মে ২৬, ২০২১ ১৬:৪৮ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

শ্রোতা/পাঠক! ২৬ মে বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

 

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • ঘূর্ণিঝড় ইয়াসে লন্ডভন্ড সেন্ট মার্টিনের পর্যটক জেটি-প্রথম আলো
  • ১৩ জুন থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী -ইত্তেফাক
  • বাংলাদেশের কেউ ইসরাইল গেলে শাস্তি পেতে হবে: -যুগান্তর
  • দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়: জি এম কাদের -কালের কণ্ঠ
  • নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ ব্ল্যাক ফাঙ্গাস : ওবায়দুল কাদের –দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • গণহারে টিকা দেয়া ‘অগ্রহণযোগ্য ভুল’- নোবেলজয়ী-দৈনিক মানবজমিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ঝড়ে ১ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্থ!‌ জানালেন মমতা ব্যানার্জি-দৈনিক আজকাল
  • কোভিডের কারণে সারা পৃথিবীতেই পুরুষের বন্ধ্যাত্ব বাড়ছে, বলছেন চিকিৎসকেরা-আনন্দবাজার পত্রিকা
  • ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ, ফের একদিনে করোনার বলি ৪ হাজারেরও বেশি-দৈনিক সংবাদ প্রতিদিন 

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১.কথাবার্তার প্রশ্ন (২৬মে)
১.ইসরাইলে কোনো বাংলাদেশি গেলে শাস্তি পেতে হবে। এ কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। কি বলবেন আপনি?
২. পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইসরাইলের সঙ্গে পরামর্শ করছে আমেরিকা। এর কারণ কি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ঘূর্ণিঝড় ইয়াসে লন্ডভন্ড সেন্ট মার্টিনের পর্যটক জেটি-প্রথম আলো

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের একমাত্র পর্যটক জেটি লন্ডভন্ড হয়ে গেছে। প্রতিবছর পর্যটন মৌসুমে দৈনিক ৫ থেকে ১২ হাজার পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা এই জেটি দিয়ে জাহাজে ওঠানামা করতেন।

গতকাল মঙ্গলবার রাত থেকে ঘূর্ণিঝড় ও জোয়ারের পানির উত্তাল ঢেউ জেটিতে আঘাত করতে থাকে। এতে জেটির পন্টুনে ফাটল দেখা যায়। আজ বুধবার সকালে উত্তাল সাগরের ঢেউ আঘাত হানলে জেটির অধিকাংশ পন্টুন, রেলিং ও সিঁড়ি নষ্ট হয়ে যায়। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমেদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, সেন্ট মার্টিন দ্বীপের প্রায় সাড়ে ১০ হাজার বাসিন্দা ও দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের সুবিধার্থে ২০০২-০৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে এই জেটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৩০০ মিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় চার কোটি টাকা। জেটি দেখভালের দায়িত্ব উপজেলা এলজিইডির। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে জেটির পার্কিং পয়েন্ট সম্পূর্ণ বিধ্বস্ত ও দুটি গাডার ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই জেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিবছর জেলা পরিষদ এই জেটি ইজারা দিয়ে লাখ লাখ টাকা আয় করলেও কোনো ধরনের মেরামতকাজে হাত দেয়নি। তবে গত বছর কিছু টাকা ব্যয় করে দুই পাশে দুটি লোহার পন্টুন স্থাপন করে। এই জেটি ব্যবহার করে টেকনাফ-সেন্ট মার্টিন, চট্টগ্রাম-কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে ১০টি জাহাজ পর্যটক পরিবহন করে আসছিল।

সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা ও রেডিও নাফের কর্মী জয়নাল আবেদীন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা পর্যটকেরা এই জেটি ব্যবহার করতেন। ইজারাদার টোল আদায় করে গেলেও কোনো ধরনের মেরামতকাজ না করায় জেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। শেষ পর্যন্ত ব্যবহারের অনুপযোগী হয়ে গেল।

দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়: জি এম কাদের -কালের কণ্ঠ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, 'দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।'

আজ বুধবার (২৬ মে) এক বিবৃতিতে একথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি আরো বলেন, 'করোনাকালে প্রমাণিত  হয়েছে দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউ-সহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে রোগীদের।' জি এম কাদের বলেন, 'দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমরা চাই বিনা চিকিৎসায় একজন রোগীরও যেন মৃত্যু না হয়। চিকিৎসাসহ মানুষের সব অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি।' 

