এপ্রিল ১৫, ২০২১ ১৭:০০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৫ এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • লকডাউনের দ্বিতীয় দিনে চলাচল বেড়েছে- প্রথম আলো
  • ব্যর্থতা ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি' - দৈনিক কালেরকণ্ঠ
  • যে ১৮ শ্রেণীর মানুষের মুভমেন্ট পাস লাগবে না-যুগান্তর
  • সালথা তাণ্ডব: মূল হোতা পিকুল মোল্যা এখনো ধরাছোঁয়ার বাইরে- ইত্তেফাক
  • সরবরাহ কমে গেছে, ফলে চালের দামটা বেশি : অর্থমন্ত্রী- বাংলাদেশ প্রতিদিন
  • লকডাউনে সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে: ফখরুল- দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • বিজেপি সরকারের জন্যই করোনা ছড়াচ্ছে রাজ্য জুড়ে, তোপ অনুব্রত মণ্ডলের-আনন্দবাজার পত্রিকা    
  • দৈনিক আক্রান্তের সংখ্যা দু’‌ লক্ষ ছাড়াল, ২ এপ্রিল থেকে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ ভারতেই-আজকাল
  • এটা 'গণহহত্যা' শীতলকুচির ঘটনার তীব্র নিন্দা করে মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

লকডাউনের দ্বিতীয় দিনে চলাচল বেড়েছে- প্রথম আলো

লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশেই চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ রয়েছে। সড়কগুলোতে যান চলাচল খুবই কম। মোড়ে মোড়ে যানবাহন থামিয়ে চেক করছে পুলিশ। প্রধান প্রধান সড়কগুলোকে চেকপোস্ট বসানো হয়েছে। আবার কোনো কোনো সড়কপথ ব্যবহার বন্ধ রাখা হয়েছে। ফলে চলাচল করা ব্যক্তিদের খানিকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

ঢাকা ও চট্টগ্রামের সড়কে রিকশার দাপট দেখা গেছে। তবে ঢাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল বেশি। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশাও চলতে দেখা গেছে। ঢাকার প্রধান প্রধান সড়কগুলোতে চেকপোস্টের সামনে গাড়ির লম্বা লাইন দেখা গেছে।

সারা দেশে আট দিনের লকডাউন চলছে। তবে প্রথম দিন সরকারি ছুটি থাকায় মানুষের চলাচল কম ছিল। আজ বৃহস্পতিবার ব্যাংক, শেয়ারবাজার, শিল্পকারখানা খোলা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই চলাচাল বেড়েছে।

ব্যর্থতা ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি' – দৈনিক কালেরকণ্ঠ

বিএনপি নেতারা নিজেদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে নিজেদের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা সরকার জনগণের সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'জনগণের জন্যই শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি।' তিনি বলেন, 'সরকার নয়, বিএনপিই জনগণকে তাঁদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। তাদেরকে জনগণ ভোট দেয় না বলে সহিংসতা করেন, এখন জনগণের জানমালের ক্ষতি করছেন তাঁরা।'

২৬ মার্চ বিএনপির উসকানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছিল, তার ১৮ দিন পরে গত মঙ্গলবার বিএনপি বলেছে, ২৬ মার্চ সহিংসতার ঘটনা পরিকল্পিত -এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও তাই মনে করেন বলে উল্লেখ করেন তিনি। বলেন, 'সেদিনের এবং পরবর্তী ঘটনাবলী দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত ছিল এবং তা ছিল পরিকল্পিত।'

ওবায়দুল কাদের বলেন, 'এ পরিকল্পনায় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে উসকানি দিয়েছে বিএনপি এবং এ তাণ্ডবলীলা বিএনপি ও তার দোসরদের পূর্বপরিকল্পিত।'

যে ১৮ শ্রেণীর মানুষের মুভমেন্ট পাস লাগবে না-যুগান্তর

করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন। চলাচল ও বাইরে বের হওয়ার ক্ষেত্রে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। 

তবে ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতালে কাজ চলছে। জরুরি সেবা খাতগুলোও খোলা রয়েছে।  এ কারণে অনেকেই জরুরি প্রয়োজনে বের হচ্ছেন।

