নভেম্বর ০৩, ২০২০ ১৮:১১ Asia/Dhaka
  • কথাবার্তা:  বাইডেন ঈশ্বরের বিপক্ষে, ভালো খবর পাচ্ছি, সুন্দর বিজয় হবে: ট্রাম্প

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত-দৈনিক প্রথম আলো
  • ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকতে হবে : পররাষ্ট্র সচিব''-দৈনিক কালেরকণ্ঠ
  • আয়নায় নিজের চেহারাটা দেখুন: ফখরুলকে ওবায়দুল কাদের- দৈনিক যুগান্তর
  • নেপালের আরো ১৫০ হেক্টর জমি দখলের অভিযোগ চীনের বিরুদ্ধে- দৈনিক ইত্তেফাক
  • বাইডেন ঈশ্বরের বিপক্ষে, ভালো খবর পাচ্ছি, সুন্দর বিজয় হবে: ট্রাম্প-দৈনিক মানবজমিন
  • সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর আইন করছে ফ্রান্স-দৈনিক নয়াদিগন্ত
  • নদীভাঙন রোধে ড্রেজিংয়ের স্থায়ী পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:   

  • চিনকে চাপে ফেলে বঙ্গোপসাগরে মালবার নৌ মহড়া শুরু চতুর্দেশীয় অক্ষের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ফের এনডিএ, বিহার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে’‌, ভোটের মাঝেই দাবি প্রধানমন্ত্রীর-দৈনিক আজকাল
  • মহিলাদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ, ‘তৃণমূল নেতা’কে জুতোপেটা উত্তেজিত জনতার-দৈনিক সংবাদ প্রতিদিন

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত-দৈনিক প্রথম আলো

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাটি এমনভাবে ঘটেছে যে অ্যাম্বুলেন্সটি ট্রাকের ভেতর গেঁথে গেছে। নিহত ব্যক্তিদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ও চালক। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকতে হবে : পররাষ্ট্র সচিব''-দৈনিক কালেরকণ্ঠ

ফ্রান্সে মহানবী (সা) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকে ঘিরে সারাবিশ্বে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের সব পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ অনুরোধ করেন।

পররাষ্ট্র সচিব বলেন, বাক-স্বাধীনতার নামে আমরা যেমন ধর্মীয় অবমাননা সমর্থন করি না। আবার একইসঙ্গে এ ইস্যুতে কোনো ধরনের সংঘাতও সমর্থনযোগ্য নয়। তাই ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ করছি।

সৌদি আরবে নারী কর্মীদের মৃত্যু নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এই ধরনের মৃত্যু নিন্দনীয়। এটা আমরা কামনা করি না। তবে সৌদি আরবে অনেক সময় নারীদের বয়স কম বেশি দেখিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের এ নিয়ে সচেতন থাকা প্রয়োজন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ সরকার ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যকে নিন্দা করবে না। তবে ম্যাক্রোঁ'র মন্তব্যের প্রতিবাদে ফরাসী বিরোধী সমাবেশগুলো সহ্য করবে সরকার। 

এই কর্মকর্তা আরো জানান, বাংলাদেশে ফরাসি নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এ ছাড়া অলিঁয়াস ফ্রসেজ, এবং ফ্রেন্স ইন্টারন্যাশনাল স্কুলের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। 

আয়নায় নিজের চেহারাটা দেখুন: ফখরুলকে ওবায়দুল কাদের- দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিবের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল বলেছেন, সৎ ও যোগ্য নেতার অভাব। আমি বলব– আয়না নিজের চেহারাটা দেখুন। এ দেশে দুর্নীতির রাজনীতি প্রাতিষ্ঠানিকীকরণ যারা করেছেন, তারা হলেন বিএনপি। পর পর পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন। সেই বিএনপির মুখে সততার রাজনীতির কথা শোভা পায় না।

জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এ দেশের ইতিহাসে বঙ্গবন্ধু হচ্ছে সৎ এবং যোগ্য নেতা। বঙ্গবন্ধুর পর অর্থাৎ পঁচাত্তরপরবর্তী সবচেয়ে সৎ এবং যোগ্য নেতা বিশ্বনন্দিত শেখ হাসিনা।

এর আগে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, একাত্তরে পরাজয়ের প্রতিশোধ নিতেই জাতির জনক ও জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা ঘটানো হয়েছে। 

নেপালের আরো ১৫০ হেক্টর জমি দখলের অভিযোগ চীনের বিরুদ্ধে- দৈনিক ইত্তেফাক

নেপালের আরো ১৫০ হেক্টর জমি দখল করে নিয়েছে চীন। দেশটির রাজনীতিবিদদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টেলিগ্রাফ।

