কথাবার্তা: বাংলাদেশে করোনা নিয়ে প্রতারণার ভয়াবহ খেলা! মানুষের উদ্বেগ বাড়ছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১১ জুলাই শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশে করোনায় আরো ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮৬ জন –মানবজমিন
- সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ১০৯ শতাংশ-দৈনিক যুগান্তর
- করোনা এখনও নিয়ন্ত্রণ সম্ভব, উদাহরণ ধারাবী বস্তি-বিশ্ব স্বাস্থ্য সংস্থা-দৈনিক সমকাল
- কুয়েত থেকে দেশে ফেরার আশঙ্কায় আড়াই লাখের বেশি বাংলাদেশি-দৈনিক ইত্তেফাক
- সাহেদ আসলে কোথায় আছেন।-দৈনিক প্রথম আলো
- আগ্রাসী চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ছাড়া আর কোনো পথ নেই-যুক্তরাষ্ট্র-দৈনিক কালের কণ্ঠ
- করোনা মহামারি -৯০০০ কর্মীকে চাকুরিচ্যুত করেছে এমিরেটস-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- করোনায় মৃত্যু পেরল ২২ হাজার, মোট আক্রান্ত ৮ লাখ ছাড়াল-আনন্দবাজার পত্রিকা
- সংসদীয় কমিটিতে পিএম কেয়ারস তহবিল খতিয়ে দেখার প্রস্তাব অধীরের, বাধা দিল বিজেপি-দৈনিক সংবাদ প্রতিদিন
- ঠাণ্ডা মাথায় খুন বিকাশ দুবেকে-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১) করোনা পরীক্ষায় দুর্নীতিকে কেন্দ্র করে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এ ঘটনার সাথে উপর তলার কেউ জড়িত কি না তা খতিয়ে দেখতে হবে। আপনি কি বলবেন?
২) ইরান বিষয়ক মার্কিন প্রতিনিধি ব্রায়ান হুক বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় না বসে ইরান সুযোগ হাতছাড়া করেছে। আপনারও কি তাই মনে হয়?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

করোনা বিশ্ব: ওয়ার্ল্ডোমিটারের আজকের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৩ হাজার ৬৫৫ জন। মোট আক্রান্ত ১ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৮২৫ জন। মোট সুস্থ হয়েছেন ৭৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন।
বাংলাদেশ গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩০ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৮৬ জন। ভারতের আক্রান্তের নতুন রেকর্ড। নতুন করে আক্রান্ত ২৭১১৪ জন। একদিনে মারা গেছেন৫১৯ জন। মোট মৃত্যু ২২ হাজার ছাড়িয়েছে এবং মোট আক্রান্ত ৮ লাখ ছাড়াল।
অন্যান্য খবর:

সাহেদের প্রতারণা: কেঁচো খুঁড়তে বের হচ্ছে সাপ, শিগগিরই গ্রেফতার হবে- আশা স্বরাষ্ট্রমন্ত্রীর * সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ৫ দিনের রিমান্ডে-দৈনিক যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, রাজধানীর রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণার একের পর এক ভয়াবহ তথ্য বের হয়ে আসছে। বলতে গেলে ‘কেঁচো খুঁড়তে গিয়ে সাপ’বের হওয়ার মতো অবস্থা। তদন্তে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে করোনার ভুয়া টেস্ট রিপোর্ট ও ভুতুড়ে বিল বানিয়ে টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। মামলা হয়েছে সাহেদ করিমসহ ১৭ জনের বিরুদ্ধে। গ্রেফতার এড়াতে সাহেদ গাঢাকা দিয়েছে। তবে তাকে ধরতে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সাহেদের গ্রেফতারের বিষয়ে শিগগিরই তথ্য দিতে পারব। যত বড় ক্ষমতাবান হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে