জুন ২৯, ২০২১ ১৯:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৯ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মগবাজারে বিস্ফোরণ: ধ্বংসস্তুপে পাওয়া গেল সেই হারুনের লাশ–যুগান্তর
  • পরীমনির মামলায় জামিন পেলেন নাসির ও অমি- প্রথম আলো
  • করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়ালো, আরও ১১২ জনের মৃত্যু-ইত্তেফাক
  • নিম্নমানের বিটুমিন আমদানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা-কালের কণ্ঠ
  • ডা. জাফরুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনায় ১০ মুক্তিযোদ্ধার উদ্বেগ-বাংলাদেশ প্রতিদিন
  • তাপসের প্ররোচনায় ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেছে দুদক: খোকন-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • বিধানসভা ধরে ধরে হারের ময়নাতদন্ত চাই, বিজেপি-র শীর্ষ বৈঠকে পরামর্শ শুভেন্দুর -আনন্দবাজার
  • বিজেপির কালসাপরা বোমা মারলে, রামদাওয়াই দেওয়া হবে’! বিস্ফোরক তৃণমূল বিধায়ক -আজকাল
  • বিধানসভা অধিবেশনে ভাষণের খসড়ায় আপত্তি রাজ্যপালের, মুখ্যমন্ত্রীকে তলব রাজভবনে -সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত।

পরীমনির মামলায় জামিন পেলেন নাসির ও অমি-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় আসামি নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিজেএম) জামিন মঞ্জুর করেন। ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সাভার থানায় করা চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে হাজির করা হয়। তাঁদের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে বক্তব্য তুলে ধরা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে পাঁচ হাজার টাকা মুচলেকায় তাঁদের জামিন মঞ্জুর করেন। তবে যুগান্তরের খবরে লেখা হয়েছে, জামিন পেলেও তারা মুক্তি পাচ্ছেন না।

এদিকে বিমানবন্দর থানার মাদক আইনের মামলায় নাসিরের জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।এছাড়া বিমানবন্দর থানায় মাদক, মানবপাচার ও পাসপোর্ট আইনে মামলা থাকায় গ্রেফতার রয়েছেন আসামি অমি। তাই তারা এখনই কারামুক্ত হতে পারছেন না বলে আদালত সূত্রে জানা যায়। এর আগে গত ২৩ জুন পরীমনির মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান এই দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন। ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মগবাজারে বিস্ফোরণ: ধ্বংসস্তুপে পাওয়া গেল সেই হারুনের লাশ –যুগান্তর

বিস্তারিত খবরে লেখা হয়েছে,রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ নিরাপত্তাকর্মী হারুনুর রশিদের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে ধ্বংসস্তুপ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন হারুন। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের দিনই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকেই।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবারও বাড়ল-প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে,দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসায় চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে । আজ শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। লকডাউনও কার্যকর হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে এই ছুটি বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছুটি ছিল ৩০ জুন পর্যন্ত ।

তাপসের প্ররোচনায় ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেছে দুদক: খোকন-মানবজমিন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুদক ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, মেয়র তাপস নিজের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে বারবার আমার ওপর অভিযোগ করে আসছেন।

জাতীয় সংসদে অর্থ বিল পাস-ইত্তেফাক

জাতীয় সংসদে কতিপয় সংশোধনীসহ অর্থ বিল-২০২১ পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার (২৯ জুন) বিলটি পাসের প্রস্তাব করেন। প্রথম আলোর  এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, নগদ টাকা, শেয়ারবাজার, জমি-ফ্ল্যাটে কালোটাকার সুযোগ থাকল।

