জুলাই ২৩, ২০২০ ১৩:৪৪ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৩ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • স্বাস্থ্য অধিদপ্তরকে লুটের আখড়ায় পরিণত করেন দুই পরিচালক!-দৈনিক ইত্তেফাক
  • স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকে ফাঁস হয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন-মানবজমিন
  • স্বাস্থ্যে শৃঙ্খলা ফেরাতে ব্যাপক রদবদল হচ্ছে-দৈনিক যুগান্তর
  • একটি মানুষও গৃহহীন থাকবে না-প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
  • ওয়াসার এমডির শাসন, দুর্নীতির বিস্তর অভিযোগ-প্রথম আলো
  • চ্ট্রগামে ধর্ষণের ১০ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • ভারতে ২৪ ঘন্টায় শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • মেয়ে হয়ে নাবালিকার সর্বনাশ, ২৪ বছরের জেল দিল্লির বৃহত্তম মধুচক্রের পাণ্ডা সোনু পাঞ্জাবনের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • লাদাখ সীমান্তে চীনের ৪০ হাজার সেনা অবস্থান করছে, ভারতের উদ্বেগ-দৈনিক আজকাল

শিরোনামের পর এবার কয়েকটি খবরে গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি:

মহামারি করোনায় বিশ্বে মৃত্যু ও আক্রান্ত থেমে নেই

মহামারি করোনা পরিস্থিতি: ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৩০ হাজার ছাড়াল। আর আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৩ লাখের বেশি মানুষ। সুস্থ্য হয়েছেন ৯৩ লাখ। ব্রাজিলে একদিনেই ৬৮ হাজার আক্রান্তের রেকর্ড।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

করোনার টিকা খুব শিগগিরি আসছে এমন খবর সম্প্রতি মিডিয়ায় দেখা গেলেও আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ২০২১ সালের আগে ভ্যাকসিন বাজারে আসার সম্বাভনা নেই।

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫০ জন। নতুন শনাক্ত হয়েছেন-২৮৫৬ জন।এদিকে করোনা কাণ্ড নিয়ে স্বাস্থ্যের ডিজির বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছেন, সরকারের ব্যর্থতায় দেশের মানুষ আতঙ্কে আছেন। অন্যদিকে সরকারের সেতুনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপি করোনা চালকের মতো বেপরোয়া আচরণ করছে। 
 

ভারতে করোনায় সব রেকর্ড ভেঙে একদিনে ৪৫ হাজার আক্রান্ত

ভারতে সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৪৫ হাজার আক্রান্ত হয়েছেন আর এসময় মুত্যু হয়েছে ৭৩০ জনের। মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ২৯ জনের। মোট আক্রান্ত ১২ লাখ ছাড়িয়েছে। এ খবর দিয়েছে এনডিটিভি, আনন্দবাজার পত্রিকাসহ প্রায় সব দৈনিকে।

স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতি অনেকটা ওপেন সিক্রেট। দৈনিক ইত্তেফাকে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ বিভিন্ন কেনাকাটা ও এর ব্যবহার ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। স্বাস্থ্য অধিদপ্তরে ১৪ জন লাইন ডাইরেক্টর আছেন। তারা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার ইচ্ছায় নিয়োগ পান। তাদের মধ্যে লাইন ডাইরেক্টর (হাসপাতাল) ও লাইন ডাইরেক্টর (পরিকল্পনা ও উন্নয়ন) ৮০ ভাগ কেনাকাটা করে থাকেন। বাকি ২০ ভাগ কেনাকাটা করেন ১২ জন লাইন ডাইরেক্টর। আর কেনাকাটার নামে চলে পুকুরচুরি ও হরিলুট। এই ১৪ লাইন ডাইরেক্টরের মাধ্যমে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা নিয়মিত দুর্নীতির টাকার ভাগ পান। জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের ১৪ লাইন ডাইরেক্টরের দাপট অনেক বেশি। কারণ তারা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের পছন্দের মানুষ। এদের দাপট এত বেশি যে তারা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের পর্যন্ত তোয়াক্কা করেন না।

স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতি অনেকটা ওপেন সিক্রেট

খবরটিতে আরো লেখা হয়েছে,অধিদপ্তরের একজন অতিরিক্ত মহাপরিচালক সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ পান না। অথচ লাইন ডাইরেক্টররা নামিদামি গাড়িতে চলাচল করেন। প্রকাশ্যে দুর্নীতি ও অনিয়ম চালিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়ছেন তারা। বিশেষ করে দুই লাইন ডাইরেক্টর সবচেয়ে বেশি দুর্নীতি করেন। দুদকের নজর এই দুই লাইন ডাইরেক্টরের ওপর।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে লাইন ডাইরেক্টর পদ থাকার দরকার নেই। যে উদ্দেশ্যে এই পদ সৃষ্টি করা হয়েছিল, তার উলটো ফল পাওয়া যাচ্ছে।গত বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাস্থ্য অধিদপ্তরের ১১টি খাতে দুর্নীতি ও অনিয়ম খুঁজে পায়। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে,স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য খাতে সরকার শক্তিশালী টাস্কফোর্স গঠন করবে। সম্প্রতি করোনা টেস্ট নিয়ে ভুয়া সনদ দেয়া, প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের বড় বড় ঘটনা ঘটেছে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরী এসব প্রতারণার সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়। অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তাদের কাছ থেকে। আজ সাহেদকে ডিবি থেকে র্যাবের হাতে হস্তান্তর করা  হয়। এরইমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদত্যাগ করেছেন। ডিজি এবং অতিরিক্ত ডিজিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না: শেখ হাসিনা

