ডিসেম্বর ০২, ২০২০ ১৭:৫০ Asia/Dhaka
  • কথাবার্তা: ফাইজারের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ফাইজারের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য-দৈনিক প্রথম আলো
  • নাক দিয়েই মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে করোনা’-দৈনিক ইত্তেফাক
  • আওয়ামী লীগকে মানুষের পর্যায়ে ধরা যায় না : গয়েশ্বর-দৈনিক নয়া দিগন্ত
  • করোনা: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি প্রাণহানি -দৈনিক যুগান্তর
  • দেশের দুঃসময়ে বিএনপি জনগণের করুণ অবস্থা প্রত্যাশা করেছে'-কালের কণ্ঠ
  • করোনায় ৯ মাসে মারা গেছেন প্রায় ৫শ' সাংবাদিক-বাংলাদেশ প্রতিদিন
  • মৃত্যু ৬৭০০ ছাড়ালো-২৪ ঘণ্টায় করোনায় আরো প্রাণ গেলো ৩৮ জনের, শনাক্ত ২১৯৮-মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • বাংলায় অবাঙালিদের অবদানই বেশি: দিলীপের মন্তব্য ঘিরে ফের বাগ্‌যুদ্ধ-আনন্দবাজার পত্রিকা 
  • কৃষকদের সঙ্গে কেন্দ্রের আলোচনা ব্যর্থ, কাল ফের বৈঠক -সংবাদ প্রতিদিন
  • গালওয়ানে লালফৌজের হামলা ছিল পূর্ব পরিকল্পিত, এবার চিনের মুখোশ খুলল আমেরিকা-আজকাল

শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি- জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. নভেম্বরে বাংলাদেশে ধর্ষণের শিকার ১৫৩ নারী ও শিশু। এ তথ্য জানিয়েছে মহিলা পরিষদ। প্রশ্ন হচ্ছে- আইন কঠোর করা হলো, এ নিয়ে এত কিছু হলো। তারপরও কেন এই অবস্থা? 
২. বিশ্ব সমাজকে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানিয়েছে ইরান। বিশ্বসমাজ কী ইরানের এই আহ্বানে সাড়া দেবে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

ফাইজারের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য-দৈনিক প্রথম আলো

ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, বিশ্বে যুক্তরাজ্যই প্রথম দেশ, যারা ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

যুক্তরাজ্যের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলেছে, ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা নিরাপদ। যুক্তরাজ্যে এই টিকার প্রয়োগ আগামী সপ্তাহে শুরু হবে। ফাইজার/বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর। যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলেছে, সর্বোচ্চ অগ্রাধিকার গোষ্ঠীর লোকজনকে আগামী দিন কয়েকের মধ্যে ফাইজার/বায়োএনটেকের টিকা দেওয়া যাবে। যুক্তরাজ্য ইতিমধ্যে চার কোটি ডোজ ফাইজার/বায়োএনটেকের টিকার ক্রয়াদেশ দিয়েছে।

দেশের দুঃসময়ে বিএনপি জনগণের করুণ অবস্থা প্রত্যাশা করেছে'-কালের কণ্ঠ

দেশের দুঃসময়ে বিএনপি জনগণের করুণ অবস্থা প্রত্যাশা করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'তারা চেয়েছে মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় পড়ে মরে থাকবে। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনার দূরদর্শিতায় দেশের এমন পরিস্থিতি হয়নি।'

বুধবার (০২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়া ও ধামরাইয়ের সীমান্ত এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দ্বিতীয় নয়ার হাট সেতুর (৪ লেন) নির্মাণ কাজের শুভ সূচনা শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

করোনা, বন্যা ও আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগে বিএনপি কোনো ভূমিকা পালন করেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, 'আপনারা তো জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম ও ফেসবুকে কথার বৃষ্টি ঝরিয়েছেন। মহামারি করোনায় গোটা বিশ্ব যখন টালমাটাল, তখন মানুষের জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা বিশ্বে প্রশংসিত হচ্ছে। দেশের মানুষের জন্য কোনো ভূমিকা না রেখে আপনারা শুধু বক্তৃতা-বিবৃতি ও উৎসবমিছিল করছেন। এটাই হচ্ছে বিএনপির এখনকার রাজনীতি। আর সরকার যা করছে তার অন্ধ সমালোচনা করে চলছে এই দলটি।'

করোনা: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি প্রাণহানি -দৈনিক যুগান্তর

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গত এপ্রিলের পর থেকে দেশটিতে মঙ্গলবার সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। বুধবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

