কথাবার্তা: রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি ভারত, বিপক্ষে চীন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- ৭০ শতাংশ ঘটনায় পার পেয়ে যায় আসামিরা -দৈনিক ইত্তেফাক
- সমালোচনার মুখে ঢাবির সান্ধ্যকোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত -দৈনিক যুগান্তর
- ৩৭১টি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার –প্রথম আলো
- একটা সুযোগের অপেক্ষায় আছে বিএনপি: গয়েশ্বর-বাংলাদেশ প্রতিদিন
- রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রস্তাবের পক্ষে ১৩২ দেশ, ভোট দেয়নি ভারত, বিপক্ষে চীন-দৈনিক মানবজমিন
- প্রধানমন্ত্রী বললেন-স্কুল খুলে দিয়ে বাচ্চাদের ঝুঁকিতে ফেলতে পারি না-প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- বাড়ছে সিআরপিএফ জওয়ানদের আত্মঘাতী হওয়ার ঘটনা -আনন্দবাজার পত্রিকা
- এপ্রিলেই আসছে অক্সফোর্ডের করোনা টিকা! কত দাম হতে পারে ভারতে? জানালেন সেরাম কর্তা -দৈনিক সংবাদ প্রতিদিন
- পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে ‘পিনপয়েন্ট অভিযান’ ভারতের -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ প্রস্তাবের পক্ষে ১৩২ দেশ, ভোট দেয়নি ভারত, বিপক্ষে চীন

চতুর্থবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশন গ্রহণ করা হয়েছে।
ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে রেজুলেশনটি উত্থাপন করে, যাতে পৃষ্ঠপোষকতা প্রদান করে ১০৪টি দেশ। রেজুলেশনটির পক্ষে ভোট দেয় ১৩২টি দেশ, বিপক্ষে ভোট দেয় ৯টি। আর ভোট দানে বিরত থাকে ৩১টি দেশ। বিপক্ষে ভোট দেয়া দেশগুলো হলোঃ রাশিয়া, চীন, মিয়ানমার, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, জিম্বাবুয়ে ও লাওস।
ভোট না দেয়া দেশগুলোর মধ্যে রয়েছে প্রতিবেশী ভারত, সার্কভুক্ত নেপাল, শ্রীলঙ্কা; জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভেনেজুয়েলা ইত্যাদি।এবারের রেজুলেশনটিতে অনেক নতুন বিষয় উঠে এসেছে। যেমনঃ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সাময়িক আদেশ, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের তদন্ত শুরুর বিষয় এবং রোহিঙ্গা ও অন্য সংখ্যালঘুদের মিয়ানমারের জাতীয় নির্বাচনসহ অন্যান্য ক্ষেত্রে অব্যাহতভাবে বঞ্চিত করা ইত্যাদি।
তাছাড়া রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানসহ সমস্যাটির মূল কারণ খুঁজে বের করা, প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত, প্রত্যাবর্তনের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধির পদক্ষেপ হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট কিছু বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্যও মিয়ানমারকে আহ্বান জানানো হয়েছে।।
প্রধানমন্ত্রী বললেন-স্কুল খুলে দিয়ে বাচ্চাদের ঝুঁকিতে ফেলতে পারি না-কালের কণ্ঠ
‘স্কুল খুলে দিয়ে বাচ্চাদের ঝুঁকিতে ফেলে দিতে পারি না’, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এখানে স্কুল খোলার কথা বলা হচ্ছে, কিন্তু আমেরিকাসহ বিভিন্ন স্থানে স্কুল খুলে তারা আবার বন্ধ করতে বাধ্য হয়েছে। তাই আমরা এই মুহূর্তে ঝুঁকি নিতে চাই না। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি।’
আন্দোলনের ডাক দিয়ে বিএনপির নেতারা ঘরে বসে থাকেন : সেতুমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দলীয় চেয়ারপার্সনের মুক্তির দাবিতে বিএনপি কোনো বিক্ষোভই দেখাতে পারেনি। তারা নির্বাচন নিয়ে আন্দোলনে ব্যর্থ। তাদের রাজনীতি ঘরে বসার রাজনীতি। আন্দোলনের ডাক দিয়ে বিএনপির নেতারা ঘরে বসে থাকেন, কর্মীদের পাশে দাঁড়ান না-এজন্য কোনো কর্মী আন্দোলনে সাড়া দেয় না। কিন্তু আমরা অনেক নির্যাতন সহ্য করে রাজনীতি করেছি।
শুক্রবার বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সিরাজগঞ্জে র্যাবের অভিযান, ৪ জঙ্গির আত্মসমর্পণ-ইত্তেফাক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেরখালি উকিলপাড়া এলাকায় একটি বাড়িতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানের পর চার জঙ্গি আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে বাড়িটির চারপাশে অবস্থান নেয় র্যাব। পরে শুক্রবার সকালে বাড়িতে থাকা চার জঙ্গি আত্মসমর্পণ করে।উকিলপাড়ার ওই বাড়ি থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সমালোচনার মুখে ঢাবির সান্ধ্যকোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত -দৈনিক যুগান্তর
কর্তৃপক্ষকে না জানিয়ে করোনা মহামারীর মধ্যে সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষার আয়োজন করার পর তুমুল সমালোচনার মধ্যে তা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অমান্য করে এবং উপাচার্য ও উপ-উপাচার্যকে না জানিয়েই বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত এসব অনিয়মিত কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে পরীক্ষার আয়োজন করেছিল ব্যবসায় শিক্ষা অনুষদ।
এ বিষয়ে উপাচার্য জানান, আজ সকালে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে উপাচার্য সান্ধ্য কোর্স নিয়ে নীতিমালা না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন।
এদিকে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে বৃহস্পতিবার রাতে এ পরীক্ষা নিয়ে খবর প্রকাশিত হয়। পরে আজ সকালে এই পরীক্ষা স্থগিত করা হয়৷ হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা।
ঘাস চাষ শিখতেই ব্যয় ৩ কোটি ২০ লাখ টাকা! –দৈনিক যুগান্তর

