ফেব্রুয়ারি ২৪, ২০২১ ১৫:০৪ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ ফেব্রুয়ারি বুুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রাঙামাটিতে উপজেলা প্রশাসন ভবনে ঢুকে গুলি করে ইউপি সদস্যকে হত্যা-দৈনিক প্রথম আলো
  • স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: মার্চের ১৯ দিনের কর্মসূচি বিএনপির, ৩০ মার্চ মহাসমাবেশ-দৈনিক ইত্তেফাক
  • কে কোথায় কী করছেন সবাই নজরদারিতে: কাদের-দৈনিক যুগান্তর
  • প্রধানমন্ত্রীর পাশে কেউ নেই, বিএনপি অন্ধ ও বধির: জাফরুল্লাহ- দৈনিক যুগান্তর
  • ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪২৮-মানবজমিন
  • নাসির-তামিমার বিরুদ্ধে এবার মামলা-তদন্তে পিবিআই-এনটিভিবিডি অনলাইন

ভারতের শিরোনাম:

  • একটা হোঁদল কুতকুত, অন্যটা কিম্ভূত কিমাকার, শাহ-মোদীকে এক যোগে আক্রমণ মমতার-আনন্দবাজার পত্রিকা 
  • আজই বিজেপিতে যোগ দিচ্ছেন কলকাতার দাপুটে ছাত্রনেতা সজল ঘোষ-আজকাল
  • স্বাধীন রাষ্ট্র হোক বাংলা, আপনি হবেন প্রধানমন্ত্রী’, মমতাকে চিঠি খলিস্তানি সংগঠনের-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- এনটিভিবিডি অনলাইন

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন
১. চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিমসহ ছয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কীভাবে দেখছেন ঘটনাটিকে?
২. ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতার সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত করার ঘোষণা দেয়ায় ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স গভীর দুঃখ প্রকাশ করেছে। কতটা যৌক্তিক তাদের এই দুঃখ প্রকাশ?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

রাঙামাটিতে উপজেলা প্রশাসন ভবনে ঢুকে গুলি করে ইউপি সদস্যকে হত্যা-দৈনিক প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দিনদুপুরে গুলি করে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে হত্যা করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ভবনের ভেতরে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে এই ঘটনা ঘটে।

নিহত ওই ইউপি সদস্য হলেন সমর বিজয় চাকমা (৩৫)। তিনি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। নিহত বিজয় চাকমা এমএন লারমার কর্মী ছিলেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ভবন চত্বরের ভেতরে দ্বিতীয় তলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে অবস্থান করছিলেন ইউপি সদস্য সমর বিজয় চাকমা। এ সময় একজন অস্ত্রধারী ওই কক্ষে ঢুকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা এসে তাঁকে মৃত ঘোষণা করেন।

গুলির ঘটনার সময় দুটি কক্ষ পরেই নিজ কার্যালয়ে কাজ করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, গুলির শব্দ শুনে তাঁরা আতঙ্কিত হন। পরে তাঁর কক্ষ থেকে বের হয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে একজন মারা গেছেন।

রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল চাকমা বলেন, নিহত সমর বিজয় চাকমা ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। আজ সকালেও দুজন একসঙ্গে চা খেয়েছেন। পরে তিনি শোনেন তাঁকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন, বিজয় চাকমার লাশ পড়ে আছে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: মার্চের ১৯ দিনের কর্মসূচি বিএনপির, ৩০ মার্চ মহাসমাবেশে-দৈনিক কালেরকণ্ঠ

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনে আগামী ৩০ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 'সূবর্ণ জয়ন্তী' মহাসমাবেশসহ মার্চ মাসের  ১৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনে বছরজুড়ে নানা কর্মসূচি পালন করবে বিএনপি। প্রতিমাস শেষ হওয়ার আগে পরবর্তী মাসের কর্মসূচি ঘোষণা করা হবে। এর ধারাবাহিকতায় আর বুধবার ঘোষণা করা হলো মার্চ মাসের কর্মসূচি।

