মে ৩১, ২০২১ ১২:৫৫ Asia/Dhaka
  • ভয়াবহ মাদক এলএসডির ১৫ গ্রুপ সক্রিয়  দেশে: মিতু হত্যা-কিলিং মিশনের প্রধান মুসা কোথায়?

শ্রোতা/পাঠক!৩১ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • মসনদ হারানোর পথে নেতানিয়াহু -প্রথম আলো
  • একবছর ধরে চলছে এলএসডির ব্যবসা, ১৫টি গ্রুপ সক্রিয় -ইত্তেফাক
  • সীমান্তে মানুষের আসা-যাওয়া চলছে-চাঁপাইনবাবগঞ্জের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির শঙ্কা রংপুরে-কালের কণ্ঠ
  • মিতু হত্যাকাণ্ড কিলিং মিশন প্রধান মুসা কোথায়?-যুগান্তর
  • প্রবাসীদের ফিরতে যত ভোগান্তি –মানবজমিন
  • ভূমি মন্ত্রণালয়ের অনেক কাজই হচ্ছে অনলাইনে -সমকাল

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • আলাপনকে ছাড়ছে না রাজ্য!‌ প্রধানমন্ত্রীকে চিঠি মমতার -আজকাল
  • মাসে একবার অনর্থক কথা বলে করোনাকে রোখা যাবে না’,মোদিকে বিঁধলেন রাহুল -সংবাদ প্রতিদিন
  • সরকার নেই, মাটির বাঁধে জীবনপণ-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয় বিবেচনা করতে হবে- একথা বলেছেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

২. গাজা যুদ্ধের পরাজয়ের জের ধরে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে দিতে তৎপর হয়ে উঠেছে বিরোধী রাজনৈতিক পক্ষ। কী বলবেন আপনি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

সীমান্তে মানুষের আসা-যাওয়া চলছে-চাঁপাইনবাবগঞ্জের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির শঙ্কা রংপুরে-কালের কণ্ঠ

সীমান্তে উদ্বেগ

রংপুরে করোনা শনাক্তের হার ১৬ শতাংশের বেশি হয়েছে। তারপরও অব্যাহত রয়েছে সীমান্তবর্তী মানুষের আসা-যাওয়া। এতে রংপুরে করোনার ভারতীয় ধরণ ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়াচ্ছে। বুড়িমারী স্থলবন্দরসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রতিদিন চিকিৎসা ও জীবিকার প্রয়োজনসহ নানা কাজে সহস্রাধিক মানুষ আসা-যাওয়া করছেন বিভাগীয় নগরী রংপুরে। তাদের মাধ্যমে করোনা সংক্রমণ আরো বেশি ছড়িয়ে পড়তে পারে-এমনটাই আশঙ্কা স্বাস্থ্য বিভাগের।

কর্মকর্তারা বলছেন বুড়িমারী, বাংলাবান্ধাসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে রংপুরে আসা-যাওয়া করছেন। সীমান্ত দিয়ে বৈধপথে দেশে আসাদের কোয়ারেন্টিনে রাখা হলেও সীমান্তবর্তী মানুষগুলো তাদের সংস্পর্শে থাকছেন। এছাড়া আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্তে অবৈধপথে চোরাকারবারীরা যাতায়াত করেন। তাদের মাধ্যমেও করোনা ছড়িয়ে পড়তে পারে।

মসনদ হারানোর পথে নেতানিয়াহু-প্রথম আলো

মসনদ হারানোর পথে নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের যবনিকা টানতে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। ইসরাইলের মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়ার লাপিড জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেন্নেটের সঙ্গে সমঝোতা চুক্তি করতে চলেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। রোববার এই চুক্তির পক্ষে অবস্থান জানিয়েছে বেন্নেটের দল, যাদের ছয়টি আসন ইসরাইলের জোট সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

গত মার্চে অনুষ্ঠিত ইসরাইলের জাতীয় নির্বাচনে আসনের দিক দিয়ে নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টির পরেই রয়েছে লাপিডের দল ইয়েস আতিদ। লাপিডকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ১১ দিনের হামলায় ওই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। ওই হামলার জের ধরে লাপিডের জোট শরিক হওয়ার দৌড়ে থাকা আরব ইসলামিস্ট রাম পার্টি আলোচনা থেকে বেরিয়ে যায়।

