সেপ্টেম্বর ১২, ২০২০ ১৬:৩০ Asia/Dhaka

আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে, ইরানের জলে-স্থলে, ক্ষেত-খামারে, বাগ-বাগিচায়, কল-কারখানায় উৎপাদিত হয় বিচিত্র পণ্য সামগ্রী। এর পাশাপাশি খনি থেকেও আহরিত হয় বিভিন্ন সামগ্রী। ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়েও তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য।

গত আসরে আমরা বলেছিলাম স্টেমসেল থেরাপিতে ইরানের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে। বলেছিলাম ইরানের রুয়ন সেল থেরাপি সেন্টার এখন বিশ্বের উন্নত দশটি প্রথম সারির সেল থেরাপি সেন্টারের মধ্যে একটি। ইরানের এরকম আরেকটি সেল থেরাপি সেন্টার হলো হেলাল ক্লিনিক। এই সেল থেরাপি সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৯ খ্রিষ্টাব্দে। এখানে চিকিৎসার আরও অনেক শাখা বা বিভাগ রয়েছে।

যেমন দন্ত্য চিকিৎসা, নিউরোলোজি বিভাগ, ত্বক-চুল ও প্রসাধনী বিভাগ, লেইজার বিভাগ, নাক-কান-গলা বিভাগ,নারী ও প্রসূতি বিভাগ, অর্থোপেডি বিভাগ,ইউরোলজি বিভাগসহ আরও বহু বিভাগ। এইসব বিভাগে চমৎকার চিকিৎসা দেওয়া হয়। এশিয়া ও আফ্রিকার বহু দেশ যেমন ইরাক, সৌদিআরব, লিবিয়া, আজারবাইজান, তাজিকিস্তান,আফগানিস্তান এবং তানজানিয়াসহ আরও বহু দেশ থেকে রোগীরা এখানে আসেন চিকিৎসা নিতে। চিকিৎসা পর্যটনের বিশ্বব্যাপী শ্লোগান হলো "সেবা ও সুযোগ সুবিধা উন্নত দেশে আর ব্যয় উন্নয়নশীল দেশগুলোতে"।এখন বিভিন্ন শিল্পে দেশগুলো অগ্রসর হওয়ায় এবং মানুষের দেহ, মন ও আত্মা বহু রকমের রোগ-ব্যাধিতে আক্রান্ত হবার প্রবণতা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য পর্যটন একটা শিল্পের কাঠামো লাভ করেছে।

বলছিলাম স্বাস্থ্য ও চিকিৎসা পর্যটন বিশ্বব্যাপী একটা শিল্পের কাঠামো লাভ করেছে।বিশ্ব পর্যটন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী আনুমানিক সাতজন বিদেশি পর্যটকের জন্য অন্তত একজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর এই সংখ্যা স্বাস্থ্য পর্যটকের ক্ষেত্রে প্রতি চারজনের জন্য একজন। বিশেষ করে আমন্ত্রণকারী দেশের জন্য এটি একটি অনন্য সাধারণ সুযোগ বৈ কি! বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে ইরানের সেবার মাত্রা উচ্চ পর্যায়ে হবার কারণে এবং তুলনামূলকভাবে চিকিৎসাব্যয় অনেক কম হবার কারণে সেইসঙ্গে অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতির ফলে স্বাস্থ্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে দেশটি।

রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য উন্নত বহু চিকিৎসাকেন্দ্রের উপস্থিতি, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদিসহ অন্যান্য সুযোগ সুবিধাতে পরিপূর্ণ বহু হাসপাতাল গড়ে ওঠায় ইরানের প্রতি বিদেশি চিকিৎসা পর্যটকদের আকর্ষণ বেড়েছে। হার্ট, কিডনি, ব্রেন, হাড়ের অপারেশনসহ ত্বক এবং কসমেটিক সার্জারির ক্ষেত্রে ইরানের অভিজ্ঞ চিকিৎসকগণ ব্যাপক সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। বিশ্বমানের চিকিৎসা সেবা ইরানি চিকিৎসকরা দিচ্ছে খুবই অল্প খরচে। এরকম ও মানের সেবা পর্যটকগণ ইরানের প্রায় সব শহরেই  পেতে পারেন। তবে ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের শিরাজ শহরের কথা না বললেই নয়। এই শহরটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে যেমন সমৃদ্ধ তেমনি চিকিৎসা সেবার দিক থেকে এখানে রয়েছে উন্নত মানের সুযোগ সুবিধা। চিকিৎসা পর্যটন শিল্পের জন্য শিরাজকে বলা যেতে পারে উন্নত একটি বিপণন কেন্দ্র।

