এপ্রিল ১৯, ২০২০ ১৮:৫৮ Asia/Dhaka
  • কথাবার্তা: কখনোই হয়তো বের হবে না করোনার প্রতিষেধক-অস্ট্রেলিয়ার প্রফেসর ইয়ান ফ্র্যাজার

১৭ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জানাজায় লোকসমাগম, এএসপি ও ওসি প্রত্যাহার -দৈনিক প্রথম আলো
  • সেরে উঠলে ফের করোনা হবে না, এমন নিশ্চয়তা নেই-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • বিপর্যয় শুরুর সপ্তাহে আমরা চলে এসেছি : স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যর্থ: রিজভী-দৈনিক যুগান্তর
  • কখনোই হয়তো বের হবে না করোনার প্রতিষেধক'-দৈনিক ইত্তেফাক
  • বিড়াল, গরু, ছাগলকেও সংক্রমিত করে করোনা ভাইরাস!-দৈনিক মানবজমিন
  • করোনাভাইরাস
  • চীন ইচ্ছাকৃতভাবে করোনা ছড়ালে পরিণাম ভোগ করতে হবে: ট্রাম্প!-দৈনিক নয়াদিগন্ত!-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:         

  • শরীরে জীবাণুনাশক স্প্রে করা ক্ষতিকর, নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা, দাবি ফ্রান্সের নোবেলজয়ী বিজ্ঞানীর-দৈনিক আজকাল
  • মহারাষ্ট্রে কোয়ারেন্টাইন থেকে বেরোনোর পরেই গ্রেপ্তার তবলিঘি জামাতের ২৯ জন সদস্য 

জানাজায় লোকসমাগম, এএসপি ও ওসি প্রত্যাহার -দৈনিক প্রথম আলো -দৈনিক প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নায়েবে আমির যোবায়ের আহমদ আনসারীর জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজা

কমিটিকে ২২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।প্রত্যাহার করা দুজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করে সরকার। বর্তমান পরিস্থিতিতে মসজিদগুলোয় নামাজ পড়া এবং কবরস্থানে যেতেই বারণ করা হয়েছে। একই সঙ্গে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়। এই অবস্থায় জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি সবাইকে হতবাক করে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে কঠোর সমালোচনা হয়। সবাই এ জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করেন।

সেরে উঠলে ফের করোনা হবে না, এমন নিশ্চয়তা নেই-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

-কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠার পরে ফের এই ভাইরাসে আক্রান্ত হবে না বলে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ মহামারী বিশেষজ্ঞরা দাবি করেছেন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

নতুন মহামারীর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ অ্যান্টিবডি পরীক্ষার ওপর গুরুত্ব দেয়ার প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা এমন কথা বলছেন।টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ব্যক্তি ভাইরাস সংক্রমণের ঝুঁকিমুক্ত কি না বা কত সময় অ্যান্টিবডি তাকে সুরক্ষা দেবে; তা এই পরীক্ষায় পাওয়া যাবে না।কাজেই আগে আক্রান্ত হওয়া কেউ ফের সংক্রমিত হবেন না বলে কোনো প্রমাণ নেই বলে জানান বিশেষজ্ঞরা।

বিপর্যয় শুরুর সপ্তাহে আমরা চলে এসেছি : স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে করোনা প্রসঙ্গে বলেছেন, আমরা সেই সপ্তাহে চলে এসেছি যখন ইউরোপ-আমেরিকায় বিপর্যয় শুরু হয়েছিল। আজ রবিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভকগের(এম আইএস)পরিচালক ড. মো. হাবিবুর রহমান 'করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত ছিলেন।বাংলাদেশে বর্তমানে চলমান করোনাভাইরাসের সপ্তম সপ্তাহের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সপ্তাহে ইউরোপ-আমেরিকায় বিপর্যয় শুরু হয়েছিল।এসময় তিনি আরো বলেন, এ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এ রকম সময়েই ইউরোপ-আমেরিকায় হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলো। প্রাণ দিয়েছিলো। যার রেশ এখনো টানছে দেশগুলো।

ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যর্থ: রিজভী-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসা দেয়ার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার।তাই ডাক্তাররাও এখন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।তাদের কোনো সুরক্ষা নেই।

ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম- পিপিই দিতে পারছে না সরকার। যখন থেকে করোনার সংক্রমণ দেখা গেছে তখন থেকেই সরকার প্রস্তুতি নিলে এই সমস্যা হতো না। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না। রোববার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম-পিপিই দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

কখনোই হয়তো বের হবে না করোনার প্রতিষেধক'-দৈনিক ইত্তেফাক

করোনার প্রতিষেধক হয়তো কখনো বের করা সম্ভব হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির রোগতত্ত্ব বিশেষজ্ঞ প্রফেসর ইয়ান ফ্র্যাজার। তবে অস্ট্রেলিয়ায়র শীর্ষ এই গবেষক বলছেন, প্রতিষেধক না বের হলেও সার্সের মতো প্রাকৃতিকভাবে শেষ হয়ে যেতে পারে করোনা ভাইরাস।

জানা গেছে, প্রফেসর ইয়ান ফ্র্যাজার সার্ভিকাল ক্যান্সারের প্রতিষেধক উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে প্রফেসর ফ্র্যাজার বলেন, করোনার প্রতিষেধক বের করা মানে সাধারণ সর্দির বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। যেটা অসম্ভব। প্রফেসর ফ্র্যাজার জানায়, বিশ্বে প্রায় একশ গবেষক দল করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা করছেন । কিন্তু এখনো করোনাকে কিভাবে আক্রমণ করা যায় এ মডেল কেউ তৈরি করতে পারেনি। এ বিষয়ে প্রফেসর ফ্র্যাজার বলেন, এই ভাইরাস কোন কোষকে ধ্বংস করে না। এটি কোষদের দুর্বল করে। এখনো আমরা জানিনা কিভাবে করোনা ভাইরাসের প্রতিষেধক কাজ করবে। তাই একশ'র মত প্রতিষেধক তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

বিড়াল, গরু, ছাগলকেও সংক্রমিত করে করোনা ভাইরাস!-দৈনিক মানবজমিন

আরো ভয়ের খবর দিলেন চীনের ইউনিভার্সিটি অব হুনান-এর গবেষকরা। তারা বললেন, বর্তমানে যে করোনা ভাইরাস বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি করেছে, তা শুধু মানুষকেই নয়, সংক্রমিত করতে পারে বিড়াল, গরু, ছাগল, শূকর সহ কমপক্ষে ১০ রকমের প্রাণিকে। এর ফলে বার বার সংক্রমিত হতে পারে মানুষ। বিশে^র প্রসিদ্ধ প্যারিসের পাস্তুর ইন্সটিটিউট পরিচালিত একটি জার্নালে জমা দেয়া এক বৈজ্ঞানিক গবেষণা রিপোর্টে এসব কথা বলেছেন ওই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। রিপোর্টটি ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ার আগেই তা দেখতে পেয়েছেন লন্ডনের ডেইলি মেইলের সাংবাদিক। এতে বলা হয়েছে ইউনিভার্সিটি অব হুনানের গবেষকরা ২৫১টি ভিন্ন ভিন্ন প্রাণির ফুসফুসের গঠন নিয়ে গবেষণা করেছেন।

Image Caption

এর মধ্য দিয়ে তারা জানার চেষ্টা করেছেন করোনা ভাইরাস বাঁদুর ও মানুষ ছাড়া অন্য কোন প্রাণিকে সংক্রমিত করতে পারে। গবেষণায় বলা হয়েছে, করোনা ভাইরাস শুধু বাঁদুর, প্যাঙ্গোলিন আর মানবজাতিকেই সংক্রমিত করে এমন নয়। এই ভাইরাস বিবর্তিত হয় এবং সে কমপক্ষে আরো ১০ রকম প্রাণিকে সংক্রমিত করতে পারে। এর মধ্যে রয়েছে বিড়াল, গরু, ছাগল, শূকড়, ভেড়া, মহিষ, পায়রা বা কবুতর সহ বেশ কিছু প্রাণি। এর ফলে এমন আশঙ্কা সৃষ্টি হয়েছে যে, মানুষের দেহ থেকে স্তন্যপায়ী প্রাণিতে সংক্রমিত হতে পারে এই ভাইরাস। তারপর পোষক দেহের ভিতর বংশ বিস্তার করে আরো প্রাণঘাতী রূপ ধারণ করে আবার মানুষকে সংক্রমিত করতে পারে।

