অক্টোবর ১০, ২০২০ ১৭:২৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ অক্টোবার শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ফরিদপুরে দুই ভাইয়ের সন্ত্রাস মিথ্যে দলিলে ভিটে গেছে, প্রাণও গেছে-দৈনিক প্রথম আলো
  • নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক ২-দৈনিক সমকাল
  • ভারত সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে চীন -ইত্তেফাক
  • হাথরসে এত সংবাদকর্মী গেলেন, গ্রেফতার হলেন শুধু মুসলিম সাংবাদিক-দৈনিক
  • যুগান্তরপ্রতিবাদের মাঝেও ধর্ষণের শিকার ৬ শিশুসহ ১৪ জন -কালের কণ্ঠ
  • পরাশক্তিগুলোর সঙ্গে ঢাকার ভারসাম্যের কূটনীতি কি সম্ভব?-মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • মোদির অক্সিজেন মন্তব্যে কটাক্ষ রাহুল গান্ধীর-আনন্দবাজার পত্রিকা 
  • ধর্ষণ রুখতে কঠোর পদক্ষেপ, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কড়া নির্দেশিকা কেন্দ্রের-সংবাদ প্রতিদিন
  • দেশের রাজস্ব নীতিতে নাক গলানো উচিত নয়, শীর্ষ আদলতকে জানাল কেন্দ্র-আজকাল

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

১. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। কিন্তু ভোটারদের তেমন কোনো সাড়া নেই- জানাচ্ছে যুগান্তর পত্রিকা। আর সমকাল পত্রিকা বলছে- বেলা বাড়লেও ভোটার বাড়ে নি চরভদ্রাসনে উপনির্বাচনের ভোটে। প্রশ্ন হচ্ছে- কেন এই পরিস্থিতি?

২. ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেয়ায় ট্রাম্পকে ‘নিপীড়ক’ বলেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর। তার এই মন্তব্যকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা দেয়া ও টিকিয়ে রাখার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। সরকারকে সময় দেওয়ার বিএনপি কে? সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের আস্থা নিয়ে সরকার পরিচালনা করছে। এদেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ অপরাধীদের আশ্রয় দেয় না। আওয়ামী লীগ জনগণের ভালোবাসায় টিকে আছে, টিকে থাকবে।’

‘সরকার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়তো দিচ্ছেনই না বরং শাস্তির বিধান আরো কঠোর করতে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মন্ত্রীসভায় আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হবে।

নারীকে বিবস্ত্র করে নির্যাতন-৩ আসামিকে নিয়ে পিবিআইয়ের ঘটনাস্থল পরিদর্শন-দৈনিক মানবজমিন

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তকারী দল। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন তারা।

ওই তিন আসামি হলেন, নুর হোসেন ওরফে বাদল, মাঈন উদ্দিন ওরফে সাজু ও আবুল কালাম। তারা তদন্তকারী দলকে ঘটনাস্থলে যাতায়াতের রাস্তা ও ঘটনাস্থল শনাক্ত করে দেখান। পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুটি মামলার মধ্যে নারীকে ধর্ষণের চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের মামলাটি তদন্ত করছেন পিবিআই পরিদর্শক মামুনুর রশীদ পাটোয়ারী এবং ভিডিওচিত্র ভাইরালের মামলাটি তদন্ত করছেন পিটিআইয়ের পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

পিবিআই সূত্র জানায়, শুক্রবার বেগমগঞ্জ থানা-পুলিশের কাছ থেকে নারীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতন এবং ভিডিওচিত্র ভাইরালের মামলা দুটির কাগজপত্র বুঝে নেয় পিবিআই।

উল্লেখ্য, গত ২রা সেপ্টেম্বর ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকার দেলোয়ার বাহিনীর সদস্যরা। তারা ওই নারীকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে রাখেন। পরে তারা তাকে কুপ্রস্তাব দেয়। তিনি তাতে রাজি না হওয়ায় তারা ধারণ করা ভিডিওচিত্র ৪ঠা অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে। ঘটনাটি জানাজানি হলে দেশে প্রতিবাদের ঝড় ওঠে।

পরে ৪ঠা অক্টোবর সন্ধ্যায় পুলিশ একটি বাসা থেকে ওই নারীকে উদ্ধার করে। ওই রাতেই তিনি বাদী হয়ে দেলোয়ার বাহিনীর প্রধান সহযোগী নুর হোসেন ওরফে বাদলসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে থানায় পৃথক দু’টি মামলা করেন। দুই মামলায় এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে নয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়েছে।

নারী নির্যাতন মামলায় চারজন আসামি আবদুর রহিম, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন ওরফে সোহাগ (২১) ও নুর হোসেন ওরফে রাসেলের (৩০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

