মার্চ ১৯, ২০২১ ১৬:৩৯ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৯ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আশা রাজাপক্ষের-প্রথম আলো
  • শাল্লার ঘটনায় বিএনপির দোসরদের যোগসাজশ রয়েছে : সেতুমন্ত্রী -কালের কণ্ঠ
  • মওদুদের লাশ সামনে রেখে যা বললেন ফখরুল  –যুগান্তর
  • টিকার জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক-দৈনিক ইত্তেফাক
  • মোদিকে বাংলাদেশে আসতে দেয়া হবে না, ইসলামী দলগুলো হুঁশিয়ারি– দৈনিক নয়াদিগন্ত
  • মিয়ানমারে  সেনাঅভ্যুত্থান ও বিক্ষোভ: বেরিয়ে এল চীনের ভূমিকা-বাংলাদেশ প্রতিদিন 

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • প্রচারে আশ্বাস: মেয়েদের লক্ষ্মীর ভাঁড়ে ৫০০ টাকা করে হাতখরচ দেব: মেচেদায় মমতা -আনন্দবাজার পত্রিকা
  • তিন বাড়িতে পরিচারিকার কাজ করেন, সেই কলিতা মাঝিকে টিকিট বিজেপি–র - দৈনিক আজকাল
  • সম্পত্তির নিরিখে অন্য সব দলের থেকে বহু এগিয়ে বিজেপি! তুলনায় অনেক ‘গরিব’ তৃণমূল -সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আশা রাজাপক্ষের-প্রথম আলো

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে আজ শুক্রবার সকালে ঢাকায় আসার আগে করা এক টুইটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এই আশা প্রকাশ করেন।

বিমানবন্দরে মাহিন্দা রাজাপক্ষেকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাজাপক্ষেকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাজাপক্ষেকে বহনকারী উড়োজাহাজটি সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

টুইটে রাজাপক্ষে লিখেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে যাচ্ছেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সঙ্গে কাজ করতে চান।

শাল্লার ঘটনায় বিএনপির দোসরদের যোগসাজশ রয়েছে : সেতুমন্ত্রী -কালের কণ্ঠ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করে তারা বিএনপির সহযোগী। সুনামগঞ্জের ঘটনায় সাম্প্রদায়িক অপশক্তি ও তার দোসরদের যোগসাজশ রয়েছে। আজ শুক্রবার (১৯ মার্চ) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার সকল ধর্মের অনুসারীদের সহাবস্থান এবং নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ। তবুও একটি অশুভ মহল বরাবরের মতো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ব্যর্থতা ঢাকতে নানান অপকৌশল আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, সুনামগঞ্জের ঘটনায় সরকার যখন দল-মত নির্বিশেষে অভিযুক্তদের শাস্তির কথা বলছে, তখন বিএনপি নেতারা উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মওদুদের লাশ সামনে রেখে যা বললেন ফখরুল  –যুগান্তর

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের দুপাশের সড়ক তখন কানায় কানায় পূর্ণ।  লোকে লোকারন্য বিএনপির রাজনীতির এই আঁতুড়ঘর। দূর দূরান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা এসেছেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে।  মওদুদ আহমদের লাশবাহী কফিন এলো বেলা ১১ টার কিছু সময় পর।  প্রিয় নেতার জানাজায় অংশ নিতে আসা হাজার হাজার নেতাকর্মীরা সকাল থেকেই অপেক্ষায় ছিলেন।  লাশ আসার পর সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি। ভারাক্রান্ত হয়ে উঠেছেন মওদুদের সহযোদ্ধারা।  কারো কারো চোখে কোন বেয়ে পানি বেরিয়ে আসছিল। 

Image Caption

এমতাবস্থায় জানাজার আগমুহূর্তে দীর্ঘদিনের সহযোদ্ধার লাশ সামনে রেখে সংক্ষিপ্ত বক্তৃতা দিতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  ভারাক্রান্ত ফখরুল কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন এসময়।  

নিজেকে কিছুটা সামলে নিয়ে ফখরুল বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ আমাদের একজন অভিভাবক ছিলেন।  আমি ব্যক্তিগতভাবে ও আমাদের দল শূন্যতা অনুভব করছি। আজকে আপনারা সবাই দেখছেন এই বরেণ্য ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ এসেছেন। তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করব— তিনি যেন তার সব গুনাহ মাফ করে দিয়ে তাকে বেহেশত নসিব করেন।

টিকার জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক-দৈনিক ইত্তেফাক

করোনাভাইরাস মহামারির মোকাবিলায় বাংলাদেশে চলমান টিকাদান কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য ৫০ কোটি ডলারের (চার হাজার ২৫০ কোটি টাকার বেশি) ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংকের নির্বাহী পর্ষদ। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এই অর্থায়ন করবে। এ ঋণের আওতায় বাংলাদেশের ৫ কোটি ৪০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অগ্রাধিকার পাবে।

বিশ্ব ব্যাংক বলছে, ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপার্ডনেস প্রজেক্ট’-এর অধীনে বিশ্ব ব্যাংকের এই অর্থায়ন। প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী ৪০ শতাংশ নাগরিককে টিকা দেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে এই ঋণ। বাংলাদেশ ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন বলেন, এই অর্থায়ন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীর জন্য দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করবে। বাংলাদেশ ছাড়াও নেপালকে সাড়ে ৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। ৬ কোটি পাবে আফগানিস্তান।

মিয়ানমারে  সেনাঅভ্যুত্থান ও বিক্ষোভ: বেরিয়ে এল চীনের ভূমিকা-বাংলাদেশ প্রতিদিন

১ ফ্রেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। গ্রেফতার করে  ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চিকে।

