জুলাই ০৩, ২০২১ ১৭:১৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ জুলাই শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • অক্সিজেন সংকট, আবারও তোপে স্বাস্থ্যমন্ত্রী-প্রথম আলো
  • 'বিএনপির কাজ হলো সরকার ও দেশের অর্জনকে বিতর্কিত করা' -কালের কণ্ঠ
  • টিকা দেওয়া শেষ হলেই খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৮০ হাজার ছাড়াল-যুগান্তর
  • সাতক্ষীরায় চিরকুট লিখে করোনা রোগীর আত্মহত্যা–মানবজমিন
  • দেশে এসেছে করোনার ৪৫ লাখ ডোজ টিকা-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • তুষারকে সরাতে প্রধানমন্ত্রীর পর এ বার রাষ্ট্রপতির কাছে দরবার করতে চায় তৃণমূল-আনন্দবাজার
  • ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ: সকাল থেকে 'চোর-পুলিশ' খেলছে বিজেপি-আজকাল
  • ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে কতটা সক্ষম Covaxin? কী বলছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্ট?-সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

অক্সিজেন সংকট, আবারও তোপে স্বাস্থ্যমন্ত্রী-প্রথম আলো

জাতীয় সংসদে আবারও বিরোধী দলের সাংসদদের লক্ষ্যবস্তু হলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন তাঁরা। এক সাংসদ মন্ত্রীকে লজ্জাহীন উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেন।

সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংসদেরা মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন। এ সময় স্পিকার শিরীন শারমীন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে ছিলেন। তবে স্বাস্থ্যমন্ত্রীকে অধিবেশনকক্ষে দেখা যায়নি।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অক্সিজেন সংকটের কথা প্রথম তোলেন বগুড়ার বিএনপির সাংসদ জি এম সিরাজ। তিনি বলেন, অক্সিজেনের অভাবে বগুড়ায় ২ দিনে ২৪ জন মারা গেছেন। কোভিডের জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতাল ২৫০ বেডের। এর মধ্যে আইসিইউ বেড আছে আটটি। কিন্তু হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মাত্র দুটি। ফলে বাকি আইসিইউ বেড কোনো কাজেই লাগছে না। তিনি জানান, বগুড়ায় ৩টি হাসপাতালের ৪৫০টি বেড রোগীতে ঠাসা। নতুন রোগী ভর্তি হতে পারছেন না। প্রতিটি হাসপাতালে ২০টি হাই ফ্লো অক্সিজেন সরবরাহের দাবি জানান তিনি।

'বিএনপির কাজ হলো সরকার ও দেশের অর্জনকে বিতর্কিত করা' -কালের কণ্ঠ

'বিএনপির কাজ হলো সরকার ও দেশের অর্জনকে বিতর্কিত করা। ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে তাঁদের জুড়ি নেই। করোনার শুরু থেকে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে বিএনপি, এখনো করছে।' 

আজ শনিবার (৩ জুলাই) নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, 'করোনা মহামারির এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে, তাঁরা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বুঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে।'

টিকা দেওয়া শেষ হলেই খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

দেশে চলমান টিকাদান কার্যক্রম শেষ হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ অধিবেশনে তিনি আরও বলেন, ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে। যত টাকা লাগে দেওয়া হবে, আরও টিকা নিয়ে আসা হবে দেশে। সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। দেশের ৮০ ভাগ মানুষকে বিনামূল্যে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, ঈদুল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান তিনি। গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না বা সংক্রমণও এতটা বাড়ত না।

বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৮০ হাজার ছাড়াল-যুগান্তর

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাস। উপরন্তু বিশ্বের বিভিন্ন দেশে নিত্যনতুনরূপে হানা দিচ্ছে করোনা। 

গেল ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৮ হাজার ২৮০ জন মানুষের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি।

এ নিয়ে বিশ্বজুড়ে মোট কোভিডে আক্রান্ত ১৮ কোটি ৩৮ লাখ ছাড়িয়ে গেছে। আর প্রাণহানি হয়েছে ৩৯ লাখ ৮০ হাজার ৩৪৮ জনের। 

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৭৫৮ জন। 

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৯৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ১৬১ জনের

সাতক্ষীরায় চিরকুট লিখে করোনা রোগীর আত্মহত্যা–মানবজমিন

সাতক্ষীরায় চিরকুট লিখে করোনা আক্রান্ত এক রোগী আত্মহত্যা করছেন। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে। শনিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহননকারী ব্যক্তির  নাম আজগার আলী (৬০)। তিনি ইলিশপুর গ্রামের  জালাল উদ্দীনের ছেলে ।কলারোয়ার উপজেলার কেরালকাতা ইউপি চেয়ারম্যান গোলাম মোরশেদ  জানান, আজগর আলি ১৪ দিন ধরে করোনা পজিটিভ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে তিনি বাড়ির পাশে আম গাছে ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।কলারোয়ার থানার এসআই রেজাউল ইসলাম জানান, আজগার আলি আত্মহত্যার আগে একটি চিঠি লিখে গেছেন, করোনার চিকিৎসার জন্য  প্রচুর টাকা খরচ হচ্ছে। খরচের টাকা তিনি সামলাতে পারছেন না।

