জুন ১৬, ২০২১ ১৫:১৯ Asia/Dhaka
  • পরীমনির ঘটনায় নতুন মামলা: 'বড় ভূমিকম্প হলে ঢাকার বেশিরভাগ ভবন ধসে পড়বে'

শ্রোতা/পাঠক!১৬ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • বাজেট ২০২১-২২-বেতন–ভাতা ও সুদে ব্যয় বাড়ছে, কমছে সেবা -প্রথম আলো
  • রাজধানীতে  ভূমিকম্প হলে - ধসে পড়বে নিচতলা -ইত্তেফাক
  • রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী -কালের কণ্ঠ
  • পরীমনিকে ধর্ষণচেষ্টা: অমিসহ ৩ জনের নামে পাসপোর্ট আইনে মামলা -যুগান্তর
  • রহস্যঘেরা অমির কর্মকাণ্ড নাসিরকে নিয়ে বিব্রত স্বজনরা –মানবজমিন
  • বার হোক কিংবা রিসোর্ট আইন অমান্য করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী -বাংলাদেশ প্রতিদিন
  •  
  • এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
  • আড়াই হাজারের বেশিই রয়েছে দৈনিক মৃত্যু-আনন্দবাজার
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রাজ্যপালের চিঠির কড়া জবাব দিল নবান্ন -আজকাল
  • মুম্বইয়ে প্রায় ৪০০ জনকে ‘ভুয়ো’ টিকাকরণ! আম্বানির হাসপাতালের প্রতিনিধি সেজে প্রতারণা -সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের বিক্ষোভ, পুলিশের বাধা। বিষয়টি নিয়ে কী বলবেন?

২. ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। বড় ধরনের কোনো সংঘর্ষ বাধার আশঙ্কা আছে বলে কী আপনি মনে করেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

রাজধানীতে  ভূমিকম্প হলে যা হবে- ১-ঢাকায় ভবনের দুর্বলতা গ্যারেজ, ভূমিকম্পে ধসে পড়বে নিচতলা-ইত্তেফাক

১৮৯৭ সালে ভারতের আসামে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের ১২৪ বছর পূর্ণ হয়েছে গত ১২ জুন। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এ ঘটনার প্রভাব পড়েছিল ২৫০ কিলোমিটার দূরে থাকা ঢাকাতেও, ভূমিকম্প তীব্রতার স্কেলে সেসময় রাজধানীর কম্পন ছিল সাতের বেশি। বর্তমান সময়ে একই দূরত্বে এই মাত্রার ভূমিকম্প হলে সেটার তীব্রতায় ঢাকায় কী প্রভাব পড়বে তা নিয়ে সাজানো হয়েছে ইত্তেফাক অনলাইনের তিন পর্বের বিশেষ প্রতিবেদন। আজ থাকছে প্রথম পর্ব।

মোটাদাগে দেশের সাধারণ মানুষ ভূমিকম্প সম্পর্কে সচেতন নয়। আসামের ভূমিকম্পের কথাও তাদের স্মৃতিতে নেই। ইত্তেফাক অনলাইনের সঙ্গে আলাপচারিতায় সংখ্যাগুরু মানুষ বিশ্বাসই করতে চাননি যে ১০০ বছর আগে ঘটা ভূমিকম্প একই বা অধিক শক্তিতে আবার ফিরতে পারে।

তবে বিশেষজ্ঞরা ইত্তেফাক অনলাইনকে জানিয়েছেন, এই মাত্রার একটি ভূমিকম্প নিশ্চিতভাবে আসবে। তবে কবে আসবে বা কখন আসবে তা বলা সম্ভব না হলেও দুর্যোগটি নিজের অস্তিত্ব জানান দেবেই। বিশেষজ্ঞদের অভিমত, ভূমিকম্পের সম্ভাব্য উৎপত্তিস্থল আসামের ডাউকি ফল্টের ৫০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সব স্থাপনা ভূমিকম্প সহনশীল হওয়া বাঞ্ছনীয়।