এর আগে গত মে মাসে নেপালের অন্তত পাঁচ সীমান্ত জেলার জমি দখলের অভিযোগ উঠে চীনের বিরুদ্ধে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনারা সীমান্ত অতিক্রম করে হামলা জেলার লিমি উপত্যকা এবং হিলসার দিকে অগ্রসর হয়। এর আগে তারা পাথরের স্তম্ভগুলি সরিয়ে নেয় যা পরবর্তীতে দুইদেশের সীমান্ত নির্ধারণ করে। অভিযোগ, চীনা বাহিনী দখলকৃত জমিতে সামরিক স্থাপনা স্থাপন করেছে। এছাড়া চীনের পিপলস আর্মি নেপালের গোরখা জেলায় পিলার নিয়ে গেছে।টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন রাশুয়াতে, সিন্ধুপালচৌক এবং সানকুশাবা জেলাতেও জমি দখল করেছে। তবে এই প্রতিবেদন সম্পর্কে চীন বা নেপালের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

বাইডেন ঈশ্বরের বিপক্ষে, ভালো খবর পাচ্ছি, সুন্দর বিজয় হবে: ট্রাম্প-দৈনিক মানবজমিন

যুক্তরাষ্ট্রে নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার শেষ নির্বাচনী প্রচারণায় নিজের ‘সুন্দর বিজয়’ অর্জিত হবে বলে মন্তব্য করেছেন।তিনি মিশিগানের গ্র্যান্ড র্যা পিডসে এক জনসমাবেশে আরও বলেন, আমরা আবারো ইতিহাস রচনা করতে যাচ্ছি।বাইডেনকে বরাবরের মতোই ব্যঙ্গ করে ‘স্লিপি বাইডেন’ সম্বোধনপূর্বক ট্রাম্প বলেন, সে ঈশ্বরের বিপক্ষে কাজ করছে। অবশ্য এই প্রথম নয়, বলা চলে নিয়মিতই, এমনকি দু’দিন আগেও ফ্লোরিডার এক জনসমাবেশে ট্রাম্প বাইডেনের জনসম্মুখে উপস্থিতি নিয়ে বিদ্রূপ করে বলেছিলেন, তার পা দুটো দুর্বল।মিশিগানে ট্রাম্প আরও বলেন, অনেকে অনেক কিছু বলছে। কিন্তু আমরা টেক্সাস, মিশিগান, উইসকনসিন সব জায়গা থেকেই ভালো খবর পাচ্ছি।

সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর আইন করছে ফ্রান্স-দৈনিক নয়াদিগন্ত

চরমপন্থীদের মোকাবিলায় কড়া আইন চান ফরাসি প্রেসিডেন্ট মাক্রো। এবার পার্লামেন্টে এই বিল আনা হবে। সেই বিলের কিছু প্রস্তাবিত ব্যবস্থার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট নিজেই।

যেমন, মসজিদগুলিতে কীভাবে অর্থ আসছে, তা দেখা হবে। ধর্মীয় সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্ক্রুটিনি হবে। কিন্তু এরপর বিতর্কের ঝড় তুলেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ফ্রান্স এখন চরমপন্থী মুসলিমদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। আর প্রস্তাবিত বিল নিয়ে তার বক্তব্য, কোনো পুরুষ যদি চিকিৎসকের কাছে যান এবং বলেন মহিলা ডাক্তারের কাছে তিনি চিকিৎসা করাবেন না, তা হলে পাঁচ মাসের জেল ও ৭৫ হাজার ইউরো জরিমানা হবে। একই নিয়ম প্রযোজ্য হবে মেয়েদের ক্ষেত্রেও। কোনো সরকারি কর্মকর্তার উপর চাপ সৃষ্টি করলে বা কোনো শিক্ষকের কাছে পড়তে না চাইলেও শাস্তি হবে।

এরপরেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। বিশেষ করে চিকিৎসক বা নার্সের কাছে চিকিৎসা নিতে অস্বীকার করলে জেলে যেতে হবে, বিপুল ক্ষতিপূরণ দিতে হবে, এই ব্যবস্থার সমালোচনায় মুখর হন নেটিজেনরা। এই বিল আনা হবে ডিসেম্বরে। ১৯০৫ সালে রাষ্ট্র থেকে চার্চকে আলাদা করতে আইন আনা হয়েছিল। সেই আইনকেই সংশোধন করে নতুন ব্যবস্থাগুলি ঢোকানো হবে। তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নতুন নয়। স্যামুয়েল প্যাটির হত্যার পর তিনি বলেছিলেন, সুপারমার্কেটে হালাল ও কোশার খাবার দেখে তিনি অবাক হয়ে যান। তার কাছে, এটাও বিচ্ছিন্নতাবাদের উদাহরণ।

নদীভাঙন রোধে ড্রেজিংয়ের স্থায়ী পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক নয়াদিগন্ত

দেশের বড় নদীগুলোকে ভাঙন রোধে নিয়মিত ক্যাপিটাল ড্রেজিং (বড় পরিসরে খনন) করতে হবে। ড্রেজিং এর স্থায়ী পরিকল্পনা তৈরীর নির্দেশ দিয়েছেন। সারাবছর নিয়মিত ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদীগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম। নির্দেশনায় প্রধানমন্ত্রী বলেছেন, নদীর প্রবাহ যেন ঠিক থাকে। ভাঙনের প্রধান কারণ নদীর পানি যখন কমে যায় তখন চর পড়ে যায়, বা অন্যান্য কারণে পানি বেড়ে গেলে ভাঙন শুরু হয়। ফলে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এসব বড় নদীতে সারাবছর একটা ড্রেজিংয়ের পরিকল্পনা থাকতে হবে। শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।

