‘নরকে বাস করছি আমরা’ হতাশা দিল্লি হাইকোর্টের: গাজা-'তারা কেবলই শিশু ছিল'
শ্রোতা/পাঠক!২৯ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ৪০ দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ-ইত্তেফাক
- বিশ্বের যেকোন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত বাংলাদেশ : প্রধানমন্ত্রী -কালের কণ্ঠ
- আবরারের ‘খুনি’ বিটুর ক্লাসে ফেরা: বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন ৭ দিন স্থগিত -যুগান্তর
- ‘পরিস্থিতি স্বাভাবিক না হলে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে না’-শিক্ষামন্ত্রী-মানবজমিন –মানবজমিন
- আশুলিয়ায় চলন্ত বাসে দল বেঁধে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৬ -প্রথম আলো
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- মোদি-শাহর বিজেপি আর কত নামবে?আলাপনের বদলি নিয়ে ক্ষোভ তৃণমূলে-আজকাল
- ‘নরকে বাস করছি আমরা’, ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের অভাব নিয়ে হতাশা দিল্লি হাই কোর্টের -সংবাদ প্রতিদিন
- বিজেপি ভাঙন অব্যাহত, তৃণমূলে ফিরতে চান কাশেম আলি, কবিরুল ইসলামরা
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে না- কথাটি বলেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি। কী বলবেন আপনি?
২. ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের সংসদে বিল পাস। কীভাবে দেখছেন কুয়েতের এই সাহসী পদক্ষেপকে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
‘তারা কেবলই শিশু ছিল-মানবজমিন

শুক্রবার (২৮ মে) নিউইয়র্ক টাইমস তাদের প্রথম পাতায় ফিলিস্তিন এবং ইসরায়েলের নিহত শিশুদের ছবি এবং নাম ছাপিয়েছে। সংবাদের শিরোনাম ‘তারা কেবলই শিশু ছিল’।পত্রিকার একটি কপিতে দেখা যায় সেখানে মোট ৬৪ শিশুর ছবি ছাপানো হয়েছে। এ নিয়ে পত্রিকাটির ভেতরে ১০ থেকে ১১ পাতায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
শিরোনামের পর প্রতিবেদনের শুরুতেই লেখা হয়েছে- প্রাথমিক প্রতিবেদন অনুসারে এ মাসের সংঘর্ষে গাজায় ১৮ বছরের কম বয়সী ৬৭ শিশু এবং ইসরায়েলের দুই শিশু নিহত হয়েছে। তারা কেউ চিকিৎসক, কেউ শিল্পী, কেউবা নেতা হতে চেয়েছিল।
প্রতিবেদনে জানানো হয়- ইসরায়েল এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই গাজায় বারা আল ঘারাবলি নামের ৫ বছরের এক ছেলে মারা যায়। ১০ মে সন্ধ্যার ওই একই আঘাতে মোস্তফা ওবায়েদ নামে ১৬ বছরের আরেকজন নিহত হয়। প্রায় কাছাকাছি সময়ে ইয়াজান আল মাসরি (২), মারওয়ান আল মাসরি (৬), রাহাফ আল মাসরি (১০), ইব্রাহিম আল মাসরি (১১) নামে গাজায় একই পরিবারের চার চাচাতো ভাই মারা যায়। মুখলেস আল মাসরি নামে তাদের আরেক চাচাতো ভাই বলেন, ‘আমরা শেষ হয়ে গেছি।
আমাদের পরিবারের এই কষ্টের কথা কাউকে বুঝানো যাবে না’।নিহত শিশুদের বাবা-মা এর কাছে ‘কেমন লাগছে’ জিজ্ঞেস করলে বেশিরভাগ ক্ষেত্রেই একই উত্তর এসেছে- সব আল্লাহ্ এর ইচ্ছা।এর আগে পত্রিকাটির অনলাইনেও একই শিরোনামে (তারা কেবলই শিশু ছিল) সংবাদ প্রকাশিত হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই এ নিয়ে মন্তব্য করছেন।সংবাদ শিরোনামের দিকে ইঙ্গিত করে একজন লিখেছেন- তারা কেবল শিশু ছিল না, তাদের হত্যা করা হয়েছে শুধু তারা ফিলিস্তিনি শিশু ছিল বলে। অন্যজন লিখেছেন- ভাবি নি যে নিউ ইয়র্ক টাইমস এসব বিবেচনায় নেবে। তারা সাধারণত তাদের নীতি অনুযায়ী গল্পের অন্য দিকটাকে উপেক্ষা বা সংশোধন করে কিংবা কম গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করে।
আবরারের ‘খুনি’ বিটুর ক্লাসে ফেরা: বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন ৭ দিন স্থগিত-যুগান্তর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় আজীবন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরার প্রতিবাদে ডাকা আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
শুক্রবার রাতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ফেসবুক পেজে (বুয়েটিয়ান) এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুয়েট প্রশাসনের আশ্বাসে আগামী সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এর মধ্যেই বুয়েট প্রশাসন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। অন্যথায় আগামী সপ্তাহের পর সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আবারও কর্মসূচি গ্রহণ করা হবে।আবরার ফাহাদ হত্যার বিষয়ে শিক্ষার্থীরা কোনো আপস করবে না বলেও উল্লেখ করেন তারা।
গত ২২ মে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনলাইন ক্লাসে যোগদান করেন আশিকুল ইসলাম বিটু। কিন্তু শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তিনি আর ক্লাস করতে পারেননি। পরে খোঁজ নিয়ে জানা যায়, আদালতের স্টে অর্ডার নিয়ে বিটু চলমান টার্মের চারটি কোর্সে রেজিস্ট্রেশন করেছেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় বিটুকে পুনরায় স্থায়ী বহিষ্কারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে ২৯ মে পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। তা না হলে ৩০ মে থেকে ক্লাস বর্জনের আলটিমেটাম দেন তারা।এছাড়া বিটুর ক্লাসে ফেরার প্রতিবাদে গত বৃহস্পতিবার বুয়েট ক্যাম্পাসে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুয়েটের একাডেমিক কার্যক্রম হতে আজীবন বহিষ্কৃত ছাত্রের রিট পিটিশনের বিরুদ্ধে আপিল দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। আপিল দায়ের প্রক্রিয়াধীন আছে, যা আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-৪০ দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ-ইত্তেফাক