ঢাকার বহুতল ভবনগুলোর মূল দুর্বলতা কোথায়? দেখা গেছে, ঢাকার বহুতল ভবনের কার পার্কিং থাকে নিচতলায়। এই তলাটি শুধু কলাম বা পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। ভাবতে হবে যে- বিল্ডিংয়ের ওজন আছে, বসবাসরত মানুষের ওজন আছে, জিনিসপত্রের ওজন আছে। বিল্ডিংয়ের নিজের ওজনকে বলা হয় ডেডলোড, অন্যান্য সবকিছুর ওজনকে বলে লাইভ লোড।যেখানে শুধু কলাম থাকে সেটা বিল্ডিংয়ের বাকি তলাগুলোর তুলনায় দুর্বল। কারণ উপরের ফ্লোরগুলোয় কলামের পাশাপাশি পাঁচ ইঞ্চি দেওয়াল থাকে। নিচতলায় দেওয়াল নেই, শুধু কলাম। এই দুর্বলতাকে প্রকৌশলের ভাষায় বলে সফট স্টোরিড। অথচ ভূমিকম্পের সময় যে ফোর্স কাজ করে তা সবচেয়ে বেশি নিচতলায় প্রভাব পড়ে। তখন নিচের পিলার ভেঙে যায়।

বিশেষজ্ঞরা বলেন, এই ঘটনা প্রতিরোধ করতে নিচতলাকে শক্তিশালী করতে হবে। একে বলে রেট্রোফিটিং। কলামকে স্টিল জ্যাকেটিং করে এবং দুই কলামের মাঝে ব্রেসিং, সিয়ারওয়াল বা উইংওয়াল নির্মাণ করে দুর্বল কার পার্কিংয়ের তলাটিকে শক্তিশালী বা রেট্রোফিটিং করা যায়। আর একটি গুরুত্বপূর্ণ সমস্যা ভবনের নিচে পাইলের ক্যাপগুলো (মাথা) টাইবিম দিয়ে সংযুক্ত না করা। কম্পনের মুহূর্তে পাইলগুলো পার্শ্বশক্তির বিরুদ্ধে যাতে একজোট হয়ে কাজ করে, সে জন্য পাইলের ক্যাপগুলো টাইবিম দিয়ে সংযুক্ত করে দেওয়া অত্যাবশ্যক। বেশির ভাগ ভবনেই এই ত্রুটি বিদ্যমান।

এদিকে মধুপুর গড়ের দক্ষিণ প্রান্তে ঢাকা শহর অবস্থিত। গড়টা লালমাটির যেটা ইমারত নির্মাণের জন্য ভালো। জানা গেছে, বর্তমান ঢাকা মহানগরীর ৩৫ ভাগ হচ্ছে লালমাটির ওপরে এবং ৬৫ ভাগ হচ্ছে ভরাটকৃত জায়গায়। এগুলো বৈজ্ঞানিকভাবে যেভাবে ভরাট করা উচিত ছিল তা করা হয়নি। যদি লেয়ার বাই লেয়ার কমপ্যাক্টভাবে এটা ভরাট করা হতো তাহলে ফাউন্ডেশন ভালো করা যেত। ঢাকার যে ৬৫ ভাগ ভবন নতুন মাটির ওপর গড়ে উঠেছে তা ঝুঁকিপূর্ণ।একটি বড় ভূমিকম্প আসবেই তা জোর দিয়ে উল্লেখ করেছেন ভূ-তত্ত্ববিদ প্রফেসর ড. সৈয়দ হুমায়ূন আখতার। তিনি ইত্তেফাক অনলাইনকে বলেন, আসামের ডাউকি ফল্টের পূর্বপ্রান্তে গত ৫০০ বছরেও বড় ভূমিকম্প হয়নি। সেখানের সেই শক্তিটা এখনো বের হয়নি। এটা সেখানে সঞ্চিত হয়ে আছে। শক্তিটা আজ হোক, কাল হোক বের হবেই।রেট্রোফিটিং প্রসঙ্গে এই কাঠামো প্রকৌশলী বলেন, এটা করানোর জন্য ফ্ল্যাট মালিকদের রাজি করানো একটা বড় সমস্যা। ১৫ জন মালিকের মধ্যে ৭ জন রাজি হলে বাকি ৮ জন হয় না। তাই রেট্রোফিটিংও করা হয় না। এটা না করার ফলে বড় ভূমিকম্প হলে ঢাকার বেশিরভাগ ভবন ধসে পড়বে।

এমন ভূমিকম্পে ঢাকার পরিণতি সম্পর্কে ড. মল্লিক ইত্তেফাক অনলাইনকে বলেন, বড় ঝাঁকি আসলে ঢাকা শহরের খুবই করুণ পরিণতি হবে। আর ৭ তীব্রতার কম্পন হলে অবস্থা খারাপ হয়ে যাবে। ৭ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকবে এমন বিল্ডিং খুব কম।

