মার্চ ১৪, ২০২০ ১৭:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশে এখন করোনায় আক্রান্ত কেউ নেই: আইইডিসিআর-দৈনিক প্রথম আলো
  • মার্কিন মানবাধিকার প্রতিবেদন একপেশে ও অগ্রহণযোগ্য : তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • ইতালি ফেরত ১৪২ জন হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে-দৈনিক মানবজমিন
  • প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
  • করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার ১০ কারণ-বাংলাদেশ প্রতিদিন
  • ইতালিফেরত কারও শরীরে করোনার লক্ষণ নেই: আইইডিসিআর-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • মোদীর ডাকে সাড়া দিয়ে করোনা নিয়ে ভিডিয়ো কনফারেন্সে রাজি পাকিস্তান-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু, টানা ৩৬ ঘণ্টা দিদির দেহ আগলে বসে রইলেন ভাই-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ভয় সেই করোনাকেই, সোমবার থেকে রাজ্যের সব সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ-দৈনিক আজকাল
  • শাহ'র কথার সঙ্গে বিধির মিল নেই-দৈনিক গণশক্তি

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ইতালি থেকে ফিরে আসা লোকজন ঢাকার হজ ক্যাম্পে বিক্ষোভ করেছেন। কীভাবে দেখছেন বিষয়টিকে?

২. ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যেসব ইরাকি অনুচর জড়িত ছিল তাদের শনাক্ত করতে রাজি হয়েছে বাগদাদ। আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

করোনাভাইরাস পরিস্থিতি

বিশ্বজুড়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ চলছে। বিশ্ব মহামারি করোনায় এখনও পর্যন্ত বিশ্বের মোট ১৩২ টি দেশে ছড়িয়েছে সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার জন। মৃত্যু হয়েছে পাঁচ হাজার জনেরও বেশি। চিনের ইউহান শহরের পর করোনা ভাইরাসেক করাল গ্রাসে ইউরোপের বিভিন্ন দেশ। ইতালি-ফ্রান্স ছাড়াও ইউরোপের অন্যান্য দেশ থেকেও মৃত্যুর খবর আসছে। ইতালির পর স্পেনেও দ্রুত হারে ছড়াচ্ছে CVOID-19 জীবাণু। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫০ জনের। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬৬ জন।

এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর খবর- বাংলাদেশে এখন করোনায় আক্রান্ত কেউ নেই: আইইডিসিআর।

বিস্তারিত খবরে লেখা হয়েছে, বাংলাদেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের সবাই এখন করোনামুক্ত। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ কথা জানিয়েছেন। রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আজ শনিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি সাংবাদিকদের অবহিত করেন সেব্রিনা।

প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর

দেশে করোনাভাইরাস পরিস্থিতিকে ‘স্বাভাবিক’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ সরকার নানা পদক্ষেপ নেবে।শনিবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর ইউএনবির।ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।পরে করোনাভাইরাস বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।প্রসঙ্গত, করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জনে।

হজ ক্যাম্পে ইতালি ফেরতদের বিক্ষোভ-দৈনিক মানবজমিন

হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা ইতালি ফেরত যাত্রীরা বিক্ষোভ করছে। আজ সকালে তারা হযরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা সেখানে থাকতে অস্বীকৃতি জানাচ্ছে।ইতালি ফেরতদের দাবি, তাদেরকে অযথা এখানে আটকিয়ে রাখা হয়েছে। হজ ক্যাম্পে থাকার কোনো ধরনের সুব্যবস্থা নেই। তারা আরও বলছেন, ইতালিতে দু’বার এবং দুবাই-এ একবার তাদের টেস্ট করানো হয়েছে। এখানে বিমান  থেকে নামার সঙ্গে সঙ্গে তাদের পাসপোর্ট নিয়ে যায় সংশ্লিষ্টরা।এদিকে সকাল ৯টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা হজ ক্যাম্পের বাইরে অবস্থান করছিলেন। তাদের জন্য এখনো রুম বরাদ্দ দেয়া হয়নি। ফলে তারা বিশ্রাম নিতে পারছেন না বলেও অভিযোগ করেন।

