মার্চ ১০, ২০২১ ১৬:৫৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বসুরহাটে ৯৮ জনের নামে পুলিশের মামলা, সর্বত্র থমথমে অবস্থা-দৈনিক প্রথম আলো
  • নির্যাতনের কথা আদালতকে জানালেন কার্টুনিস্ট কিশোর -দৈনিক কালেরকণ্ঠ
  • ভারতের সঙ্গে বাণিজ্য নতুন উচ্চতায় যাবে: বাণিজ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

  • করোনাভাইরাস: দুই মাসে দেশে সর্বোচ্চ শনাক্ত-দৈনিক যুগান্তর
  • ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যু, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম-মানবজমিন
  • সরকারের পতন ছাড়া প্রতিবাদ মিছিল থামবে না: রিজভী-বিডি প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ভেজাল হিন্দু’ বলে নন্দীগ্রামে মমতাকে আক্রমণ শুভেন্দুর, খোঁচা পদবি তুলেও -আনন্দবাজার পত্রিকা 
  • বাংলায় জয় নিশ্চিত’, বিজেপির সংসদীয় দলের বৈঠকে ‘আত্মবিশ্বাসী’ মন্তব্য প্রধানমন্ত্রী মোদির-সংবাদ প্রতিদিন
  • পাকিস্তানকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করছে ভারত -আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন
১. বসুরহাটে সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৭ জন ঢাকা মেডিক্যালে ভর্তি। প্রশ্ন হচ্ছে- এই সংঘর্ষের মধ্যদিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা প্রকাশ হলো কিনা?
২. বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ বছরের তাৎপর্য বুঝতে হবে, অন্যথায় এ অঞ্চলে চীনের প্রবেশ। ভারতীয় একটি পত্রিকার খবরের বাংলা শিরোনাম করেছে দৈনিক মানবজমিন। কী বলবেন আপনি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বসুরহাটে ৯৮ জনের নামে পুলিশের মামলা, সর্বত্র থমথমে অবস্থা-দৈনিক প্রথম আলো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। এর মধ্যে অভিযান চালিয়ে আটক ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বসুরহাটে। পৌরসভা এলাকায় উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারার কারণে বাজারে সাধারণ মানুষের উপস্থিতি একেবারেই কম। বসুরহাট বাজারের বেশির ভাগ দোকানপাটই বন্ধ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৯৮ জনের নামে মামলা করেছেন। সংঘর্ষের ঘটনার পর আজ বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু ককটেল, মারামারির কাজে ব্যবহৃত লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে প্রশাসন ১৪৪ ধারা জারির পর বসুরহাট-দাগনভূঞা সড়কের মহাজনদিঘি, বসুরহাট-কবিরহাট সড়কের লোহার পোল এলাকাসহ বিভিন্ন সড়কে কাদের মির্জার অনুসারীরা ব্যারিকেড দিয়েছেন। ফেনী ও কবিরহাট এলাকা থেকে কেউ যাতে বসুরহাটে না আসতে পারে, সে জন্য তাঁরা সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং যাত্রীবাহী বাস আড়াআড়ি করে রেখে প্রতিবন্ধকতা তৈরি করেন। আজ সকাল নয়টা নাগাদ পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় প্রতিবন্ধকতাগুলো সরিয়ে নেয়।

নির্যাতনের কথা আদালতকে জানালেন কার্টুনিস্ট কিশোর -দৈনিক কালেরকণ্ঠ

রাজধানীর রমনা থানায়  ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটকের পর নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

আজ বুধবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে নিজের জবানবন্দিতে এ কথা জানান তিনি। কিশোর বলেন, 'আমাকে আটকের পর নির্যাতন করা হয়েছে। আমি নির্যাতনকারীদের বিরুদ্ধে আদালতের কাছে মামলা নেওয়ার আবেদন করছি।'

কিশোরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, 'আটকের পর কিশোরকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে তাঁর কানের পর্দা ফেটে গেছে। আমরা আজ আদালতের হেফাজতে নিবারণ আইনে মামলা নিতে আবেদন করেছি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে আদালত জানিয়েছেন।

গত বছরের ৬ মে রমনা থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং পাঁচ-ছয়জনকে অচেনা আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করে র‌্যাব-৩। মামলায় বলা হয়, 'আই অ্যাম বাংলাদেশি' ফেসবুক পেইজ থেকে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করা বা বিভ্রান্তি ছড়ানো বা এ উদ্দেশ্যে জেনেশুনে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এ পেজের অ্যাডমিন সায়ের জুলকারনাইন, কিশোর, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও মুশতাক আহমেদ।