কারা বাইরে বের হতে পারবেন, কারা পারবেন না, এ নিয়ে ভুল–বোঝাবুঝির ঘটনাও ঘটছে। পুলিশ এমন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যারা জরুরি সেবার আওতায় পড়েছেন। পরিপ্রেক্ষিতে বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো সেটি জানিয়েছে পুলিশ সদর দপ্তর।  ১৮ শ্রেণীর মানুষের  চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র দেখালে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।

চলমান লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত যারা১. ডাক্তার২. নার্স৩. মেডিকেল স্টাফ৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ৫. ব্যাংকার৬. ব্যাংকের অন্যান্য স্টাফ৭. সাংবাদিক৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী১০. বেসরকারি নিরাপত্তাকর্মী১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী১২. অফিসগামী সরকারি কর্মকর্তা১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য১৫. ফায়ার সার্ভিস১৬. ডাকসেবা১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। এই সময়ে বাইরে বের হলেই জরিমানা গুনতে হচ্ছে মানুষকে। আজও রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা কার্যকর করা হয়েছে।  

সালথা তাণ্ডব: মূল হোতা পিকুল মোল্যা এখনো ধরাছোঁয়ার বাইরে- ইত্তেফাক

গত সোমবার (৫ এপ্রিল) রাতে ফরিদপুরের সালথা তাণ্ডবের ঘটনার মূল নেপথ্য নায়ক কথিত স্বেচ্ছা-সেবকলীগ নেতা ইমারত হোসেন পিকুল মোল্যা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।

তাণ্ডবের ঘটনায় তাকে আসামি করা হলেও তিনি প্রতিদিন ফেসবুক লাইনে এসে উপজেলা প্রশাসন নিয়ে নানা ধরণের উস্কানিমূলক পোষ্ট দিচ্ছেন। অথচ আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পাচ্ছেন না। এতে উপজেলা প্রশাসনসহ স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত পিকুলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে কে কী জাতীয় গুজব রটিয়ে সেদিন সাধারণ মানুষকে উত্তেজিত করেছিলো। ফুকরা বাজারে প্রশাসনিক এ্যাকশনের ঘটনাটি শেষ পর্যন্ত এ জাতীয় সংহিস তাণ্ডবের জন্ম কেন দিলো তা নিয়ে এলাকাবাসীসহ রাজনৈতিক নেতাদের আলোচনার শেষ নেই। অনুসন্ধানে এ ঘটনার নেপথ্যে একটি নামই বারবার উঠে এসেছে। তিনি হলেন সালথা উপজেলা স্বেচ্ছা-সেবকলীগের সভাপতি ইমারত হোসেন পিকুল।

সরবরাহ কমে গেছে, ফলে চালের দামটা বেশি : অর্থমন্ত্রী- বাংলাদেশ প্রতিদিন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাসের কারণে সারাবিশ্বই আমাদের চেয়ে অনেক দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর কারণে কৃষিকাজ কৃষকরা করতে পারেনি। স্বাভাবিক কাজ যেমন ব্যাহত হয়েছে তেমনি কৃষিও ব্যাহত হয়েছে। এর কারণে সরবরাহ কমে গেছে, ফলে চালের দামটা বেশি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি প্রাক-বাজেট আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘ধান, চাল এবং গম প্রকৃতির ওপর নির্ভরশীল। আমরা দাবি করি- আমরা খাদ্যশস্যে স্বাবলম্বী। খাদ্যশস্যে আমরা স্বাবলম্বী হতে পারি সেই বছর যে বছর আমাদের প্রকৃতি স্বাভাবিক থাকে। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে সেটা আমরা ধরে রাখতে পারি না। আমাদের এখানে যে পরিমাণ জমি, দক্ষতা ও সক্ষমতা আছে তা যথাযথ কাজে লাগাতে পারলে আমরা সফল সেই বছর।’

লকডাউনে সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে: ফখরুল- দৈনিক মানবজমিন

লকডাউনকে কেন্দ্র করে সরকার ক্র্যাকডাউনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্রাকডাউনে নেমে তারা আমাদের দলের ও অংগ সংগঠনগুলোর নেতাকর্মী ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। বৃহস্পতিবার দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, লকডাউনের সুযোগ নিয়ে ভয়াবহ করোনা ও রমজানে গ্রাম-শহর, পাড়া-মহল্লায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। সর্বত্র আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কেউ যাতে টু শব্দ উচ্চারণ করতে না পারে, সেজন্যই রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোকে লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে সরকার। নির্যাতন-নিপীড়ন, গুম-খুন ইত্যাদি অপকর্মের মাধ্যমে দেশকে এক ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিয়েছে তারা। এর মাধ্যমে দেশকে তারা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে। দেশকে বিএনপি শূন্য করাই যেন আওয়ামী শাসকগোষ্ঠীর এখন প্রধান লক্ষ্য।