অভ্যুত্থানের পর মিয়ানমারের রাজপথে নেমে আসে দেশটির জনগণ। আন্দোলনরত বেসামরিক জনগণের ওপর নির্বিচারে গুলি চালায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এদিকে, অভ্যুত্থানের জন্য সামরিক বাহিনীকে সমর্থন করায় চীনা মালিকানাধীন বেশ কয়েকটি পোশাক কারখানা জ্বালিয়ে দেয় মিয়ানমারের বিক্ষোভকারীরা। এর পরপরই মিয়ানমার কর্তৃপক্ষ ইয়াঙ্গুনের কিছু অংশে সামরিক আইন জারি করে। রবিবার মিয়ানমারের নিরাপত্তা বাহিনী অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে অন্তত ৩৮ জন নিহত হয়।

মোদিকে বাংলাদেশে আসতে দেয়া হবে না, ইসলামী দলগুলোর হুঁশিয়ারি– দৈনিক নয়াদিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দেয়া হবে না বলে ঘোষণা করেছে ইসলামি দলগুলোর নেতারা। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম চত্বরে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেন।

সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন হয়ে বিজয় নগর গেলে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। পরে বিক্ষোভকারীরা আবার মিছিল নিয়ে বায়তুল মোকাররমে ফিরে আসে। সমাবেশে মাওলানা আব্দুর রব ইউসুফী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, আহমদ আলী কাসেমী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে মিছিল ঘিরে পুলিশ আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়।

প্রচারে আশ্বাস: মেয়েদের লক্ষ্মীর ভাঁড়ে ৫০০ টাকা করে হাতখরচ দেব: মেচেদায় মমতা -আনন্দবাজার পত্রিকা

মেচেদায় জনসভা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পূর্ব মেদিনীপুরের তৃতীয় এবং শেষ জনসভা এটি। এর আগে এগরা এবং পটাশপুরে জনসভা করেছেন মমতা। দুই সভাতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মমতা। নিরপেক্ষ ভোট করতে পটাশপুরে জনগণকে ভোট বাক্স পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা।

Image Caption

ভোটকর্মীদের উদ্দেশ মমতার বার্তা, ‘‘ইভিএম মেশিন খারাপ হলে খবর নিন। বদলানো হল কি না দেখুন। কেন্দ্রীয় বাহিনীদের কথা শুনবেন না। ভোটবাক্স নিজেদরকেই পাহারা দিতে হবে।একইসঙ্গে পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের একচ্ছত্র আধিপত্য নিয়েও কটাক্ষ করেছেন মমতা। শুভেন্দু অধিকারীর নাম না করেই তিনি বলেন, ‘‘ওরা গদ্দার ছিল গদ্দারি করেছে। তলে তলে যোগাযোগ রেখেছে বিজেপির সঙ্গে। বুঝতে পারিনি।

তিন বাড়িতে পরিচারিকার কাজ করেন, সেই কলিতা মাঝিকে টিকিট বিজেপি–র - দৈনিক আজকাল

সংসারে চরম অনটন। স্বামী মিস্ত্রির কাজ করেন। যা আয় করেন, তাতে সংসার চলে না। অগত্যা নিজে তিন বাড়িতে পরিচারিকার কাজ করেন। সেই কলিতা মাঝিকেই এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করল বিজেপি। পূর্ব বর্ধমানের আউশগ্রাম কেন্দ্রে। ওই কেন্দ্রটি তফশিলি জাতির জন্য সংরক্ষিত। দীর্ঘদিন এই আসন বামেদের দখলে ছিল।

Image Caption

 

গতবার এই আসনে জেতেন তৃণমূলের প্রার্থী অভেদানন্দ থান্ডার। এবার সেই আসনেই কলিতা মাঝিকে প্রার্থী করল বিজেপি। তাদের আশা, জয় ছিনিয়ে আনবেন এই নেত্রী।কলিতার বাড়ি গুসকরার মাঝপুকুর এলাকায়। আগে সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন। এখন বিজেপি–র পরিচিত নাম। এলাকায় অনেকেই চেনেন তাঁকে। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায় কলিতাকে। সেই কলিতার ওপরই এবার ভরসা রাখতে চাইছে বিজেপি।

সম্পত্তির নিরিখে অন্য সব দলের থেকে বহু এগিয়ে বিজেপি! তুলনায় অনেক ‘গরিব’ তৃণমূল -সংবাদ প্রতিদিন

নির্বাচনের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার দাবি করেছেন, বিজেপি ভোটের জন্য টাকা ছড়াচ্ছে। সাধারণ গরিব মানুষকে টাকা দিয়ে তাঁদের ভোট কেনার চেষ্টা করা হচ্ছে। অর্থবলে তৃণমূলকে হারানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তৃণমূল (TMC) যে বিজেপির তুলনায় অনেক গরিব দল, সে দাবিও বারবার করতে শোনা গিয়েছে তৃণমূল নেত্রীকে। বস্তুত, তৃণমূলের থেকে বিজেপি সত্যিই বহুগুণ বিত্তবান ও প্রতিপত্তিশালী দল। অন্তত ADR-এর পেশ করা সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দলের নাম ভারতীয় জনতা পার্টি (BJP)। দেশের সর্ববৃহৎ বিরোধী দল কংগ্রেসও বিজেপির থেকে অনেক পিছিয়ে। আর তৃণমূল কংগ্রেস ধারেকাছে নেই।#

পার্সটুডে/বাবুল আখতার /১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।