চিনকে চাপে ফেলে বঙ্গোপসাগরে মালবার নৌ মহড়া শুরু চতুর্দেশীয় অক্ষের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

চিনা ফৌজের আগ্রাসী আচরণের কারণে লাদাখের পাশাপাশি উত্তেজনার পারদ চড়ছে দক্ষিণ চিন সাগরেও। এই আবহে মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে শুরু হল মালাবার নৌ মহড়া। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’-এর এই নৌ মহড়া বর্তমান প্রেক্ষাপটে  বেজিংয়ের প্রতি ‘বার্তা’ বলেই মনে করছেন সামরিক ও কূটনীতি বিশ্লেষকদের একাংশ।

উন্মুক্ত এবং অবাধ সমুদ্র বাণিজ্যপথ তৈরিতে গঠিত ‘কোয়াড’ ইতিমধ্যেই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের ‘মাথাব্যথার’ কারণ হয়েছে। ‘কোয়াড’-এর মোকাবিলায় পাল্টা জোট গঠনের তৎপরতাও শুরু হয়েছে বেজিংয়ের তরফে। এই প্রেক্ষাপটে ১৩ বছর পর মালাবার নৌ মহড়ায় অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্তির মাধ্যমে ‘কোয়াড’-কে ‘ন্যাটো’-র ধাঁচে সামরিক অবয়ব দেওয়ার প্রক্রিয়া শুরু হল বলে মনে করা হচ্ছে।

ফের এনডিএ, বিহার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে’‌, ভোটের মাঝেই দাবি প্রধানমন্ত্রীর-দৈনিক আজকাল

বিহারে আবার এনডিএ–ই ক্ষমতায় ফিরবে। বিহারবাসী সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মঙ্গলবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মাঝেই এসব বলে বসলেন খোদ দেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার ফোর্বসগঞ্জের সভায় প্রধানমন্ত্রী বললেন, ‘‌বিহার স্পষ্ট বার্তা দিয়েছে। প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি, তাতে এটা স্পষ্ট যে বিহারে ফের এনডিএ সরকার পুনর্নির্বাচিত হবে। এখানকার ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন যে, তাঁরা রাজ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন।’‌ তাঁর দাবি, এনডিএ সরকার বিহারের মহিলাদের জন্য যে কাজ করেছে, তাতে প্রত্যেক মহিলা তাদেরই ভোট দেওয়ার বিষয়ে নিশ্চিত।তাঁর কথায়, 'গরিবদের অধিকার দিয়েছে এনডিএ সরকার। আমার সব মা ও বোনেরা এনডিএ সরকারের পাশে আছে। বর্তমান সরকার তাঁদের সব প্রাথমিক প্রয়োজনীয়তা মিটিয়েছে, তাই তাঁরা এনডিএ–কে ভোট দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।’‌গত দু’‌ সপ্তাহে এই নিয়ে চতুর্থবার বিহারে প্রচারে এলেন প্রধানমন্ত্রী মোদি। আর নির্বাচনের মাঝেই এসব বলে বসলেন। স্বাভাবিকভাবেই সমালোচনায় মুখর হলেন বিরোধীরা। তাঁদের দাবি, নির্বাচনের মাঝে বিধি ভাঙলেন খোদ প্রধানমন্ত্রী। বিষয়টির দিকে নজর দিক নির্বাচন কমিশন।

মহিলাদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ, ‘তৃণমূল নেতা’কে জুতোপেটা উত্তেজিত জনতার-দৈনিক সংবাদ প্রতিদিন

মহিলাদের অশ্লীল মেসেজ পাঠানো ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ‘তৃণমূল নেতা’কে জুতোপেটা করল উত্তেজিত জনতা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাজারহাটের (Rajarhat) দশদ্রোণে। এবিষয়ে মুখ খোলেননি অভিযুক্ত ‘তৃণমূল নেতা’। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার মহিলাদের নানাভাবে উত্যক্ত করতেন বুদ্ধদেব দাস নামে ওই ‘তৃণমূল নেতা’। অশ্লীল মেসেজ পাঠাতেন। কুপ্রস্তাবও দিতেন। ফলে এলাকার মহিলাদের মধ্যে ক্ষোভ জমেছিল অভিযুক্তের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সম্প্রতি ফের এক মহিলাকে অশ্লীল মেসেজ করেন তিনি। গোটা বিষয়টি স্থানীয়দের জানানোর পাশাপাশি পুলিশে অভিযোগও করেন ওই মহিলা। এরপর মঙ্গলবার বুদ্ধদেব দাসকে নাগালে পেতেই তাঁর উপর চড়াও হন মহিলারা। এলোপাথাড়ি জুতোপেটা করা হয় তাঁকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। তাঁদের সামনেও চলে মারধর। দীর্ঘক্ষণ পর কোনওক্রমে উত্তেজিত জনতাকে শান্ত করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।

 

পার্সটুডে/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