খবরে বলা হয়, সেখানে নতুন করে এক লাখ ৮০ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয়টি হিসাব বলছে, মঙ্গলবার দুই হাজার ৫৬২ জনের মৃত্যু হয়েছে এই মহামারীতে। গত আগে গত এপ্রিলের শেষের দিকে এর চেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৯৯ হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। কোভিড ট্র্যাকিং প্রজেক্ট এমন তথ্য দিয়েছে।ইন্ডিয়ানা ও সাউথ ডাকোটাসহ মধ্যপশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি খুবই ভয়াবহ। থ্যাংকসগিভিংসের ছুটির কয়েকদিন পার হওয়ার পর নতুন সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।উৎসবে জমায়েত না হওয়ার পরামর্শ দেয়া হলেও লাখ লাখ আমেরিকান তাদের প্রিয়জনদের দেখতে ভ্রমণ করেন। এখন করোনা সংক্রমণ নতুন নতুন রেকর্ড ছুঁইছে। 

বসন্তে দেশটিতে করোনায় নিয়মিতভাবেই দুই হাজারের বেশি মানুষের মৃত্যু দেখা গেছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এক কোটি ৩৭ লাখ হয়েছে। আর মারা গেছেন দুই লাখ ৭০ হাজার।

নাক দিয়েই মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে করোনা’-দৈনিক ইত্তেফাক

শুধু শ্বাসনালি ও ফুসফুস নয়, মস্তিষ্কেও হানা দেয় প্রাণঘাতী করোনাভাইরাস। আর নাক দিয়েই মস্তিষ্কে পৌঁছায় করোনা। জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। নেচার নিউরো-সায়েন্সেস পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাটি।

গবেষণায় বলা হয়, করোনা মস্তিষ্কে পৌঁছানোর কারণে হারিয়ে যাচ্ছে স্বাদ-গন্ধ। মাথা ব্যথা, পেশির যন্ত্রণার মতো নানা উপসর্গে ভুগছেন অনেকে। পরীক্ষা চলাকালীন কোনও কোনও রোগীর নাকের ভেতরে ভাইরাসের কিছু উপাদান মিলেছে। একই উপাদান মিলেছে ওই রোগীর মস্তিষ্কেও। সেই সূত্র ধরেই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন।

মৃত্যু ৬৭০০ ছাড়ালো-২৪ ঘণ্টায় করোনায় আরো প্রাণ গেলো ৩৮ জনের, শনাক্ত ২১৯৮-মানবজমিন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৭১৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২১৯৮ জন। মোট শনাক্ত ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৬২ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরো জানানো হয়, ১১৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৮ লাখ ৪ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

আওয়ামী লীগকে মানুষের পর্যায়ে ধরা যায় না : গয়েশ্বর-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের খালেদা জিয়ার থেকে গরিব আর কেউ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জিয়াউর রহমানের কিছু নেই, কিছু রেখে যায়নি। বাংলাদেশের খালেদা জিয়ার থেকে গরিব আর কেউ নেই। নিজের একটা বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকেন। প্রায় ভাড়া পরিশোধের নোটিশ আসে। খালেদা জিয়ার ব্যাংক একাউন্ট বৈধ্য ঘোষণা করা হয়েছে। তারপরও তিনি ব্যাংক থেকে ৫০ হাজার টাকার বেশি তুলতে পারেন না। খালেদা জিয়ার মতো একজন ব্যক্তির কিভাবে ৫০ হাজার টাকায় চলে? কিভাবে তার চিকিৎসা হয়?

বুধবার (২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। রাজধানীর মোঘলটুলী এলাকায় শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

বাংলায় অবাঙালিদের অবদানই বেশি: দিলীপের মন্তব্য ঘিরে ফের বাগ্‌যুদ্ধ-আনন্দবাজার পত্রিকা 

তৃণমূলের ‘বহিরাগত’ তত্ত্বের মাঝেই এ রাজ্যে অবাঙালিদের অবদান নিয়ে নতুন তত্ত্বের অবতারণা করলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ। বাংলার বিকাশে বাঙালিদের চেয়ে অবাঙালিদের অবদান বেশি, বললেন দিলীপ। বুধবার সকালে মধ্য কলকাতায় আয়োজিত এক চা-চক্রে দিলীপ এ কথা বলেছেন। আর তাঁর এই মন্তব্য নিয়ে ফের বাগ্‌যুদ্ধ শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক শিবিরে।