বিজেপি সরকারের জন্যই করোনা ছড়াচ্ছে রাজ্য জুড়ে, তোপ অনুব্রত মণ্ডলের-আনন্দবাজার পত্রিকা 

রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ হিসাবে কেন্দ্রীয় সরকারকে দুষলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলে,ন ‘‘অন্য রাজ্যে ২৩৪টি আসনে এক দফায় নির্বাচন হচ্ছে। কিন্তু এ রাজ্যে ২৯৪টি আসনে নির্বাচন হচ্ছে ৮ দফায়। কেন?’’ তৃণমূল নেতৃত্ব আগেও রাজ্যে এতগুলি দফায় নির্বাচন করা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নই আরও একবার তুললেন অনুব্রত।

অনুব্রতর মতে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। পয়লা বৈশাখের দিন রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘‘আজ পয়লা বৈশাখ। আমি চাই রাজ্যের মানুষ যেন ভাল থাকেন। কোনও অশান্তি যেন না হয়।’’ এরপরই করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন অনুব্রত। বলেন, ‘‘করোনার জন্য আর কেউ দায়ী নয়। শুধু ধৃতরাষ্ট্র ও বিজেপি সরকার দায়ী। করোনা যদি কেউ এখানে এনে থাকে, তাহলে বিজেপি সরকার এনেছে। এ বার বাংলায় মানুষ চিন্তা করুন কী করবেন।’’

দৈনিক আক্রান্তের সংখ্যা দু’‌ লক্ষ ছাড়াল, ২ এপ্রিল থেকে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ ভারতেই-আজকাল

প্রথম ঢেউয়ে যা হয়নি, এবার তাই হল। এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের গণ্ডি ২ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৭৩৯ জন নতুন করে আক্রান্ত। এখন পর্যন্ত এদেশে আক্রান্ত ১ কোটি ৪০ লক্ষেরও বেশি। ২ এপ্রিল থেকে দুনিয়ায় সবথেকে বেশি করোনা সংক্রমণ হয়েছে এদেশেই। মোট আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই ভারতের স্থান। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ১ হাজার ৩৮ জন করোনা রোগী। এখন পর্যন্ত এদেশে করোনায় মারা গিয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় লক্ষাধিক সক্রিয় রোগী বেড়েছে। এখন দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৭১ হাজার ৮৭৭ জন। তার জেরে দেশের সমস্ত হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে শয্যা প্রায় নেই। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ার কারণে শ্মশান, কবরস্থানের হালও তথৈবচ। এই নিয়ে টানা ৫ দিন ধরে দেশে রোজ আক্রান্ত হচ্ছেন দেড় লক্ষেরও বেশি জন। আর টানা ৯ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি। দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে বেড়ে ২ লক্ষতে পৌঁছতে আমেরিকার সময় লেগেছিল ২১ দিন। কিন্তু ভারতে মাত্র ১১ দিনেই দৈনিক আক্রান্ত দ্বিগুণ হয়ে গেল। যা নিয়ে তীব্র উদ্বেগে প্রশাসন, চিকিৎসকমহল। 

করোনা আতঙ্কের মধ্যেই রাজ্যে ৬ সভা মোদির, বাড়তি সতর্কতা বিজেপির

একটা, দুটো নয়! রাজ্যে ভোটের আবহে আরও ৬টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আগামী দিন দশেকের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভাগুলি করবেন প্রধানমন্ত্রী। কিন্তু এই মুহূর্তে দেশের অন্যান্য প্রান্তের মতো এরাজ্যেও বাড়ছে করোনার সংক্রমণ। যা অতিরিক্ত চিন্তায় রাখছে বঙ্গ বিজেপির (BJP) নেতাদের। সব সতর্কতা মেনে প্রধানমন্ত্রীর জনসভাগুলিতে করোনা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হবে, সেসব নিয়েই আপাতত আলোচনা চলছে গেরুয়া শিবিরের অন্দরে। সেই সঙ্গে পরিকল্পিত কর্মসূচি ঠিকঠাক ভাবে পালন করা যাবে কি না তা নিয়ে চিন্তাও রয়েছে।

পার্সটুডে/এমবিএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।