জুন ১২, ২০২০ ১৭:৫৯ Asia/Dhaka
  • কথাবার্তা: ঋতু পরিবর্তন করোনার সংক্রমণে প্রভাব ফেলছে না-বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ও মৃত্যু-দৈনিক প্রথম আলো
  • এই বাজেট করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের : কাদের- দৈনিক কালের কণ্ঠ
  • করোনায় হজযাত্রা বাতিল করল মালয়েশিয়া-দৈনিক যুগান্তর
  • অস্ট্রেলিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর -দৈনিক ইত্তেফাক
  • ঋতু পরিবর্তন করোনার সংক্রমণে প্রভাব ফেলছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • বাজেট বাস্তবায়নযোগ্য: অর্থমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • বাংলাদেশে স্বাভাবিক সামাজিক অভ্যাস পরিবর্তনের উপর গুরুত্বারোপ চীনা বিশেষজ্ঞদের-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:        

  • এত নির্লজ্জ ভাবে হিঁচড়ে নিয়ে যাওয়া হল দেহ!’ ফের তোপ রাজ্যপালের- দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা পেরলো ১০ হাজারের গণ্ডি, মৃত্যু ৩৯৬-দৈনিক আজকাল-
  • ভেন্টিলেশনে থাকা করোনা রোগীর উপর প্লাজমা থেরাপি, ইতিহাসের সামনে বেলেঘাটা আইডি-দৈনিক সংবাদ প্রতিদিন

 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ও মৃত্যু-দৈনিক প্রথম আলো

দেশে এক দিনে সর্বোচ্চ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে এবং করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সর্বোচ্চ ব্যক্তি মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৬ জন। সব মিলে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়াল। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শুক্রবার এমন তথ্য জানানো হয়। সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৮১ হাজার ৫২৩ জনের। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫ জনের। নতুন মৃত্যু হওয়া ৪৬ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। এ নিয়ে সর্বমোট ১৭ হাজার ২৫০ জন সুস্থ হয়েছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ১৮৭ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৭ জন। ব্রিফিংয়ের তথ্যমতে, ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৫ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি নমুনা।

দেশে ৫৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, শিশুরা অনেক দিন ধরে ঘরে বন্দী। তাদের বিষয়ে যত্নশীল হোন। সবার মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে হবে। ব্যায়াম করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে।

এই বাজেট করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের : কাদের- দৈনিক কালের কণ্ঠ

বাজটে নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এক ভারসাম্যপূর্ণ বাজেট। প্রস্তাবিত বাজেট বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত দলিল। বিএনপির পক্ষে এই বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব নয়।

নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাদের সঙ্গে যোগ দিয়ে ২০২০-‘২১ সালের প্রস্তাবিত বাজেটের ওপর দলের পক্ষ থেকে শুক্রবার প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

এসময় ওবায়দুল কাদের বলেন, বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে কোনো ধরনের বিচার-বিশ্লেষণ না করে বিএনপি আগেভাগে প্রস্তুত করা ও মনগড়া পুরনো ও গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিএনপির নেতারা গত ১১টি বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন এবং বরাবরই বলেছেন, বাজেট বাস্তবায়ন হবে না।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে- বিএনপি নেতাদের এ ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করতে দেখা গেছে। এবারও তারা সংকট জয়ের সুপরিকল্পিত উদ্যোগ এই বাজেটের বিরুদ্ধে চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র ৫০ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশে শুধু স্বাস্থ্যখাতে ৪১ হাজার ২৭ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

করোনায় হজযাত্রা বাতিল করল মালয়েশিয়া-দৈনিক যুগান্তর

কোভিড-১৯ মহামারির কারণে হজযাত্রা বাতিল করেছে মালয়েশিয়া। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি।

বিবিসির খবরে বলা হয়েছে, হজ পালন করতে গিয়ে নাগরিকেরা নভেল করোনাভাইরাস সংক্রমণ হতে পারে, এমন আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় জাতীয় টেলিভিশনের এক ভাষণে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী বলেন, আশা করি পরিস্থিতি বুঝে হজযাত্রীরা ধৈর্যশীল হবেন এবং এ সিদ্ধান্ত মেনে নেবেন।

