কথাবার্তা: ' ভয়ঙ্কর শাস্তি’, ফরাসি প্রেসিডেন্টকে হুঁশিয়ারি জাকির নায়েকের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩১ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
-
করোনায় ১০০ চিকিৎসকের মৃত্যু-দায়িত্বের কাছে জীবন তুচ্ছ-দৈনিক প্রথম আলো
- বিএনপিকে এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না'-দৈনিক কালেরকণ্ঠ
- দুস্থদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর - দৈনিক যুগান্তর
- ইসলাম ধর্মের শান্তির বাণী বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে’- দৈনিক ইত্তেফাক
- ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩২০-দৈনিক মানবজমিন
- করোনার দীর্ঘমেয়াদী উপসর্গগুলো ‘সত্যিই উদ্বেগজনক’ : ডব্লিউএইচও প্রধান-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- সন্তান হারানোর’ পুলওয়ামা নিয়ে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ভয়ঙ্কর শাস্তি...’, ফরাসি প্রেসিডেন্টকে হুঁশিয়ারি জাকির নায়েকের-দৈনিক আজকাল
- কীসের জন্য ক্ষমা চাইব?’, পুলওয়ামা ইস্যুতে বিজেপিকে পালটা শশী থারুরের-দৈনিক সংবাদ প্রতিদিন
-
হিমাঙ্কের নিচে লাদাখের তাপমাত্রা, সমুদ্রপথে হামলা চালাতে পারে চিন, তৎপর নৌসেনা--দৈনিক সংবাদ প্রতিদিন
-
বিনামূল্যে ভ্যাকসিনের প্রতিশ্রুতি নির্বাচনী বিধি ভঙ্গ করে না’, বিজেপিকে ক্লিনচিট কমিশনের
-
ধর্ষণের ভিডিও তুলে ইন্টারনেটে বিক্রি করে লাখপতি! পুলিশের জালে মহারাষ্ট্রের কন্ডাক্টর
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন
১. পুলিশ সদস্যরা জনতার পুলিশে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেছেন, পুলিশ সদস্যরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে। এই বক্তব্য সম্পর্কে আপনি কী বলবেন?
২. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একটি বক্তব্যের পর তার একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কতৃপক্ষ। কীভাবে দেখছেন ঘটনাটিকে?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
সন্তান হারানোর’ পুলওয়ামা নিয়ে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
প্রধানমন্ত্রী ইমরান খানের সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে পুলওয়ামা হামলায় নিজেদের ভূমিকার কথা মেনে নিয়েছে পাকিস্তান। তা নিয়ে গতকাল থেকেই সরগরম দেশীয় রাজনীতি। এ বার বিরোধীদের নিশানা করে আক্রমণ শানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, সন্তানহারা হয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছিল গোটা দেশ। কিন্তু কিছু মানুষ সেই শোকে শামিল ছিলেন না।

৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের জন্মদিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয়। শনিবার সর্দার পটেলের ১৪৫তম জন্মবার্ষিকীতে গুজরাতে স্ট্যাচু অব ইউনিটির পাদদেশ থেকে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘গত কয়েক দিনে পড়শি দেশ থেকে যে খবর সামনে এসেছে, যে ভাবে দেশের সংসদে হামলার কথা মেনে নিয়েছে ওরা, যাঁরা এত দিন হামলার কথা অস্বীকার করছিলেন, এতে তাঁদের আসল চেহারা সামনে এসে গিয়েছে। রাজনৈতিক স্বার্থে মানুষ কতটা নীচে নামতে পারে, পুলওয়ামা হামলা-পরবর্তী রাজনীতিই তার সবচেয়ে বড় উদাহরণ।’’
ভয়ঙ্কর শাস্তি...’, ফরাসি প্রেসিডেন্টকে হুঁশিয়ারি জাকির নায়েকের-দৈনিক আজকাল
এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে হুঁশিয়ারি দিয়ে বসলেন জাকির নায়েক। সোশ্যাল মিডিয়ায় ইসলাম–ভীতি ছড়ানো নিয়ে ইতিমধ্যেই ইসলামিক দেশগুলির রোষে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সম্প্রতি স্যামুয়েল প্যাটি নামক ফ্রান্সের একজন শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের সামনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-র ব্যঙ্গচিত্র প্রদর্শন করার পর এক হামলায় নিহত হন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ওই হত্যাকাণ্ডের জন্য তার দেশের মুসলমানদের দায়ী করেন এবং দাবি করেন, মুসলমানরা ফ্রান্সকে ধ্বংস করে ফেলতে চায়। ম্যাকরন আরো ন্যাক্কারজনক বক্তব্যে ঘোষণা করেন, ফ্রান্সে ইসলামের নবীর (সা.) ব্যাঙ্গচিত্র প্রকাশ অব্যাহত থাকবে। তার এ বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ, ভারত ও ইরানসহ গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে।