ছাড় পাবে না। সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ৫ দিনের রিমান্ডে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেছেন, শুরুতে ভুয়া করোনা টেস্টের বিষয়টিকে সামনে নিয়ে অভিযান পরিচালনা করি। কিন্তু এখন যতই দিন যাচ্ছে দেখছি অসংখ্য জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ছিল সাহেদ। অসংখ্য মানুষ কল করে তার প্রতারণার ফিরিস্তি তুলে ধরেছে। সে প্রতারনার কাজে সুন্দরী তরুণীদের ব্যবহার করত বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রিজেন্ট হাসপাতালের অনিয়ম সরকারই উদঘাটন করেছে।
দৈনিক প্রথম আলো এ সম্পর্কিত খবরের শিরোনাম করেছে, সাহেদ আসলে আছেন কোথায়?- এতে বলা হয়েছে নানা প্রতারনায় রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযানের চার দিন পরও মো: সাহেদ ওরফে সাহেদ করিম গ্রেফতার এড়াতে পেরেছেন। প্রশ্ন উঠছে তিনি কোথাও ছাড়া পাচ্ছেন কি না? তাছাড়া জন্মদাতা বাবার করোনা নিয়েও সাহেদের প্রতারণা! দৈনিক জনকণ্ঠ লিখেছে, করোনা সাহেদের জমি প্রতারণা।
করোনা টেস্টে জেকেজির প্রতারণা -ধরাছোঁয়ার বাইরে ডা. সাবরিনা
মামলায় নাম নেই, গঠিত হয়নি তদন্ত কমিটিও * তদন্তে প্রমাণ পেলে গ্রেফতার করা হবে –পুলিশ-করোনা প্রতারণা নিয়ে দৈনিক যুগান্তর এ খবরে লিখেছে, টেস্ট না করেই করোনার রিপোর্ট নিয়ে জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা প্রকাশ্যে আসার পরও ধরাছোঁয়ার বাইরে আছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদফতর। পুলিশ বলছে, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্টার চিকিৎসক হিসেবে চাকরিরত থেকেই জেকেজির চেয়ারম্যান পদে ছিলেন ডা. সাবরিনা। কিভাবে, কার মাধ্যমে তিনি এ কাজ হাতিয়েছেন, সে ব্যাপারে চলছে অনুসন্ধান। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সাবরিনাকে গ্রেফতার করা হবে। জানা গেছে, স্বামী আরিফ চৌধুরী গ্রেফতার হওয়ার পর সাবরিনা গা ঢাকা দিয়েছেন।
জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি ১৫ হাজার ৪৬০টি টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করে। এসব টেস্টে জনপ্রতি হাতিয়ে নেয়া হয়েছে ৫ হাজার টাকা। আর বিদেশিদের কাছ থেকে নেয় একশ’ ডলার। এ হিসাবে ভুয়া টেস্ট বাণিজ্য করে জেকেজি হাতিয়ে নিয়েছে প্রায় ৮ কোটি টাকা।
২৪ জুন জেকেজির গুলশান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতারক আরিফসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের ২ দিনের রিমান্ডে নেয়া হয়। দু’জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জেকেজির কার্যালয় থেকে ল্যাপটপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় চারটি মামলা হয়েছে। এসব মামলার কোনোটিতে এখন পর্যন্ত ডা. সাবরিনার নাম সংযুক্ত করা হয়নি। চারটি মামলার তদন্ত করছে তেজগাঁও থানা পুলিশ।
আগ্রাসী চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ নেই : যুক্তরাষ্ট্র- কালের কণ্ঠ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, বিশ্বজুড়ে চীনের আগ্রাসী তৎপরতার প্রতিফলন ঘটছে ভারত-চীন সীমান্তে। তাঁর ঘনিষ্ঠজনদেরও একই মত। চীনের আগ্রাসী কর্মকাণ্ড ঠেকানোর জন্য দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ নেই বলে মনে করছে ট্রাম্প প্রশাসন।