পুকুর খনন, খাল খনন শেখা, কাজুবাদাম চাষ ও খিচুড়ি রান্না শিখতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কোটি কোটি টাকা ব্যয় নিয়ে তোলপাড়ের রেশ না কাটতেই এবার ঘাস চাষ শিখতে বিদেশ সফরের উদ্যোগ নেয়া হয়েছে। ঘাসের চাষাবাদ শিখতে এবার বিদেশ যাচ্ছেন ৩২ কর্মকর্তা। এই সফরে ব্যয় হবে ৩ কোটি ২০ লাখ টাকা। এমন একটি প্রকল্পে অর্থ বরাদ্দের প্রস্তাব করেছে প্রাণিসম্পদ অধিদফতর।এই প্রকল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সাবেক সভাপতি ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম যুগান্তরকে বলেন, ঘাস চাষ এমন কোনো প্রযুক্তিগত বিষয় নয় যে, বিদেশ যেতে হবে। বরং এই টাকা গবেষণায় ব্যয় করলে দেশ আরও উপকৃত হতো।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
এবার ডোকলামের কাছেই চীনের গ্রাম, চিন্তা বাড়ছে ভারতের-কোলকাতা টোয়েন্টিফোর

ভুটানের সীমান্ত এলাকার ৯ কিলোমিটার দূরেই গ্রাম তৈরি করছে চীন। তাও আবার বিতর্কিত অঞ্চল ডোকলামের একেবারে কাছেই। ২০১৭-তে এই ডোকলামেই সংঘাতে মুখোমুখি হয়েছিল ভারত-চীন। বৃহস্পতিবার এমনই এক ছবি পোস্ট করেছেন এক চীনা সাংবাদিক। এই বিষয়ে নিয়ে ভারতেরও চিন্তা বাড়ছে, কারণ ভারতের হাতে এই অঞ্চলের দায়িত্ব রয়েছে। খবর কলকাতা টোয়েন্টিফোরের। চীনের সাংবাদিক শেন শিউই-এর একটি টুইট থেকেই এই তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও পরে ওই টুইট ডিলিট করে দেন ওই সাংবাদিক।
এপ্রিলেই আসছে অক্সফোর্ডের করোনা টিকা! কত দাম হতে পারে ভারতে? জানালেন সেরাম কর্তা-দৈনিক সংবাদ প্রতিদিন
সম্ভবত আগামী ফেব্রুয়ারির মধ্যেই এসে যাবে অক্সফোর্ডের (Oxford Vaccine) কোভিড ভ্যাকসিন। তবে তখন তা কেবল স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের দেওয়া হবে। সাধারণদের পেতে পেতে এপ্রিল মাস। ‘সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’র সিইও আদর পুনাওয়ালা (Adar Poonawalla) এমনটাই জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যেই সম্ভবত দেশের প্রতিটি মানুষ এই ভ্যাকসিন পেয়ে যাবেন। কিন্তু ভারতে কত দাম পড়বে এই ভ্যাকসিনের (COVID vaccine)? এদিন তা নিয়েও মুখ খোলেন তিনি। আর দৈনিক আজকালের একটি খবরে লেখা হয়েছে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়াল।
পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে ‘পিনপয়েন্ট অভিযান’ ভারতের-দৈনিক আজকাল
পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে–র জঙ্গি ঘাঁটিগুলিতে বৃহস্পতিবার ‘পিনপয়েন্ট অভিযান’ চালাল সেনাবাহিনী। একথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিবারই শীতের আগে যত সংখ্যক সম্ভব জঙ্গি ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে পাকিস্তান। সেটা রুখতেই এই ‘পিনপয়েন্ট অভিযান’। সেনার তরফে বলা হয়েছে, ‘সাধারণ নাগরিকদের উপর পাকিস্তানি সেনার হামলার প্রতিবাদ ভারতীয় সেনা করেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলিতে পিনপয়েন্ট অভিযান চালিয়ে।
বাড়ছে সিআরপিএফ জওয়ানদের আত্মঘাতী হওয়ার ঘটনা-দৈনিক আনন্দবাজার
গত ৫ বছরে দেশে সিআরপিএফ কর্মী, জওয়ানদের আত্মঘাতী হওয়ার ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে গিয়েছে। ৫৫ শতাংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্যই এই খবর দিয়েছে।
তবে কেন এই বৃদ্ধি তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরকারি ভাবে সিআরপিএফ কর্মী, জওয়ানদের ‘ব্যক্তিগত ও গার্হস্থ্য সমস্যা’কেই দায়ী করা হয়েছে। দু’বছর আগে সংসদে এই ব্যাখ্যা দিয়েছিলেন তদানীন্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু। এ বছর ১৭ নভেম্বর পর্যন্ত সিআরপিএফ কর্মী, জওয়ানদের আত্মহত্যার ঘটনা ঘটেছে ৪৫টি। শেষ ঘটনাটি ঘটেছে এই সপ্তাহের গোড়ায়, কাশ্মীরের সোপোর জেলায়। কাশ্মীরেই ঘটনার সংখ্যা এ বছরে সবচেয়ে বেশি।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।