মার্চের কর্মসূচিসমূহ: ১ মার্চ সূবর্ণ জয়ন্তীর কর্মসূচি উদ্বোধন, ২ মার্চ ছাত্র সমাজ কর্তৃক স্বাধীনতার পতাকা উত্তোলন শীর্ষক আলোচনা সভা, ৩ মার্চ ছাত্র সমাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ শীর্ষক আলোচনা সভা, ৭ মার্চ আলোচনাসভা, ৮ মার্চ বিশ্ব নারী দিবস পালন, ৯ মার্চ সেমিনার, ১০ মার্চ রচনা প্রতিযোগিতা, ১৩ মার্চ বছরব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন, ১৫ মার্চ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২০ মার্চ আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সেমিনার, ২২ মার্চ স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, জেড ফোর্স এবং বীর উত্তম জিয়াউর রহমান শীর্ষক সেমিনার, ২৩ মার্চ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য মেলা, ২৪ মার্চ নির্বাচিত বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করে স্বৈরাচারী এরশাদের জোরপূর্বক ক্ষমতা দখল শীর্ষক সেমিনার, ২৫ মার্চ কালো রাত্রি শীর্ষক আলোচনা সভা, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ, জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ, রক্তদান কর্মসূচি, সারাদেশে শোভাযাত্রা, ২৭ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে ও বগুড়ায় বাগবাড়ি গমন এবং দুই জায়গায় আলোচনা সভা, ২৮ মার্চ মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ৩০ মার্চ সোহরাওয়ার্দি উদ্যানে সূবর্ণ জয়ন্তী মহাসমাবেশ ও ৩১ মার্চ মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন।

কে কোথায় কী করছেন সবাই নজরদারিতে: কাদের-দৈনিক যুগান্তর

দলের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে কেউ জড়িত থাকলে, যত বড়ই নেতা হোক, কেউ পার পাবেন না বলে হুশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কে কোথায়, কখন কী করছেন সবাই নজরদারিতে আছেন, শিগগিরই তাদের বিরুদ্ধে আগামী কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিতসভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। 

গুটিকয়েক লোক বদনাম করলে, দল তার বোঝা নেবে না বলেও সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। 

দল করলে দলের শৃঙ্খলা মনে চলতে হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনে রাখতে হবে– দলে যে কোনো পর্যায়ে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়।

ওবায়দুল কাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, নিজের অবস্থান ভারী করার জন্য পকেট কমিটি বরদাশত করা হবে না। সম্মেলনের মাধ্যমে তৃণমূল থেকে পর্যায়ক্রমে  থানা পর্যন্ত কমিটি গঠন করতে হবে। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

তিনি বলেন, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। তারাই দুঃসময়ে দলের সঙ্গে থাকবে, বসন্তের কোকিলদের খুঁজেও পাওয়া যাবে না।

বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের ধারাকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সে জন্য সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে। 

আওয়ামী লীগ একটি পরিবার, যারা এই পরিবারের ঐক্যে ফাটল ধরাবে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলেও সাফ জানিয়ে দেন।

প্রধানমন্ত্রীর পাশে কেউ নেই, বিএনপি অন্ধ ও বধির: জাফরুল্লাহ- দৈনিক যুগান্তর

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার একের পর এক ভুল করে গেলেও বিএনপির নেতারা শুধু দেখেই যাচ্ছেন, কিছুই করতে পারছেন না। বর্তমানে অফিস-আদালত মাদ্রাসা-মক্তব সব খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ। কারণ সরকারের গোয়েন্দা সংস্থার রিপোর্ট রয়েছে—বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দিলে সরকার পতনের আন্দোলন হতে পারে।

২০ দলীয় জোটের নেতাদের উদ্দেশে তিনি বলেন—আপনারা কী করছেন, আপনারা ছাত্রদের পক্ষে অবস্থান নিচ্ছেন না কেন? আপনাদের ঘুম কি ভাঙে না, আপনারা কেন তাদের পাশে দাঁড়াচ্ছেন না? ছাত্রদের আন্দোলন চাঙ্গা হলেই জনগণের অধিকার ফিরে আসবে, মুক্তি পাবেন খালেদা জিয়া। বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ইস্যু একটাই—বেগম জিয়ার মুক্তি। কিন্তু আপনারা মেরুদণ্ড সোজা করে মুক্তি চাইতে সাহস পান না। খালেদা জিয়া অসুস্থ, চিকিত্সার জন্য তাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। অধিকার আদায় করে নিতে হয়।

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং এ এস এম শামীমের পরিচালনায় আলোচনাসভায় অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টি (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, পার্টির নেতা আলী আব্বাস খান, মজিবুর রহমান, রুহুল আমিন, হোসনে আরা আহমেদ, সেলিম মাস্টার, হান্নান আহমেদ খান বাবুল, মহসিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

২৪ ঘণ্টায় করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪২৮-মানবজমিন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৭৯:জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪২৮ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ৯১১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৩হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।এতে আরো জানানো হয়, ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ এবং ১৬হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৯লাখ ৮৭হাজার ৬৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক৬৮শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।।

