মার্চ ১৩, ২০২০ ১৮:২৩ Asia/Dhaka

পাঠক, আজকের আসরে আমরা ইরানের উত্তরাঞ্চলীয় দু'টি প্রতিবেশী দেশ অর্থাৎ তুর্কমেনিস্তান ও আর্মেনিয়ার সাথে পরিচিত হবো। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে দেশ দু'টি স্বাধীনতা লাভ করে। তুর্কমেনিস্তানের অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা তুর্কমেন ভাষায় কথা বলে।

আর্মেনিয়ার জনগণ খ্রীস্টান এবং তাদের ভাষা আর্মেনি। ইরানেও বহু সংখ্যকে আর্মেনিয়ো খ্রীস্টান বসবাস করে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক দিয়ে তুর্কমেনিস্তান ও আর্মেনিয়ার জনগণের মধ্যে অনেক মিল রয়েছে। ইরানে অধ্যয়নতর বিদেশী ছাত্র মোহাম্মাদ একটি অনুষ্ঠানে মাজিদের সাথে পরিচিত হয়। মাজিদের ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে এবং সে ব্যবসায়িক কাজে প্রায়ই ইরানের প্রতিবেশী দেশগুলোতে যাওয়া আসা করে। তুর্কমেনিস্তান ও আর্মেনিয়া সফর শেষে সে অতি সম্প্রতি ইরান ফিরে এসেছে। মোহাম্মাদ তার সাথে ব্যবসায়িক বিষয়াদিসহ ওই দুটি দেশ সম্পর্কে জানতে চায়। এ সম্পর্কে তাদের মধ্যে কি কথা হয় তা শোনার আগে চলুন আজকের আসরে ব্যবহৃত কিছু ফার্সি শব্দের অর্থ জেনে নেই।  

به تازگی - حدود - یک ماه - من نبودم - کجا - شما سفر کرده بودید - من رفته بودم - ارمنستان - ترکمنستان - مدیر - شرکت - تجاری - چند سال - روابط تجاری - خرید - فروش - مبادله - کالا - تاکنون - تجارت - ترکمن - ارمنی - چه چیزهایی - شما صادر می کنید - محصولات - کشاورزی - مواد - غذایی - معدنی - پنبه - تولیدات

সম্প্রতি - প্রায় - এক মাস - আমি ছিলাম না- কোথায় - আপনি সফর করেছিলেন - আমি গিয়েছিলাম - আর্মেনিয়া - তুর্কমেনিস্তান - পরিচালক বা ডিরেক্টর - কোম্পানি - ব্যবসায়িক - কয়েক বছর - ব্যবসায়িক সম্পর্ক - ক্রয় - বিক্রয় - লেনদেন বা আদানপ্রদান - পণ্য - এখন পর্যন্ত - বাণিজ্য - তুর্কমেন বা তুর্কমেনিস্তানের অধিবাসী কিংবা তাদের ভাষা - আর্মেনিয়ার অধিবাসী বা তাদের ভাষা - কী কী জিনিস - আপনারা রপ্তানি করেন - পণ্যসামগ্রী - কৃষি - পদার্থ বা দ্রব্য - খাদ্যদ্রব্য - খনিজ - তুলা - উৎপাদিত (সামগ্রী)

ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন। এবারে চলুন ইরানি ব্যবসায়ি মাজিদের সাথে মোহাম্মাদের কথোপকথন শোনা যাক  

محمد - شنیده ام که به تازگی به ایران بازگشته اید ؟مجید - بله . حدود یک ماه در ایران نبودم .محمد - به کجا سفر کرده بودید ؟مجید - به ارمنستان و ترکمنستان رفته بودم . من مدیر یک شرکت تجاری هستم .محمد - پس به یک سفر کاری رفته بودید ؟مجید - بله . چند سال است که شرکت ما با کشورهای ارمنستان و ترکمنستان روابط تجاری دارد . برای خرید و فروش و مبادله کالا به آنجا رفته بودم .محمد - قصد دارید کارتان را در آن کشورها توسعه دهید ؟مجید - بله . تاکنون موفق بوده ایم و می خواهیم تجارت خود را با ترکمن ها و ارمنی ها توسعه دهیم .محمد - چه چیزهایی به آن کشورها صادر می کنید ؟مجید - ترکمن ها و ارمنی ها از محصولات کشاورزی و مواد غذایی و برخی مواد معدنی ایران استقبال می کنند .محمد - شما از آن کشورها چه چیزهایی وارد می کنید ؟مجید - از ترکمنستان پنبه وارد می کنیم و از ارمنستان نیز تولیدات کشاورزی و دامی وارد می کنیم .محمد - بسیار عالی است . موفق باشید .