এদিকে দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীরা কোয়ারেন্টাইনে না গেলে জেল-জরিমানার হুশিয়ার দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার সকালে ইতালি থেকে দেশে ফেরত ১৪২ জনের সবাইকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়ে এমন হুশিয়ারি দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী দেশে এলে তাদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে। এ ছাড়া কেউ যদি এ নির্দেশ অমান্য করে, তাহলে জেল-জরিমানা করা হবে বলে জানান তিনি।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন-মতিউর রহমান চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, কাজলকে খুঁজে বের করার দাবি-দৈনিক মানবজমিন

দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, রিপোর্টার আল আমিন ও অন্য ৩০ জনের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে করা মামলা প্রত্যাহার দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। একই সঙ্গে নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জরুরিভিত্তিতে খুঁজে বের করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা। এ বিষয়ে নিউ ইয়র্ক থেকে নিজস্ব ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এতে বলা হয়, গত ১০ই মার্চ থেকে নিখোঁজ রয়েছেন সাংবাদিক কাজল। এর আগের দিন বাংলাদেশের সুপরিচিত সাংবাদিক মতিউর রহমান চৌধুরী সহ ৩২ জনের বিরুদ্ধে ওই মামলা হয়। এতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মতিউর রহমান চৌধুরী সম্পাদিত দৈনিক মানবজমিন পত্রিকায় ২রা মার্চ একটি রিপোর্ট প্রকাশ হয়।

তাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন সদস্য পরিচালিত ঢাকার একটি হোটেলে যৌনতা চক্রে আসা যাওয়া করা বেশকিছু আইনপ্রণেতার বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। পরে মতিউর রহমান চৌধুরী, রিপোর্টার আল আমিন ও শফিকুল ইসলাম কাজলসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন জাতীয় সংসদের মাগুরা-১ আসনের এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী সাইফুজ্জামান শিখর।

যদিও পত্রিকাটি তার প্রতিবেদনে কারো নাম প্রকাশ করেনি, তবুও কিছু মানুষ যাচাই করা হয়নি এমন একটি তালিকা ফেসবুকে ছড়িয়ে দেয়, তাতে রয়েছে এমপি শিখরের নাম। শিখর দাবি করেছেন, এসবের সঙ্গে জড়িত মামলায় উল্লেখিত কিছু মানুষ। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেছেন, শফিকুল ইসলাম কাজলের বিষয়টি গভীর উদ্বেগের। বিশেষ করে বাংলাদেশে যখন কর্তৃপক্ষের রয়েছে মানুষকে অপহরণ করা এবং তাদেরকে গোপন বন্দিশালায় আটকে রাখার রেকর্ড, যেখানে তাদের নিরাপত্তা ও জীবন ঝুঁকিতে। তাই বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে কাজল কোথায় আছেন তা শনাক্ত করতে পদক্ষেপ নেয়া এবং তার নিরাপত্তা দেয়া। কাজলের পরিবারের সন্দেহ তাকে অপহরণ করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ আরো লিখেছে, খেয়ালখুশি মতো আটক ও জোরপূর্বক গুমের ইতিহাস আছে বাংলাদেশের। কিছু মানুষকে পরে মুক্তি দেয়া হলেও, কিছু মানুষকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা হেফাজতে নেয়া হলেও, অনেক ক্ষেত্রেই কিছু ব্যক্তির ক্ষেত্রে কর্মকর্তারা বলে থাকেন, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বা ক্রসফায়ারে নিহত হয়েছেন তিনি। বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর রিপোর্ট অনুযায়ী, গত এক দশকের শাসনামলে কমপক্ষে ৫৫০ জন মানুষকে জোরপূর্বক গুম করে দিয়েছে নিরাপত্তা রক্ষাকারীরা। বিরোধী রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে নিহত এসব মানুষের অনেককে টার্গেট করা হয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ আরো লিখেছে, সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, নিরাপত্তা রক্ষাকারীরা বিভিন্ন ব্যক্তিকে অদৃশ্য করে দিয়েছেন। দৃশ্যত এটা করা হয়েছে ক্ষমতাসীন অভিজাত সদস্যদের ব্যক্তিগত প্রতিশোধ নেয়ার ফল হিসেবেই। আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে জোরপূর্বক গুম নিষিদ্ধ।

