জুলাই ১২, ২০২১ ১৯:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১২ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বাগ্রে খুলে দেয়া উচিত: ইউনিসেফ-ইউনেস্কো–মানবজমিন
  • ১০০ কোটির মাইলফলকে কৃষিপণ্যের রপ্তানি আয় -প্রথম আলো
  • ভাটারায় ৪৩ লাখ টাকার জালনোটসহ আটক ৫ -ইত্তেফাক
  • লকডাউন শিথিলের ভাবনা, চালু হতে পারে বাস!-কালের কণ্ঠ
  • সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত -যুগান্তর
  • ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ব্লক তৈরির পথে চীন-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • কবে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন? সময়সূচি ঘোষণা স্পীকারের-আনন্দবাজার
  • ২১শে চমক! তৃণমূলে যোগ দিচ্ছেন শত্রুঘ্ন সিনহা?- আজকাল
  • স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে স্নায়ুতে বাড়ে চাপ, আশঙ্কার কথা শোনালেন বিশেষজ্ঞরা -সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

রূপগঞ্জ ট্র্যাজেডি

রূপগঞ্জ ট্র্যাজেডির ফলোআপ খবরে আজকের প্রথম আলোর খবর ৪৮ মরদেহ শনাক্তে ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে নমুনা সংগ্রহের জন্য স্থাপিত অস্থায়ী বুথটি গুটিয়ে নিয়েছে।

‘তারা কোটি কোটি টাকার মালিক, বিচার কি আর হবে? লাশটা চাই-একথা বলেছেন রাজীব। রাজীব এবং তার স্ত্রী দুজনই চাকরি করত ঐ কারখানায়।শিফট শেষ টিফিন করতে সে বাইরে এসেছিল সে সময়ই আগুন ধরে যায়। চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারেনি। তারপর লাশের জন্য ঢাকা মেডিকেলের মর্গের সামনে। চার বছরের শিশু রাফিনের অপেক্ষা মায়ের জন্য। কিন্তু শিশুটি জানে না তার মা আর কখনও ফিরে আসবে না। 

রূপগঞ্জ

করোনার খবর: যুগান্তর লিখেছে খুলনাতে করোনায় কেড়ে নিল আরও ৪৮ প্রাণ।বরিশালে ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এদিকে দেশে সিনোফার্মার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে আজ। কাল মডার্নার টিকা। এদিকে  চলছে কঠোর বিধিনিষেধ, তবুও রাস্তায় যানজট-এ খবরটি ইত্তেফাকের। আর মহামারিতে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চলছে কঠোর বিধিনিষেধ, তবুও রাস্তায় যানজট-ইত্তেফাক

করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে দেশে চলছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। কিন্তু দিন যতোই যাচ্ছে, ততোই ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে বিধিনিষেধ মানার ক্ষেত্রে। বিধিনিষেধের ১২তম দিন আজ সোমবার সড়কে বেড়েছে গাড়ির চাপ। সেই সঙ্গে অবাধে চলাচল করেছে মানুষ।

চার হাজার নতুন চিকিৎসক নিয়োগের প্রস্তাব, কিন্তু কোন বিসিএস থেকে!-কালের কণ্ঠ

করোনা পরিস্থিতির অবনতিতে স্বাস্থ্য খাতে বেশ জনবল সংকট দেখা দিয়েছে। বিশেষ করে চিকিৎসক সংকট চরমে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ৩০ জুন চার হাজার নতুন চিকিৎসক নিয়োগের প্রস্তাব দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার জানিয়েছেন, এ নিয়োগপ্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তবে ৪ হাজার চিকিত্সক কোন বিসিএস থেকে নেওয়া হবে—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এই পরিস্থিতিতে ৩৯তম ও ৪২তম এই দুই বিসিএসে উত্তীর্ণরা এ বিষয়ে পাল্টাপাল্টি দাবি জানাচ্ছেন। ৪২তম বিশেষ বিসিএস (লিখিত) পরীক্ষায় উত্তীর্ণদের দাবি হচ্ছে, এই চার হাজার চিকিৎসক যেন তাদের মধ্য থেকে নেওয়া হয়। কেননা চলমান করোনা মহামারির মধ্যেই ৪২তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজারেরও অধিক পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বাগ্রে খুলে দেয়া উচিত: ইউনিসেফ-ইউনেস্কো-মানবজমিন