দিলীপ ক্যানিং স্ট্রিটে একটা চা-চক্রে অংশ নিয়েছিলেন। মূলত অবাঙালি প্রধান এলাকা হওয়ায় তিনি ভাষণও দিচ্ছিলেন হিন্দিতেই। বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের ‘বহিরাগত’ তকমা দিয়ে যে প্রচার তৃণমূল চালাচ্ছে, দিলীপ সেই প্রচারকেই খণ্ডন করার চেষ্টা করছিলেন। সেই প্রসঙ্গেই রাজ্য বিজেপি-র সভাপতি বলেন, ‘‘বহু বছর ধরে বাইরে থেকে মানুষ বাংলায় এসেছেন কাজের সন্ধানে। আজ নয়, ২০০ বছর আগে থেকে, সেই ব্রিটিশ আমল থেকেই বাইরে থেকে মানুষ বাংলায় আসতেন।’’ গঙ্গার দু’ধারে যত কলকারখানা রয়েছে, তাতে অন্য রাজ্য থেকে আসা লোকেরাই কাজকর্ম করতেন বলে দিলীপ মন্তব্য করেন। তার পরেই বলেন, ‘‘বাংলার যা বিকাশ হয়েছে, তাতে বাঙালিদের চেয়ে বাংলার বাইরের লোকেদের অবদানই বেশি।’’

কৃষকদের সঙ্গে কেন্দ্রের আলোচনা ব্যর্থ, কাল ফের বৈঠক -সংবাদ প্রতিদিন

মঙ্গলবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছিলেন কৃষক সংগঠনের ৩০ জন নেতা। বৈঠকে কোনও সুরাহা মিলল না। আলোচনার জন্য কমিটি গড়ার কথা জানিয়েছে কেন্দ্র। মানতে নারাজ কৃষকরা। তাঁদের দাবি, আইন প্রত্যাহার করতে হবে। বৃহস্পতিবার ফের কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র।• আলোচনার জন্য কমিটির প্রস্তাব কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের• কমিটিতে কৃষক ও সরকারের প্রতিনিধি ছাড়াও থাকবেন কৃষি বিশেষজ্ঞ• তোমরের দাবি, ছোট দলের সঙ্গে আলোচনা চলুক, রাজি নন কৃষকরা• কৃষক সংগঠনের নেতার রূপ সিংয়ের দাবি, আইন প্রত্যাহার করতে হবে• বুধবার নিজেদের মধ্যে বৈঠকে বসবেন কৃষক সংগঠনের নেতারা• কৃষক নেতা ওয়ার্ক সিং জানালেন, জট না মেটা পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনা চলবে#

গালওয়ানে লালফৌজের হামলা ছিল পূর্ব পরিকল্পিত, এবার চিনের মুখোশ খুলল আমেরিকা-আজকাল

গত জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় (Galwan Valley) চিনের (China) আগ্রাসন ছিল একেবারে পূর্ব পরিকল্পিত। মার্কিন কংগ্রেসের এক শীর্ষস্থানীয় কমিটির দাবি তেমনটাই। তারা জানিয়েছে, রীতিমতো আটঘাঁট বেঁধেই এগিয়েছিল বেজিং। হতাহতের বিষয়টিও মাথায় ছিল তাদের। প্রসঙ্গত, সেই সময় চিনের সঙ্গে সংঘর্ষে (Chinese aggression) ভারতের কুড়িজন জওয়ান শহিদ হন। চিনেরও বহু সেনার মৃত্যু হয়। ভারতের হিসেবে অন্তত ৪৩ জন লালফৌজের সদস্যের মৃত্যু হয়েছিল ওই সংঘর্ষে। যদিও চি‌নের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘মার্কিন যুক্তরাষ্ট্র-চিন অর্থনৈতিক ও নিরাপত্তা রিভিউ কমিশন’ তথা USCC-এর রিপোর্ট। তাতে বলা হয়েছে, বেশ কিছু প্রমাণ মিলেছে যা থেকে পরিষ্কার, বেজিং পরিকল্পনা করেই ওই আগ্রাসন দেখিয়েছে। এমনকী, সেনাদের হতাহত হওয়ার সম্ভাবনার কথাও মাথায় ছিল তাদের। কিন্তু এর পিছনে আসল মতলব কী ছিল, সেটা স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে, ওই সীমান্তরেখা সংলগ্ন অঞ্চলে অবস্থিত ভারতীয় সেনাদের জন্য রাস্তা নির্মাণ ঠেকাতেই হয়তো সংঘর্ষের রাস্তা বেছে নিয়েছিল চি‌ন। ফলে প্রায় ৪৫ বছর পর ফের গুলি বিনিময় হয়েছিল ভারত ও চিনের মধ্যে।

পার্সটুডে/বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