মার্চ ১২, ২০২০ ১৯:৫৫ Asia/Dhaka

পাঠক, আজকের আসরে আমরা ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী রাষ্ট্র ইরাক সম্পর্কে আলোচনা করবো । ইরাক প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যবাহী দেশ। দেশটির জনসংখ্যা প্রায় তিন কোটি। এদের শতকরা প্রায় ৭৫ ভাগ জাতিগত আরব এবং ২০ ভাগ কুর্দি।

বাকি পাঁচ ভাগ তুর্কমেন, অশুরি ও অন্যান্য জাতিগোষ্ঠির জনগণ। ইরাকের নাজাফ, কারবালা, কাজেমাইন ও সামারা শহরে বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর পবিত্র আহলে বাইতের কয়েকজন ইমামের মাজার অবস্থিত। ইরান থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ এসব মাজার যিয়ারতের উদ্দেশ্যে ইরাক সফর করেন। দীর্ঘকাল ধরে ইরাক ও ইরানের জনগণের মধ্যে ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। ইরাকের অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা আরবি, কুর্দি ও তুর্কমেন ভাষায় কথা বলে। অবশ্য ইরাকের কোন কোন এলাকার মানুষ বিশেষ করে কুর্দিস্তানের কেউ কেউ ফার্সি ভাষাও জানে। তবে ইরাকের রাষ্ট্রভাষা আরবি ও কুর্দি। ইরাকের কুর্দিরা দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় বসবাস করে। দেশটির অধিকাংশ এলাকা শুকনো মরু অঞ্চল। অবশ্য দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী এলাকা সবুজ ও উর্বর। ইরাক সম্পর্কে মোহাম্মদ ও রমিনের মধ্যকার কথোপকথন শোনার আগে চলুন আজকের কিছু ফার্সি শব্দের অর্থ জেনে নেই।

سفر - چه طور بود ؟ - خوش گذشت ؟ - زیارتی - بسیار خوب -چند تَن - نوادگان - پیامبر - کدام - شهر - ما رفتیم - برایم - کمی - خاطرات - بگو - وقتمان - زیارت - آثار - تاریخی - هوا - خیلی - گرم - خصوصاً - هنگام - ظهر - معمولا ً - غروب - خنک - منطقه - کوهستانی - معتدل - کشاورزی - سرسبز - رود - مزرعه - باغ - عمده - محصول - خوشمزه - متنوع

সফর বা ভ্রমণ - কেমন হয়েছে? - ভালো কেটেছে? - যিয়ারতের উদ্দেশ্যে - খুব ভালো - কয়েক জন - বংশধর - পয়গম্বর বা নবী - কোনটি - শহর - আমরা গিয়েছি - আমার জন্য - একটুখানি - স্মৃতি - বলো - আমাদের সময় - যিয়ারত - নিদর্শন - ঐতিহাসিক - هوا অর্থ বাতাস, তবে আবহাওয়া অর্থেও এটি পরিভাষা হিসেবে ব্যবহৃত হয় - অনেক - গরম - বিশেষ করে - সময় - দুপুর - সাধারণত - সুর্যাস্ত - ঠান্ডা - অঞ্চল - পাহাড়ি - ভারসাম্যপূর্ণ বা সমভাবাপন্ন -কৃষি - সবুজ শ্যামল - নদী - কৃষিক্ষেত - বাগান - প্রধান - শস্য - মজাদার - বিভিন্ন রকম বা বৈচিত্রপূর্ণ।

ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদের ইরানী বন্ধু রমিন সম্প্রতি ইরাক সফরে গিয়েছিলো। মোহাম্মাদ ও রমিন এখন তেহরানের একটি পার্কে হাঁটতে হাটতে সেই সফরের গল্প করছে।