নাসির-তামিমার বিরুদ্ধে এবার মামলা-তদন্তে পিবিআই-এনটিভিবিডি অনলাইন

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের নাসির হোসেন ও তাঁর নবপরিণীতা তামিমা তাম্মির বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আজ বুধবার এই আদেশ দেন। আদালতে আজ তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি করেন। মামলা করার তথ্যটি বাদী রাকিব হাসান এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

রাকিব হাসান বলেন, বিচারক মামলার জবানবন্দি শুনে বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগামী ৩০ মার্চ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। 

জানা গেছে, দণ্ডবিধির ৪৯৪, ৪৯৭/৪৯৮/৫০০/৩৪ ধারায় মামলা করা হয়েছে। মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়।

এ ছাড়া বাদী এজাহারে ব্যাভিচার, কোনো বিবাহিতা নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করা বা অপহরণ করা বা আটক করা, স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিয়ে করা এবং মানহানির অপরাধের কথা উল্লেখ করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন নাসির। ১৭ ফেব্রুয়ারি ছিল এ যুগলের গায়েহলুদ। এর একদিন পর জাঁকজমকপূর্ণভাবে হয় তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা। ওই সংবর্ধনা অনুষ্ঠানের দিনেই বেরিয়ে আসে তামিমার প্রথম স্বামীর খবর। ওই দিন  উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তামিমার প্রথম স্বামী রাকিব। এবার নিলেন আইনি ব্যবস্থা।

এর আগে জিডি করার বিষয়ে মুঠোফোনে রাকিব হাসানকে কল করা হলে এনটিভি অনলাইনকে তিনি জানান, ডিভোর্স বা কোনো কিছু না জানিয়ে নাসিরকে বিয়ে করেছেন তাঁর স্ত্রী তামিমা। তিনি বলেন, ‘হঠাৎ করে শুনলাম নাসির আমার ওয়াইফের হাজব্যান্ড হয়ে গেছে। আমার বউয়ের সঙ্গে ডিভোর্স ছাড়া সে তামিমাকে বিয়ে করেছে। সে (তামিমা) আমাকে এখনো কোনো কাগজ পাঠায়নি। হঠাৎ করে আমি শুনতেছি যে সে বিয়ে করে ফেলেছে। আমার এক বন্ধু বলতেছে, দেখেন তো রাকিব ভাই, তামিমা আপু তো নাসিরকে বিয়ে করে ফেলেছে। আমি নিজেও অবাক হয়েছি। পরে আমি তামিমাকে ফোন দিয়েছি, এসএমএস করেছি, সে কিছুর জবাব দেয়নি। পরে আমি উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছি।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

একটা হোঁদল কুতকুত, অন্যটা কিম্ভূত কিমাকার, শাহ-মোদীকে এক যোগে আক্রমণ মমতার -দৈনিক আনন্দবাজার পত্রিকা

হুগলির সাহাগঞ্জে রাজনৈতিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিন আগেই সাহাগঞ্জের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সাহাগঞ্জে দাঁড়িয়েই তার জবাব মমতার।

সাহাগঞ্জের এই সভাতেই তৃণমূলে যোগ দিলেন টলিউডের এক ঝাঁক তারকা। ঘাসফুলে নাম লেখালেন অভিনেতা কাঞ্চন মল্লিক, জুন মাল্য, মানালি দে ও সায়নী ঘোষ। এ ছাড়া দলে যোগ দিলেন ভারতীয় দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি। যোগদানের তালিকায় আরও রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী ও সুদেষ্ণা রায়, ফুটবলার সৌমিক দে।

আমি পরিষ্কার করে বলতে চাই। অন্য পার্টির লোককে তোলাবাজ বলবেন? আর আপনার পার্টি কি ওয়াশিং মেশিন। আমি এক পয়সা মাইনে নিই না। আমি মানুষকে সেবা করি, এটাই আমার কাজ। এত বড় সাহস। মা বোনেদের বলছেন কয়লা চোর? আর আপনারা কয়লা চোরের হোটেলে থাকছেন। আপনারা কী ভাবেন, আমি জানি না? তাই বলে যাই নরেন্দ্র মোদী, আর আপনার দানব বন্ধু, সঙ্গে যাঁরা আছে, ছোটখাটো চুনোপুঁটিরা। আর একটু সময় দিন। আর মাত্র দু’মাস। তার পর দেখব, কার কত গণতন্ত্রের জোর। আমরা ১০ বছর ধরে উন্নয়ন করেছি। আমরা মা-বোনেদের সম্মান দিয়েছি।