এখন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন জোগাড়ে লাপিডের (৫৭) হাতে ছিল আর মাত্র দুই দিন। শেষ সময়ে এসে উগ্র জাতীয়তাবাদী বেন্নেটের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সম্ভাব্য এই চুক্তি অনুযায়ী ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে মাত্র ছয় আসন নিয়েই ইসরেইলের প্রধানমন্ত্রী হতে চলেছেন বেন্নেট (৪৯)। ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উভয় পক্ষ যে চুক্তিতে সম্মত হয়েছে, সেখানে আগামী দুই বছরের জন্য বেন্নেট ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর মেয়াদের বাকি দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন লাপিড।

একবছর ধরে চলছে এলএসডির ব্যবসা, ১৫টি গ্রুপ সক্রিয়-ইত্তেফাক

ভয়াবহ মাদক এলএসডি

দেশে লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড (এলএসডি) মাদক সেবন ও ব্যবসার সঙ্গে ১৫টি গ্রুপ সক্রিয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আ. আহাদ।রোববার (৩০ মে) রাজধানীর পল্টন থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর শাহজাহানপুর, রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে এলএসডি সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গত এক বছর ধরে এলএসডি সেবন ও বিক্রির সঙ্গে তারা জড়িত। অনলাইনের মাধ্যমে তারা এই ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিল। উপ-পুলিশ কমিশনার মো.আ. আহাদ বলেন, তারা মূলত ইউরোপের বিভিন্ন দেশ থেকে এলএসডি মাদক সংগ্রহ করে থাকে।

মিতু হত্যাকাণ্ড কিলিং মিশন প্রধান মুসা কোথায়?-যুগান্তর

মিতু হত্যাকাণ্ড: কিলার বাহিনীর প্রধান মুসা কোথায়?

পুরস্কার ঘোষণার ৫ বছর পরও সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতুর কিলিং মিশনে নেতৃত্ব দেওয়া কামরুল ইসলাম সিকদার ওরফে মুসার হদিস পায়নি আইন প্রয়োগকারী সংস্থা। ২০১৬ সালের ৬ অক্টোবর সংবাদ সম্মেলন করে মুসাকে ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেন তৎকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) কমিশনার ইকবাল বাহার। তবে মুসার স্ত্রী পান্না আকতার দাবি করেন, মিতু হত্যার কয়েকদিন পর আত্মগোপনে থাকা অবস্থায় নগরীর বন্দর থানা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে মুসাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এরপর থেকে মুসার খোঁজ মিলছে না। মিতু হত্যার ঘটনায় নতুন করে তার বাবার মামলা এবং এ মামলার প্রধান আসামি বাবুল আকতার গ্রেফতার হওয়ার পর আবারও আলোচনায় এসেছে সেই মুসার নাম। কারণ বাবুল আকতার আগে স্বীকার না করলেও গ্রেফতারের পর পিবিআইর কাছে স্বীকার করেছেন মুসা তার সোর্স ছিলেন। কিলিং মিশন বাস্তবায়নের ৩ লাখ টাকার যে চুক্তি হয়েছিল সেই টাকা মুসাকেই পরিশোধ করা হয় বিকাশের মাধ্যমে। তাই এ মামলা প্রমাণের জন্য এখনও মুসার প্রয়োজনীয়তা রয়েছে। তবে শেষ পর্যন্ত মুসার হদিস পাওয়া না গেলে সে ক্ষেত্রে মামলা প্রমাণে কোন পথে এগোতে হবে সে বিষয়টি নিয়েও ভাবছে পিবিআই।

এদিকে মিতু হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী বাবুল আকতারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। জানা যায়, চট্টগ্রাম কারাগারে মিতু হত্যা মামলার এজাহারভুক্ত আরও চার আসামি রয়েছে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি না দেওয়া, মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তাদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন বাবুল আকতার। মূলত এ কারণেই তাকে চট্টগ্রাম কারাগার থেকে শনিবার ফেনী কারাগারে স্থানান্তর করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই বাবুল আকতারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ।

বিএনপির বিদেশে প্রভু রয়েছে, বন্ধু নেই: ওবায়দুল কাদের-যুগান্তর

শেখ হাসিনা দেশকে বিশ্বের মাঝে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীন ও ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতীয় স্বার্থে কারো কাছে মাথা নত করেনি আওয়ামী লীগ সরকার। বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু নেই বরং বিএনপির বিদেশে প্রভু রয়েছে, বন্ধু নেই। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে রোববার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রবাসীদের ফিরতে যত ভোগান্তি-মানবজমিন