সেই ঘটনায় মুসলিম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কে নাম না করে হুমকি দিলেন ইসলাম প্রচারক জাকির নায়েক। কোরান শরিফের একটি আয়াত তুলে ধরে টুইটারে লিখলেন, ‘যাঁরা আল্লাহর দূতের অবমাননা এবং তাঁকে গালিগালাজ করে, তাঁরা এ জীবনে তো বটেই, জীবনের পরেও ভয়ানক শাস্তি পায়।’ পাশাপাশি ফরাসি পণ্য বয়কটের আর্জি জানিয়েছেন জাকির নায়েক।
কীসের জন্য ক্ষমা চাইব?’, পুলওয়ামা ইস্যুতে বিজেপিকে পালটা শশী থারুরের-দৈনিক সংবাদ প্রতিদিন
পুলওয়ামা হামলার (Pulwama Attack) পর গোটা দেশ যখন শোকার্ত ছিল, তখনও ওরা রাজনীতি করেছে। আজই গুজরাটের জনসভা থেকে একথা বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর আবার বলছিলেন, পাকিস্তান যখন স্বীকার করে নিয়েছে পুলওয়ামা হামলার পিছনে তাঁদের হাত ছিল, তখন কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে। কারণ, ওই হামলার পর কংগ্রেস নানা রকম ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া করছিল।

বিজেপি নেতাদের এই আক্রমণের মুখে এবার পালটা দিলেন কংগ্রেসের শশী থারুর । বিজেপির উদ্দেশে তাঁর প্রশ্ন, কীসের জন্য ক্ষমা চাইতে বলছেন আপনারা? শনিবার এক টুইটে কংগ্রেস নেতা বলছেন,”আমি এখনও বুঝে উঠতে পারছি না, ওঁরা আমাদের কীসের জন্য ক্ষমা চাইতে বলছে। সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম যে, সরকার আমাদের সেনা জওয়ানদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা জাতীয় পতাকার জন্য আওয়াজ তুলেছিলাম। এই ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করিনি। আমরা প্রত্যেক শহিদ জওয়ানের পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম। ওরা কী সেজন্যই আমাদের ক্ষমা চাইতে বলছে?”
বিনামূল্যে ভ্যাকসিনের প্রতিশ্রুতি নির্বাচনী বিধি ভঙ্গ করে না’, বিজেপিকে ক্লিনচিট কমিশনের
কোনও রাজনৈতিক দল চাইলে ইস্তেহারে প্রতিশ্রুতি দিতেই পারে। যতক্ষণ না সেই প্রতিশ্রুতি সংবিধানের বিরোধী হচ্ছে, ততক্ষণ তা আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করে না। বিহার ভোটে (Bihar Election 2020) বিজেপির বিনামূল্যে করোনার ভ্যাকসিন বিলি প্রসঙ্গে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। যার অর্থ, ভোটে জয়ের পর বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ক্লিনচিট পেয়ে গেল গেরুয়া শিবির। এর আগে ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) প্রস্তাবিত ন্যায় প্রকল্প নিয়েও একইভাবে প্রশ্ন উঠেছিল। তখনও কমিশন কোনও আপত্তি তোলেনি।
বিহারের নির্বাচনের ঠিক আগে আগে নিজেদের নির্বাচনী ইস্তেহারে বড়সড় চমক দিয়েছিল বিজেপি (BJP)। ক্ষমতায় ফিরলে বিহারের প্রত্যেক বাসিন্দাকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে। খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এই ঘোষণা শুনে ভ্রু কুঁচকেছিলেন অনেকেই। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিকে অনেকে ‘গাছে কাঠাল, গোঁফে তেলে’র সঙ্গে তুলনা করেছিলেন। যে ভ্যাকসিন (Corona Vaccine) এখনও আবিষ্কারই হয়নি, সেটাই কিনা বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি। এ নিয়ে হাসাহাসিও হয়েছিল। বিরোধীরা আবার প্রশ্ন তুলছিল, তাহলে কি বিহার ছাড়া অন্য কোনও রাজ্যের মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পাবে না? এসব বিবিধ প্রশ্নের মধ্যে কেউ কেউ আবার প্রশ্ন তোলা শুরু করেন, এভাবে বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি আসলে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ নয় তো? এবার সেই প্রশ্নের জবাব দিল নির্বাচন কমিশন।