ডিজিটাল নিরাপত্তা আইনের অস্পষ্ট ও ব্যাপক বিস্তৃত অংশবিশেষকে, যা নির্যাতনে সুবিধা করে দেয়, তা বাতিল করতে বাংলাদেশ সরকারের প্রতি বার বার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশের নাগরিক সমাজ। মানহানির বিষয়টিকে সিভিল ম্যাটার হিসেবে দেখার দাবি জোরালো হয়েছে। এটা কোনো ফৌজদারি শাস্তিযোগ্য অপরাধ হতে পারে না। ব্রাড এডামস বলেন, ফেসবুকে কিছু শেয়ার করার কারণে অপহরণের আতঙ্কের মধ্যে বসবাস করা উচিত নয় বাংলাদেশিদের। নিরাপত্তা রক্ষাকারীরা তুলে নিয়ে গেছে এবং তার পর নিকটজনরা জানেন না ভিকটিম কোথায় আছেন- এমন অভিযোগ করছেন অনেক পরিবারের সদস্যরা। এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত বাংলাদেশ সরকারের।

মার্কিন মানবাধিকার প্রতিবেদন একপেশে ও অগ্রহণযোগ্য : তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন একপেশে ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ।শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার শুরুতে সাংবাদিকদের তিনি একথা বলেন। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশিত ওই প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ে উল্লিখিত কতিপয় অভিযোগ খন্ডন করে ও প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে তথমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, 'গত ১১ মার্চ বিশ্বের দেশগুলোতে মানবাধিকার পরিস্থিতির ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশের ওপরও একটি প্রতিবেদন রয়েছে। আমরা মনে করি, এই প্রতিবেদন একপেশে৷ যাদের কাছ থেকে তথ্য-উপাত্ত নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সে সমস্ত সংগঠনগুলো ইতিপূর্বেই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে।'

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

করোনাভাইরাস সম্পর্কিত আপডেট খবরে দৈনিক আনন্দবাজার শিরোনাম করেছে এরকম, করোনা নিয়ে সাবধান হোন, তবে অযথা আতঙ্ক নয়, স্বাভাবিক জীবনযাপন করুন।চারিদিকে শুধু করোনা আর করোনা৷ প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ আজ এই দেশ তো কাল সেই দেশ৷ ঘুরে বেড়ানোয় নিষেধাজ্ঞা, জমায়েতে নিষেধাজ্ঞা৷ স্কুল-কলেজ-সিনেমা-থিয়েটারের দরজাও বন্ধহচ্ছে। দিনে পঞ্চাশবার হাত ধোব না মাস্ক পরব, তাই ভেবে দিশেহারা আমরা৷ উন্নত দেশগুলি যেভাবে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নতুন করে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু মিছিল কমাতে তৎপর হয়েছে, আমরা তা কতটা করতে পারব, তা নিয়ে চিন্তায় ঘুম নেই কারও৷

তাহলে? এই রোগকে ঠেকানোর একমাত্র হাতিয়ার সতর্কতা৷

সতর্ক হোন

চিকিৎসক সুব্রত ভৌমিকের মতে, মৃত্যুমিছিল দেখে আতঙ্কে স্বাভাবিক জীবনযাপন বন্ধ করবেন না৷ কারণ একটু চোখ খুললেই দেখতে পাবেন, যেখানে বেশি মানুষ মারা গিয়েছেন, হয় সেখানে বয়স্ক ও অসুস্থ মানুষের সংখ্যা বেশি, ডায়াবেটিক, ক্যান্সার, কিডনির দূরারোগ্য অসুখ বা অন্য কোনও কারণে তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, নয়তো চিকিৎসা ব্যবস্থা যথাযথ নেই৷ কাজেই মোটামুটি সুস্থসবল কম বয়সি থেকে মাঝবয়সি বা প্রৌঢ় মানুষের সাধারণ সতর্কতার বাইরে আর বিশেষ কিছু করার নেই৷ যত দিন যাবে, স্বাভাবিক নিয়মে আমাদের মধ্যে এ রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে, যাকে বলে হার্ড ইমিউনিটি৷ বিপদ কমবে৷ তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়েও বিপদ কমবে৷ অতএব চিন্তা করবেন না৷ কয়েকটি নিয়ম শুধু মেনে চলুন৷ যেমন—