দীর্ঘ প্রায় ১৮ মাস ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বাগ্রে খুলে দেয়া উচিত বলে মন্তব্য করেছে ইউনিসেফ-ইউনেস্কো। আজ সোমবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর ও ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুল এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়, করোনা মহামারি শুরু হওয়ার পর ১৮ মাস পেরিয়ে গেছে এবং লাখো শিশুর পড়াশোনা ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত, বিশ্বের ১৯টি দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এর ফলে ১৫ কোটি ৬০ লাখেরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়,‘এটা চলতে পারে না। বন্ধের ক্ষেত্রে স্কুলগুলো সবার শেষে এবং পুনরায় খোলার ক্ষেত্রে সর্বাগ্রে থাকা উচিত।’শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য সংক্রমণ শূন্যের কোঠায় আসার অপেক্ষায় থাকা উচিৎ নয় উল্লেখ্য করে বিবৃতিতে বলা হয়, ‘এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে, সংক্রমণের প্রধান চালিকাশক্তিগুলোর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো নেই। বেশিরভাগ ক্ষেত্রে উপযুক্ত প্রশমন কৌশল অবলম্বনের মাধ্যমে স্কুলগুলোতে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি সামাল দেওয়া সম্ভব। স্কুল খুলে দেওয়া বা বন্ধ রাখার সিদ্ধান্ত ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে এবং যে কমিউনিটিতে স্কুল অবস্থিত সেখানকার মহামারি পরিস্থিতি বিবেচনা করে নেওয়া উচিত।

‘স্কুলগুলো পুনরায় চালুর ক্ষেত্রে সব শিক্ষক ও শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য অপেক্ষা করা যায় না। বৈশ্বিক পর্যায়ে টিকা ঘাটতি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে বিপর্যয়ের মুখে ফেলেছে। এ অবস্থায় টিকাদানের ক্ষেত্রে সম্মুখ সারির কর্মী, মারাত্মক অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া অব্যাহত থাকবে। স্কুলে প্রবেশের আগে টিকাদান বাধ্যতামূলক না করাসহ সব স্কুলের উচিত যত দ্রুত সম্ভব ব্যক্তিগতভাবে স্কুলে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই শিক্ষা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা করা।উল্লেখ্য, করোনা মহামারী শুরু হওয়ার পর বাংলাদেশে গত বছরের ১৮ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। এরপর আর খুলেনি শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা। 

করোনায় করুণ পরিস্থিতির শঙ্কা-মানবজমিন

করোনা ভয়ংকর রূপ ধারণ করেছে

দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড সৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তে দুটোতেই নতুন রেকর্ড হয়েছে। একদিনে করোনায় আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুতে এ যাবৎকালে এটাই সর্বোচ্চ। একই দিনে দেশে সর্বোচ্চ ১১ হাজার

৮৭৪ জন শনাক্তেরও খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের তাণ্ডব নিয়ন্ত্রণে না এলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি করুণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। ওদিকে গতকাল এক প্রজ্ঞাপনে সরকারি অফিসের কার্যক্রম ভার্চ্যুয়ালি চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে মৃত্যু সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তে দুটোতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

১০০ কোটির মাইলফলকে কৃষিপণ্যের রপ্তানি আয়-প্রথম আলো

করোনা মহামারির মধ্যেই এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার রপ্তানি আয়ের মাইলফলকে পৌঁছে গেছে কৃষিপণ্য। বিদায়ী অর্থবছরে বাংলাদেশ থেকে ১০২ কোটি ৮১ লাখ ডলারের কৃষিপণ্য রপ্তানি হয়েছে। তার মধ্যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের হিস্যাই বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) তথ্যানুযায়ী, ১০ বছর আগেও কৃষিপণ্যের রপ্তানি আয় ছিল মাত্র ৪০ কোটি ডলার। চার বছর ধরে খাতটির রপ্তানি আয় বাড়ছে।কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে বেশি রপ্তানি হয় রুটি, বিস্কুট ও চানাচুর–জাতীয় শুকনা খাবার, ভোজ্যতেল ও সমজাতীয় পণ্য, ফলের রস, বিভিন্ন ধরনের মসলা, পানীয় এবং জ্যাম-জেলির মতো বিভিন্ন সুগার কনফেকশনারি। উদাহরণ হিসেবে বলা যায়, বিস্কুট, রুটি–জাতীয় শুকনা খাবার রপ্তানি করে বিদায়ী অর্থবছরে দেশীয় কোম্পানিগুলো ২৮ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে, যা আগের বছরের চেয়ে প্রায় ৪৬ শতাংশ বেশি। তার বাইরে চা, শাকসবজি ও ফলমূলও রপ্তানি হয়েছে।বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) জানায়, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছে পাঁচ শতাধিক প্রতিষ্ঠান। তার মধ্যে বড় ও মাঝারি প্রতিষ্ঠান আছে ২০টি। আর রপ্তানি করছে ১০০টির বেশি প্রতিষ্ঠান। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানিতে বর্তমানে ২০ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে সরকার।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-যুগান্তর

বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তের বিপরীতে ভারতের হিঙ্গলগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে বিএসএফের হিঙ্গলগঞ্জ ক্যাম্প সদস্যদের গুলিতে ঘোষপাড়া গ্রামে নিহত হন তিনি। নিহতের মরদেহ বিএসএফের কাছে রয়েছে বলে জানা গেছে।নিহত যুবকের নাম আবদুর রাজ্জাক। তিনি কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান আলি গাজীর ছেলে। স্থানীয়রা জানান, রাজ্জাক একজন গরু ব্যবসায়ী। গরু কিনতে তিনি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

বিধায়কদের নিয়ে দিল্লি যেতে চান শুভেন্দু, রাজ্যের বিরুদ্ধে নালিশ জানানোর কর্মসূচি-আনন্দবাজার পত্রিকা

জুলাই মাসেই বাংলার বিজেপি বিধায়কদের একটি দল নিয়ে দিল্লি যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সূত্রে খবর, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্য নিজের বলে চালানোর অভিযোগ নিয়ে কেন্দ্রের কাছে দরবার করার পরিকল্পনা নিয়েছেনতিনি।গত শনিবার দলীয় বিধায়কদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। ওই বৈঠকেই নতুন এই পরিকল্পনার কথা শুভেন্দু জানিয়েছেন।শুভেন্দুর ওই বৈঠকে হাজির এক বিধায়কের কথায়, ‘‘দিন-ক্ষণ ঠিক না হলেও শুভেন্দুদা চাইছেন, বিধায়কদের প্রতিনিধি দল বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবে। বাংলায় কোন কোন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ ব্যবহার করে রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে চালাচ্ছে তা নিয়ে অভিযোগ জানানো হবে। একই সঙ্গে রাজ্যে ভোটের পরে যে ভাবে সন্ত্রাস চলছে সে বিষয়েও জানানো হবে।’’

পরিস্থিতি বুঝতে উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী-আনন্দবাজার পত্রিকা

দেশে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ। কমছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে অসমসহ উত্তর-পূর্বের রাজ্যগুলি চিন্তা বাড়াচ্ছে কেন্দ্র সরকারের। এ সময়ে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে আগামীকাল সকাল ১১ টায বৈঠকে বাসর কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বুধবার অসম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও নাগাল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তরের অধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গাউবা। তার আগে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা-সহ ছয়টি রাজ্যে বিশেষজ্ঞদের দল পাঠিয়েছিল কেন্দ্র সরকারবেশ কয়েকদিন পর আবার দেশের কোভিড (COVID-19) গ্রাফে ক্ষণিক স্বস্তি মিলেছে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে নেমেছে।

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে স্নায়ুতে বাড়ে চাপ, আশঙ্কার কথা শোনালেন বিশেষজ্ঞরা -সংবাদ প্রতিদিন

অবশ হয়ে গিয়েছে হাত। চামচ তুলতে পারছে না বছর ষোলোর পারমিতা। দিন সাতেক ধরে সোমদত্তার কনুইতে চিনচিনে ব্যথা। এমন সব অসুখ নিয়ে ভিড় বাড়ছে শহরের হাসপাতালে। রোগীদের পরীক্ষা করে চিকিৎসকরা বলছেন, স্নায়ুর (Nerve) অসুখ। মাত্র ষোলো -সতেরোয়? সূত্র খুঁজতে গিয়ে ‘ভিলেন’ চিনতে পেরেছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা। তা হল হাতের স্মার্ট ফোন (Smart Phones)। করোনা আবহে বন্ধ স্কুল-কলেজ। মোবাইলেই চলছে পড়াশোনা। বাইরে বেরনো বন্ধ। ঘরবন্দি কিশোর-কিশোরীর মোবাইল আসক্তির মাশুল দিচ্ছে স্নায়ু।চিকিৎসকের বক্তব্য, সারাক্ষণ মোবাইলে লিখলে বুড়ো আঙুল, তর্জনির অতিরিক্ত ব্যবহার হয়। আঙুল দুটির কাছাকাছি থাকা স্নায়ুর ওপরে বাড়তি চাপ পড়ে। এর জেরে প্রথমে আঙুল অসাড় লাগে। তারপর থেকে শুরু হয় কনুইয়ে চিনচিনে ব্যথা। ডাক্তারি পরিভাষায় এ সমস্যার নাম কিউবিটাল টানেল সিনড্রোম। ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহারের সময়সীমা জানতে আলিগড় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এক গবেষণা চালিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ। সেই গবেষণার তথ্য বলছে, কলেজে পড়া ছাত্ররা দিনে অন্ততপক্ষে দেড়শোবার নিজের মোবাইল চেক করে। লকডাউন আবহে তা দ্বিগুণ হয়েছে বলেই মত অভিভাবকদের। অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. সাবুই জানিয়েছেন, অনেকেই বলছেন হাত অবশ হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে দীর্ঘক্ষণ হাতে কোনও সাড় থাকছে না। চিকিৎসা পরিভাষায় একে বলে নাম্বনেস। বুড়ো আঙুল আর তর্জনির ভিতরকার ‘মিডিয়ান’ আর ‘রেডিয়াল’ নার্ভ ক্ষতিগ্রস্ত হলেই এমনটা হয়। এমআর বাঙুর হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. জগৎ জ্যোতি ধারা জানিয়েছেন, শুধু ছাত্রছাত্রীরাই নন, হাসপাতালে স্নায়ুরোগীর তালিকায় রয়েছেন প্রবীণ-মধ্যবয়স্করাও।

