ফেব্রুয়ারি ০৫, ২০২১ ১৭:৫৪ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

প্রিয় পাঠক/শ্রোতা! ৫ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • সরকারের রাষ্ট্রযন্ত্রের দুর্গন্ধ দেশ–বিদেশে ছড়িয়ে পড়েছে: রিজভী-প্রথম আলো
  • বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধের দাবি-দৈনিক কালেরকণ্ঠ
  • মিয়ানমার নিয়ে আসিয়ানের বৈঠক চায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া -দৈনিক যুগান্তর
  • রিজার্ভ চুরির টাকা ফেরত পাওয়ার আশা কম-দৈনিক ইত্তেফাক
  • দেশে দেশে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে কাজ করবে যুক্তরাষ্ট্র: বাইডেন -মানবজমিন
  • ইয়েমেনে সৌদিকে সমর্থন দেবেন না বাইডেন -দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে দরাজ সরকার, বরাদ্দ অনেকটা বাড়ল ‘কৃষকবন্ধু’ প্রকল্পে -দৈনিক সংবাদ প্রতিদিন
  • অভিষেক–শুভেন্দু দ্বন্দ্ব চরমে, জল গড়াল আদালতে -দৈনিক আজকাল
  • কারও বাড়ি নয়, মালদহ সফরে মাঠে বসে কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন নাড্ডা: দৈনিক সংবাদ প্রতিদিন

  • শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

সরকারের রাষ্ট্রযন্ত্রের দুর্গন্ধ দেশ–বিদেশে ছড়িয়ে পড়েছে: রিজভী-প্রথম আলো

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে, তা দেশ–বিদেশে ছড়িয়ে পড়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে বাড্ডা লিংক রোডের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রুহুল কবির রিজভী বলেন, ব্যর্থ রাষ্ট্রের ভয়াবহ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার দেশের জনপ্রিয় জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদান করেছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, ‘এই সরকারের আর কোথাও নিজেদের মুখ দেখাবার জো নেই।’

বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার নিষিদ্ধের দাবি-দৈনিক কালেরকণ্ঠ

বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি। চ্যানেলটিকে ‘বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের’ মুখপত্র বলে উল্লেখ করা হয়।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইইবির ঢাকা কেন্দ্রের পক্ষে এ দাবি জানান ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আল-জাজিরা বহু আগে থেকেই আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে চলেছে। জঙ্গিবাদকে উসকে দেওয়ার কাজও তারা সুচারুভাবেই চালিয়ে যাচ্ছে। এবার তারা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, আল-জাজিরা কর্তৃক বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র অতীতের মতো ভবিষ্যতেও রুখে দেবেন দেশের সচেতন নাগরিকরা।’

মিয়ানমার নিয়ে আসিয়ানের বৈঠক চায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া -দৈনিক যুগান্তর

মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনায় দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর একটি বিশেষ বৈঠকের আয়োজন করতে চাচ্ছেন ইন্দোনেশিয়া ও মালয়েশীয় নেতারা। শুক্রবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এমন তথ্য জানিয়েছেন।-খবর রয়টার্সের

গত সোমবার সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিসহ দলটির অধিকাংশ আইনপ্রণেতাকে আটক হয়েছেন। এরপর দেশটিতে আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নভেম্বরের জাতীয় নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে অভিযোগ মিয়ানমারের সেনাবাহিনীর। ওই নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে।

সফররত মালয়েশীয় প্রেসিডেন্ট মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে বৈঠকের পর জোকো উইদোদো বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আসিয়ানের প্রধানের সঙ্গে কথা বলে মিয়ানমারের বিষয়ে একটি বিশেষ বৈঠক আয়োজনের চেষ্টা করতে বলা হয়েছে।

রিজার্ভ চুরির টাকা ফেরত পাওয়ার আশা কম-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পাঁচ বছর পার হয়েছে। চুরি হওয়া অর্থের বেশির ভাগ এখনো উদ্ধার হয়নি। আর উদ্ধারের বিষয়ে যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে তা কবে শেষ হবে কেউ জানে না। ফলে চুরি হয়ে যাওয়া অর্থ ফেরত পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। অবশ্য বাংলাদেশ ব্যাংক এখনো টাকা ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী।

রিজার্ভ চুরির সঙ্গে জড়িতদের শাস্তি এবং টাকা ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালত ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কে মামলা দায়ের করেছিল। তবে তা গত বছরের মার্চে খারিজ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি), সোলায়ার রিসোর্ট ও ক্যাসিনো, মাইডাস রিসোর্ট ও ক্যাসিনো এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। পরে স্টেট কোর্টে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। অবশ্য সে মামলার শুনানি এখন পর্যন্ত শুরু-ই হয়নি। আর ফিলিপাইনের আদালতে ১২টি মামলা চলছে। সে দেশের আদালত চুরি হওয়া অর্থের বড় অংশ জব্দ রাখলেও মামলার অগ্রগতি তেমন নেই।