প্রতি বছর মালয়েশিয়ার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম হজ করতে মক্কা-মদিনা যান। কোটাব্যবস্থার কারণে দেশটির অনেকেই জীবনে একবারই পান এই সুযোগ।

মালয়েশিয়ার তাবুং হজ বোর্ড জানিয়েছে, তাদের ৩১ হাজার ৬০০ জন মুসল্লিকে হজের অনুমতি দিয়েছিল সৌদি আরব। কিন্তু সরকার হজযাত্রা বাতিল করায় এ বছর সেই আশা পূরণ হচ্ছে না কারও। মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৬৯ জন, মারা গেছেন অন্তত ১১৮ জন।

প্রতিবছর সারাবিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করতে সৌদি আরব যান। তবে করোনা পরিস্থিতির কারণে এ বছরের হজ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সৌদি কর্তৃপক্ষ।

তবে কয়েকদিন আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্তের কথা ভাবছে সৌদি আরব। সে ক্ষেত্রে প্রত্যেক দেশ থেকে যে পরিমাণ হজযাত্রী যাওয়ার কথা অন্যান্যবারের তুলনায় এবার তার ২০ শতাংশ মানুষ আসতে অনুমতি দেয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-১৯ এ দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৮৫৭ জন।

অস্ট্রেলিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর -দৈনিক ইত্তেফাক

বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় ও অনুকূল পরিবেশ উল্লেখ করে অস্ট্রেলিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মারিসে আন পেইনির সঙ্গে গতকাল ফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

ড. মোমেন বলেন, এ অঞ্চলের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগ লাভজনক। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিদ্যমান। অন্য দেশ থেকে কোন কোম্পানি এদেশে বিনিয়োগ স্থানান্তর করতে চাইলেও বাংলাদেশ স্বাগত জানাবে।

তিনি বলেন, বৈশ্বিক সমস্যা করোনা মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ সরকার দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে চায়। তিনি বলেন, বাংলাদেশ ১০০টি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করছে যেখানে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে তারা যেমন লাভবান হবে, বাংলাদেশিদেরও কর্মসংস্থান হবে। এছাড়া বাংলাদেশে ২৮টি হাইটেক পার্ক এবং বিপুল সংখ্যক তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠী রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহায়তা কামনা করেন। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গারা নিজ ভূমি মিয়ানমারে ফিরে গেলেই কেবল তাদের ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে। অনুকূল পরিবেশ সৃষ্টি করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ড. মোমেন। তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়। সম্পূর্ণ মানবিক কারণে বাংলাদেশ সাময়িকভাবে তাদের আশ্রয় দিয়েছে। মিয়ানমারে নির্যাতিত হয়ে রোহিঙ্গারা গভীর সমুদ্রে আশ্রয় নিলেও কোন দেশ তাদের উদ্ধারে এগিয়ে আসে না। অন্যান্য দেশেরও উচিত তাদের দায়িত্ব নেওয়া। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মানবিক কারণে সমুদ্র থেকে উদ্ধার করা কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভাসানচরে রাখা হয়েছে। সাইক্লোন আম্ফানে সারাদেশে ব্যাপক ক্ষতি হলেও ভাসানচরে এর কোন প্রভাব পড়েনি। তিনি বলেন, সেখানকার রোহিঙ্গারা কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে পারবে।

৪৮টি দেশের সংগঠন ‘ক্লাইমেট ভারনারেবল ফোরাম’ এর সভাপতি হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করেছে। পৃথিবীর তাপমাত্রা যাতে ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি বৃদ্ধি না পায় সে বিষয়ে এ ফোরামের উদ্যোগের বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার সহায়তা কামনা করেন।