বিতর্কিত সীমান্তে ভারত ও চীনের চরম দ্বন্দ্বের মধ্যে গত ১৫ জুন লাদাখে সেনা সংঘর্ষে উভয় পক্ষের সদস্য হতাহত হয়। ভারত তাদের ২০ সেনা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করলেও চীন কোনো সংখ্যার কথা জানায়নি। উত্তেজনা বাড়ার এক পর্যায়ে চীনের ৫৯টি বহুল ব্যবহৃত মোবাইল ফোন অ্যাপসের ব্যবহার ভারতে নিষিদ্ধ করে দিল্লি সরকার। এরপর অবশ্য লাদাখ সীমান্ত থেকে ভারত-চীন উভয় পক্ষ পিছু হটতে শুরু করে। কিন্তু এখনো ওই ইস্যুর দিকে সতর্ক নজর রাখছে যুক্তরাষ্ট্র, এমনটা জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। ওই মুখপাত্র জানান, মার্কিনপ্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন, বিশ্বজুড়ে চীনের আগ্রাসনের প্রতিফলন ঘটেছে ভারত সীমান্তে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

ভারতে করোনা সংক্রমণে অতীতের সব রেকর্ড ভাঙল।একদিনে ২৭১১৪ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু পেরল ২২ হাজার। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫১৯ জনের মৃত্যু হয়েছে। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ছাড়াল। পরিসংখ্যানটা বলছে করোনার মারাত্মক অবনতি হয়েছে। চিকিৎসক ও বিশেজ্ঞরা ভীষণভাবে উদ্বিগ্ন। তবে এ পর্যন্ত ৫ লাখের বেশি সুস্থ হয়েছেন। আনন্দবাজার পত্রিকাসহ প্রায় সব দৈনিকে এ খবর পরিবেশিত হয়েছে।
পাশাপাশি ভারতের করোনা টিকা আবিষ্কার নিয়ে একটি খবরে দুরকম মত এসেছে।বিতর্কও আছে। সরকারের একটি অংশের পরিকল্পনা ১৫ আগস্টে স্বাধীনতা দিবসের সকালে করোনা টিকা আবিষ্কারের ঘোষণা করা হবে। তবে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় সেখানকার কর্তাব্যক্তিরা বলেছেন, এ বছর তো নয়ই, আগামী বছরের শেষের দিকে হয়তো আবিষ্কার হতে পারে।
গত ১০০ বছরের সবথেকে বড় অর্থনৈতিক সংকট কোভিড, মন্তব্য রিজার্ভ ব্যাংকের গভর্নরের-সংবাদ প্রতিদিন
বিস্তারিত খবরে বলা হয়েছে, করোনা আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব। বাদ যায়নি ভারতও। করোনার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। দীর্ঘদিন লকডাউন থাকাকালীন শিল্প-কলকারখানা বন্ধ থাকায় মার খেয়েছে অর্থনীতি। তারপরও করোনা দুর্ভোগ কমছে না। আজ রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) সাংবাদিক সম্মেলনে আশঙ্কা ব্যক্ত করে বলেছেন , COVID-19 গত ১০০ বছরের সব থেকে বড় স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট। সবকিছুতেই থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস।
দৈনিক আজকাল গ্যাংস্টার বিকাশ দুবেকে নিয়ে বেশ কয়েকটি খবর ছেপেছে। একটিতে বলা হয়েছে বিকাশ খতম হয়েছে প্রায় ২৪ ঘন্টা আগে কিন্তু তার সাথে পুলিশ আর রাজনীতিবিদদের যোগ ছিল কি না সে প্রশ্ন অমিমাংসিত থেকে গেল। অন্য একটি খবরের শিরোনাম- ঠাণ্ডা মাথায় খুন বিকাশকে। এ খবরে কতগুলো প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে এক বিপজ্জনক অপরাধীকে পুলিশ কেন হাতকড়া পরায়নি, দুর্ঘটনার যে গাড়িটি দেখানো হয়েছে সেখানে ছিল না বিকাশ, ছিল অন্যগাড়িতে। তার বুকে লাগা দুটি গুলিতে নিহত হয়েছে। পালাতে গেলে তো পেছন থেকে গুলি লাগার কথা।
এদিকে, এনকাউন্টার নিয়ে দৈনিকটির আরেকটি খবরের শিরোনাম এরকম যোগী সরকারের আমলে ৭৪টি এনকাউন্টারের তদন্তেই পুলিশ ক্নিনচিট পেয়েছে। #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১