আজই বিজেপিতে যোগ দিচ্ছেন কলকাতার দাপুটে ছাত্রনেতা সজল ঘোষ-আজকাল

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের হাত ধরে আজই বিজেপিতে যোগ দিচ্ছেন কলকাতার দাপুটে ছাত্র নেতা সজল ঘোষ। উত্তর কলকাতার ছাত্র–যুবদের মধ্যে জনপ্রিয় এই নেতার বিজেপিতে যোগদান ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপির নেতা–কর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজীব ব্যানার্জি, সাংসদ অর্জুন সিং, শীলভদ্র দত্ত, শিবাজী সিংহ রায়, শঙ্কুদেব পাণ্ডার মত বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে হতে চলেছে এই মেগা যোগদান পর্ব। সজলের সঙ্গে আজ উত্তর কলকাতার ১০০০ জন তৃণমূল কর্মীও যোগ দিচ্ছেন বিজেপিতে। বিজেপিতে যোগদান প্রসঙ্গে সজলের বক্তব্য, রাজনীতিতে থেকে সম্মান ছাড়া আর কিছু চাইনি আর সম্মানের সঙ্গে রাজনীতি করব বলেই এবার বিজেপিতে যাচ্ছি। সজল ঘোষের বাবা প্রদীপ ঘোষ ছিলেন কলকাতার দাপুটে কংগ্রেস নেতা। বাবার হাত ধরেই প্রথমে কংগ্রেসের ছাত্র সংগঠনের রাজনীতির সঙ্গে সজলের হাতেখড়ি। পরে তৃণমূল ছাত্র পরিষদের কার্যনির্বাহী সভাপতিও হন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর কলকাতার ছাত্র–যুবদের মধ্যে আজও যথেষ্ট প্রভাব রয়েছে সজলের। আর সেই প্রভাবকেই এবার একুশের আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর কলকাতার বিভিন্ন আসনে ভোটবাক্সে পেতে মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব।

স্বাধীন রাষ্ট্র হোক বাংলা, আপনি হবেন প্রধানমন্ত্রী’, মমতাকে চিঠি খলিস্তানি সংগঠনের-সংবাদ প্রতিদিন

কৃষক আন্দোলনে নড়েচড়ে বসেছে ‘দিল্লি দরবার’। সুযোগ বুঝে ‘অন্নদাতাদের জন্য’ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। তবে অনেক ক্ষেত্রেই, ‘মোদি বিরোধিতা’র নামে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে যে উসকে দেওয়া হচ্ছে তা স্পষ্ট। বিশেষ করে লালকেল্লায় হিংসার ঘটনার পর থেকেই খলিস্তানিদের হাতে আন্দোলনের ‘চালিকাশক্তি’ রয়েছে বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পশ্চিমবঙ্গকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। খলিস্তানিদের বক্তব্য, বাংলার সম্পদকে সব দিক দিয়ে ধ্বংস করছে কেন্দ্রীয় সরকার। নিজেদের পরিচিতি, আদর্শ, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে পশ্চিমবঙ্গের উচিত ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা। চিঠিতে SFJ’র অভিযোগ বাংলার সংস্কৃতি ধ্বংস করছে নয়াদিল্লি। কীভাবে ভারত থেকে আলাদা হতে পারে পশ্চিমবঙ্গ? সেই পথও দেখিয়েছে খলিস্তানিরা। তাদের দাবি, ভারতীয় সংবিধানেই লুকিয়ে রয়েছে এর উত্তর। খলিস্তানিদের যুক্তি, রাজ্যের আইনসভায় একতরফা ভাবে আইন পাশ করে ভারতীয় ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারে বাংলা। এহেন পদক্ষেপ করলে বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে যাবে। তখন ভারতকে চাপে ফেলে আন্তর্জাতিক আদালতে এই মামলা চালানো যাবে।

উল্লেখ্য, বিচ্ছিন্নতবাদে উসকানি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি এমনই আরও একটি চিঠি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছেও পাঠিয়েছে SFJ। শুধু তাই নয়, পৃথক রাষ্ট্র হলে দু’জনেই প্রধানমন্ত্রীর আসনে বসতে পারবেন বলেও টোপ দিয়েছে খলিস্তানিরা। পাশাপাশি, ‘ইন্ডিয়ান ইউনিয়ন’ থেকে বেরিয়ে যেতে দুই রাজ্যকে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। সব মিলিয়ে, কৃষক আন্দোলনের আড়ালে এবার ভারতের অন্য রাজ্যগুলিতেও বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করার চেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ খলিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’।

পার্সটুডে/বাবুুল আখতার/২৩

ট্যাগ