চীন ইচ্ছাকৃতভাবে করোনা ছড়ালে পরিণাম ভোগ করতে হবে: ট্রাম্প!-দৈনিক নয়াদিগন্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন, চীন ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাস ছড়ালে তাকে পরিণাম ভোগ করতে হবে। শনিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প আরো বলেন, এটি চীনেই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু তা হয়নি। এখন সারা বিশ্বই ভোগান্তিতে আছে।

এই মহামারির জন্যে চীন কোন পরিণাম ভোগ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা যদি ইচ্ছে করেই কাজটি করে থাকে তবে অবশ্যই। যদি এটি ভুল হয়, তবে ভুল তো ভুলই । তিনি বলেন,কিন্তু যদি চীন ইচ্ছে করেই করে থাকে তবে অবশ্যই তাদের পরিণাম ভোগ করতে হবে।

এটি কি কোন ভুল যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিংবা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে? সাংবাদিকরা এ প্রশ্ন করলে ট্রাম্প বলেন, এ দুটির মধ্যে বড়ো ধরণের পার্থক্য রয়েছে। তিনি আরো বলেন, চীন বলছে তারা তদন্ত করছে। দেখি তাদের তদন্তে কি আসে। কিন্তু আমরাও তদন্ত চালাচ্ছি।ট্রাম্প প্রশাসন বলছে, উহানের ল্যাব থেকে দুর্ঘটনাবশত করোনা ছড়িয়ে পড়ার বিষয়টি তারা উড়িয়ে দিচ্ছে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এর আগে অভিযোগ করছিলেন, মার্কিন সেনাবাহিনী সম্ভবত এ ভাইরাস চীনে ঢুকিয়েছে। কিন্ত এখন তিনি চীনের বিরুদ্ধে আনা মার্কিন অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের সকল খবর অস্বীকার করে এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেও জানিয়েছেন।

এদিকে ট্রাম্প চীনের সরকারি হিসেবে যে সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। চীনের উহানে গত ডিসেম্বরে করোনা প্রথম ছড়িয়ে পড়ে। ভাইরাসটিতে প্রতি লাখে ০.৩৩ জন মারা যাওয়ার খবরটিকে ট্রাম্প অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রে প্রতি লাখে ১১.২৪ এবং ফ্রান্সে ২৭.৯২ এবং স্পেনে ৪২.৮১ জন মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সূত্র : বাসস

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

শরীরে জীবাণুনাশক স্প্রে করা ক্ষতিকর, নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র-দৈনিক আনন্দবাজার পত্রিকা

লকডাউন ঘোষণার পর উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে করার ঘটনায় শোরগোল পড়েছিল। রাস্তার উপর গাদাগাদি করে শ্রমিকদের বসিয়ে স্প্রে করেছিল পুলিশ। আবার কেরলে দেখা গিয়েছিল বাইক আরোহীদের লাইন দিয়ে দাঁড় করিয়ে স্প্রে করা হচ্ছে। তখন পুলিশের অমানবিক আচরণের নিন্দায় সরব হয়েছিল গোটা দেশ। কিন্তু এ বার গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠল ওই সব মানুষের স্বাস্থ্য নিয়ে।

Image Caption

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, মানুষের শরীরে জীবাণুনাশক ছড়িয়ে করোনাভাইরাসের সংক্রমণ রোখা যাবে, এই ধারনার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুধু তাই নয়, এটা শারীরিক এবং মানসিক ভাবেও ক্ষতিকর, জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক। এর ফলে দেখা দিতে পারে বমি, চোখমুখ জ্বালা, চুলকানির মতো উপসর্গ দেখা দিতে পারে। ফলে পুলিশের ভূমিকার পাশাপাশি কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে যে ‘জীবাণুনাশক টানেল’ বসানো হয়েছে, তার ভিত্তি নিয়েও দেখা দিল বড়সড় প্রশ্নচিহ্ন

উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা,‌ দাবি ফ্রান্সের নোবেলজয়ী বিজ্ঞানীর-দৈনিক আজকাল