• কারও হাঁচি-সর্দি-কাশি জ্বর হলে তার থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন৷ সে শুধু এ রোগের জন্য নয়, ফ্লু প্রতিরোধেও এই একই নিয়ম৷

• নিজের হলে নাকে রুমাল চাপা দিয়ে হাঁচবেন৷ কাশির সময় মুখে রুমাল চাপা দেবেন৷

• হাত ধোওয়ার যে নিয়মের কথা বারবার বলা হচ্ছে, তা মেনে চলবেন৷

• দু-দিনের মধ্যে কষ্ট না কমলে ডাক্তারের পরামর্শ নেবেন৷

বয়স বেশি হলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে কি তবে গৃহবন্দি থাকার নিদান?

বিশেষজ্ঞ চিকিৎসক সব্যসাচী সেন জানিয়েছেন, ব্যাপারটা ঠিক সে রকম নয়৷ অসুস্থ ও বয়স্ক মানুষের এমনিতেই একটু বিশ্রামে থাকা দরকার৷ এই সময় এই ভাইরাস ছাড়া অন্যান্য ভাইরাসও একটু বেশি সক্রিয় থাকে৷ তাদের হাত এড়িয়ে বাঁচতে গেলে কয়েকটি নিয়ম মানতে হবে৷ যেমন—

• ঘরে বা খোলামেলা জায়গায় বসবাস করাই ভাল৷

• ভিড়ভাট্টা যথাসম্ভব এড়িয়ে চলতে হবে৷ নিতান্ত প্রয়োজন না হলে বাসে-ট্রামে-ট্রেনে-ফ্লাইটে চড়ার দরকার নেই৷

• ভাইরাস সংক্রমণ এড়ানোর যে যে নিয়ম আছে, সব অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে৷

• জ্বর-সর্দি-কাশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে৷

• খাওয়া-ঘুমের নিয়ম মেনে চলতে হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে৷

মোদীর ডাকে সাড়া দিয়ে করোনা নিয়ে ভিডিয়ো কনফারেন্সে রাজি পাকিস্তান-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সাড়া দিয়ে নোভেল করোনাভাইরাস নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংগঠন (সার্ক)-এর অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে রাজি হল পাকিস্তান। বিশ্বজুড়ে করোনাভাইরাস যখন অতিমারীর আকার নিয়েছে, সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে মেনে নিল তারা।

করোনা সম্পর্কিত ভারতের অন্যান্য খবর দৈনিক আজকাল লিখেছে,-ভয় সেই করোনাকেই, সোমবার থেকে রাজ্যের সব সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি পাঁচ রোগী পালালেন নাগপুরে, কেরলে পলাতক মার্কিন দম্পতি।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু, টানা ৩৬ ঘণ্টা দিদির দেহ আগলে বসে রইলেন ভাই-দৈনিক সংবাদ প্রতিদিন

করোনায় মৃত্যুপুরী ইটালি। সংক্রামিত হয়ে বাড়িতেই বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল এক তরুণীর। কিন্তু তাঁর সৎকার সম্ভব হচ্ছিল না। কারণ, কেউই করোনার রোগীর সৎকারে এগিয়ে আসছিলেন না। এমনকী হাসপাতালগুলিও বারবার ফিরিয়ে দিচ্ছিল বলে অভিযোগ করেন মৃতার ভাই। যার জেরে গত ৩৬ ঘণ্টা ধরে মৃত দিদির দেহ আগলে বসেছিল ভাই। এমনই মর্মান্তিক পরিস্থিতির শিকার ইতালির নাপোলি এলাকার বাসিন্দা লুকা ফ্রা্ঞ্জে। শেষঅবধি ৩৬ ঘণ্টা পর প্রশাসনিক কর্মীরা সংক্রমণ প্রতিরোধী পোশাক পরে এসে দেহ নিয়ে যায়। কয়েকজনের সাহায্য স্থানীয় একটি কবরখানা সেই দেহ কবর দেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