জুন ২৬, ২০২০ ১৭:৫৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি

বাংলাদেশের শিরোনাম :

  • বাংলাদেশে করোনা কেড়ে নিল আরও ৪০ প্রাণ, আক্রান্ত ৩৮৬৮জন-যুগান্তর 
  • শনাক্তের হার ২০ শতাংশের নিচে নামছে না-দৈনিক ইত্তেফাক
  • করোনা পিক কবে? -দৈনিক মানবজমিন
  • বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ৪০, নতুন করে আক্রান্ত ৩৮৬৮-দৈনিক সমকাল
  • অনুমোদন পেল না গণস্বাস্থ্য উদ্ভাবিত অ্যান্টিবডি-দৈনিক কালের কণ্ঠ
  • সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৫ হাজার কোটি টাকা-বাংলাদেশ প্রতিদিন
  • সাংসদ পাপুল এখন কুয়েতের কেন্দ্রীয় কারাগারে-দৈনিক প্রথম আলো
  • ভুতুড়ে বিল: দায়ীদের শাস্তি ৭ দিনের মধ্যে-মানবকন্ঠ

ভারতের শিরোনাম:

  • ‘করোনা মোকাবিলায় আমেরিকার থেকেও ভাল কাজ করেছে উত্তরপ্রদেশ’, মন্তব্য প্রধানমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • গালওয়ান নিয়ে ফের চড়া সুর দু’দেশের -দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • চীনকে জব্দই লক্ষ্য, ইউরোপ থেকে সেনা সরিয়ে এশিয়ায় পাঠাবে আমেরিকা!‌-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

লাদাখ ইস্যুতে দু দেশের সুর ফের চড়া

বিশ্বজুড়ে মহামারি করোনায় অচল অবস্থা। এদিকে ভারত-চীনের মধ্যে লাদাখ ইস্যুতে ফের চড়া সুর দুদেশের। এসব বিষয় বাংলাদেশ ভারতসহ বিশ্বমিডিয়ার প্রধান খবর। তো এসব খবরসহ অন্যান্য খবর তুলে ধরছি।

একনজরে বিশ্ব করোনার খবর: ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ছাড়াল। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ লাখ ২৪ হাজার। এদিকে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৯৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এটি এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৩০ জন। মেক্সিকোয় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। বিভিন্ন দৈনিকে খবরগুলো ছাপা হয়েছে।

অক্সফোর্ডের ভ্যাকসিন চূড়ান্ত ধাপে পৌঁছেছে

দৈনিক প্রথম আলোর একটি খবর,যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এটি কোভিড-১৯ থেকে মানুষকে কতটা কার্যকরভাবে সুরক্ষা দিতে পারে, তা পরীক্ষা করে দেখা হবে।করোনা ভাইরাস মস্তিষ্কের ক্ষতি করতে পারে বলে এক গবেষণায় উল্লেখ করা হয়েছে।

করোনা ভ্যাকসিন

বাংলাদেশের করোনা পরিস্থিতি: দেশে একদিনে সর্বোচ্চ পরীক্ষা সাড়ে ১৮ হাজার, মৃত্যু ৪০ জন। দৈনিক ইত্তেফাকের খবর এটি।দৈনিকটি অন্য একটি খবরে লিখেছে, করোনা সংকট মোকাবেলায় কোনো কাদা ছোড়াছুড়ি না করে সরকারের ভুল থাকলে তা ধরিয়ে দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন একটাই রাজনীতি সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। ভুল থাকলে ধরিয়ে দিন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করুন। আজ এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, ভয়াবহ ঝুঁকিতে অন্য রোগীরা। সংক্রমণের ভয়ে হাসপাতালে অনেক চিকিৎসকই রোগী দেখছেন না। মানবজমিন লিখেছে, করোনায় অর্ধশতাধিক চিকিৎসকের মৃত্যু 

সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৫ হাজার ৩৬৭ কোটি টাকা-দৈনিক প্রথম আলো