এলএসি-তে চিনা ফৌজ নিয়ে উদ্বিগ্ন মার্কিন বিদেশসচিব, বেজিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় জোটের সওয়াল-দৈনিক আনন্দবাজার

ভারত সীমান্তে চিনা ফৌজের তৎপরতা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করল আমেরিকা। মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) ৬০ হাজার চিনা সেনার উপস্থিতির কথা জানিয়ে বেজিংয়ের ‘আগ্রাসন’ নিয়ে সরব হলেন। অন্য দিকে, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েনের স্পষ্ট অভিযোগ, ‘‘আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের সদিচ্ছা চিনের নেই। তাদের উদ্দেশ্য, গায়ের জোরে এলএসি সংলগ্ন এলাকা দখল করা।’’

ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত ‘কোয়াড’ গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে গত মঙ্গলবার টোকিও গিয়েছিলেন পম্পেও। সরকারি সূত্রের খবর, সেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে লাদাখ পরিস্থিতি নিয়ে তাঁর কথা হয়। পাশাপাশি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ চিন সাগরে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সাম্প্রতিক আগ্রাসী আচরণ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

টোকিও থেকে ফিরে শুক্রবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পম্পেও বলেন, ‘‘বিশ্বের চারটি বৃহৎ গণতান্ত্রিক এবং অর্থনৈতিক শক্তির দেশকে নিয়ে ‘কোয়াড’ গঠিত হয়েছে। আর আমাদের সকলের কাছেই চিনা কমিউনিস্ট পার্টির আচরণ ক্রমশ বিপদ হিসেবে দেখা দিচ্ছে।’’ প্রসঙ্গত, কয়েক মাস আগে লাদাখের পাশাপাশি দক্ষিণ চিন সাগরে চিনা নৌবাহিনীর আগ্রাসনের ‘বিপদ’ সম্পর্কে সরব হয়েছিলেন পম্পেও। বলেছিলেন, ‘‘দক্ষিণ চিন সাগর চিনের উপকূলীয় সাম্রাজ্য নয়। বেজিং যদি এ ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে থাকে এবং স্বাধীন দেশগুলি সে ব্যাপারে কিছুই না করে, ইতিহাস সাক্ষী চিনা কমিউনিস্ট পার্টি আরও অনেক অঞ্চল দখল করে নেবে।’’

ধর্ষণ রুখতে কঠোর পদক্ষেপ, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কড়া নির্দেশিকা কেন্দ্রের-দৈনিক সংবাদ প্রতিদিন

হাথরাস গণধর্ষণ কাণ্ডের (Hathras Rape Case) আঁচ এখনও কমেনি। যোগী প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছে প্রায় গোটা দেশ। এই পরিস্থিতিতে নারী নির্যাতনের বিরুদ্ধে নিজেদের কঠোর মনোভাবের প্রকাশ ঘটাল কেন্দ্র। ইতিমধ্যেই প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দেশিকাও পাঠানো হয়েছে।

শনিবারের পাঠানো ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, যৌন হেনস্তা কিংবা ধর্ষণের ঘটনা ঘটলে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে ব্যবস্থা নিতে হবে। প্রথমেই পুলিশকে এফআইআর (FIR) নিতে হবে। এছাড়াও ধর্ষণের ক্ষেত্রে খুব বেশি হলে দু’মাসের মধ্যে তদন্ত শেষ করতেই হবে। দুষ্কৃতীদের ধরতে যে কোনও ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

দেশের রাজস্ব নীতিতে নাক গলানো উচিত নয়, শীর্ষ আদলতকে জানাল কেন্দ্র-দৈনিক আজকাল

গত সপ্তাহে সুপ্রিম কোর্টে মোদি সরকার জানিয়েছিল, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে ২ কোটি পর্যন্ত ঋণের জন্য মোরাটোরিয়ামের মেয়াদে ইএমআই–এর উপর যে সুদ বকেয়া হয়েছে তা গ্রাহককে দিতে হবে না। সরকার সেই খরচ বহন করবে। যদিও সরকারের এই সিদ্ধান্ত ‘আশাব্যঞ্জক নয়’ বলেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের এই বক্তব্যের পরে এবার কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিল ‘বিভিন্ন সেক্টরে এর থেকে বেশি ছাড় দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।’ কেন্দ্রের তরফে আরও জানানো হল, দেশের রাজস্ব নীতিতে নাক গলানো উচিত নয় সুপ্রিম কোর্টের। 

কেন্দ্রের তরফে একটি হলফনামা দিয়ে এই কথা জানানো হয়েছে। কেন্দ্র জানিয়েছে, ‘রাজস্ব নীতি নির্ধারণ করা কেন্দ্রের দায়িত্ব।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০

ট্যাগ