এপ্রিল ১৩, ২০২১ ১৮:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বিকালের মধ্যেই ২৫ লাখ মুভমেন্ট পাসের আবেদন- মানবজমিন
  • ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় হেফাজত কর্মীসহ গ্রেপ্তার ৬০-প্রথম আলো
  • ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে উন্নয়নের চাকা ঘুরছে’-ইত্তেফাক
  • ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার নেপথ্যে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ!-কালের কণ্ঠহেফাজতের
  • তাণ্ডব নিয়ে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি: কাদের-দৈনিক যুগান্তর
  • হেফাজতের তাণ্ডব নিয়ে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি: কাদের-দৈনিক সমকাল
  • লকডাউনে কাউকে রাস্তাঘাটে দেখতে চাই না: আইজিপি-দ্য ডেইলি স্টার
  • খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো: চিকিৎসক-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • মমতার আগে কমিশনের কোপে পড়েছেন শাহ-যোগীরাও, অল্পের জন্য 'ছাড়' পান মোদি -দৈনিক সংবাদ প্রতিদিন
  • সাড়ে ৩ ঘণ্টার ধর্না শেষে গাঁধী মূর্তির পাদদেশ থেকে উঠলেন মমতা -আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সর্বাত্মক লকডাউনের আগে ঢাকার চিত্র

ঢাকা ছাড়ছে মানুষ, মহাসড়কে যানজট-বাংলাবাজার ঘাটে ঘরমুখো মানুষের স্রোত, ফেরির অপেক্ষায় ১২০০ যান : মানবজমিন/ সমকাল লিখেছে,ঢাকার রাস্তায়ও বেসামাল যানজট, বাড়িফেরা মানুষের চাপ

করোনার সংক্রমণ ঠেকাতে আগামীকাল বুধবার থেকে সারা দেশে শুরু হচ্ছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। বন্ধ ঘোষণা করা হয়েছে সব সরকারি-বেসরকারি অফিস, মার্কেট, বিপনিবিতান, গণপরিবহন ও ব্যাংকিং প্রতিষ্ঠান। লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষগুলো আগেই ছাড়ছে রাজধানী। দূরপাল্লার যান বন্ধ থাকলেও ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনে করে গ্রামের বাড়ি দিকে ছুটছে তারা। যে যেভাবে পারছে ঝুঁকি নিয়ে সেই গ্রামের বাড়ির দিকে ছুটছে।  আজ সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে তীব্র যানজট। অনেকটা ঈদের ছুটির মতো যানবাহনগুলো গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে।

এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়েছে।

কঠোর লকডাউনের আগেই বাড়ি ফিরতে হবে। তাই মঙ্গলবার সকাল থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ঘরে ফেরার প্রতিযোগিতা দেখা গেছে। লঞ্চ বন্ধ থাকলেও ফেরি, ট্রলার ও কিছু কিছু স্পিডবোটে করে পদ্মা পার হয়ে শিবচরের বাংলাবাজার ঘাটে আসছেন যাত্রীরা। ঘাট থেকে মাইক্রোবাস, থ্রি-হুইলার আর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন তারা।

‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে উন্নয়নের চাকা ঘুরছে’-ইত্তেফাক

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে উন্নয়নের চাকা ঘুরছে। পদ্মা সেতুসহ সব সেক্টরে সমানতালে উন্নয়ন হচ্ছে। দেশের সব উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ছদ্মবেশ ধারণ করেছে নতুন কোভিড ভাইরাস, আর টি-পিসিআর টেস্টকেও ফাঁকি দিচ্ছে-মানবজমিন

ছদ্মবেশে করোনা ভাইরাস

কোভিডের এই ভয়াবহ দ্বিতীয় সার্জ এ ভাইরাস কার্যত ছদ্মবেশ ধারণ করেছে বলে বিজ্ঞানীদের অনুমান। এর ফলে কোভিড নির্ণয়ের মাধ্যম আর টি-পিসিআর টেস্টও হার মানছে। দ্বিতীয় অভিঘাতে আক্রান্ত ১৫ থেকে ২০ শতাংশ রোগী আর টি-পিসিআরে নেগেটিভ হলেও সিটি স্ক্যান জাতীয় পরীক্ষায় পজিটিভ বলে ধরা পড়েছেন। এতদিন আর টি- পিসিআর টেস্টকে কোভিড নির্ণয়ের মহাঅস্ত্র বলে ধরা হত। সেই পরীক্ষাও ব্যর্থ হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে নতুন এই অভিঘাতে ভাইরাস কোষ বিভাজনের ফলে এমন চেহারা নিচ্ছে যার ফলে উপসর্গ থাকলেও পরীক্ষায় কোভিড নেগেটিভ কেস আসলে পজিটিভ হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ব্রঙ্কোস্কপির মতো কঠিন পরীক্ষার সাহায্যও নিতে হচ্ছে। ব্রঙ্কোস্কপি  হল নাক কিংবা গলার মধ্যে দিয়ে নল  ঢুকিয়ে ফুসফুস থেকে তরল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা।এর দ্বারা অনেকসময় পজিটিভ রোগীর সন্ধান মিলছে। কোভিডের সাধারণ উপসর্গগুলি না থাকলেও সাম্প্রতিক সার্জ এ বহু পজিটিভ কেসে দেখা গেছে রোগী পেটের পীড়া ও  হাই ফিভারে ভুগছেন। ইনস্টিটিউট অব লিভার এন্ড বাইলারি সায়েন্সেসের এসোসিয়েট অধ্যাপক ডা. প্রতিভা কালের পর্যবেক্ষণে ভাইরাসের নতুন উপসর্গ ধরা পড়েছে। এমনকি চোখে কনজাংকটিভাইটিস হলে অথবা স্রেফ সর্দি হলেও যে কোনো ব্যাক্তি কোভিড পজিটিভ হতে পারেন। অর্থাৎ, আর টি-পিসিআর টেস্টে নেগেটিভ হলেও নিশ্চিন্ত থাকার দিন শেষ।