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। জীবনের ঝুঁকি নিয়ে আর্তমানবতার সেবা দিয়ে বিশ্বের ৪০টি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। ৪০টি দেশে জাতিসংঘের ৫৪টি শান্তিরক্ষা মিশন সম্পন্ন হয়েছে। এতে ১ লাখ ৭৬ হাজার ৬৬৯ জন বাংলাদেশি অংশ নিয়েছিলেন।জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বর্তমানে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় বাংলাদেশের ১৫৯ জন শান্তিরক্ষী মৃত্যুবরণ করেছেন। তার পরও জাতিসংঘ শান্তিরক্ষা-মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। তারা সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সঙ্গে মিশে গেছেন। বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকায় প্রশংসিত হয়ে সিয়েরালিওন তাদের দেশের প্রধান ভাষা বাংলা করতে চেয়েছিল। কিন্তু তাদের সংবিধান অনুযায়ী করতে না পারায় দেশটির দ্বিতীয় ভাষা এখন বাংলা। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে অদ্যাবধি বাংলাদেশি শান্তিরক্ষীর সর্বোচ্চ পেশাদারি মনোভাব, আনুগত্য ও সাহসিকতার পরিচয় দিয়ে চলেছেন। তাদের অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং আমাদের শান্তিরক্ষীরা শান্তিরক্ষা-মিশনে একটি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে।‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২১’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আশুলিয়ায় চলন্ত বাসে দল বেঁধে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৬-প্রথম আলো

ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে (২২) দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার সকালে ভুক্তভোগী তরুণী থানায় মামলা করেছেন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের মো. আরিয়ান (১৮), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনা এলাকার সাজু (২০), বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারি এলাকার সুমন (২৪) ও একই এলাকার সোহাগ (২৫), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গ্রামের সাইফুল ইসলাম (৪০) এবং নারায়ণগঞ্জের বন্দর থানার ধামঘর এলাকার মনোয়ার (২৪)। তাঁরা সবাই তুরাগ থানার কামারপাড়া ভাসমান এলাকায় ভাড়া থেকে আবদুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালাতেন।
ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জে স্বামী ও সন্তান নিয়ে থাকেন। তিনি সেখানে একটি পোশাক কারখানার শ্রমিক। তাঁর স্বামীর বাড়ি লালমনিরহাটে।
আশুলিয়া থানা-পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর বোন মানিকগঞ্জে থাকেন। গতকাল শুক্রবার তিনি বোনের বাসায় যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জে নিজের বাসায় ফেরার জন্য তিনি বাসে ওঠেন। রাত আটটার দিকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে তাঁকে নামিয়ে দেওয়া হয়। এ সময় বাসের জন্য তিনি অপেক্ষা করতে থাকেন। রাত নয়টার দিকে নিউ গ্রামবাংলা পরিবহনের একটি মিনিবাসের চালকের সহকারী মনোয়ার ও সুপারভাইজার সাইফুল ইসলাম এসে টঙ্গী স্টেশন রোডের কথা বলে তাঁর কাছে ৩৫ টাকা ভাড়া চান। তিনি মিনিবাসে উঠলে গন্তব্যে যাওয়ার আগেই সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। চালক বাসটি নিয়ে আবার নবীনগরের দিকে রওনা হন। এ সময় বাসের জানালা ও দরজা আটকে বাসের চালক, সহকারীসহ ছয়জন ওই নারীকে ধর্ষণ করেন। টহল পুলিশ বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ওই ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ খবরের সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এ ঘটনায় আজ সকালে ভুক্তভোগী তরুণী ওই ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন। রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
‘নরকে বাস করছি আমরা’, ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের অভাব নিয়ে হতাশা দিল্লি হাইকোর্টের-সংবাদ প্রতিদিন

