জুলাই ০৭, ২০২০ ১৭:০২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা:৭ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম ও আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • করোনায় বাংলাদেশে একদিনে মৃত্যু ৫৫  জন-দৈনিক যুগান্তর
  • এবার করোনায় আক্রান্ত হলেন মাশরাফির স্ত্রী সুমি–কালের কণ্ঠ
  • করোনা ছড়াচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, হাতিয়াতেও হানা-দৈনিক প্রথম আলো
  • পিছু হটল চীনা সেনা, শান্তির সন্ধানে ভারত -দৈনিক মানবজমিন
  • শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত সরকারের-সমকাল
  • করোনায় আমেরিকার বর্তমান পরিস্থিতি ভালো নয়-ফাউসি-দৈনিক ইত্তেফাক
  • রিজেন্ট হাসপাতালে টেস্ট না করেই করোনার সনদ দেয়া হতো, র‍্যাবের অভিযানে সিলাগালা-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ভারতে মোট আক্রান্ত ৭ লাখ ছাড়াল, মৃত্যু পেরলো ২০ হাজার -দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভারতের পথে আমেরিকাও! চীনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবছে ট্রাম্প-দৈনিক আজকাল
  • দেশের স্বার্থের সঙ্গে আপোশ করেছে সরকার? লাদাখে সেনা প্রত্যাহার নিয়ে প্রশ্ন রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

বিশ্ব করোনা পরিস্থিতি

করোনাময় বিশ্ব। অদৃশ্য এ মহামারির বিরুদ্ধে চলছে যুদ্ধ। কবে বিশ্ব করোনামুক্ত হবে বা একে পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হবে তাও এখনও অধরা। প্রতি মুহূর্তে করোনার আপডেট খবরে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ডওমিটার সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৪১ হাজার ছাড়াল এবং আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ১৪৮ জন। বিশ্বে সুস্থ হয়েছে ৬৭ লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে মারা গেছে এ পর্যন্ত ১ লাখ ৩২ হাজারের বেশি। সেখানে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ। 

আর ভারতে করোনার আপডেট চিত্রটা এরকম, মোট মৃত্যু২০ হাজার পেরল। আক্রান্ত ছাড়াল সাত লাখ। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ২৫২ আর এ সময়ে মারা গেছে ৪৬৭ জন। ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৯৪৮ জন। 

 বাংলাদেশের করোনা পরিস্থিতির আজকের খবর। একদিনে নতুন করে ৫৫ জন মারা গেছে, নতুন শনাক্ত ৩ হাজার ২৭ জন। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। মোট মৃত্যু ২ হাজার ১৫১ জন। আর সুস্থ হয়েছেন ৭৮ হাজর ১০২ জন। এদিকে দৈনিক ইত্তেফাকে বাংলাদেশের করোনা সম্পর্কে কিছুটা আশার খবর দিয়েছে।

দৈনিকটির খবরের শিরোনাম এরকম যে, হাসপাতালে কমছে করোনা রোগী ভর্তি। এমন সুখবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর ও জনস হপসকিন্স বিশ্ববিদ্যালয়ের ইনফোগ্রাফ।সেখানে বলা হয়েছে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমছে। এরইমধ্যে অনেকের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে করোনা রোগী ভর্তি কমেছে। কোনো কোনো হাসপাতালে সিট খালি আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বিএম আবদুল্লাহ বলেছেন, করোনা সংক্রমণ কমে আসছে। তবে এটি নিয়ে আত্মতৃপ্তিতে না ভুগি। কমার ধারা অব্যহত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে করোনা রোগীর চিকিৎসা না দেয়া, হাসপাতালে ভর্তি হতে না পারা, ভেন্টিলেশন না পাওয়া, টেস্ট নিয়ে নানারকম বিড়ম্বনার খবর মিডিয়াতে প্রায়ই দেখা যাচ্ছে। এমনকি এসব বিষয়ে হাইকোর্টে রিটও করা হয়েছে। আদালত  এ ব্যাপারে তদন্তের মাধ্যমে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।   

