষে ভোট দিল্লির উন্নতি করবে৷ দেশকে সুরক্ষিত করবে৷ শাহিনবাগের মতো ঘটনা প্রতিহত করবে৷ প্রায় এক মাস ধরে দিল্লির প্রবল ঠান্ডা উপেক্ষা করে শাহিনবাগে জড়ো হয়েছেন কাতারে কাতারে মহিলা ও শিশু৷ নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভে উত্তাল সারা দেশ৷ শুক্রবার অমিত শাহ প্রায় একই ধরণের মন্তব্য করেছিলেন শাহিনবাগ প্রতিবাদ নিয়ে৷ জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি এমন ভাবে ভোটিং যন্ত্রে বটন টিপুন যাতে সেই রাগের আগুন পৌঁছে যায় শাহিনবাগে৷ রবিবার অমিত শাহ আপ নেতা কেজরিওয়াল ও কংগ্রেসকে একহাত নেন৷ বলেন, আপনারা কি তাঁদের ভোটব্যাঙ্ক? যারা দেশকে ভাঙতে চাইছে, সেই টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করছেন কেজরিওয়াল ও রাহুল গান্ধীরা।
‘সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত যদি…’ দণ্ডিতদের ফাঁসি পিছনো নিয়ে জানাল সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার
মামলার গুরুত্ব জানিয়ে, তার দ্রুত শুনানির জন্য এ বার সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে আবেদন জানালেন নির্ভয়ার দণ্ডিত মুকেশ সিংহের আইনজীবী। সোমবার প্রধান বিচারপতি এসএ বোবদেও মুকেশ সিংহের মামলাকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেওয়ার কথা জানিয়েছেন।
আগামী শনিবার সকাল ৬টায় নির্ভয়ার চার দণ্ডিতকে ফাঁসিতে ঝোলানোর কথা। তার আগেই গত শনিবার রাষ্ট্রপতি যে পদ্ধতিতে তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় মুকেশকুমার সিংহ। সেই সঙ্গে ১ ফেব্রুয়ারি ফাঁসি দেওয়ার পরোয়ানাও খারিজের আর্জি জানিয়েছে সে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