দেশে দেশে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে কাজ করবে যুক্তরাষ্ট্র: বাইডেন -মানবজমিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকার পররাষ্ট্র নীতিতে নতুন যুগের সূচনা হয়েছে। দেশে দেশে কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে কাজ করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। গণতন্ত্রের মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি পরিচালিত হবে।ক্ষমতা নেয়ার পর এই প্রথম প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অব স্টেট সফর করেন। এসময় প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্থনি ব্লিনকিন ।প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যগত মিত্রদের গুরুত্ব দেয়া সহ গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও বিদেশি রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক  শ্রদ্ধা ও মর্যাদাকে প্রাধান্য দিয়ে কাজ করবে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ব মঞ্চে আবার পদার্পণ করেছে এবং বিশ্বকে নেতৃত্ব দিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, আমাদের সামনে রয়েছে বিশাল সব চ্যালেঞ্জ। বৈশ্বিক সার্বজনীন অধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসনের প্রতি সম্মান প্রদর্শন হবে আমাদের শক্তির ভিত্তি। যদিও এই মূল্যবোধের অনেক বিষয়  সাম্প্রতিক বছরগুলোতে চাপের মুখে রয়েছে।

করোনায় ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৫ : স্বাস্থ্য অধিদপ্তর-এনটিভিবিডি অনলাইন

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ৪৩৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫০৭ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৮২ হাজার ৪২৪ জন করোনা থেকে সুস্থ হলো। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবে ১৫ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৮১১টি। এ পর্যন্ত দেশে মোট ৩৭ লাখ ২৪ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গ্রামীণ রাস্তা থেকে কর্মসংস্থান, শ্রমিকদের আর্থিক অনুদান, বাজেটে ঘোষণা মুখ্যমন্ত্রীর -আনন্দবাজার পত্রিকা

‘কৃষকবন্ধু’ বনাম ‘কিষাণ সম্মান নিধি’। বাংলায় বিধানসভা ভোটের আগে উভয়ের মধ্যে প্রতিযোগিতা আরও জোরকদমে। শুক্রবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে বরাদ্দ আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণার পাশাপাশি তিনি জানালেন, ”কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পাবেন ভাগচাষিরাও। ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হল।” এই সুবিধা চলতি বছর জুন মাস থেকে লাগু হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, রাজ্যে যাতে কেন্দ্রীয় প্রকল্প ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের টাকা দেওয়া হয়, তার জন্যকে কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

২০২০ তে করোনা, আমফানের মতো জোড়া বিপর্যয় সামলে অন্তর্বর্তীকালীন বাজেট তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছে বলে এদিন বাজেট ভাষণের শুরুতে জানান মুখ্যমন্ত্রী। ফের অভিযোগ তোলেন, কেন্দ্রের তরফে কোনও সাহায্য পায়নি বাংলা।

অভিষেক–শুভেন্দু দ্বন্দ্ব চরমে, জল গড়াল আদালতে -দৈনিক আজকাল

ঠান্ডা লড়াই দলে থাকতেই ছিল। ঘনিষ্ঠরা বলেন, এক জনের দল ছাড়ার কারণ অন্যজন। দল ছাড়ার পর থেকে এই লড়াই প্রকাশ্যে। বিজেপি–তে যোগদানের পর মুহূর্তেই শুভেন্দু অধিকারী প্রথম যাঁর দিকে আঙুল তুলেছিলেন, তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম নেননি। বারবার ‘‌ভাইপো’‌ বলেই সম্বোধন করেছেন। কখনও দেগেছেন ‘‌তোলাবাজ’‌ বলে। শুভেন্দুকে নোটিস আগেই পাঠানো হয়েছিল অভিষেকের তরফে। ক্ষমা চাননি শুভেন্দু। এবার আদালতের দিকে আরও এক পা বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক। বর্ধমানের আদালতে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন। প্রসঙ্গত, এর আগে ‘‌আপত্তিকর’‌ মন্তব্যের জন্য শুভেন্দুকে ক্ষমা চাইতে বলে আইনি নোটিস পাঠান অভিষেক। তারপরই এই মানহানির মামলা দায়ের হল।

কারও বাড়ি নয়, মালদহ সফরে মাঠে বসে কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন নাড্ডা: দৈনিক সংবাদ প্রতিদিন

বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) বাংলা দখল করাই বিজেপির লক্ষ্য। তার আগে ফের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার রাতে কলকাতায় পৌঁছবেন তিনি। শনিবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপি নেতার।

গত বছর জেপি নাড্ডার (J.P.Nadda) কনভয়ে হামলা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন তৈরি হয়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারের সফরে তাঁর নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার রাত ৮.৪০ নাগাদ দমদম বিমানবন্দরে তাঁর পৌছনোর কথা। রাতে হোটেল ওয়েস্টিনে থাকবেন। শনিবার সকাল ৯টা ১০ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন নাড্ডা। রওনা দেবেন মালদহের উদ্দেশে। সেখানে পৌঁছনোর পর ১১টা নাগাদ মালদহের সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচারে যাওয়ার কথা তাঁর। মিনিট ২০ সেখানে থাকবেন নাড্ডা। সাড়ে এগারোটা নাগাদ যাবেন সাহাপুর গ্রামে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথাবার্তার পর কৃষক সুরক্ষা সহভোজে অংশ নেবেন। এবার আর কারও বাড়ি নয়। কৃষকদের সঙ্গে গ্রামের মাঠে বসে খিচুড়ি খাবেন নাড্ডা। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জনসংযোগের জন্যই এ ধরনের কর্মসূচি রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।#

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