করেনার টিকা আসার অপেক্ষায় বিশ্ব

 করোনার টিকা আসার অপেক্ষায় বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা বলছে এ বছরই করোনার চারটি টিকা আসছে। টিকা তৈরিতে বিশ্বে ১৪০ টির বেশি প্রকল্প কাজ করছে। তারমধ্যে তৃতীয় ধাপে ৩ টি। সবচেয়ে এগিয়ে আছে অক্সফোর্ড। টিকা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, প্রতিশ্রুতি দিচ্ছি ভাইরাস নিশ্চিহ্ন হয়ে করোনার কবল থেকে মার্কিন জনগণ মুক্তি পাবে। তবে তিনি আমেরিকার বর্তমান করোনা পরিস্থিতিকে সত্যিকার অর্থে ভালো নয় বলে মন্তব্য করেছেন। ইত্তেফাক ও প্রথম আলোয় এ খবর পরিবেশিত হয়েছে। করোনা নিয়ে আরো কিছু খবর। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, নিজেদের নাগরিকদেরকেও দেশে ঢুকতে দিচ্ছে না নিউজিল্যান্ড! আরেকটি খবরে বলা হয়েছে, ৭৮০০ বাংলাদেশিসহ সারা বিশ্বের ১১ লক্ষাধিক শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী।

পাপুলকাণ্ড: ভিডিও বার্তায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী- এ শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, মানবপাচার ও মানি লন্ডারিংয়ের দায়ে কুয়েতে সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশি সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল বিষয়ে পররাষ্ট্রমন্ত্রণালয় এখনও কোনো তথ্য পায় নি বলে দাবি করেছেন মন্ত্রী ড. একে আবুদল মোমেন।এমপি পাপুল আটকাদেশের একমাসে কুয়েতে তোলপাড় হয়ে গেলেও দেশটির সরকার এখনও ঢাকাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায় নি। এখন সাংসদ পাপুল জেলে আছে। মন্ত্রী বলেন, এমপি পাপুল বা তার দলবল চাইলে তাকে কনস্যুলার অ্যাকসেস বা আইনগত সহয়তা দেবে সরকার।

 

লাদাখ ইস্যু

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত: লাদাখ প্রসঙ্গ-চীনের সেনা সরানো ৬২ সালের পুনরাবৃত্তি নয়তো! সতর্ক বাহিনী- এ শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, গালওয়ান থেকে পিছিয়ে যাচ্ছে চীনা সেনাবাহিনী। এটা সাময়িক নয়তো? তারপরও ১৯৬২ সালের যুদ্ধের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই সতর্ক ভারত। সে সময় গরমের শুরুতে সীমান্ত সঙ্ঘাতে জড়িয়ে পড়েছিল ভারত এবং চীন। তারপর পিছিয়ে গিয়েছিল লালফৌজ।কিন্তু শীতের শুরুতে গালওয়ানের তাপমাত্রা নামতেই উত্তেজনার পারদ চড়িয়েছিল পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। শুরু হয়েছিল ভারত –চীন যুদ্ধ। সেই রক্তাত্ব ইতিহাস স্মরণে রেখেই সীমান্তে পলক ফেলছে না নয়া দিল্লি।

লাদাখ ইস্যুতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর প্রশ্নবাণ এবং সমালেচনা শেষ হচ্ছে না। এমনকি সম্প্রতি লাদাখ থেকে দুই দেশের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। রাহুল গান্ধীর অভিযোগ, সেনা প্রত্যাহারে চীনের  সঙ্গে সমঝোতার  জন্য জাতীয় স্বার্থের সঙ্গে আপোশ করেছে ভারত সরকার? -দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে আরো লেখা হয়েছে, রাহুলের প্রশ্ন- কেন আমাদের দেশের মাটিতে ২০ জন নিরস্ত্র জওয়ানের মৃত্যুর পরও চীনের কোনো শাস্তি হলো না? কেন গালওয়ান উপত্যকার উপর ভারতের সার্বভৌম ক্ষমতার দাবি জোরাল করা হলো না?

দৈনিক আজকালের খবর, ভারত- চীন উত্তেজনার আবহে, ভারতে এরইমধ্যে টিকটকসহ ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ হয়েছে। এবার সেই পথে হাঁটতে পারে আমেরিকাও। ভাবনা চিন্তা এরইমধ্যে শুরু হয়েছে। একটি মার্কিন সংবাদমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একথা বলেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিছু ঘোষণা করার আগেই আমি কিছু বলতে চাই না। তবে আমরা চীনা অ্যাপ নিষিদ্ধের কথা ভাবছি এবং তা করা হবে। চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য যুদ্ধ চলছিল। তারমধ্যে ঘি ঢেলেছে করোনা। করোনায় আমেরিকার নাজেহাল অবস্থা। এজন্য বারবার ট্রাম্প আঙুল তুলছে  চীনের দিকে। তাকে দায়ী করছে। তারপর হংকং ইস্যু। এসব কারণে ভারতের মতো চীনা অ্যাপ নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে হোয়াইট হাউজ।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌৭

ট্যাগ