পরীমনিকে ধর্ষণচেষ্টা: অমিসহ ৩ জনের নামে পাসপোর্ট আইনে মামলা-যুগান্তর

পরীমনির ধর্ষণ অভিযোগে নতুন মামলা

পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার তার সহকারী তুহিন সিদ্দিকী অমিসহ ৩ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আইনশৃংখলা বাহিনী জানিয়েছে, নায়িকা পরীমনিকে ফাঁদে ফেলতে অমিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রেফতার হওয়ার পর অমিকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। 

ক্লাবপাড়ায় অমিও একজন পরিচিত মুখ। তার বাবা তোফাজ্জল হোসেন এক সময় বিদেশে ছোটখাটো চাকরি করতেন। এরপর দেশে ফিরে ব্যবসা শুরু করেন।তবে সংসারে ভাগ্য ফিরে যখন ছেলে অমি আশকোনায় তাদের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের হাল ধরেন।  এখান থেকেই ১০২ টি পাসপোর্ট উদ্ধার করা হয়।  এই প্রতিষ্ঠানের আড়ালে নারী পাচার করেই প্রচুর অর্থ কামান তারা।  বিত্তশালী ও তাদের বখে যাওয়া সন্তানদের বিপথে নিতে অমির জুড়ি নেই।  ঢাকার উত্তরা ও আশকোনায় তাদের একাধিক বাড়ি ও প্লট রয়েছে। ওই এলাকায় এক নামে তাকে সবাই চেনেন। 

শত শত কর্মী বিদেশে পাঠিয়ে ও প্রতারণা করে কোটি কোটি টাকার মালিক হন অমি। বিদেশে কর্মী পাঠানোর সূত্র ধরে সাবেক এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে অমির পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অমিদের একাধিক আলিশান বাড়িতে রয়েছে সুইমিংপুলও। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। সেখানে অনেক সম্পদ গড়েছেন। মালয়েশিয়ায় সেকেন্ড হোমও গড়েছেন অমি। দক্ষিণখানে একটি রিসোর্টের আড়ালে প্রায় প্রতিদিন মদ-জুয়ার আসর বসাতেন তিনি। ওই রিসোর্ট তার ‘রঙশালা’ নামে পরিচিত।

সূত্রে আরও জানা গেছে, নাসির ও অমির সিন্ডিকেট আগেও অনেক নারীর ওপর একই ধরনের নিপীড়ন চালিয়েছে। তবে নানা ভয়-ভীতি ও প্রলোভন দিয়ে তাদের মুখ বন্ধ রাখা হয়। এবারও তাদের বিশ্বাস ছিল, পরীমনির ঘটনা তারা ধামাচাপা দিতে পারবেন।অবশেষে পরীমনিকাণ্ডে তাদের দীর্ঘদিনের কুকর্ম সামনে এলো।

প্রসঙ্গত, ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

বেড়েছে ব্যাংক খাতের খেলাপি ঋণ-প্রথম আলো

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের পুরো সময় ঋণ পরিশোধে বিশেষ সুবিধা পান ব্যবসায়ীরা। নীতি সুবিধার কারণে ওই সময়ে ঋণের টাকা পরিশোধ না করেও কেউ খেলাপি হননি। তবে চলতি বছরে ওই বিশেষ সুবিধা বহাল রাখেনি কেন্দ্রীয় ব্যাংক। ফলে বছরের প্রথম তিন মাসেই ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা বেড়েছে। তাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৮৫ কোটি টাকা-মোট ঋণের ৮ দশমিক শূন্য ৭ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের মার্চের তথ্য অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে সরকারি-বেসরকারি প্রায় সব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। এর মধ্যে করোনায় ক্ষতিতে পড়া ব্যবসায়ীরা যেমন আছেন, আবার পুনঃতফসিল করা ঋণও নতুন করে খেলাপি হয়ে পড়েছে। ফলে সামনের দিনে ব্যাংকের খেলাপি ঋণের বোঝা আরও বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যাংকাররা।

বাজেট ২০২১-২২-বেতন–ভাতা ও সুদে ব্যয় বাড়ছে, কমছে সেবা-প্রথম আলো

আগামী অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন এবং ঋণের সুদ বাবদ বরাদ্দ ১ লাখ ৬৬ হাজার ৫৫৩ কোটি টাকা। এনবিআরের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