ভারতের সঙ্গে বাণিজ্য নতুন উচ্চতায় যাবে: বাণিজ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

কিছুদিন পরেই বাংলাদেশে সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এই সফর করবেন তিনি। সে উপলক্ষ্যে চলতি বছরেই বাংলাদেশ-ভারত বাণিজ্য নতুন উচ্চতায় চলে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

তিনি বলেন, ‘আমরা চাই স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছে যাক। যা দুই দেশের কাছেই চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আশাবাদী দুই দেশের মধ্যে যেই সমস্যাগুলো বিদ্যমান আছে তার সমাধান হবে। বিনিয়োগের দিকেও মনোযোগ দিয়েছি আমরা।’

ধাজধানী ঢাকায় ভারতের বাণিজ্য সচিব অনুপ ওয়াধাওয়ানের সঙ্গে এক বৈঠকের পর এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এসময় সেখানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইসামী উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের নতুন দ্বার খুলতে যাচ্ছে। পাট ও অন্যান্য পণ্য নিয়ে যেসব জটিলতা আছে তা শিগগির সমাধান করা হবে।’

সরকারের পতন ছাড়া প্রতিবাদ মিছিল থামবে না: রিজভী-বিডি প্রতিদিন

সরকারের পতন ছাড়া বিএনপির প্রতিবাদ মিছিল থামবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর মুক্তি দাবিতে এই বিক্ষোভ হয়। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোঁরা প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

রুহুল কবির রিজভী দলের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ক্ষমতাসীন ভোট চোর সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল থামানো যাবে না। আমাদের প্রতিবাদী মিছিলে তরুণ যুবকদেরকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। অবৈধ আওয়ামী লীগ সরকারের রাজস্ব সিংহাসন ধুলায় মিশিয়ে না দেয়া পর্যন্ত আমাদের মিছিল থামবে না। 

ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যু, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম-মানবজমিন

ব্রাজিলে করোনা ভাইরাস সংক্রমণ আবার ভয়াবহ রূপ ধারণ করেছে। মঙ্গলবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে সেখানে। এদিন মারা গেছেন কমপক্ষে ১৯৭২ জন। দেশটির হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, দেশটির ফিওক্রুজ ইনস্টিটিউট এক সতর্কবার্তায় এসব কথা বলেছে। রিও ডি জেনিরোভিত্তিক এই প্রতিষ্ঠান বলেছে, ব্রাজিলে মোট ২৭টি রাজ্যের মধ্যে ২৫টির রাজধানীতে প্রকট আকার দেখা দিয়েছে হাসপাতাল ব্যবস্থায়। এসব রাজ্যের রাজধানীগুলোর আইসিইউ বেডের শতকরা ৮০ ভাগই করোনা রোগীতে পূর্ণ।মঙ্গলবারের মৃত্যু নিয়ে দেশটিতে মোট কমপক্ষে ২ লাখ ৬৬ হাজার মানুষ মারা গেছেন। সংক্রমণ দেখা দেয়ার পর সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক কোটি ১০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ব্রাজিল দ্বিতীয়। আক্রান্তের দিক দিয়ে সারা বিশ্বে তৃতীয়। সংগঠনটি বলেছে, ২০২০ সালে করোনার বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেছে ব্রাজিল। ২০২১ সালের প্রথম অর্ধাংশে এই বিয়োগান্তক ঘটনার সামান্য পরিবর্তনও দেখা যাচ্ছে না।

করোনাভাইরাস: দুই মাসে দেশে সর্বোচ্চ শনাক্ত-দৈনিক যুগান্তর

দেশে দুই মাস পর একদিনে মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে সাতজন। 

মঙ্গলবার বিকালে করোনার সর্বশেষ পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন।এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন ১ হাজার ৭১  জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। সেদিনের পর থেকে এ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচেই ছিল।

গত ২৪ ঘণ্টায় নতুন সাতজন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ২৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন হয়েছে।

ভেজাল হিন্দু’ বলে নন্দীগ্রামে মমতাকে আক্রমণ শুভেন্দুর, খোঁচা পদবি তুলেও -আনন্দবাজার পত্রিকা 