ধর্ষণের ভিডিও তুলে ইন্টারনেটে বিক্রি করে লাখপতি! পুলিশের জালে মহারাষ্ট্রের কন্ডাক্টর-দৈনিক সংবাদ প্রতিদিন
পেশায় সে এক বাস কন্ডাক্টর। পড়াশোনা স্নাতকোত্তর পর্যন্ত। সঙ্গে বিএডও করা আছে। কে জানত এমনই এক মানুষের ভিতরে লুকিয়ে রয়েছে ঘৃণ্য ধর্ষক! বিভিন্ন বয়সি মহিলাদের সরকারি চাকরির টোপ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে (Rape) সেই দৃশ্যের ভিডিও বিক্রি করেই লক্ষ লক্ষ টাকা রোজগার করেছিল সে। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত।

মহারাষ্ট্রের (Maharashtra) বাসিন্দা ৩২ বছরের মিলিন্দ জারের বিরুদ্ধে এখনও পর্যন্ত দু’জন মহিলা অভিযোগ দায়ের করেছে। তাঁদের একজনের বয়স ১৮। অন্যজনের ৩০। গত জুলাই থেকেই ফেরার ছিল অভিযুক্ত। অবশেষে বৃহস্পতিবার এক সূত্র থেকে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করার ছক কষে পুলিশ। শেষপর্যন্ত পুলিশের পাতা ফাঁদে পা দেয় সে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের জেরার মুখে অভিযুক্ত মিলিন্দ জারে স্বীকার করেছে, ২০১৯ সালের জুন থেকে নভেম্বরের মধ্যে সে ৫ লক্ষ টাকা রোজগার করেছে ওই ধর্ষণের ভিডিওগুলি বিক্রি করে। তার কাছ থেকে ৬২টি ক্লিপ উদ্ধার করেছে পুলিশ। সবগুলিই ইতিমধ্যে একটি পর্নোগ্রাফি ওয়েবসাইটে আপলোড করে দিয়েছিল সে। দেখা গিয়েছে, ভিডিওগুলিতে সচেতন ভাবে নিজেকে কখনও প্রকাশ্যে আনেনি মিলিন্দ। কিন্তু মহিলাটির উপরে যাতে ক্যামেরার ফোকাস পুরোপুরি থাকে সেদিকেই আগাগোড়া লক্ষ্য থাকত থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কন্ডাক্টর যুবকটির।
হিমাঙ্কের নিচে লাদাখের তাপমাত্রা, সমুদ্রপথে হামলা চালাতে পারে চিন, তৎপর নৌসেনা--দৈনিক সংবাদ প্রতিদিন
শীতে জবুথবু লাদাখ (Ladakh)। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে। বরফের পুরু চাদরে ঢাকছে লাদাখের মাটি। এমন আবহে পাহাড়ি এলাকার বদলে সমুদ্রপথে হামলা চালাতে পারে চিন (China)। সে কথা মাথায় রেখেই এবার জলপথে রণসজ্জা বাড়াচ্ছে ভারতীয় নৌসেনা (Indian Navy)। ইতিমধ্যে ভারত মহাসাগরে রণতরী মোতায়েন করা হয়েছে। এমনকী, বিশেষ অ্যাম্ফিবিয়াস বাহিনী তৈরির পথে হাঁটছে তাঁরা।
১৫ জুন গালওয়ান সংঘর্ষের পর থেকেই লাদাখে রণসজ্জা কয়েকগুণ বেড়েছে। বাহিনীা, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্কার-সবই মজুত করা হয়েছে। কিন্তু শীতকালে তো পরিস্থিতি অন্য। লাদাখের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে। ঘনঘন তুষারপাত হচ্ছে। এমন আবহে পাহাড়ি পথে হামলা চালানো চিনের পক্ষে বেশ কঠিন। তাই তাঁরা সমুদ্রপথে ভারতকে নিশানা করতে পারে বলে আশঙ্কা করছে প্রতিরক্ষা মন্ত্রক। এ ক্ষেত্রে চিনের দোসর হতে পারে পাকিস্তানও।
সে কথা মাথায় রেখেই আরও একটা অ্যাম্ফিবিয়াস ব্রিগেড (Amphibious Brigade) তৈরি ভাবনা চিন্তা করছে নৌসেনা। বর্তমানে ভারতের অ্যাম্ফিবিয়াস ব্রিগেডের জওয়ানরা তিরুবন্তপুরম, আন্দামান-নিকোবরে নৌ বাহিনীর অন্যান্য ব্রিগেডের সঙ্গে সম্মিলিতভাবে মোতায়েন রয়েছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে অ্যাম্ফিবিয়াস বাহিনীর আরও একটি ব্রিগেড তৈরির তৎপরতা চলছে। যাঁদের তিরুবন্তপুরম এবং বিশাখাপত্তনমে মোতায়েন করা হবে। উল্লেখ্য, এই বাহিনী জলপথে কাউন্টার অ্যাটাক চালাতে পারদর্শী।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারত মহাসাগর ও দক্ষিণ চিন সাগরের যোগাযোগের তিনটি রাস্তাতেই ভারতীয় নৌবাহিনীর দাপট রয়েছে। মালাক্কা প্রণালী, সুন্দা প্রণালী, সুয়েজ খাল এলাকায় কোনও হামলা হলে পালটা জবাব দিতে তৈরি ভারতীয় নৌসেনা। তাঁদের যুদ্ধবিমানগুলিতে রয়েছে ব্রাহ্মোস মিসাইল। যা যে কোনও চলমান টার্গেটে হামলা চালাতে প্রস্তুত। রয়েছে অ্যান্টি সাবমেরিন ট্যাঙ্কও। এমন আবহে আগামী সপ্তাহে শুরু হচ্ছে ভারত-আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়ায় নৌমহড়া।
পার্সটুডে/বাবুল আখতার/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।