দেশে এসেছে করোনার ৪৫ লাখ ডোজ টিকা-বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাস প্রতিরোধে মর্ডানা ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা এসেছে দেশে। এর মধ্যে মর্ডানার ২৫ লাখ ডোজ টিকা আর সিনোর্ফামের ২০ লাখ ডোজ টিকা।

গতকাল শুক্রবার দিবাগত রাতে প্রথম ফ্লাইটে মর্ডানা উদ্ভাবিত করোনা টিকার প্রথম চালান আসে রাত সাড়ে ১১টায় (২৫ লাখ ডোজের অর্ধেক)। আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এর দ্বিতীয় ফ্লাইটে বাকি প্রায় অর্ধেক মর্ডানার টিকা।। 

এদিকে, গতকাল রাত সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের প্রথম চালানের ১০ লাখ এবং আজ ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের বিশেষ দ্বিতীয় ফ্লাইটে আরও দশ লাখ (মোট ২০ লাখ) ডোজ টিকা এসেছে।

তুষারকে সরাতে প্রধানমন্ত্রীর পর এ বার রাষ্ট্রপতির কাছে দরবার করতে চায় তৃণমূল-আনন্দবাজার

দেখাই হয়নি, সেখানে বৈঠকের প্রশ্ন উঠছে কোত্থেকে? এই মর্মেই শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নিয়ে পিছু হটতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁর অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এ বার সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবার করতে চলেছেন তাঁরা। একই সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়েও রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো হতে পারে বলে দলীয় সূত্রে খবর। দলের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে আলোচনা করছেন বলে জানা গিয়েছে।

নারদ মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)-এর আইনজীবী তুষার। আর ওই মামলার অন্যতম অভিযুক্ত নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। দিল্লি সফরে গিয়ে বৃহস্পতিবার তিনি তুষারের বাসভাবনে যান এবং সেখানে দু’পক্ষের মধ্যে বৈঠক হয় বলে দাবি। তুষার এবং শুভেন্দু, দু’জনেই যদিও সাক্ষাতের কথা অস্বীকার করেছেন।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ: সকাল থেকে 'চোর-পুলিশ' খেলছে বিজেপি-আজকাল

রাজ্যের প্রধান বিরোধী দল। পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রথম এত জন প্রতিনিধি। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক বিজেপি। আগেই গেরুয়া শিবিরের তরফে জানান হয়েছিল, ঘরে-বাইরে শাসক দলকে বিভিন্ন ইস্যুতে বিঁধবে তারা। সেই মত গতকাল একদিকে যেমন বিধানসভায় প্রথম দিনের অধিবেশনে তুমুল হইচই করেছেন বিজেপি বিধায়করা, আজ শহরের বিভিন্ন জায়গায় অভিনব প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃত্ব। 

এদিন সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে দেখা গেল এই অদ্ভুত প্রতিবাদ। তিন অথবা চার জনের ছোট ছোট দল মুখে মাস্ক, বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। প্ল্যাকার্ডে পদ্মফুলের প্রতীক এতই ছোট যে চট করে নজরে আসবে না। নেই কোনও স্লোগান বা বক্তৃতা। হঠাৎ দেখলে মনে হতেই পারে, এ বুঝি কোনও এনজিও। কিন্তু আদতে এরা বিজেপি যুব মোর্চার প্রতিনিধি।

ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে কতটা সক্ষম Covaxin? কী বলছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্ট?-সংবাদ প্রতিদিন

কোভিড (Corona Virus) সংক্রমণ রুখতে দেশজুড়ে গণটিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। কিন্তু ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (Covaxin) নিয়ে দেশজুড়ে বিতর্ক দানা বেঁধেছে। কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, টিকার তিন দফার ট্রায়াল শেষ হওয়ার আগেই তা ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছিল। এবার সেই তৃতীয় দফার ট্রায়ালের ফলাফল প্রকাশ্যে। স্পষ্ট হয়ে গেল, করোনা সংক্রমণের বিরুদ্ধে ঠিক কতটা কার্যকর এই টিকা? জানা গেল, ভয়ানক ডেল্টা ভ্যারিয়েন্টকে রুখতে কতটা কাজে দেয় এই টিকা।

কী জানাচ্ছে টিকার তৃতীয় দফার ট্রায়ালের ফলাফল?

করোনা সংক্রমণ রুখতে কোভ্যাক্সিন প্রায় ৭৭.৮ শতাংশ কার্যকর।

টিকা উৎপাদক সংস্থা ভারত বায়োটেকের দাবি, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন।#

পার্সটুডে/ বাবুল আখতার /৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