হেফাজতের তাণ্ডব নিয়ে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি: কাদের-যুগান্তর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হেফাজতে ইসলাম দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে এবং জনগণ তথা রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছে; তা নিয়ে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি।

অবকাঠামো নির্মাণকাজ লকডাউনের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং শতভাগ মাস্ক পরিধান করে অবকাঠামো নির্মাণকাজ পরিচালনা করার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

হেফাজত নেতা মামুনুল প্রসঙ্গ: আ. লীগের বেশির ভাগ নেতা-মন্ত্রীর মুখ বন্ধ-কালের কণ্ঠ

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্টকাণ্ড এবং পরবর্তী সময়ে নানা ঘটনা ঘটে চললেও ‘বিস্ময়কর’ নীরবতা পালন করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশির ভাগ কেন্দ্রীয় নেতা ও সরকারের মন্ত্রী। তাঁরা নানা ইস্যুতে বরাবরই রাজনৈতিক প্রতিপক্ষকে তীব্র সমালোচনায় বিদ্ধ করে থাকেন। সমালোচনা করতে গিয়ে অনেক নেতা, মন্ত্রীর অতিকথন হাস্যরসেরও জন্ম দেয়। সেই বাগাড়ম্বর প্রিয় নেতা, মন্ত্রীরাও মামুনুল হকের বিরুদ্ধে মুখে কুলুপ এঁটেছেন। এ নিয়ে ক্ষমতাসীন দলের অনেক সাধারণ কর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতায় হেফাজত কর্মীসহ গ্রেপ্তার ৬০-প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে বিএনপি, জামায়াত ও হেফাজতের ১৬ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ১৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে হেফাজতের ১২৮ জন, বিএনপির ৩৭ জন ও জামায়াত-শিবিরের ৩ জন আছেন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

সাড়ে ৩ ঘণ্টার ধর্না শেষে গাঁধী মূর্তির পাদদেশ থেকে উঠলেন মমতা-আনন্দবাজার

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ময়দানে গাঁধী মূর্তির পাদদেশ থেকে নিজের ধর্না তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর পৌঁনে ১২টা নাগাদ ধর্নায় বসেন তিনি। তার পর দুপুর ৩টে নাগাদ সেখান থেকে উঠে যান মমতা।

সোমবার একটি নির্দেশিকা জারি করে মমতার ভোটপ্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। মমতার বিরুদ্ধে ভোটপ্রচারে ‘প্ররোচনামূলক’ মন্তব্যের অভিযোগ এনেছে তারা। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ভোটপ্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না মমতা। সোমবারই কমিশনের এই সিদ্ধান্তকে ‘অগতান্ত্রিক’ এবং ‘অসাংবিধানিক’ বলে উষ্মা প্রকাশ করে মমতা জানান, প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টা থেকে গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসবেন।

মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না, পদত্যাগ করা উচিত, বহরমপুর থেকে মমতাকে তোপ দিলীপের

মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারে শুধু ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞাতেই ‘সন্তুষ্ট’ হতে পারছেন না বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন 

মমতার আগে কমিশনের কোপে পড়েছেন শাহ-যোগীরাও, অল্পের জন্য 'ছাড়' পান মোদি-সংবাদ প্রতিদিন

 তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একা নন। বিতর্কিত মন্তব্য করে এর আগে নির্বাচন কমিশনের রোষের মুখে পড়তে হয়েছে বহু শীর্ষনেতাকে। তালিকায় আছে অমিত শাহ, যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), মায়াবতী, হিমন্ত বিশ্বশর্মাদের মতো নেতাদের নামও। এঁদের প্রত্যেকের উপরই চাপানো হয়েছিল নিষেধাজ্ঞা। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল খোদ প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধেও। যদিও, শেষপর্যন্ত তাঁকে কোনও শাস্তি পেতে হয়নি। শ্রোতবান্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।

এখনই এনআরসির কোনও পরিকল্পনা নেই, পাহাড়ের সভায় বড় ঘোষণা শাহর-সংবাদ প্রতিদিন

এখনই দেশে এনআরসি করার কোনও পরিকল্পনা নেই। পাহাড়ের সভায় বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। NRC নিয়ে গোর্খাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, তা দূর করতে তাঁদের যথাসম্ভব আশ্বস্ত করলেন শাহ। জানিয়ে দিলেন, “দেশে এখনই এনআরসির কোনও পরিকল্পনা নেই। আর যদি ভবিষ্যতে NRC হয়ও, তাতেও গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই। কারণ, আমার কোনও গোর্খা ভাই অনুপ্রবেশকারী নয়।”

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌৯

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।


 

ট্যাগ