তিন মাসের ছুটিতে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন মুন্সীগঞ্জের আহসানুল্লাহ। ২৬শে মে তার ফিরে যাওয়ার ফ্লাইট ছিল। কিন্তু সৌদি সরকারের নতুন নিয়মের কারণে বাংলাদেশ- সৌদির ফ্লাইট স্থগিত হওয়ায় তার ফ্লাইট বাতিল হয়ে যায়। এখন ফ্লাইট শুরু হলেও কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় আছেন তিনি। বিভিন্নভাবে চেষ্টা করেও এখন পর্যন্ত তিনি সৌদি ফ্লাইট শিডিউল পাননি। অন্যদিকে নতুন নিয়মের কারণে তাকে সৌদি ফিরে ৭ দিন নিজের খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। বাংলাদেশ থেকে একবার করোনা টেস্ট করে কোয়ারেন্টিনে থাকার পরও সৌদিতে দু’বার করোনা টেস্ট করাতে হবে। এর জন্য দিতে হবে অতিরিক্ত খরচ।

সব মিলিয়ে সৌদি যাত্রায় তাকে বাড়তি গুনতে হবে অন্তত ৭০ হাজার টাকা। একদিকে বাড়তি খরচের বোঝা, অন্যদিকে ফ্লাইটের প্রক্রিয়া সম্পন্ন করতেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। এ অবস্থায় কর্মস্থলে ফেরা নিয়ে চিন্তায় পড়েছেন তিনি। শুধু আহসানুল্লাহ নন, সৌদি, মালয়েশিয়া, কুয়েত, কাতারসহ বিভিন্ন দেশের প্রবাসীরা তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে চরম দুর্ভোগে পড়েছেন। এমনকি বিদেশে পৌঁছেও পড়তে হচ্ছে বিপদে।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

মাসে একবার অনর্থক কথা বলে করোনাকে রোখা যাবে না’, মোদিকে বিঁধলেন রাহুল-সংবাদ প্রতিদিন

প্রতি মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রীর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর কথা সকলেই জানেন। এমাসেও তার ব্যতিক্রম হয়নি। নিয়ম মেনে মে মাসের শেষ রবিবারও রেডিওতে শোনা গেল প্রধানমন্ত্রীর ভাষণ। আর তাঁর এই অনুষ্ঠানের আগেই মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটারে জানিয়ে দিলেন, এভাবে মাসে একদিন ‘অনর্থক’ কথা বলে করোনা ভাইরাসকে হারানো যাবে না।

ঠিক কী লিখেছেন রাহুল? কংগ্রেসের প্রাক্তন সভাপতি রবিবারের সকালে নিজের টুইটারে লেখেন, ‘‘করোনার সঙ্গে লড়তে হলে দরকার সঠিক ইচ্ছা, নীতি ও প্রতিজ্ঞা। মাসে একবার অনর্থক কথা বলে নয়।’’ প্রসঙ্গত, রাহুল বারবারই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন। গত শুক্রবারই তিনি অভিযোগ তোলেন, করোনার টিকাকরণের পরিকল্পনার ব্যর্থতার কারণেই করোনার দ্বিতীয় ঢেউয়ে এভাবে বিপর্যস্ত হয়েছে দেশ। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ জানান, করোনায় মৃত্যুর যে পরিসংখ্যান কেন্দ্র জানাচ্ছে, সেটাও সঠিক নয়। এবং কেন্দ্র যদি এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নেয়, তাহলে এমন ঢেউ এরপরও আসবে।

আলাপনকে ছাড়ছে না রাজ্য!‌ প্রধানমন্ত্রীকে চিঠি মমতার- আজকাল

রাজ্যের মুখ্যসচিব আলাপন ব্যানার্জিকে ছাড়ছে না রাজ্য। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মুখ্যসচিবকে ঘিরে যে টানাপোড়েন চলছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর কাছে অনুরোধ করছি, আলাপন ব্যানার্জিকে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দয়া করে প্রত্যাহার করুক কেন্দ্র। এর পাশাপাশি চিঠিতে ক্ষোভপ্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হঠাৎ কেন মুখ্যসচিবকে দিল্লিতে কাজে যোগ দিতে বলা হল, এরকম ঘটনা আগে তো হয়নি। নজিরবিহীন ঘটনা এটা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