বাজেটের আকার ৬,০৩,৬৮১ কোটি টাকা, এর মধ্যে ঋণ নিতে হবে ২,১৪,৬৮১ কোটি টাকা।আয়কর, ভ্যাট ও শুল্ক-কর বাবদ এনবিআরের সংগ্রহ লক্ষ্যমাত্রা ৩,৩০,০০০ কোটি টাকা।সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও সুদ পরিশোধে বরাদ্দ ১,৬৬,৫৫৩ কোটি টাকা। বেতন-ভাতায় ৬৯,৭৫৫ কোটি, সুদ পরিশোধে ৬৮,৫৮৯ কোটি এবং পেনশনে ২৮,২০৯ কোটি টাকা বরাদ্দ।২০১৫ সালের বেতন কমিশন অনুযায়ী এক লাফে বেতন বেড়েছিল ১০১ শতাংশ। সরকারি চাকরি থেকে অবসরভোগীদের জন্য উচ্চ সুদের বেশি সঞ্চয়পত্র কেনার সুযোগ রাখা আছে। রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ

'রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধানে আমরা সবসময়ই আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছি। সমস্যার মূল কারণগুলো খুঁজে বের করে, তা সমাধানের কথা বলেছি। বিশেষ করে তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে নিরাপদে এবং মর্যাদাপূর্ণভাবে নিজেদের দেশে টেকসই প্রত্যাবর্তনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে আসছি।'মঙ্গলবার (১৫ জুন) জাতিসংঘে বাংলাদেশ মিশন আয়োজিত ‘মিয়ানমারের বর্তমান পরিস্থিতি: সংখ্যালঘু রোহিঙ্গাদের অবস্থা’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল আলোচনায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে এখন পর্যন্ত কার্যকর কোন সমাধান না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চাইলেন তিনি।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

আড়াই হাজারের বেশিই রয়েছে দৈনিক মৃত্যু-আনন্দবাজার

বিস্তারিত খবরে লেখা হয়েছে,নিয়ন্ত্রণেই রয়েছে ভারতের কোভিড সংক্রমণ। গতকালের তুলনায় একটু বাড়লেও ৬০ হাজারের কাছেই রয়েছে তা। মোটা কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ছাড়িয়ে গেছে। আর ভারতে মোটি মারা গেছেন করোনায় ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় আজকের পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, টিকার দুটি ডোজেই মুক্তি নেই, এরপরে দরকার হতে পারে বুস্টার, বলেছেন চিকিৎসকরা।

মুম্বইয়ে প্রায় ৪০০ জনকে ‘ভুয়ো’ টিকাকরণ! আম্বানির হাসপাতালের প্রতিনিধি সেজে প্রতারণা-সংবাদ প্রতিদিন

করোনার প্রকোপ কমাতে টিকাকরণের গতি যে আরও বাড়ানো দরকার তা বারবার বলেছেন বিশেষজ্ঞরা। সেইমতো সরকারি ও বেসরকারি কেন্দ্রে চলছে টিকাকরণ। কিন্তু যদি টিকা নেওয়ার পরে জানা যায়, আদপেই কোভিড টিকা দেওয়া হয়নি! ‘ভুয়ো’ টিকা দিয়ে ঠকানো হয়েছে? এমনই অভিজ্ঞতা মুম্বইয়ের কান্দিভালি এলাকার এক আবাসনের বাসিন্দাদের। সেখানে ভুয়ো টিকাকরণের শিকার হতে হয়েছে ৩৯০ জনকে!রাজেশ পাণ্ডে নামের এক ব্যক্তি ওই আবাসন চত্বরে টিকাকরণের ব্যবস্থা করেন। তিনি একা নন, একাজে তাঁকে সাহায্য করেন সঞ্জয় গুপ্তা নামের এক ব্যক্তি। মহেন্দ্র সিং নামের এক ব্যক্তি টিকার দাম সংগ্রহের কাজ করেন। এই তিনজন ছাড়া আরও কেউ এই চক্রে শামিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।একটি টিকার মূল্য ১২৬০ টাকা ধরে সব মিলিয়ে আবাসনের বাসিন্দাদের থেকে প্রায় ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রাজ্যপালের চিঠির কড়া জবাব দিল নবান্ন- আজকাল

বিস্তারিত খবরে লেখা হয়েছে,গতকাল দিল্লি উড়ে গেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রাজ্যপালের। এমনকি আলোচনা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। আর দিল্লিা যাওয়ার আগে রাজ্যকে কড় চিঠি দিয়েছেন ধনখড়। এদিকে চিঠি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যপালের চিঠির কড়া জবাব দিয়েছে রাজ্যের পক্ষ থেকে।সেখানে বলা হয়েছে রাজ্যপালের তোলা অভিযোগের সবই সাজানো।তিনি যা বলেছেন, প্রকৃত ঘটনা তা নয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