বাংলাদেশের কেউ ইসরাইল গেলে শাস্তি পেতে হবে: -যুগান্তর

বাংলাদেশের কেউ ইসরাইল সফর করলে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।  তিনি বলেন, কোনো বাংলাদেশি যদি ইসরাইল সফর করেন, তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ।  এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।

সরকারের অনুমোদন সাপেক্ষে ভ্রমণ করা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা যেহেতু ইসরাইলকে স্বীকৃতি দিইনি, সে জন্য আমাদের অনুমতির প্রশ্নই ওঠে না। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিন জনগণের জন্য মেডিকেলসামগ্রী প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের হাতে উপহারসামগ্রী তুলে দেন। পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে সামনে রেখে ইসরাইল বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন।  

তিনি বলেন, কয়েক মাস আগে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইল বাদে’ এই শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে প্রশাসনিক কারণে এবং এর সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই। সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার সময় দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়টি সামনে চলে আসে।

তিনি বলেন, আমি আবারও বলতে চাই— আমাদের ফিলিস্তিন ও ইসরাইল নীতির কোনো পরিবর্তন হয়নি।  আমরা চাই না, এ বিষয় নিয়ে কেউ আবার ঝামেলা তৈরি করুক।

বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে একে আবদুল মোমেন বলেন, ১৯৭২ সাল থেকেই আমরা ফিলিস্তিনের পাশে থেকেছি। তবে আমরা ইসরাইলকে দেশ হিসেবে স্বীকার করি না।  যতদিন আমরা ইসরাইলকে স্বীকৃতি না দিচ্ছি, ততদিন কোনো বাংলাদেশি সেখানে যেতে পারবেন না। অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রশংসা করে বলেন, বাংলাদেশের জনগণ সবসময় আমাদের সঙ্গে ছিল এবং আছে।  সম্প্রতি এই সংকটময় মুহূর্তে বাংলাদেশিরা আমাদের জন্য অনেক সহায়তা দিয়েছে।

ফিলিস্তিনিদের সহায়তার জন্য সংগ্রহ করা অর্থ কীভাবে সেখানে পাঠানো হবে, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ওই অর্থ দিয়ে মেডিকেলসামগ্রী কিনে পাঠানো হবে।

১৩ জুন থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী -ইত্তেফাক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আগামী ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা ক্লাস নিতে পারব।

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ কারণে সংক্ষিপ্ত সিলেবাসে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ মে) দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মন্ত্রী জানান, চলতি বছরে এসএসএসি পরীক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি পরীক্ষার্থীরা ৮৪ দিন ক্লাসের পর পরীক্ষায় অংশ নেবে। আর ২০২২ সালের পরীক্ষার্থীরা যথাক্রমে ১৫০ দিন ও ১৮০ দিন ক্লাস করে পরীক্ষায় অংশ নেবে। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ মে খোলা হবে। পরে তা আরেক দফা বাড়িয়ে ২৯ মে করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি এবার ১২ জুন পর্যন্ত বাড়লো। চলমান করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে-বিপক্ষে নানা মত রয়েছে অভিভাবকদের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, বেশির ভাগ অভিভাবক স্কুল খোলার বিপক্ষে। যদিও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর জরিপ বলছে ভিন্ন কথা। সম্প্রতি পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণা জরিপে দেখা যায়, করোনার বর্তমান পরিস্থিতিতে দেশের ৯৭ শতাংশ অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চান। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিকের ১৯ শতাংশ ও মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী শিখতে না পারার ঝুঁকিতে রয়েছে।

নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ ব্ল্যাক ফাঙ্গাস : ওবায়দুল কাদের –দৈনিক বাংলাদেশ প্রতিদিন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে "ব্ল্যাক ফাঙ্গাস" নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবার মধ্যে এখনও স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি। জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়।

তিনি আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহবান জানান। তিনি সবাইকে যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। 

বিএনপি মহাসচিব উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার বিবৃতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ওবায়দুল কাদের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এ বিজয় অব্যাহত থাকবে।

গণহারে টিকা দেয়া ‘অগ্রহণযোগ্য ভুল’- নোবেলজয়ী-দৈনিক মানবজমিন

ভাইরাস বিশেষজ্ঞ ফরাসি এবং নোবেল পুরস্কার বিজয়ী লুক মন্টাগনিয়ার বলেছেন, গণহারে করোনার টিকা দেয়া একটি অগ্রহণযোগ্য ভুল। এর ফলে করোনা ভাইরাসের বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট সৃষ্টি হচ্ছে। করোনা মহামারিকালে গণহারে টিকা দেয়াকে তিনি ‘অচিন্তনীয়’ বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন- এটা হলো ঐতিহাসিক এক ভুল। এর ফলে বিপুল পরিমাণ মানুষ মারা যাচ্ছেন।

