জানুয়ারি ২৮, ২০২০ ১৭:৫১ Asia/Dhaka

পাঠক! আপনাদের হয়তো মনে আছে, গত আসরে আমরা বলেছিলাম, ইমাম খোমেনী সারা জীবন শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করেছেন । ইমাম ১৯৬৩ সালে থেকে ইসলামী বিপ্লবের বিজয় পর্যন্ত শাহের বিরুদ্ধে কঠোর সংগ্রাম চালিয়ে যান ।

সে সময় তৎকালীন শাহ সরকারের দমননীতি, বিদেশী তোষণনীতি, ইসলাম বিরোধিতা জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিলো । ১৯৭৮ সালে একটি সরকারি পত্রিকা ইমামের অবমাননা করে নিবন্ধ প্রকাশ করে । জনগণ এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে এবং ধীরে ধীরে ইসলামী বিপ্লবের শিখা প্রজ্বলিত হয় । এরকম পরিস্থিতিতে ইমামের নেতৃত্বে ইরানীদের বিপ্লব প্রচন্ড ঝড়ের শক্তি নিয়ে শাহের অপশাসনের অবসান ঘটায়। শাহ পরিস্থিতি প্রতিকূল দেখে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়ে যায় এবং ইরানে ইমামের প্রত্যাবর্তনের দ্বার উন্মুক্ত হয় । এ বিষয়ে মোহাম্মাদ ও রমিনের কথোপকথন শোনার আগে চলুন ফার্সি আজকের আসরে ব্যবহৃত কিছু ফার্সি শব্দের অর্থ জেনে নেই।

سال - مبارزه - حدود - 14 سال - بذر - آگاهي - بيداري - مردم - چگونه - وقتي كه - شاه - او رفت - ده روز - قبل - پيروزي - انقلاب اسلامي - او بازگشت - فيلم - کمی - بي نظير - پدرم - شيراز - او آمده بود - خاطره - خوش - بزرگترین - رويداد - قرن - دين - بلكه - جهان - نوع - حكومت - نظام - جمهوري اسلامي - همه پرسي - بيش از 98 درصد - رأی - مثبت - به همین خاطر - همواره - پشتيبان.

বছর / সংগ্রাম / প্রায় / ১৪ বছর / বীজ / সচেতনতা / জাগরণ / জনগণ / কিভাবে/ যখন / রাজা / সে গেল / দশ দিন / পূর্বে / বিজয় / ইসলামী বিপ্লব / তিনি ফিরলেন/ চলচ্চিত্র / কিছুটা / অতুলনীয় / আমার বাবা / ইরানের একটি শহরের নাম / সে এসেছিল / স্মৃতি / আনন্দিত / বৃহত্তম / ঘটনা / শতাব্দী / ধর্ম / বরং / বিশ্ব / প্রকার / শাসন / সরকারব্যবস্থা / ইসলামী প্রজাতন্ত্র / গণভোট / ৯৭ শতাংশেরও বেশী / রায় বা ভোট / ইতিবাচক / একারণে / সবসময় / সমর্থনকারী

পাঠক, শব্দার্থ জেনে নেয়ার পর এবার আসুন মোহাম্মদ ও রমিনের কথোপকথন শোনা যাক । তারা ইরানের ইসলামী বিপ্লবের বিজয় নিয়ে আলোচনা করছে।

محمد - پس امام خمینی سالها از ایران دور بود و از خارج از ایران ، به مبارزات خود ادامه می داد .رامین - بله . امام حدود 14 سال از ایران دور بود . اما همواره بذر آگاهی و بیداری را در مردم می پاشید .محمد - امام خمینی چگونه به ایران آمد ؟رامین - وقتی كه مبارزات مردم به اوج خود رسید ، شاه از ایران رفت . پس از آن ، ده روز قبل از پيروزي انقلاب اسلامي ، امام خميني به ایران بازگشت .محمد - فیلم هایی از آمدن امام خمینی به ايران دیده ام . استقبال مردم از ايشان بي نظير بود.رامین - بله . پدرم هم از شیراز برای استقبال از امام خمینی به تهران آمده بود . او خاطره خوشی از آن روزها دارد .محمد - چرا انقلاب اسلامی را بزرگترین رویداد ايران در قرن بیستم خوانده اند ؟رامین - برای اینکه انقلاب ایران ، دین را زنده کرد و نه تنها ایران ، بلکه جهان را نيز تحت تاثیر قرار داد .محمد - پس از پيروزي انقلاب ، چگونه نوع حکومت ایران تعيين شد ؟رامین - امام خمینی ، نظام جمهوری اسلامی را پیشنهاد کرد و مردم طي يك همه پرسي به آن رأی دادند .محمد - پس مردم ایران خودشان انقلاب کردند و بعد هم به حکومت مورد نظرشان رأی دادند .رامین - بله . بیش از ৯৮ درصد مردم به جمهوري اسلامي رأی مثبت دادند .محمد - پس به همین خاطر است که مردم ايران ، همواره پشتيبان نظام جمهوري اسلامي هستند .

