কথাবার্তা: 'শেখ হাসিনার জন্য চূড়ান্ত পরীক্ষা'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১২ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- করোনার নমুনা পরীক্ষার জালিয়াতি: ডা. সাবরিনা গ্রেফতার-দৈনিক ইত্তেফাক
- আত্মসমর্পণ না করলে সাহেদকে গ্রেফতার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
- দেশে একদিনে সুস্থ ৫ হাজার ৫৮০ কোভিড রোগী-দৈনিক যুগান্তর
- স্বাস্থ্য অধিদপ্তরের দাবি-স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্বাক্ষর হয়–প্রথম আলো
- রংমহল-টর্চার সেল সবই ছিল সাহেবদের-দৈনিক সমকাল
- রিজেন্টে যেভাবে তৈরি হতো ভুয়া রিপোর্ট -দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- সত্যিই নড়বড়ে রাজস্থান সরকার! -দৈনিক সংবাদ প্রতিদিন
- ভারতে করোনা সংক্রমণ বেড়ে প্রায় ৮ লাখ-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- কন্টেনমেন্ট জোনে কড়া পুলিশ, সাহায্য, সতর্কীকরণেও ব্যস্ত-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
শুরুতেই বিশ্বজুড়ে করোনার আপডেট খবর। তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর।
একনজরে বিশ্ব করোনার খবর: ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৬৭ হাজার ৯১৩ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৫০ জন। এদিকে, করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। একদিনে আক্রান্ত আরও ৬৬ হাজারের বেশি। সেখানে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ছাড়াল।
বাংলাদেশের করোনা আপডেট খবরে যুগান্তরসহ বিভিন্ন দৈনিকে লেখা হয়েছে, দেশে একদিনে সুস্থ ৫ হাজার ৫৮০ কোভিড রোগী। এ নিয়ে মোট ৯৩ হাজার ছাড়াল সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩৫২ জন। সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনের।
আর ভারতের খবর- দৈনিক সংবাদ প্রতিদিন, আনন্দবাজার পত্রিকাসহ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ হাজার ৬৩৭ জন। একদিনে মৃত ৫৫১ জন। মোট মৃত্যু ২২হাজার ৬৭৪ এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৮ লাখে পৌঁছাল। করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনকভাবে বাড়ছে।
বাংলাদেশে করোনা টেস্ট নিয়ে প্রতারণা, দুর্নীতি ও অনিয়মের ভয়াবহ সব ঘটনা ঘটেছে। এ সম্পর্কিত একটি খবরে দৈনিক মানবজমিন লিখেছে, করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জেকেজির প্রতারণার সঙ্গে ডা. সাবরিনা আরিফের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, করোনা সংক্রমণ পরীক্ষায় ২টি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্রুততার সাথে তদন্তপূর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার কোন অন্যায়কারীকে ছাড় দেয়নি। ভবিষ্যতেও দিবে না। এদিকে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি নেতা রহুল কবির রিজভী বলেছেন, সাহেদরাই আওয়ামী শাসনের নমুনা।
শেখ হাসিনার জন্য চূড়ান্ত পরীক্ষা- এ শিরোনামে আবদুল গাফফার চৌধুরী তার এক নিবন্ধে লিখেছেন, শেখ হাসিনার মতো একজন নেত্রী পাওয়ার পর কৃতজ্ঞ জাতির উচিত তাকে দেশ পুনর্গঠনে সর্বপ্রকার সাহায্য ও সমর্থন দেওয়া। কিন্তু সেই সাহায্য ও সমর্থন তিনি পাননি। তাই দুর্নীতি ও অনাচারের মহা বটবৃক্ষটি তিনি কেটে ফেলতে পারেননি। দেশের বড় বড় দুর্নীতিবাজ, যাদের জন্ম বিএনপির আমলে এবং ঐ আমলেই যাদের বিকাশ, তাদের অনেকেই পরিচয় পালটে আওয়ামী লীগে এসে ভিড়েছেন অথবা