বিস্তারিত খবরে লেখা হয়েছে, ২০১৯ সালে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কিছুটা কমেছে। এক বছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ প্রায় ১৫১ কোটি টাকা কমে গেছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) গতকাল 'ব্যাংকস ইন সুইজারল্যান্ড–২০১৯' বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখান থেকে বাংলাদেশিদের অর্থ জমার এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ থেকে নানাভাবে অবৈধ উপায়ে পাচার হওয়া অর্থ যেমন সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা হয়, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকেরাও দেশটিতে অর্থ জমা রাখেন। তাই সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট অর্থের মধ্যে বৈধ–অবৈধ সব অর্থই রয়েছে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত: ২৪ ঘন্টায় ভারতে করোনায় ১৭ হাজার নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে। মোট মৃত্যু ১৫ হাজার ছাড়িয়েছে। একদিনে এটিই সবচেয়ে বেশি সংক্রমণ। চিকিৎসক ও বিশেষজ্ঞরা এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতে এ পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা হচ্ছে- ৪ লাখ ৯০ হাজার ২০১ জন। আজকাল, সংবাদ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকে খবরটি ছাপা হয়েছে। এদিকে দৈনিক আনন্দবাজারে একটি মর্মান্তিক খবর পরিবেশিত হয়েছে। তাতে লেখা হয়েছে, লকডাউনের পর চরম আর্থিক অনটন! মা-দুই ছেলের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কলকাতায়- বিস্তারিত খবরে লেখা হয়েছে, রিজেন্ট পার্ক এলাকায় মা ও দুইছেলেসহ গোটা পরিবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। পুলিশের প্রাথমিক তদন্তে আর্থিক অনটনের বিষয়টি উঠে আসছে। জানা গিয়েছে, লকডাউনের পর আরও সমস্যায় পড়েন তাঁরা।

আবারও সুর চড়া দুদেশের

লাদাখ  ইস্যু: গালওয়ান নিয়ে ফের চড়া সুর দু’দেশের-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ প্রতিবেদনে লেখা হয়েছে, রুদ্ধদ্বার ভিডিয়ো বৈঠকে গতকাল ভারত এবং চিনের মধ্যে সুর নরম ছিল না বলে দাবি কূটনৈতিক সূত্রের। তার বহিঃপ্রকাশ ঘটল চব্বিশ ঘণ্টার মধ্যেই। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ও নয়াদিল্লিতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত কিছুটা কৌশলে পরস্পরের দিকে আঙুল তুললেন আজ। সব মিলিয়ে কূটনীতিকদের মতে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকা যুযুধান দুপক্ষের সেনা সাময়িকভাবে হয়তো পিছু হটবে। কিন্তু গালওয়ান উপত্যকাকে পুরোপুরি ড্রাগনের নিঃশ্বাসমুক্ত করার জন্য এখনও লম্বা রাস্তা হাঁটা বাকি। দৈনিকটি আরও লিখেছে, চাপানউতোরের মাঝে গালওয়ান-কাণ্ডের দশ দিন পরে আজ চিন স্বীকার করল, সে দিন নিহত হয়েছেন তাদের সেনারাও। তবে সংখ্যা বেশি নয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

এশিয়ায় চীনের ‘রণং দেহি’ মনোভাব দেখে ইউরোপ থেকে সরিয়ে বিশ্বের অন্যত্র বাড়তি সেনা মোতায়েন করতে শুরু করেছে আমেরিকা। ব্রাসেলসে এক ভিডিয়ো বৈঠকে গতকাল এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়ো। চিন যে ভাবে উত্তরোত্তর ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠছে, তাতে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) যথাযথ মোকাবিলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘‘পিএলএ-র মোকাবিলায় আমরা সবরকম ভাবে প্রস্তুত কি না, সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে চাইছি। আমরা এই সময়ের বড় চ্যালেঞ্জ নিয়ে ভাবছি। এখবরটি দৈনিক আজকাল ও আনন্দবাজারে পরিবেশিত হয়েছে। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌২৬


 

ট্যাগ