ড. মোমেন উল্লেখ করেন, জাতিসংঘে কমনওয়েলথের কোন অফিস বা প্রতিনিধি না থাকায় জাতিসংঘের আলোচনায় এ সংস্থা সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষায় যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। জাতিসংঘের আলোচনায় প্রতিনিধিত্ব থাকলে সংস্থা হিসেবে কমনওয়েলথের সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। এ সময় ড. মোমেন করোনা মহামারি অবস্থায় অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত ছাত্রসহ সেদেশে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানান।

ঋতু পরিবর্তন করোনার সংক্রমণে প্রভাব ফেলছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তবে ঋতুর পরিবর্তন প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে কোনো প্রভাব ফেলছে না বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়।

Image Caption

এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, আমাদের কাছে খুব অল্প প্রমাণ আছে যে ঋতু পরিবর্তনের কারণে করোনার সংক্রমণ প্রভাবিত হচ্ছে। আমরা এই আশার ওপর নির্ভর করতে পারি না যে ঋতু পরিবর্তন অথবা তাপমাত্রা বাড়লে আমরা এর উত্তর খুঁজে পাবো। এখন আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যেখান থেকে আমরা বলতে পারবো যে ঋতু পরিবর্তন হলে ভাইরাসটি আরও আক্রমণাত্বকভাবে অথবা আরও দ্রুত ছড়াবে কি না।

বাজেট বাস্তবায়নযোগ্য: অর্থমন্ত্রী-দৈনিক মানবজমিন

প্রস্তাবিত ২০২০-২১ অর্থ বছরের বাজেট বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই প্রথম দেশের কোন অর্থমন্ত্রী অনলাইনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করেন। গুলশানের বাসা থেকে মন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হন। গণমাধ্যমকর্মীরা অনলাইনে তাকে প্রশ্ন করেন। প্রথা অনুযায়ি বাজেট পেশের পরের দিন অর্থমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, এটি স্বাভাবিক সময়ের বাজেট নয়। তবে তা গতানুগতির ধারার বাজেট নয়।

ডাটা ছিল না, তথ্য-উপাত্ত ছিল না। নির্ভর করতে হয়েছে অতীতের ওপর। মানুষ কী স্বপ্ন দেখে, তাদের প্রত্যয়, সেগুলো মূল্যায়ন করেছি। দাতাগোষ্ঠী, ইকোনমিক থিংক ট্যাকং, দেশীয় ও বিদেশি থিংক ট্যাংক, সবার মতামত নিয়ে বাজেট করেছি। স্বাভাবিক পথ ছিল রুদ্ধ, ভিন্ন পথে করতে হয়েছে। সে কারণে দেখবেন অসঙ্গতি মনে হতে পারে অনেকের কাছে। কিন্তু এছাড়া উপায় ছিল না। বাজেট না থাকলে কিভাবে টাকা নেবো? তাই বাজেট করতে হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

মন্ত্রী বলেন, এবারের বাজেট আমরা স্বাভাবিক নিয়মে করতে পারিনি। অতীত অর্জন ছিল ভিত্তি। ১০ বছরে সারাবিশ্বে সবার ওপর জিডিপি প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ২ শতাংশ। গত ৫ বছরে মাথাপিছু আয় সারাবিশ্বে সেরা। ভারত ও চীন সমান ছিল। এসব অর্জন বিবেচনায় নিয়েছি।

তিনি বলেন, সারাবিশ্ব আমাদের নিয়ে কী ভাবছে, তা বিবেচনায় নিয়েছি। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ- সবার মতামত নিয়ে বাজেট সাজিয়েছি। যেভাবে সাজিয়েছি, মনে করছি, বাস্তবায়ন করতে সক্ষম হবো।

বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৫০তম বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

বাংলাদেশে স্বাভাবিক সামাজিক অভ্যাস পরিবর্তনের উপর গুরুত্বারোপ চীনা বিশেষজ্ঞদের-দৈনিক নয়াদিগন্ত

