জুলাই ১৭, ২০২০ ১৮:২৬ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের কথাবার্তার আসরে। ১৭ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। আসরের শুরুতেই যথারীতি বাংলাদেশ ও ভারতের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম।

  • প্রথমে বাংলাদেশের পত্র-পত্রিকার কিছু শিরোনাম।
  •   দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে সাবরিনা-দৈনিক প্রথম আলো
  •  স্বাস্থ্যখাত নিয়ে উচ্চ  পর্যায়ের কমিটি চান জিএম কাদের-দৈনিক ইত্তেফাক
  •  বাবার লাশ সামনে রেখে অঝোরে কাঁদলেন এমাজউদ্দীনপুত্র জিয়াউল-দৈনিক যুগান্তর
  •  করোনায় দেশে মৃত্যু আড়াই হাজার ছাড়াল-যুগান্তর
  •  নিজের করোনার রিপোর্টও ভুয়া বানান সাহেদ-সমকাল
  •  ১ আগস্ট থেকেই ইতালি যেতে পারবেন বাংলাদেশীরা- দৈনিক নয়াদিগন্ত 
  •  চট্টগ্রাম বন্দর হয়ে আসাম ও ত্রিপুরায় যাচ্ছে ভারতীয় পণ্য-মানবজমিন

 ভারতের কয়েকটি পত্রিকার শিরোনাম জেনে নেয়া যাক-

  •  এক ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না, লাদাখে বললেন রাজনাথ-আনন্দবাজার পত্রিকা
  •  পত্রিকাটির ভিন্ন এক শিরোনামে বলা হয়েছে- শুধু লাদাখ নয়, ভারতের আরও অনেক এলাকাই চীনের টার্গেট
  •  দৈনিক সংবাদ প্রতিদিন- কেন আসছে মাত্রাতিরিক্ত বিল? বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বৈঠকে কারণ জানাল CESC

এবার কয়েকটি সংবাদের বিস্তারিত:

জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনাকে আবারো ২ দিনের রিমান্ড

দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে সাবরিনা দৈনিক প্রথম আলোর এ খবরের ভেতরে বলা হয়েছে- করোনার নমুনা পরীক্ষার নামে জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালত এই আদেশ দেন।

সাবরিনাকে প্রথম দফায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার তাঁর রিমান্ডের তৃতীয় দিন শেষ হয়।

একই মামলায় সাবরিনার স্বামী জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। আরিফুলকে গত বুধবার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এদিকে, করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম ডিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মানুষের সহানুভূতি পেতে নিজের করোনার রিপোর্টও ভুয়া বানিয়েছিলেন তিনি।

তদন্ত সংশ্নিষ্ট উচ্চপদস্থ এক কর্মকর্তা সমকালকে জানান, সাহেদ তার নিজের করোনা আক্রান্ত হওয়ার সনদ নিয়েও জালিয়াতি করেছেন। করোনা আক্রান্ত অন্যের স্যাম্পল নিজের নামে চালিয়ে সাহেদ করোনায় আক্রান্ত হওয়ার সনদ নিয়েছেন। যদিও সত্যিই তিনি করোনায় আক্রান্ত হননি। সবার কাছে সহানুভূতি পাওয়া ও রিজেন্টের জালিয়াতি থেকে নিজেকে বাঁচাতে নিজের করোনা আক্রান্ত হওয়া নিয়েও এমন গল্প ফাঁদেন প্রতারণার গুরু সাহেদ।

সাহেদকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার পর করোনা সনদ নিয়ে এই জালিয়াতির তথ্য বেরিয়ে আসে বলে জানান উচ্চপদস্থ ওই কর্মকর্তা।

জাতীয় পার্টি বা জাপা চেয়ারম্যান জিএম কাদের

অন্যদিকে, করোনার টেস্ট কেলেঙ্কারিসহ স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতি উদঘাটনে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি বা জাপা চেয়ারম্যান জিএম কাদের। এইচএম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানিয়ে তিনি বলেন, যাতে কমিটির পরামর্শে দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।

জিএম কাদের বলেন, দেশে করোনা টেস্ট নিয়ে মারাত্মক কেলেঙ্কারি হয়েছে। এখন আর বিদেশে আমাদের দেশের করোনা টেস্টের রিপোর্ট গ্রহণ করা হয় না। করোনা টেস্টের ভুয়া রিপোর্টের জন্য বিদেশে বাংলাদেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সুস্থ হয়েও দেশে আটকে পড়া প্রবাসীরা বিদেশে যেতে পারছেন না। ভুয়া টেস্ট করে যারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যারা অচল মেশিন সরবরাহ করে টাকা আত্মসাৎ করেছে তাদের উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে।

চট্টগ্রাম বন্দর হয়ে আসাম ও ত্রিপুরায় যাচ্ছে ভারতীয় পণ্য- এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে- চট্টগ্রাম বন্দর ব্যবহারের মাধ্যমে আসাম ও ত্রিপুরায় যাচ্ছে ভারতীয় পণ্য। বৃহস্পতিবার সকালে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে রড ও ডালের চালান নিয়ে চট্টগ্রাম বন্দর অভিমুখে যাত্রা শুরু করেছে এমভি সেঁজুতি নামে ভারতীয় একটি জাহাজ।

ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে জাহাজটি ১০৮ কনটেইনার পণ্য নিয়ে আগামী সোমবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। তবে চট্টগ্রাম বন্দর থেকে চার কনটেইনার পণ্য কাভার্ড ভ্যানে করে আখাউড়া-আগরতলা স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে যাবে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, কনটেইনারগুলোর মধ্যে দুই কনটেইনার রড ত্রিপুরার জিরানিয়ার এস এম করপোরেশনের। বাকি দুই কনটেইনার ডাল যাবে আসামের জেইন প্রতিষ্ঠানের কাছে।

১ আগস্ট থেকেই ইতালি যেতে পারবেন বাংলাদেশীরা- এ শিরোনামের খবরের ভেতরে দৈনিক নয়াদিগন্ত জানিয়েছে- অক্টোবরের বদলে আগস্টের শুরু থেকেই বাংলাদেশ থেকে ইতালিতে ঢুকতে পারা যাবে, জানাচ্ছে ইতালি সরকার৷ বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ করা নিয়ে ৫ অক্টোবর পর্যন্ত যে নিষেধাজ্ঞা জারি ছিল, সেটি এখন ৩১ জুলাই পর্যন্ত করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়৷ ১ আগস্ট থেকে যাত্রী পরিবহনের সুযোগ দিয়ে বুধবার একটি নোটাম (নোটিস টু এয়ারমেন) জারি করেছে তারা৷

বৃহস্পতিবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও বলা হয়েছে, বাংলাদেশও ১২টি দেশের সঙ্গে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত রেখেছে ইতালি সরকার৷ বাংলাদেশ থেকে ‘ভুয়া করোনাভাইরাস নেগেটিভ' সনদ নিয়ে যাওয়ার বিষয়ে দেশি-বিদেশি গণমাধ্যমের খবর ঠিক নয়, তাও বিবৃতিতে উল্লেখ করেছে তারা৷

ভারতের এক ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না, লাদাখে বললেন রাজনাথ

ভারতের দৈনিত আনন্দবাজার পত্রিকায় চীন-ভারত পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট করা হয়েছে তাতে এক ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না, লাদাখে বললেন রাজনাথ। এ খবরের ভেতরে বলা হয়েছে- প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সঙ্ঘাত নিয়ে এ বার এমনই বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। দু’দিনের লাদাখ ও জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন তিনি। শুক্রবার সফরের প্রথম দিনে লেহ্ পৌঁছন তিনি। সেখানে ভারতীয় জওয়ানদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়, এ ভাবেই চিনকে কড়া বার্তা দেন। 

এ দিন রাজনাথ বলেন, ‘‘আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর চেষ্টা চলছে। কিন্তু তা কতটা মেটানো যাবে, সে ব্যাপারে নিশ্চিত করে  কিছু বলতে পারছি না। তবে একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি, পৃথিবীর কোনও শক্তিশালী দেশ আমাদের এক ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না। তবে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে গেলে, তার চেয়ে ভাল কিছু হয় না।’’

পশ্চিমবঙ্গে আম্পান পরবর্তী পরিষেবা নিয়ে আমজনতার ক্ষোভ

ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকার শিরোনামে বলা হয়েছে- প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান (Amphan) পরবর্তী পরিস্থিতিতে পরিষেবা নিয়ে CESC’র বিরুদ্ধে ক্ষোভে ফুঁসেছিলেন আমজনতা। তার রেশ এখনও কাটেনি। তারই মাঝে এবার মাত্রাছাড়া বিদ্যুতের বিল পাঠানোর অভিযোগে ফের কাঠগড়ায় বেসরকারি এই বিদ্যুৎ সংস্থা। সেই সমস্যার কথা নিয়ে আলোচনা করতে শুক্রবার বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন CESC’র দুই কর্তা। কেন এমন অস্বাভাবিক বিল আসছে, তার কারণও ব্যাখ্যা করেন তাঁরা।

CESC’র দাবি, করোনা সংক্রমণের জেরে মার্চ থেকে লকডাউন (Lockdown) জারি করা হয়। তার ফলে বেশ কয়েকমাস বন্ধ ছিল মিটার রিডিং নেওয়া। স্বাভাবিকভাবেই এপ্রিল ও মে মাসে অনুমানের ভিত্তিতে বাৎসরিক গড়ে বিদ্যুৎ ব্যবহারের নিরিখে বিল পাঠানো হয়েছে। তবে তা বিদ্যুৎ ব্যবহারের তুলনায় অনেক কম। জুন থেকে ফের মিটার রিডিং শুরু হয়েছে। বাড়তি ইউনিট বিলে যুক্ত হয়েছে। তার উপর আবার গ্রীষ্মকালে বিদ্যুৎ খরচ হয় তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত বিল দেখে বিরক্ত হচ্ছেন গ্রাহকরা।#

পার্সটুডে/এসআইবি/ গাজী আবদুর রশীদ/১৭