উহানের ল্যাবরেটরিতেই করোনা নিয়ে পরীক্ষা চলছিল। ‌সেখান থেকেই ছড়িয়েছে করোনা। চাঞ্চল্যকর দাবি করলেন ফ্রান্সের নোবেলজয়ী বিজ্ঞানী লুক মন্টানিয়ের। ফ্রান্সের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‌চলতি শতকের গোড়ার দিক থেকেই করোনা ভাইরাস নিয়ে গবেষণা চলছে উহানের ওই ল্যাবরেটরিতে। ওই গবেষণার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা প্রত্যেকেই করোনা ভাইরাস সংক্রান্ত সবকিছু জানেন। এই ভাইরাসের কোষে ম্যালেরিয়া এবং এইচআইভির জিবাণু মিলেছে।’ এইডস ভাইরাস চিহ্নিত করার স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে নোবেল পুরস্কার পান মন্টানিয়ের। কিন্তু করোনা ভাইরাস নিয়ে তাঁর এই দাবি অনেকেই মানতে চাইছেন না।

অনেকে এই বিজ্ঞানীর সমালোচনাও করছেন। এই দাবি প্রথম নয়। এর আগেও এক মার্কিনি গবেষক এমন দাবি তুলেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা। সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম দাবি করেছে, ‘বাদুড়ের শরীরে স্বাভাবিকভাবেই থাকে করোনা ভাইরাস। এটি জৈব অস্ত্র নয়। কিন্তু তা সত্ত্বেও উহানের ল্যাবে এই ভাইরাস নিয়ে গবেষণা করা হচ্ছিল। প্রাথমিকভাবে বাদুড়ের শরীর থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছিল করোনা ভাইরাস। উহানের ল্যাবে এটা নিয়েই গবেষণা চলছিল। সেই ল্যাবের এক কর্মীর শরীরেই ভুলবশত সংক্রমণ ছড়িয়ে পড়ে। তিনি উহানের কয়েকজন বাসিন্দাকে সংক্রামিত করেন। এরপর সর্বত্র ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

’মহারাষ্ট্রে কোয়ারেন্টাইন থেকে বেরোনোর পরেই গ্রেপ্তার তবলিঘি জামাতের ২৯ জন সদস্য-দৈনিক সংবাদ প্রতিদিন

কোয়ারেন্টাইন থেকে বেরোনোর পরেই গ্রেপ্তার করা হল তবলিঘি জামাতের ২৯ জন সদস্যকে। ধৃতদের মধ্যে ২৬ জন বিদেশি নাগরিকও রয়েছে। পর্যটন ভিসায় ভারতে এসে ধর্মীয় প্রচার ও লকডাউনের নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গতমাসে দিল্লির নিজামুদ্দিন মারকাজে আয়োজিত তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশেও হাজির ছিল এরা। শুক্রবার রাতে মহারাষ্ট্রে আহমেদনগর থেকে গ্রেপ্তার করার পর স্থানীয় একটি আদালতে তোলা হয়। এরপর শনিবার ২৬ জন বিদেশিকে ২৪ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত ও তিনজন ভারতীয়কে জামিন দেন বিচারক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মার্চে দিল্লির নিজামুদ্দিনে হওয়া তবলিঘি জামাত (Tablighi Jamaat) -এর সমাবেশ যোগ দিয়েছিল। সেখান থেকে ফিরে মহারাষ্ট্রের আহমেদনগর, নেভাসা ও জামখেড় এলাকার বিভিন্ন মসজিদে লুকিয়ে ছিল তবলিঘি জামাতের ৩৫ জন সদস্য। বিষয়টি জানতে পারার পরেই ওই মসজিদগুলিতে তল্লাশি চালিয়ে তাদের আটক করে পুলিশ। ছজন করোনা আক্রান্তকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি বাকিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। পাশাপাশি ওই ২৯ জনের নামে গত ৫ এপ্রিল মহারাষ্ট্র কোভিড-১৯ (Covid-19) নিয়ন্ত্রণ আইন, মহামারি রোধ আইন, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন ও বিদেশ নাগরিক আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। আর শুক্রবার কোয়ারেন্টাইন থেকে বেরোতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ।

শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