দৈনিক বাংলাদেশ প্রতিদিনে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গুরুত্বের সাথে পরিবেশিত হয়েছে। প্রধানমন্ত্রী আজ সকালে এক ভিডিও কনফারেন্সে বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশের।আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না।কক্সবাজার সদরের খুরুশকুলে জলবায়ূ উদ্বাস্তদের জন্য নবনির্মিত বিশেষ আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।  

দক্ষিণ চীন সাগরে ভারত-যুক্তরাষ্ট্রের নৌ মহড়া (ফাইল ফটো)

বিশ্বের সবথেকে গুরুত্পূর্ণ পয়েন্টে ভারত-যুক্তরাষ্ট্রের নৌ মহড়া, লক্ষ্য চীন-দৈনিক মানবজমিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে পুরো ভারত মহাসাগরে সামরিক ও কূটনৈতিক বৈরিতা ছড়িয়ে পড়েছে। এ লক্ষ্যে দক্ষিণ চীন সাগরে মহড়া চালানোর পরপরই মার্কিন নৌবাহিনীর বৃহত্তম শিপ ফরমেশন, নিমিৎজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ তার প্রতিরক্ষা অংশীদার ভারতের সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে। এ খবর দিয়েছে সাউথ এশিয়ান মনিটর। খবরে বলা হয়, এটি হচ্ছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী সংকীর্ণ মালাক্কা প্রণালীর কাছাকাছি। এটিকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোকপয়েন্ট হিসেবে। অর্থাৎ চাইলে এই পয়েন্টে জাহাজ চলাচলের পথ সহজেই আটকে দেয়া যায়। ইউরোপের সঙ্গে চীনের বেশির ভাগ বাণিজ্য চলে এই পথে এবং এখান দিয়েই চীন তার তেল আমদানি করে থাকে।মার্কিন নৌবাহিনীর তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র ও ভারতীয় উভয় নৌবাহিনী বিমান প্রতিরক্ষাসহ সর্বোচ্চ প্রশিক্ষণ ও পারস্পরিক নির্ভরশীলতার মহড়ায় অংশ নিচ্ছে।

 ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত: 

লাদাখ সীমান্তে ৪০ হাজার চীনা সেনা মোতায়েন: উদ্বেগে ভারত

চীন-ভারত উত্তেজনা এখনও তুষের আগুনের মত জ্বলছে। উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে, ভারত অভিযোগ করেছে যে, সীমান্তে চীনের ৪০ হাজার সেনা অবস্থান করছে। গতকাল ভারত দ্রুতগতি সম্প্ন্ন ড্রোন-‘ভারত’হাতে পাওয়ায় লাদাখ সীমান্তে তাদের অবস্থান শক্তিশালী হলো বলে খবর এসেছিল।আর আজ চীনের ৪০ হাজার সেনা সীমান্তে থাকার অভিযোগ। খবরটিতে বলা হয়েছে, পূর্ব লাদাখে যেসব জায়গায় চীনা সেনা অনুপ্রবেশ করেছিল তারা সেখান থেকে এখনও সরে নি।ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। এরমধ্যে বেশ কয়েকবার দুপক্ষের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেনা সরিয়ে নিতে দুদেশই সম্মত হয়। কিছু কিছু এলাকা থেকে সরেও যায়। কিন্তু চীনের ৪০ হাজার সৈন্য এখনও সেখানে অবস্থান করছে বলে খবর এলো। শুধু তাই নয় সেখানে তাদের আধুনিক অস্ত্রবহনে সক্ষম যান ও রয়েছে। ১৫ জুন সীমান্তবর্তী এলাকা গালওয়ানে চীন ও ভারতের সেনাদের মধ্যে মুখোমুখি তুমুল সংঘর্ষে কর্মকর্তাসহ ২০ ভারতীয় সেনা নিহত হয়।

মোদির দুমুখো নীতি: একদিকে আত্মনির্ভরতার কথা অন্যদিক বিদেশিলগ্নির আহ্বান

দৈনিক আজকালের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম-মুখে আত্মনির্ভর স্লোগান, মার্কিন কোম্পানিগুলোকে ভারতে লগ্নির আহ্বান মোদির। বিস্তারিত খবরে লেখা হয়েছে,একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আউড়ে চলেছেন, দেশবাসীকে আত্মনির্ভর হতে হবে। বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে আনতে হবে। আরেকদিকে, সেই তিনিই মার্কিন লগ্নিকারীদের আহ্বান করছেন ভারতে বিনিয়োগের জন্য। ফের দুমুখো নীতি নিলেন নরেন্দ্র মোদি। দুদিনব্যাপী ভারত আইডিয়া শীর্ষ সম্মেলনে মোদিজি ভিডিও বার্তায় মার্কিন কোম্পানিগুলোকে ভারতে বিনিয়োগ করতে আহ্বান জানান।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২