প্রচলিত সামাজিক অভ্যাস পরিবর্তন করা, প্রাথমিক শনাক্তকরণের পর চিকিৎসা এবং আইসোলেশন বাংলাদেশকে কোভিড-১৯ এর বিরুদ্ধে সাফল্য অর্জন করতে সহায়তা করতে পারে বলে পরামর্শ দিয়েছেন পরিদর্শনরত চীনা বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বাংলাদেশে চলমান ভুল অনুশীলনগুলো সম্পর্কে নিজেদের অনুসন্ধানের বিষয় উল্লেখ করে চীনা বিশেষজ্ঞরা বলেন,  এখানে অনেকে ডাবল মাস্ক পরেন, পা বের করা স্যান্ডেল ব্যবহার করেন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখেন না।

চীনা দূতাবাস শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সর্বোপরি বিশেষজ্ঞরা বাংলাদেশে স্বাভাবিক সামাজিক অভ্যাস পরিবর্তনের উপর জোর দিয়েছেন।

বাংলাদেশ সফরের তৃতীয় দিন (বৃহস্পতিবার) সকালে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শন করে এবং বিকালে কোভিড-১৯ নিয়ে বাংলাদেশের জাতীয়  উপদেষ্টা কমিটির সাথে একটি সফল সংলাপে অংশ নেয়।

ঢামেকের বিশেষজ্ঞরা তাদের চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, চীনে হালকা লক্ষণযুক্ত রোগীদেরকেও অস্থায়ী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে বাংলাদেশিরা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে চীনা বিশেষজ্ঞদের পরামর্শ চান তারা।

এ বিষয়ে বায়ু চলাচলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, যথাযথভাবে হাত ধোয়া, মাস্ক পরা, দ্রুত জীবাণুমুক্তকরণ এবং সুস্থ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ একা থাকার ওপর জোর দিয়েছেন চীনা বিশেষজ্ঞরা।

বৈঠক শেষে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন তার সহকর্মীদের সাথে নিয়ে চীনা বিশেষজ্ঞ দলকে স্বদেশে তাদের বিস্ময়কর সাফল্যের জন্য দাঁড়িয়ে সম্মান জানান।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।

এত নির্লজ্জ ভাবে হিঁচড়ে নিয়ে যাওয়া হল দেহ! ফের তোপ রাজ্যপালের- দৈনিক আনন্দবাজার পত্রিকা

আঁকশি দিয়ে মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার বিষয়টিকে চূড়ান্ত পর্বে নিয়ে যাবেন বলেই আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। গড়িয়া শ্মশান কাণ্ড নিয়ে একবার ফের সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিষয়টি নিয়ে শুক্রবার সকালে টুইটারে ফের সরব হন তিনি। গোটা ঘটনাটিকে অসংবেদনশীল এবং অমানবিক বলে উল্লেখ করেন। এ নিয়ে পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে ব্যাখ্যা চেয়েছেন বলে জানান ধনখড়।

এ দিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটারে তিনি লেখেন, ‘‘মর্মাহত! ভিডিয়োতে মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার হৃদয়বিদারক নির্মম দৃশ্য দেখে জনমনসে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, তাতে গভীর ভাবে উদ্বিগ্ন বোধ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজে আমি স্তম্ভিত। কলকাতা পুরসভার চেয়ারম্যান (প্রশাসক) এবং পুরসভা কমিশনারের কাছে আজ এ নিয়ে ব্যাখ্যা চেয়েছি।’’

২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা পেরলো ১০ হাজারের গণ্ডি, মৃত্যু ৩৯৬-দৈনিক আজকাল

রেকর্ড আর থামছে না। প্রতিদিন ভেঙে যাচ্ছে আগের দিনের রেকর্ড। করোনা–পরিস্থিতিতে এটাই এখন দেশের ছবি। দুনিয়ায় আক্রান্তের নিরিখে ব্রিটেনকে ছাড়িয়ে চতুর্থ স্থানে এসেছে ভারত। এবার ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখেও আগের রেকর্ড ছাপিয়ে গেল। একদিনে দেশে মারা গেলেন ৩৯৬ জন কোভিড রোগী। নতুন করে আক্রান্ত হলেন ১০ হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন দেশে ১০,৯৫৬ জন।

