কথাবার্তা: গালওয়ানে পাকা ঘাঁটি গেড়েছে চীন, সরাতে সফল হবে কি দিল্লি?
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। রেডিও তেহরানের প্রাত্যহিক এ আয়োজনের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশে ২৪ ঘন্টায় ৩৯ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ৩৯৪৬ জন-ভোরের কাগজ
- রিজার্ভে সাড়ে তিন হাজার কোটি ডলারের মাইলফল অতিক্রম-মানবজিমন
- বাংলাদেশে কোটিপতির সংখ্যা ৮৪ হাজার- ইত্তেফাক
- এমপি পাপুলকে ২১ দিন কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ- যুগান্তর
- করোনায় সাইফুল ইসলাম নামে আও এক চিকিৎসকের মৃত্যু- দৈনিক সমকাল
- করোনায় জেলা জজ ফেরদৌস আহমেদের মৃত্যু- প্রথম আলো
- বিশেষজ্ঞ চিকিৎসকের হলোনা করোনা টেস্ট, শেষ পর্যন্ত মৃত্যু- কালের কণ্ঠ
- ক্লাব চর্চা, খেলাধুলা- ক্রিকেট মাঠ হয়নি, মানিকগঞ্জ সয়লাব হয়েছে মাদকে-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ভাঙল অতীতের সব রেকর্ড, একদিনেই ভারতে করোনা আক্রান্ত প্রায় ১৭ হাজার-সংবাদ প্রতিদিন
- গালওয়ানে পাকা ঘাঁটি গড়েছে চীন, ধরা পড়ল উপগ্রহ চিত্রে- আনন্দবাজার পত্রিকা
- ত্রাণ নিয়ে অস্বচ্ছতা চলবে না- মমতার হুঁশিয়ারি-আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিমুহূর্তে বেড়েই চলেছে। করোনার সর্বশেষ আপডেট খবর, লাদাখ সীমান্ত নিয়ে নতুন তথ্যসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশিত হয়েছে বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায়। তো সেসব খবর দেখে নেয়া যাক।

বিশ্ব করোনার আপডেট খবর: ওয়ার্ল্ডোমিটারের আজকের পরিসংখ্যান অনুযায়ী করোনা মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ছাড়াল, আক্রান্ত ৯৫ লাখ ছাড়িয়েছে। এদিকে বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আর দৈনিক সমকালে টিকা নিয়ে নতুন খবর পরিবেশিত হয়েছে। তাতে লেখা হয়েছে, যুক্তরাজ্যে মানবদেহে আজ প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। ভ্যাকসিনটি উদ্ভাবন করেছে ইমপেরিয়াল কলেজ, লন্ডন।

এ খবরে আরও লেখা হয়েছে, আজ স্বেচ্ছাসেবীদের শরীরে প্রয়োগের মাধ্যমে এর পরীক্ষা শুরু হয়। এর আগে পশুর শরীরে প্রয়োগের মাধ্যমে ভ্যাকসিনটির কার্যকারিতা পাওয়া গেছে। এ মাসের শুরুতে আরেকটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এ নিয়ে বিশ্বব্যাপী করোনা প্রতিরোধে অন্তত ১২০ টি ভ্যাকসিনের কার্যকারিতার পরীক্ষা চলছে। করোনা বিস্তার রোধে গৃহীত লকডাউন তুলে নিয়ে গোটা বিশ্বেই মানুষ কাজে ফিরলেও করোনার হানা থামেনি। প্রতিদিন লাখো মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। তাই ভরসা এখন ভ্যাকসিন। করোনা প্রতিষেধক কবে পাওয়া যাবে তা নিয়ে অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। এদিকে ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে করোনায় ওষুধ ও প্লাজমা থেরাপি নিয়ে বিপত্তি দেখা দিয়েছে।
বাংলাদেশের করোনা আপডেট: বাংলাদেশের সরকারের দেয়া তথ্য অনুযায়ী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। আর মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৬২১ জন। ইত্তেফাকসহ সব দৈনিকে খবরটি এসেছে। করোনা সম্পর্কিত আরও খবরে লেখা হয়েছে, সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেছেন- করোনাকালে রাজনীতি, উল্টোপথে বিএনপি। অন্যদিকে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি। আর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। এসব খবর দৈনিক মানবজমিনে লেখা হয়েছে। আরেকটি খবর এরকম- জাতীয় সমাজাতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবের অভিযোগ, সরকার করোনার ভয়াবহতা গোপন করছে। তিনি বলেন, যেখানে ৪৩ টি জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা নেই সেখানে সারাদেশের তথ্য দেয়ার নামে সরকার আংশিক তথ্য দিয়ে করোনার ভয়াবহতা গোপন করছে। গতকাল দেয়া এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। এছাড়া অন্য একটি খবরের শিরোনামে বলা হয়েছে, করোনা পরীক্ষার কিটেও সিন্ডিকেট।
বিআইডিএসের গবেষণা-করোনাকালে নতুন করে দরিদ্র দেড় কোটিরও বেশি মানুষ-দৈনিক ইত্তেফাকের অর্থনীতি বিষয়ক এ প্রতিবেদনে লেখা হয়েছে, করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় দেশে দীর্ঘ মেয়াদে ছুটি এবং লকডাউনের ফলে সাধারণ মানুষের আয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির এ মাত্রা যদি মধ্যম মানের ধরা হয় সেক্ষেত্রে দেশে নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে ১ কোটি ৬০ লাখ মানুষ। আর যদি ক্ষতির সর্বোচ্চ সীমা ধরা হয় সেক্ষেত্রে দেশে দরিদ্র মানুষের সংখ্যা নতুন করে বাড়বে ৩ কোটি ৫৪ লাখ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণায় এমন তথ্য উল্লেখ করা হয়েছে। বুধবার কোভিড-১৯ পরিস্থিতি, এর প্রভাব ও এর মোকাবিলা বিষয়ে ভার্চুয়াল সংলাপের আয়োজন করে বিআইডিএস। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