ঘরবন্দি অবস্থায় সকলেই বিভিন্ন সোশ্যাল সাইটে মেসেজ আদান প্রদান করছেন। যত কথা মোবাইলের মাধ্যমে বলছেন এত কথা তাঁরা সারাদিনে মুখোমুখি কারও সঙ্গে বলেন না। দীর্ঘক্ষণ মোবাইলে টাইপ করা থেকেই বাড়ছে পিঠের ব্যথা-সহ মেরুদণ্ডের নানা সমস্যাও। ডা. ধারার কথায়, মোবাইলে লেখার সময় আমাদের পিঠে অজান্তেই একটা বোঝা চেপে যায়। কীভাবে? চিকিৎসকের ব্যখ্যা, টেক্সট করার সময় সকলে মোবাইলটা হাতে নিয়ে একটু ঝুঁকে পড়ে। এতে মেরুদণ্ডটা একটা বিশেষ কোণে বেঁকে থাকে। এবং এর ফলে মেরুদণ্ডে যে পরিমাণ চাপ তৈরি হয় তার ওজন ৫০ পাউন্ড। অর্থাৎ বছর সাতেকের একটা বাচ্চার সমান। কেউ দিনে পাঁচ ঘণ্টা টেক্সট করছেন মানে টানা পাঁচ ঘণ্টা একটা ৫০ পাউন্ডের বোঝা ঘাড়ে নিয়ে রয়েছেন। এই জন্য অতিরিক্ত মোবাইল ব্যবহার জন্ম দিচ্ছে পিঠব্যথারও। কোভিডের কারণে সব কাজ হচ্ছে বাড়ি থেকে। মারাত্মক বেড়ে গিয়েছে মোবাইল ব্যবহার। চিকিৎসকদের পরামর্শ, পিঠের ব্যথা ও স্নায়ুর রোগ থেকে মুক্তি পেতে অকারণে মোবাইল ব্যবহার করবেন না।

২১শে চমক! তৃণমূলে যোগ দিচ্ছেন শত্রুঘ্ন সিনহা?-আজকাল

২১শে জুলাই। তৃণমূল কংগ্রেসের ‘শহিদ দিবস’। করোনা আবহে ধর্মতলার মেগা কর্মসূচি বন্ধ গত বছর থেকে। এবছর ও তৃণমূল নেত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন এই কর্মসূচি হবে "ভার্চুয়াল"। তবে প্রত্যেক বছর এই দিনটিতে রাজনৈতিক চমক দেন মমতা ব্যানার্জি। এ বছর ভোটে জিতে তৃতীয় বার সরকার গড়ার পর রাজনৈতিক মহলের নয়া জল্পনা, কী চমক থাকছে? 

চমকটি সত্যি হলে তা নিঃসন্দেহে চমকপ্রদ। সর্বভারতীয় স্তরে এর মধ্যেই খবর ঘুরছে "বিহারী বাবু" প্রাক্তন বিজেপি সাংসদ, অভিনেতা শত্রুঘ্ন সিনহা যোগ দিচ্ছেন তৃণমূলে। ভোটের ঠিক আগেই শত্রুঘ্ন সিনহার আরেক সতীর্থ, বাজপেয়ী মন্ত্রিসভায় তাঁর প্রাক্তন সহকর্মী যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দিয়েছেন। বর্তমানে তৃণমূলের অন্যতম জাতীয় সহ সম্পাদক তিনি। অতীতে দিল্লিতে মমতার সঙ্গে দেখা করাই শুধু নয়, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কলকাতায় ব্রিগেডে যে বিজেপি বিরোধী সমাবেশ হয়েছিল সেখানেও হাজির ছিলেন শত্রুঘ্ন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে দাবি করা হচ্ছে, এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শত্রুঘ্ন তাঁদের জানান, ‘সম্ভাবনার আর এক নাম রাজনীতি’।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২


 

ট্যাগ