মোহাম্মাদ - তাহলে ইমাম খোমেনী অনেক বছর ইরান থেকে দূরে ছিলেন এবং ইরানের বাইরে থেকে তার সংগ্রাম চালিয়ে গেছেন ।রমিন -হ্যাঁ । ইমাম ১৪ বছর ইরান থেকে দূরে ছিলেন । কিন্তু সবসময় জনগণের সচেতনতা বৃদ্ধি ও তাদের জাগ্রত করার প্রচেষ্টা চালিয়ে যান ।মোহাম্মাদ -ইমাম খোমেনী কীভাবে ইরানে আসেন?রমিন- যখন জনগণের সংগ্রাম চরম অবস্থায় পৌঁছে, তখন শাহ ইরান থেকে চলে যায় । তারপর ইসলামী বিপ্লব বিজয়ের দশ দিন পূর্বে ইমাম খোমেনী ইরানে ফিরে আসেন ।মোহাম্মাদ - আমি ইমাম খোমেনীর ইরানে আসার ভিডিও চিত্র দেখেছি । তাঁকে জনগণ নজীরবিহীন স্বাগত জানিয়েছিলো।রমিন - হ্যা । আমার বাবাও ইমাম খোমেনীকে স্বাগত জানানোর জন্য সিরাজ থেকে তেহরানে এসেছিলেন । সে দিনগুলো তার জন্য সুখময় স্মৃতি হয়ে রয়েছে ।মোহাম্মাদ- কেন ইসলামী বিপ্লবকে বিংশ শতাব্দিতে ইরানের বৃহত্তম ঘটনা বলে আখ্যা দেওয়া হয় ?রমিন - এজন্য যে ইরানের বিপ্লব ধর্মকে নতুন প্রাণ দিয়েছে এবং শুধু ইরানে নয়,সারা বিশ্বে এই বিপ্লবের প্রভাব পড়েছে ।মোহাম্মাদ - বিপ্লব বিজয়ের পর কীভাবে ইরানের শাসন ব্যবস্থার পদ্ধতি নির্বাচন করা হয়?রমিন- ইমাম খোমেনী ইসলামী প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থার প্র্রস্তাব দেন এবং জনগণ এক গণভোটের মাধ্যমে তার পক্ষে রায় দেয় ।মোহাম্মাদ - তাহলে ইরানের জনগণই বিপ্লব করেছিল এবং পরবর্তিতে শাসন ব্যবস্থার পক্ষেও তারাই রায় দিয়েছিলো।রমিন- হ্যাঁ । ৯৮ শতাংশ জনগণ ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে রায় দিয়েছিল ।মোহাম্মাদ - তাহলে একারণেই ইরানের জনগণ সবসময়ই ইসলামী শাসনব্যবস্থার পক্ষে রয়েছে।

পাঠক, ইমাম খোমেনি (রহঃ) জনগনের অভুতপূর্ব উচ্ছ্বাস ও অভিনন্দনের মধ্য দিয়ে ইরানে পা রাখেন, যা সত্যিই এদেশের ইতিহাসে অবস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তিনি ইসলামী বিপ্লবের শহীদদের কবর যিয়ারতের জন্য তেহরানের মেহরাবাদ বিমান বন্দর থেকে সরাসরি বেহেশতে যাহরায় যান ও সেখানে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন । আর এভাবে ইমামের ইরানে প্রবেশে পর তাঁর নেতৃত্বে ও জনগণের আন্তরিক প্রচেষ্টায় ইরানের ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে । অগণিত জনতার ত্যাগ ও শহিদদের পবিত্র রক্তের বিনিময়ে প্রতিষ্ঠত হয়েছে আজকের এই গৌরবোজ্জ্বল ও সমৃদ্ধ ইরান।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