আওয়ামী লীগের পরিচয় ভাঙিয়ে দেশটাকে মগের মুল্লুক বানানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে তাদের প্রতারণার জাল বিস্তারের সুযোগ পেয়েছেন। আওয়ামী লীগের ব্যর্থতা এই যে, যথাসময়ে দুর্নীতির এই রাঘব বোয়ালদের শনাক্ত করে দল থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে পারেনি। এ কারণেই দেশে সাহেদ করিমের মতো বিবেকহীন ও মনুষ্যত্ববোধহীন দুর্নীতিবাজের এমন উত্থান সম্ভব হয়েছে। উত্থান সম্ভব হয়েছে পাপুলের মতো আদম ব্যবসায়ীর। দৈনিক ইত্তেফাকে তার নিবন্ধটি প্রকাশিত হয়েছে।
চীনের বাণিজ্য সুবিধা বাংলাদেশকে বাণিজ্য ঘাটতি ও ঋনের ফাঁদে ফেলবে-দৈনিক মানবজমিনের এ প্রতিবেদনে লেখা হয়েছে,বাংলাদেশি পন্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চীনের পক্ষ থেকে নিছক এক কাগজে-কলমে থাকা প্রতিশ্রুতি। বেইজিং নিজস্ব পন্যের বাজারের বিষয়ে খুবই সচেতন। মহামারিকে কাজে লাগিয়ে চীন যাকে বাংলাদেশে কূটনৈতিক বিজয় বলছে, তা শুধুমাত্র একটি উদীয়মান অর্থনীতিকে ধ্বংসই করে দেবে।
চীনের দেয়া বাণিজ্য সুবিধার কারণে বাংলাদেশ বাণিজ্য ঘাটতি ও ঋণের ফাদে পড়তে পারে। এর ফলে ঢাকা বেইজিং এর চাপিয়ে দেয়া শর্ত মেনে নিতে বাধ্য হবে। বাংলাদেশের উচিত শ্রীলঙ্কা থেকে শেখা। দেশটি চীনের ঋণের ফাঁদে পড়ে বেইজিং এর কাছে হাম্বানটোটা সমুদ্র বন্দর ৯৯ বছরের জন্য তুলে দিতে বাধ্য হয়েছে। যখন বিশ্ব করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত তখন চীন বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় তার এজেন্ডা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে।এমন একটি সময় চীন এমন পদক্ষেপ নিচ্ছে যখন করোনা ভাইরাসের কারণে দেশটির বিআরআই প্রজেক্ট ধীর হয়ে গেছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
লাদাখ ইস্যু: চীনের বিরুদ্ধে ভারতের পাশে না-ও দাঁড়াতে পারে আমেরিকা, সন্দিহান বোল্টন-দৈনিক আনন্দবাজারের এ খবরে লেখা হয়েছে, চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ডোনাল্ড ট্রাম্প কি ভারতের পাশে দাঁড়াবেন? আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বললেন, খুব সন্দেহ আছে। তিনি বলেন “ আমার ধারণা ট্রাম্প চীনের সঙ্গে ভূকৌশলগত সম্পর্কের উপরই বেশি জোর দেবেন। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। বোল্টের মতে, সব কিছুই নির্ভর করছে সেই নির্বাচনের উপর। নভেম্বরের নির্বাচনে যদি ট্রাম্প উতরে যান, তা হলে তিনি কী করবেন সেটা আন্দাজ করা মুশকিল। তবে ট্রাম্প চীনের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে জোর দিতে পারেন বলেও ধারণা বোল্টনের।
সত্যিই নড়বড়ে রাজস্থান সরকার! ১২ জন বিধায়ক-সহ দিল্লিতে ‘বিক্ষুব্ধ’ শচীন পাইলট-দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, গতকাল মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) যখন বিজেপির বিরুদ্ধে তাঁর সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগ আনলেন, তখনও বিষয়টি ততটা গুরুত্ব দিতে চাননি রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেকেই মনে করছিলেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী স্রেফ দলের বিধায়কদের একত্রিত করার চেষ্টা করছেন। কিন্তু তারপর গতকাল বিকেল থেকে এমন কিছু ঘটনা ঘটল যা ইঙ্গিত দিচ্ছে, মরুরাজ্যে সত্যিই সংকটে কংগ্রেস সরকার। মধ্যপ্রদেশের নাটকের পুনরাবৃত্তি হতে পারে রাজস্থানেও।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২