লাদাখ ইস্যু নিয়ে ভারতের দৈনিকগুলোর আপডেট খবর: গালওয়ানে পাকা ঘাঁটি গড়েছে চীন, ধরা পড়ল উপগ্রহ চিত্রে- আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, গালওয়ান উপত্যকার বড় অংশ জুড়েই দীর্ঘমেয়াদি নজরদারি পোস্ট বানানোর কাজ চালিয়ে যাচ্ছে চীন। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুনের সংঘর্ষস্থলের কাছে বড় মাপের নির্মাণ কাজ চালানোর ছবি ধর পড়ল উপগ্রহ চিত্রে। বিষয়টি এমন সময় সামনে আসল যখন দুদিন আগেই দুদেশ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে রাজি হয়েছে।
সাবেক সেনা কর্মকর্তাদের আশঙ্কা প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে চীনের সেনারা কদিন পরেই হয়ত সরে যাবে কিন্তু ভারতের যে অংশ দখল করে নির্মাণ কাজ চালাচ্ছে তা থেকে সরে যাবে কি না- সেটা নিয়ে যথেস্ট সন্দেহ রয়েছে। পাকা কাঠামো তৈরির পর সেখান থেকে চীনা সেনারা ফিরে যাবে এমন ভাবা ভুল বলে মনে করছেন সাবেক সেনা কর্মকর্তারা। ভারতের অভিযোগ চীনের সেনাঘাঁটি, রাস্তা বানানো, নদীর উপর কালভার্ট বানানো এসবের বড় অংশই ভারতের। তবে সেনাকর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রশ্ন উঠেছে চীন যে এলাকাগুলোতে অনুপ্রবেশে করে ঘাঁটি গেড়েছে সেখান থেকে তাদের সরাতে সফল হবে কি দিল্লি? কূটনৈতিক ও সামরিক স্তরে দরকষাকষি করে কতোটা জমি ভারত ফিরে পাবে সেটাই এখন দেখার বিষয়।
এবার ভারতের করোনা পরিস্থিতির আপডেট খবর তুলে ধরছি: ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার জন। মোট মৃত্যু ১৫ হাজার ছুঁইছুঁই করছে। দৈনিক সংবাদ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকের এ খবরে লেখা হয়েছে, এ নিয়ে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১০৫ জন। এসব পরিসংখ্যান বলছে ভারতে ফের উদ্বেগজনক হারে বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা ও মৃত্যু। ভারতে আনলক শুরু হওয়ার পর থেকে প্রতিদিন করোনা সংক্রমেণের রেকর্ড গড়ছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেয়া আজকের তথ্যমতে এর আগে এত আক্রান্ত একদিনে হয়নি। তবে আক্রান্ত ও মৃত্যু বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও স্বস্তি দিচ্ছে বলে এ খবরে উল্লেখ করা হয়েছে। #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