মোহাম্মাদ :শুনলাম আপনি সম্প্রতি ইরানে ফিরে এসেছেন? মাজিদ :হ্যাঁ। প্রায় এক মাস ইরানে ছিলাম না। মোহাম্মাদ:কোথায় সফরে গিয়েছিলেন? মাজিদ:আর্মেনিয়া ও তুর্কমেনিস্তান গিয়েছিলাম। আমি একটি বাণিজ্যিক কোম্পানির ডিরেক্টর।মোহাম্মাদ: তাহলে নিশ্চয়ই ব্যবসায়িক সফরে গিয়েছিলেন? মাজিদ: হ্যাঁ। কয়েক বছর হলো আর্মেনিয়া ও তুর্কমেনিস্তানের সাথে আমাদের কোম্পানির বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। ক্রয়, বিক্রয় ও পণ্য আদান প্রদানের কাজে ওই দু'টি দেশে গিয়েছিলাম। মোহাম্মাদ :ওই সব দেশের সাথে আপনাদের বাণিজ্য বৃদ্ধি করার কোন পরিকল্পনা আপনাদের আছে কি?মাজিদ :হ্যাঁ। এখন পর্যন্ত আমরা এক্ষেত্রে সফল এবং তুর্কমেনিস্তান ও আর্মেনিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বিস্তারের চেষ্টা করছি। মোহাম্মাদ :আপনারা ওই সব দেশে কী কী জিনিস রপ্তানি করেন? মাজিদ : তুর্কমেনিস্তান ও আর্মেনিয়ার জনগণ ইরানের কৃষিজাত পণ্য, খাদ্যদ্রব্য এবং কিছু খনিজ সম্পদ পছন্দ করে। (অর্থাৎ আমরা এসব জিনিস ওই দুটি দেশে রপ্তানি করি) মোহাম্মাদ :আপনারা ওইসব দেশ থেকে কী কী জিনিস আমদানি করেন? মাজিদ : তুর্কমেনিস্তান থেকে তুলা এবং আর্মেনিয়া থেকে কৃষিজাত পণ্য ও পশু আমদানি করি। মোহাম্মাদ : চমৎকার। আপনাদের সাফল্য কামনা করছি।

পাঠক, এখানে উল্লেখ করা যায় যে, মাজিদের কোম্পানিটি কিন্তু একমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যেটি আর্মেনিয়া ও তুর্কমেনিস্তানের সাথে ব্যবসা করছে। ইরানের আরো অনেক বাণিজ্যিক কোম্পানি ও প্রতিষ্ঠান এই ব্যবসায় তৎপর রয়েছে। তুর্কমেনিস্তান থেকে ইরান সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পণ্য আমদানি করে তা হচ্ছে গ্যাস। আবার ইরান আর্মেনিয়ায় গ্যাস ও বিদ্যুৎ রপ্তানি করে। ইরানের জনগণের সাথে এই দু'টি দেশের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইরানের গোলেস্তান ও খোরাসান প্রদেশে কিছু তুর্কমেন জনগোষ্ঠি বসবাস করে। এছাড়া তেহরান, উরুমিয়েহ ও ইস্পাহানসহ ইরানের বিভিন্ন শহরে আর্মেনিয়ো জনগোষ্ঠির বসবাস রয়েছে। এ কারণে ওই দু'টি দেশের সাথে ইরানের পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। তুর্কমেনিস্তান ও আর্মেনিয়া থেকে সড়কপথে বহু মানুষ ইরান ভ্রমণে আসে। সড়ক পথে ভ্রমণ সাশ্রয়ী হওয়ার কারণে বহু ইরানিও ওই দুটি দেশ সফরে যায় সড়ক পথ ব্যবহার করে। তুর্কমেনিস্তানের সিট কাপড়, তৈরি পোশাক ও গালিচা ইরানে বিশেষ করে খোরাসান ও গোলেস্তান প্রদেশে ব্যাপকভাবে বিক্রি হয়। প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের শান্তিপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এছাড়া এসব দেশের জনগণ ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে ভীষণ আগ্রহী।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/১৩

ট্যাগ