আক্রান্তের তালিকায় দেশে প্রথম স্থানে সেই মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ১৫২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৬০৭ জন। ওই রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিক জানালেন, মহারাষ্ট্র এখন সংক্রমণের হিসাবে কানাডাকেও ছাড়িয়ে গেছে। রাজ্যে এখনও পর্যন্ত ওই মারণ রোগে আক্রান্ত হয়েছেন মোট ৯৭,৬8৮ জন। ৪৬,০৭৮ জন মানুষ ইতিমধ্যেই ওই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ১,৯৫৪ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭১৬ জন। রোজ লাফিয়ে বাড়ছে আক্রান্ত। প্রশাসন জানিয়েছে, গবেষণাগারে কোভিড পরীক্ষা করাতে গেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে। এতে রোগ কিছুটা নিয়ন্ত্রণে আনা যাবে বলে মত তাদের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৪৭ হাজার ১৯৫ জন। দেশে সুস্থ হয়ে ওঠার হার ৪৯.‌৪৭ শতাংশ। ৫৩ লক্ষ ৬৩ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে এখন পর্যন্ত। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৫০ হাজার ৩০৫ নমুনা পরীক্ষা হয়েছে।

ভেন্টিলেশনে থাকা করোনা রোগীর উপর প্লাজমা থেরাপি, ইতিহাসের সামনে বেলেঘাটা আইডি-দৈনিক সংবাদ প্রতিদিন

কলকাতায় প্রথম করোনা চিকিৎসার সূচনা হয়েছিল সরকারি হাসপাতাল বেলেঘাটা আইডি’র হাত ধরে। হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনে এসে কেন্দ্র-রাজ্যের হাজার সংঘাতের মাঝেও এখানকার প্রশংসা না করে থাকতে পারেনি কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবার এই হাসপাতাল দাঁড়িয়ে একটা ইতিহাস তৈরির মুখে। বেলেঘাটা আইডি’তে এই প্রথম করোনা আক্রান্ত, ভেন্টিলেশনে থাকা কোনও রোগীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হল। এতে তিনি সুস্থ হয়ে উঠলে দেশের মধ্যে নজির গড়বে বাংলার চিকিৎসকদের এই কাজ। নয়া দিগন্ত খুলে যাবে করোনার চিকিৎসাব্যবস্থায়ও।

বৃহস্পতিবারই ভেন্টিলেশনে থাকা এক অতি সংকটজনক করোনা রোগীর উপর সুস্থ হয়ে ওঠা রোগীর রক্তরস প্রয়োগ করেছেন বেলেঘাটা আইডি’র চিকিৎসকরা। এবার শুধু অপেক্ষা, এই চিকিৎসা পদ্ধতিতে তিনি কতটা সাড়া দেন। যদি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন করোনা আক্রান্ত ওই রোগী, তাহলে প্লাজমা থেরাপির জোরে অনেককেই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।

আগেই ICMR এবং স্বাস্থ্যমন্ত্রক করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগে সবুজ সংকেত দিয়েছে। বাংলায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠা অন্তত চারজন এগিয়ে এসেছেন নিজেদের দেহের রক্তরস দিয়ে অন্যকে সুস্থ করে তোলার মানবিক ভূমিকায়। সেই রক্তরসে করোনা রোগীদের চিকিৎসাও হয়েছে। তবে তাঁদের সকলের শরীরেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার মৃদু উপসর্গ ছিল। এবার পরীক্ষা অনেক কঠিন। প্রায় মৃত্যুশয্যায় শায়িত এক রোগীকে সুস্থ রোগীর রক্তরস প্রয়োগ করে ফিরিয়ে আনতে হবে। তাঁর শরীরে নিজে থেকে অ্যান্টিবডি তৈরি হওয়ার রসদ দিতে হবে। আর উল্লেখযোগ্যভাবে সেই কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন বাংলার চিকিৎসকরা। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে এসেছেন বেলেঘাটা আইডি’র ডাক্তাররা। এই অগ্নিপরীক্ষায় তাঁরা পাশ করলে, মহামারী মোকাবিলায় উত্তর-পূর্ব ভারতকে নতুন পথ দেখাবে বঙ্গ।#

পার্সটুডে/ বাবুল আখতার/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