চার হাজার বছরের প্রাচীন ও ঐতিহাসিক শিরাজ শহর অন্তত ষাট বছর আগে থেকেই ইরানের দক্ষিণাঞ্চলীয় চিকিৎসা পর্যটনের কেন্দ্র হিসেবে পরিগণিত হয়ে আসছে। বিশেষ করে প্রতি বছরই ইরানের পাশ্ববর্তী পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে হাজার হাজার রোগী ও চিকিৎসা পর্যটক শিরাজে আসে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নেওয়ার জন্য। এই শিরাজে অসংখ্য হাসপাতাল রয়েছে উন্নত চিকিৎসা সরঞ্জামে সমৃদ্ধ। রয়েছে স্পেশালাইজড হাসপাতালের পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকও। শিরাজ শহরের সকল হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র-হোক সরকারি কিংবা বেসরকারি-সবই চিকিৎসা সেবা ও গুণগত মানের দিক থেকে আন্তর্জাতিক পর্যায়ের। শিরাজ মেডিক্যাল ইউনিভার্সিটি এবং মেডিক্যাল কাউন্সিল অব ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হয় সকল চিকিৎসা কেন্দ্র। মেডিক্যাল ট্যুরিজমের ক্ষেত্রে অনুমোদিত কোম্পানিগুলো এবং বিদেশি রোগীদের প্রতিনিধিরা এই দুই সংস্থার সহযোগিতা নিতে পারে সহজেই। বিশেষ করে শিরাজ শহরের হাসপাতালগুলোতে গিয়ে তারা রোগীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে কোনো জটিলতা ছাড়াই।

শিরাজের বিভিন্ন হাসপাতাল এবং মেডিক্যাল সেন্টারে উন্নতমানের চিকিৎসা নিয়ে থাকেন ইরানি এবং বিদেশি রোগীরা। অত্যাধুনিক মেডিক্যাল সরঞ্জামাদি সজ্জিত এইসব চিকিৎসা কেন্দ্রে সাধারণত হার্ট, কিডনি, প্যানক্রিয়াস, বোন-ম্যারো বা অস্থি মজ্জা, এনজিওপ্লাস্টি, এম আর আই, ক্যামোথেরাপি, লেইজার থেরাপি, বিচিত্র ক্যানসারের চিকিৎসার পাশাপাশি চোখের বিভিন্ন ধরনের অপারেশন, বিভিন্ন প্রকারের কসমেটিক সার্জারি, ত্বক ও চুলের চিকিৎসা, স্লিমিংয়ের জন্য উন্নত চিকিৎসাব্যবস্থা, হৃদরোগের চিকিৎসা, অথোর্প্যাডি, সন্তানহীনতার আইভিএফ চিকিৎসা ইত্যাদি খুব যত্নের সাথে করা হয়। মানব ব্রেনের ইলেক্ট্রিক্যাল স্টিমুলেশন সার্জারি, রেয়ার স্যাকরাম বোন টিউমার সার্জারি, কনকারেন্ট লিভার এবং কিডনি ট্রান্সপ্লান্টেশানের মতো জটিল অপারেশনগুলোও অত্যন্ত যত্ন ও সাফল্যের সাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এখানকার চিকিৎসা কেন্দ্রগুলোতে করা হয়।

শিরাজের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম আমরা। যেহেতু এই শহরটিতে ব্যাপক রোগীর আনাগোণা রয়েছে এবং যেহেতু শিরাজকে সবসময়ই দক্ষিণ এবং মধ্য প্রাচ্যের চিকিত্সার প্রধান কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়ে থাকে, তাই বিশ্বের সর্বাধিক উন্নত সুযোগ সুবিধায় সজ্জিত একটি স্বাস্থ্য গ্রাম তৈরি করার পদক্ষেপ নেয়া হয়েছে এখানে। ৮০০ হেক্টর জায়গাজুড়ে নির্মিতব্য ওই স্বাস্থ্য গ্রামে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই হেলথ ভিলেজ বা স্বাস্থ্য গ্রামে হাসপাতালসহ হোটেল, বিশ্রামাগার, ক্লিনিক, মেডিক্যাল সেন্টার, আবাসিক এলাকা যেমন থাকবে তেমনি থাকবে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্র,পক্ষাঘাতগ্রস্ত, দুস্থদের জন্যও চিকিৎসার ব্যবস্থা। এই স্বাস্থ্যগ্রাম প্রকল্পটির কাজ যত দ্রুত শেষ হবে তত দ্রুত তার সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে উপকৃত হতে পারবে দেশি বিদেশি রোগীরা।#

পার্সটুডে/নাসির মাহমুদ/ মো:আবু সাঈদ/ ১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।