محمد - سفر به عراق چه طور بود ؟ خوش گذشت ؟رامین - بله . سفر زیارتی بسیار خوبی بود . حرم چند تن از نوادگان پیامبر را در عراق زیارت کردیم . جای شما خالی !محمد - به کدام شهرها رفتید ؟رامین - برای زیارت به شهرهای نجف ، کربلا ، کاظمین و سامرا رفتیم . البته از بغداد و اربیل هم دیدن کردیم .محمد - خوب . برایم کمی از خاطرات سفر به عراق بگو .رامین - در شهرهای زیارتی ، بیشتر وقتمان به زیارت در حرم می گذشت ، اما در بغداد و اربیل ، از آثار تاریخی دیدن کردیم .محمد - هوا چه طور بود ؟رامین - هوا خیلی گرم بود . خصوصًا هنگام ظهر . معمولا از ظهر تا غروب در هتل می ماندیم . اما هوای اربیل در کردستان عراق ، خنک و ملایم بود .محمد - چه طور ؟رامین - برای اینکه کردستان عراق در شمال این کشور ، در منطقه ای کوهستانی و معتدل قرار دارد .محمد - آیا کشاورزی در عراق رونق دارد ؟رامین - بله . کردستان منطقه ای سرسبز است . در منطقه بین دو رود دجله و فرات هم مزارع و باغهای زیادی وجود دارد .محمد - عمده ترین محصول کشاورزی عراق چیست ؟رامین - خرما . خرماهای خوشمزه و متنوعی در عراق وجود دارد .

মোহাম্মাদ : ইরাক সফর কেমন হলো? ভালো কেটেছে?রমিন : হ্যাঁ। এটি ছিলো একটি ভালো যিয়ারতের সফর। আমরা রাসূলের কয়েকজন বংশধরের মাজার যিয়ারত করেছি। তুমি গেলে আরো ভালো লাগতো।মোহাম্মাদ : কোন কোন শহরে গিয়েছিলে তোমরা?রমিন : যিয়ারতের জন্য নাজাফ, কারবালা, কাজেমাইন ও সামারায় গিয়েছিলাম। অবশ্য বাগদাদ ও আরবিল শহরও ঘুরে দেখেছি।মোহাম্মাদ : আচ্ছা, আমাকে ইরাক সফরের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা শোনাও না।রমিন : যিয়ারতের শহরগুলোতে আমরা অধিকাংশ সময় মাজারগুলোতে কাটিয়েছি। তবে বাগদাদ ও আরবিলে ঐতিহাসিক কিছু নির্দশন দেখেছি।মোহাম্মাদ : (ওখানকার) আবহাওয়া কেমন ছিলো?রমিন : (ওখানকার) আবহাওয়া ছিলো প্রচণ্ড গরম। বিশেষ করে দুপুরের দিকে। সাধারণভাবে আমরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেল থেকে বেরুতাম না। তবে কুর্দিস্তানের আরবিলের আবহাওয়া ঠাণ্ডা ছিলো।মোহাম্মাদ : কীভাবে (এটা সম্ভব হলো)?রমিন : কারণ, কুর্দিস্তান ইরাকের উত্তরাঞ্চলে অর্থাৎ পাহাড়ি ও সমভাবাপন্ন আবহাওয়ায় অবস্থিত।মোহাম্মাদ : কৃষিতে ইরাককে কি অগ্রসর মনে হয়েছে?রমিন : হ্যাঁ। ইরাকের কুর্দিস্তান সবুজ শ্যামল এলাকা। এছাড়া দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী এলাকায় কৃষিক্ষেত ও অনেক ফলের বাগান রয়েছে।মোহাম্মাদ : ইরাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিপণ্য কি?রমিন : খোরমা খেজুর। ইরাকে বিভিন্ন জাতের মজাদার খোরমা খেজুর উৎপন্ন হয়।

পাঠক, মোহাম্মাদ ও রমিনের কথোপকথন থেকে যেমনটি বুঝতে পারলেন, ইরাকের প্রধান কৃষিপণ্য খোরমা। ইরান থেকে যারা ইরাক সফরে যান, তাদের অধিকাংশই প্রিয়জনদের জন্য উপহার হিসেবে খোরমা, জায়নামাজ ও তসবিহ নিয়ে আসেন। ইরানিরা যেমন ইমাম হোসেন (আঃ) ও ইমাম আলী (আঃ)সহ রাসূলের পবিত্র আহলে বাইতের সদস্যদের মাজার জিয়ারত করতে ইরাকে যান, তেমনি ইরাক থেকেও বহু মানুষ প্রতি বছর ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আঃ) এর মাজার জিয়ারত করতে আসেন। সুদীর্ঘকাল ধরে এই সফর বিনিময় অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া ইরাক ও ইরানে কয়েকটি সমৃদ্ধ ধর্মতত্ত্ব কেন্দ্র থাকার কারণে দুই দেশের অনেক ছাত্র এসব কেন্দ্রে অধ্যয়ন করেন।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/১২

ট্যাগ