এদিকে করোনার টিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন,ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ভ্যাকসিন নিয়ে এখন আর কোনো সমস্যা হবে না। চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে। জুলাই থেকেই আবারও গণটিকা দেওয়া শুরু হবে।’অন্যদিকে যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি আমলে নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাস্থ্য খাতের অনিয়ম এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু দুর্নীতি কমানোর জন্য কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বিধানসভা অধিবেশনে ভাষণের খসড়ায় আপত্তি রাজ্যপালের, মুখ্যমন্ত্রীকে তলব রাজভবনে-সংবাদ প্রতিদিন

রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর আগেই রাজ্যপালের লিখিত ভাষণ পাঠ ঘিরে ফের নবান্নের সঙ্গে রাজভবনের টানাপোড়েন আরও একদফা তুঙ্গে পৌঁছে গেল। অধিবেশনের শুরুতে রাজ্যপাল যে ভাষণ পাঠ করবেন তার খসড়া রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্তের পরই আইন মোতাবেক নবান্ন ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে। সাংবিধানিক রীতি মেনে রাজভবনে পৌঁছে যাওয়া ওই খসড়া আগামী ২ জুলাই, শুক্রবার দুপুর দু’টোয় জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) পাঠ করার কথা। কিন্তু সোমবার উত্তরবঙ্গ থেকে ফিরে রাজ্যপাল ওই খসড়ায় কিছু লাইনে তাঁর আপত্তি জানিয়ে পরিবর্তনের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। কিন্তু নবান্ন সূত্রে খবর, রাজ্যপাল ডাকলে সাংবিধানিকভাবে রাজভবনে যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কোনও আপত্তি নেই। চা খেতে বা কথা বলতেও কোনও অসুবিধা নেই মুখ্যমন্ত্রীর। তবে রাজ্যপাল যদি লিখিত ভাষণের খসড়া পরিবর্তনের জন্যই ডাকেন তা হলে মুখ্যমন্ত্রীর যাওয়া সম্ভব নয়।

বিধানসভা ধরে ধরে হারের ময়নাতদন্ত চাই, বিজেপি-র শীর্ষ বৈঠকে পরামর্শ শুভেন্দুর-আনন্দবাজার

নীলবাড়ির লড়াইয়ে বিজেপি-র বিপর্যয়ের কারণ খুঁজে বার করতে বিধানসভা ধরে-ধরে ফলাফলের ময়নাতদন্ত চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্য বিজেপি-র কার্যকারিণী বৈঠকে এই কথাই বলেছেন নন্দীগ্রামের বিধায়ক। তবে ‘দাবি’ আকারে নয়, পরামর্শ দেওয়ার সুরেই হারের কারণ খোঁজা উচিত বলে নিজের বক্তব্যে জানিয়েছেন তিনি। এ নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে চান বলেও বৈঠকে জানান শুভেন্দু। বিজেপি সূত্রের খবর, শুভেন্দু জানিয়েছেন, যিনি যত বড় নেতাই হোন না কেন, তাঁকে নিজের এলাকায় সময় দিতে হবে। নিজের বুথে যেন দল জয় পায়, তা নিশ্চিত করতে হবে।

বিজেপির কালসাপরা বোমা মারলে, রামদাওয়াই দেওয়া হবে’! বিস্ফোরক তৃণমূল বিধায়ক-আজকাল

বিধানসভা ভোট মিটলেও প্রায়ই তৃণমূল-‌বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে অশোকনগর। এই বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় প্রায়ই অসান্তির খোঁজ মেলে। অশোকনগরে একটি রক্তদান শিবিরে যোগ দেন সেখানকার বিধায়ক নারায়ণ গোস্বামী। আর রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চ থেকেই বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন নারায়ণ গোস্বামী। এ প্রসঙ্গে নারায়ণ গোস্বামী বলেন, ‘অশোকনগরে বিজেপির লোকেরা অশান্তি করছে। অশান্তি করছে যারা তারা হল কালসাপ। ওদের চিনে রাখুন। আর এই কালসাপরা অশান্তি করলেই এবার থেকে রামদাওয়াই দেওয়া হবে। পরিকল্পনা করে ঝামেলা করছে বিজেপি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