“নরকে বাস করছি আমরা। সকলেই এই নরকে বাস করছি। এমন এক পরিস্থিতি যেখানে সবাই সাহায্য করতে চান অথচ প্রত্যেকেই অসহায়।” ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের অভাব নিয়ে দু’টি মামলার পরিপ্রেক্ষিতে এভাবেই হতাশা প্রকাশ করল দিল্লি হাই কোর্টের বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি যশমীত সিংয়ের ডিভিশন বেঞ্চ।
ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ পাওয়া যাচ্ছে না বলে দিল্লি হাই কোর্টে অভিযোগ জানানো হয়েছিল দুই রোগীর পক্ষ থেকে। সেই মামলার শুনানির সময়ই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দিল্লি হাই কোর্টের দুই বিচারপতি। আইনজীবী রাকেশ মালহোত্রা রোগীর পক্ষে সওয়াল করেন। তার জবাবেই বিচারপতিরা সরকার পক্ষের আইনজীবীর কাছে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ আমদানির কী পরিস্থিতি তা জানতে চান। অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতম শর্মা জানান, ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, রাশিয়া, জার্মানি, আর্জেন্টিনার, বেলজিয়াম এবং চিন থেকে ২ লক্ষ ৩০ হাজার লিপোসোমাল অ্যাম্ফোটেরিসিন-বি । অর্ডার দেওয়া হয়েছে। গত ২৪ মে এই অর্ডার দেওয়া হয়েছে।
এরপরই ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কবে এই অর্ডার ডেলিভারি হবে? তা সাধারণ মানুষের মধ্যে কীভাবে বিতরণ করা হবে? ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের হার যেভাবে বাড়ছে তাতে এই পরিমাণ ওষুধ কী পর্যাপ্ত হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত তথ্য সমেত আগামী সোমবারের মধ্যে দিতে বলা হয়েছে। উল্লেখ্য, রাজস্থান,তেলেঙ্গানা,পাঞ্জাব,পশ্চিমবঙ্গ-সহএকাধিক রাজ্যের মতো মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে নির্দেশিকা দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজল সেকথা জানিয়েছেন।
হার মেনে নিতে না পেরে বাংলার ক্ষতি করছে কেন্দ্র! মুখ্যসচিবের বদলির নির্দেশে ক্ষুব্ধ তৃণমূল-সংবাদ প্রতিদিন

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার কেন্দ্র সরকারের সঙ্গে কাজ করতে হবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়েই শুরু রাজনৈতিক তরজা। কেন্দ্রের বিজেপি সরকার প্রতিহিংসার পথে হেঁটে এহেন সিদ্ধান্ত নিয়েছে বলেই তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের।বিধানসভা নির্বাচনে ২০০ আসন পাওয়ার আশা প্রকাশ করেছিল বিজেপি । বর্তমানে ফল হয়েছে একেবারেই অন্যরকম। বিপুল ভোটে জয়লাভ করে ফের বাংলার মসনদে বসেছে তৃণমূল । আর এই ফলাফলকেই মানতে না পারায় কেন্দ্রের বিজেপি সরকার প্রতিহিংসার পথে হাঁটছে বলেই অভিযোগ কুণাল ঘোষের । তিনি বলেন, “বাংলার সরকার এবং মানুষের ক্ষতি করার উদ্দেশ্যেই করোনা এবং ঘূর্ণিঝড় ‘যশ’ পরবর্তী পরিস্থিতিতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ দিয়েছে কেন্দ্র।” তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্যও প্রায় একইরকম। কেন্দ্রের বিজেপি সরকার ভোটে হারার ফলে ‘নোংরামি’ করছে বলেই অভিযোগ তাঁর। তবে শুধু তৃণমূলই নয়, বামেরাও আলাপনের বদলির নির্দেশের বিরোধিতা করেছে। মোদি সরকার আক্রমণাত্মক সাম্রাজ্যবাদী শক্তির মতো আচরণ করছে বলেই অভিযোগ তাঁদের।
উল্লেখ্য, আগামী ৩১ মে পর্যন্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ ছিল। কিন্তু রাজ্যের তরফে আগেই কেন্দ্রের কাছে তাঁকে এই পদে বহাল রাখার আরজি জানানো হয়। রাজ্যের সেই দাবি মেনে মুখ্যসচিব পদে তাঁর মেয়াদ তিন মাসের জন্য বাড়িয়েও দেয় কেন্দ্র। এই আমলার কাজের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী । শুক্রবারই ‘যশ’ পরবর্তী প্রশাসনিক বৈঠকে দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বও দেওয়া হয় তাঁকে। তবে তার কয়েক ঘণ্টার মধ্যে আচমকা দিল্লি থেকে বদলির নির্দেশ আসে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ক্যাবিনেট কমিটির বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের কাজে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ মে সকাল ১০টায় দিল্লিতে নর্থ ব্লকে গিয়ে কাজে যোগ দিতে হবে তাঁকে। সেইমতো আলাপন বন্দ্যোপাধ্যায়কে যেন রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে মুখ্যসচিবের পদ থেকে অব্যাহতি দেয়। আর কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।