নন্দীগ্রামে মুখোমুখি না হলেও কর্মসূচির চাপানউতর চলল যুযুধান দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে। বুধবার তৃণমূল ও বিজেপি-র দু’টি কর্মসূচিতে দুই প্রার্থী নন্দীগ্রামেই ছিলেন। মমতা স্থানীয় মন্দিরে পুজো দিয়ে হলদিয়ায় মনোনয়ন জমা দিতে যান। আর শুভেন্দু দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। সেখানে একটি মিছিলে অংশ নেন তিনি। পরে এক সভায় মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘ভেজাল হিন্দু। পদবিটা ব্যানার্জি হলে নিজেকে হিন্দু বলতে হচ্ছে কেন? এখন উনি আর ইনশাল্লাহ বলছেন না। বন্ধ করে দিয়েছেন। এখন শুধু হিন্দু ধর্ম বোঝেন। আমার ধর্ম তো মানবতার ধর্ম।’’

মঙ্গলবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের কাছে একটি কর্মিসভা করেন মমতা। বিজেপি-কে চ্যালেঞ্জ ছুঁড়ে সেখানে তিনি বলেছিলেন, ‘‘আমার সঙ্গে হিন্দু কার্ড খেলতে আসবেন না।’’ প্রশ্ন তোলেন, ‘‘কি, আমার সঙ্গে হিন্দুত্ব নিয়ে প্রতিযোগিতা করবেন নাকি!’’ কর্মিসভার মঞ্চ থেকে চণ্ডীপাঠও করেন মমতা। বুধবার সেই একই জায়গায় মিছিল করেন শুভেন্দু।

পাকিস্তানকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করছে ভারত -আজকাল

সীমান্তে যতই সংঘাত থাকুক, বৈরিতা থাকুক না কেন সেসব ভুলে এবার প্রতিবেশী দেশের পাশে দাঁড়াচ্ছে ভারত। করোনার টিকা পাঠিয়ে এবার পাকিস্তানের পাশে থাকতে চলেছে ভারত। মাত্রাতিরিক্ত হারে পাকিস্তানে বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই এবার ভারতের শরণাপন্ন হয়েছে পাকিস্তান। বন্ধু রাষ্ট্রের জন্য ভারত থেকে ৪‌৫ মিলিয়ন ভ্যাকসিন পাঠানো হবে ইসলামাবাদে। পুনের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে পাকিস্তানে। জুন মাসের মধ্যেই ১৬ মিলিয়ন টিকা হাতে পেয়ে যাবে পাকিস্তান। এ বিষয়ে দু’‌দেশের মধ্যে ইতিমধ্যেই চুক্তিও সম্পন্ন হয়েছে। গাভি চুক্তির মাধ্যমে বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে করোনার টিকা সরবরাহ করা হচ্ছে। উল্লেখ্য, গাভি চুক্তি হল সরকারি–বেসরকারি চুক্তি যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলি একে অপরকে করোনার টিকা সরবরাহ করছে। 

বাংলায় জয় নিশ্চিত’, বিজেপির সংসদীয় দলের বৈঠকে ‘আত্মবিশ্বাসী’ মন্তব্য প্রধানমন্ত্রী মোদির-সংবাদ প্রতিদিন

বাংলার মাটি দুর্জয় ঘাঁটি’ দখলে মরিয়া বিজেপি। এক সময় ‘খবরে গুরুত্বহীন’ দল আজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ। বাম-আইএসএফ জোটে নাম লিখিয়ে অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বুধবার সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, ‘বাংলায় জয় নিশ্চিত’।

জানা গিয়েছে, এদিন পার্লামেন্টে আসন্ন নির্বাচন, করোনা-সহ একাধিক বিষয়ে আলোচনায় বসে বিজেপির সংসদীয় দল। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও প্রহ্লাদ প্যাটেল-সহ অনেকেই। সেখানেই পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী। অত্যন্ত আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “বাংলায় জয় নিশ্চিত। দলের নেতারা যথাযথ কাজ করলে নির্বাচনে দলের জয় হবে।” বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, প্রবীণ নাগরিক থেকে শুরু করে ফ্রন্টলাইন কর্মীরা অর্থাৎ যাঁরা করোনা ভ্যাকসিন পাওয়ার যোগ্য, তাঁদের টিকা নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে মার্চের ১২ তারিখ থেকে ৭৫ সপ্তাহ পর্যন্ত অনুষ্ঠান ঘোষণা করেন তিনি।#

পার্সটুডে/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

ট্যাগ