ভাইরাস বিশেষজ্ঞ ফরাসি এবং নোবেল পুরস্কার বিজয়ী লুক মন্টাগনিয়ার

তিনি ২০০৮ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন। তার দেয়া একটি সাক্ষাৎকার ভাষান্তর করে প্রকাশ করেছে রেয়ার ফাউন্ডেশন ইউএসএ। এতে তিনি ওই মন্তব্য করেছেন। সম্প্রতি এ খবর দিয়েছে অনলাইন লাইফ সাইট নিউজ।

 ভারতের বিস্তারিত খবর:

ঝড়ে ১ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্থ!‌ জানালেন মমতা ব্যানার্জি-দৈনিক আজকাল

বাংলায় আছড়ে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘‌ইরাস’‌। আর ইরাসের ভয়াল থাবায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভরা কোটালেও প্লাবিত একাধিক গ্রাম। নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ভরা কোটালে রাজ্যে ১ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। ভরা কোটালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নোনা জল ঢোকায় চাষের জমিগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। লবণাক্ত জমিতে নোনা স্বর্ণ ধান চাষ করতে হবে। নোনা জলের মাছেরও চাষ করতে হবে। দিঘা-‌মন্দারমণিতে দুর্যোগ মোকাবিলায় নামানো হয়েছে সেনা। ইতিমধ্যেই ১০ কোটি ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঝড়ের জন্য। দিঘা, রামনগর, নন্দীগ্রামের একাধিক গ্রাংমে ঢুকেছে সমুদ্রের জল। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আরেক উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও থাবা বসিয়েছে ঘূর্ণিঝড় ‘‌ইরাস’‌।

কোভিডের কারণে সারা পৃথিবীতেই পুরুষের বন্ধ্যাত্ব বাড়ছে, বলছেন চিকিৎসকেরা-সংবাদ প্রতিদিন

কোভিডের কারণে অনেকেরই হৃদযন্ত্র, ফুসফুস বা স্নায়ুর ক্ষতি হচ্ছে, চিকিৎসকেরা তা বহু দিন ধরেই বলছেন। হালের গবেষণায় উঠে এল আরও এক তথ্য। কোভিড সংক্রমণের ফলে পুরুষের যৌন ক্ষমতা হ্রাস পাচ্ছে। চলতি বছরের মার্চ মাসে ‘অ্যান্ড্রোলজি’ নামে পুরুষ মনস্তত্ত্ব নিয়ে প্রকাশিত হওয়া আন্তর্জাতিক এক জার্নালে এমনই দাবি করেছেন সারা পৃথিবীর বেশ কয়েক জন মনোবিদ।

কোভিড সংক্রমণ পরবর্তী স্বাস্থ্যের হাল নিয়ে সম্প্রতি এক সমীক্ষায় চালানো হয়েছিল ইতালির পুরুষদের উপর। সেই সমীক্ষার ফলই প্রকাশিত হয়েছে ‘অ্যান্ড্রোলজি’তে। সমীক্ষায় দেখানো হয়েছে, কোভিড সংক্রমণের ফলে বহু পুরুষের হৃদযন্ত্র এবং শিরা-ধমনীর নানা সমস্যা দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে যৌনাঙ্গে। পর্যাপ্ত পরিমাণে রক্ত সেখানে পৌঁছতে পারছে না। ফলে সঙ্গমকালে যৌনাঙ্গের শিথিলতা কাটিয়ে উঠতে পারছেন না এই আক্রান্ত পুরুষেরা। চিকিৎসার পরিভাষায় যাকে ‘ইরেকটাইল ডিসফাংশন’ (ইডি) বলা হয়, সেই সমস্যায় আক্রান্ত হচ্ছেন তাঁরা

২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ, ফের একদিনে করোনার বলি ৪ হাজারেরও বেশি-দৈনিক সংবাদ প্রতিদিন 

দীর্ঘদিন পর সামান্য স্বস্তি দিয়ে গতকালই ২ লক্ষের নিচে নেমেছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু বুধবার ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। ২৪ ঘণ্টায় লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যাও। ফলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ফের বাড়ল উদ্বেগ।

এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণ এখনও লাগামছাড়া মহারাষ্ট্রে। তারই মধ্যে চলতি বছরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। ফলে উদ্বেগ বেড়েই চলেছে। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার ৭৯৫-এ। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪,১৫৭ জন। গতকাল যে সংখ্যাটা ছিল সাড়ে তিন হাজারের খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ১১ হাজার ৩৮৮ জন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।