জুলাই ১৩, ২০২১ ১৫:৫৬ Asia/Dhaka
  • কথাবার্তা: সরকারের উদাসীনতায় রূপগঞ্জে এতগুলো প্রাণ গেল

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • ঈদের পর দুই সপ্তাহ বন্ধ থাকবে পোশাকসহ সব শিল্পকারখানা–প্রথম আলো
  • সবাই মাস্ক পরলে, স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হয় না'-কালের কণ্ঠ
  • মডার্না-ফাইজারের টিকা নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী-যুগান্তর
  • সরকারের উদাসীনতায় রূপগঞ্জে এতগুলো প্রাণ গেল’-দৈনিক মানবজমিন
  • টিকা নিয়ে যে গুরুত্বপূর্ণ খবর দিলো রাশিয়া-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়ল ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র-আনন্দবাজার
  • অসমে নতুন গবাদি পশু বিল:‌ হিন্দু, শিখ, জৈন এলাকায় কেনাবেচা হবে না গোমাংস-আজকাল
  • দলবদলের পথে বাবুল সুপ্রিয়? জল্পনা ওড়ালেন খোদ প্রাক্তন মন্ত্রী -সংবাদ প্রতিদিন

ঈদের পর দুই সপ্তাহ বন্ধ থাকবে পোশাকসহ সব শিল্পকারখানা–প্রথম আলো

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বা ‘লকডাউনে’ রপ্তানিমুখী তৈরি পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা চালু থাকলেও পবিত্র ঈদুল আজহার পর সেটি হচ্ছে না। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিন পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা বন্ধ রাখতে হবে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নতুন প্রজ্ঞাপনে এমন নির্দেশনাই দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ–পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই, অর্থাৎ কাল বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল করা হলো। এরপর থেকেই, অর্থাৎ ২৩ জুলাই সকাল ছয়টায় আবার কঠোর বিধিনিষেধ শুরু হবে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ঈদের পর শুরু হওয়া এই কঠোর বিধিনিষেধে সব ধরনের শিল্পকারখানা বন্ধ থাকবে।

সবাই মাস্ক পরলে, স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হয় না'-কালের কণ্ঠ

'জনগণ ঠিকমতো মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না। আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন।' আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঠিকমতো মাস্ক পরিধান করোনা সংক্রমণ থেকে নিষ্কৃতি পাওয়ার সবচেয়ে বড় সুরক্ষা বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, করোনার সংক্রমণ এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। একটা সময় অনেকে মনে করতেন গ্রামের মানুষের করোনা হবে না। এ ধারণা ভুল প্রমাণ করে ভাইরাসের সংক্রমণ এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই সংক্রমণ আগের দিনের হারকে অতিক্রম করে যাচ্ছে। এমন অবস্থায় মাস্ক পরার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মডার্না-ফাইজারের টিকা নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী-যুগান্তর

করোনার ঊর্দ্বমুখী সংক্রমণের মধ্যে সুখবর দিলেন সাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন, কোভ্যাক্সের আওতায় আরও ৫৯ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন দেশে আসছে।

চলতি জুলাই মাসেই এসব টিকা আসবে জানিয়ে তিনি মঙ্গলবার বলেন, কোভ্যাক্স থেকে এসব টিকা পাওয়া যাবে বলে সরকারকে জানানো হয়েছে। এর মধ্যে ৩০ লাখ ডোজ হবে মডার্নার টিকা, আর ২৯ লাখ ডোজ টিকা ফাইজারের।

'আমাকে সোমবার জানিয়েছে, এই ৫৯ লাখ ডোজ টিকা এ মাসেই আসবে। পৌঁছাবে এ মাসের শেষে। কিন্তু ঠিক কবে আসবে তা এখনও জানায়নি। টিকা পাঠানোর দু'চারদিন আগে আমাদের সময়টা জানিয়ে দেয়।

চীনের সিনোফার্ম থেকে সরকারের কেনা টিকার আরও একটি চালান জুলাই মাসে দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী

সরকারের উদাসীনতায় রূপগঞ্জে এতগুলো প্রাণ গেল’-দৈনিক মানবজমিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারি দপ্তরগুলোর উদাসীনতা আর নজরদারির অভাবে রূপগঞ্জের কারখানায় ভয়াবহ এই দুর্ঘটনা ও এতগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি বলেন, প্রতিষ্ঠানের সমান দায়ভার রয়েছে এই গণহত্যার পিছনে। এতো বড় ভবনে দুটি মাত্র সিঁড়ি, আবার একটি ছিল তালাবদ্ধ। এ কারণে শ্রমিকরা বের হতে না পারায় এতোগুলো প্রাণ অকালে ঝরে গেছে। নজরুল ইসলাম খান বলেন, এসব দেখার জন্য সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। তারা যদি ঠিকমতো কাজ করতো তাহলে বিশ্ববাসী এতো লাশ দেখতো না। এসময় তিনি বলেন, মালিক অধিক মুনাফার লোভে এখানে ১০/১২ বছরের বাচ্চা দিয়ে কাজ করাতো। সরকার বলে- দেশ উন্নত হয়েছে অথচ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সংস্থার রিপোর্ট বলছে, দেশের কারখানাগুলোতে ৪০ লাখ শিশু শ্রমিক কাজ করে।

টিকা নিয়ে যে গুরুত্বপূর্ণ খবর দিলো রাশিয়া-বাংলাদেশ প্রতিদিন

রাশিয়া সরকার ২০২০ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকা নিয়ে আসে। সারাবিশ্বকে তাক লাগিয়ে ‘স্পুটনিক-ফাইভ বা স্পুটনিক-ভি’ টিকার লাইসেন্স দেয় দেশ। স্পুটনিক-ভি নিয়ে বিজ্ঞানীরা বলছেন, এই টিকা করোনাভাইরাস প্রতিরোধে অন্যান্য টিকার মতোই সমানভাবে কার্যকর। 

রাশিয়ার গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউটের  একটি গবেষণা রিপোর্ট গতকাল সোমবার প্রকাশ করে জানায়, করোনাভাইরাসের আলফা বি ওয়ান, বেটা বি ওয়ান, গামা পি ওয়ান, এবং ডেল্টা বি ওয়ান প্রজাতির বিরুদ্ধে সমান কার্যকর স্পুটনিক-ভি। মস্কো প্রজাতি এবং ল্যামডা প্রজাতির বিরুদ্ধেও স্পুটনিক-ভি সমান কাজ করে। রাশিয়ার গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউটের দাবি, স্পুটলিক-ভি করোনাভাইরাসের সকল ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সমান কার্যকর। 

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়ল ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র-আনন্দবাজার

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়ল ভারতের অত্যন্ত শক্তিশালী ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র। ওড়িশার বালেশ্বরের সমুদ্রোপকূল থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পরপরই সোমবার ভেঙে পড়ে সেটি। এটি ভারতের সুপারসোনিক ক্রুইজ ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষামন্ত্রকের একটি সূত্র এই খবর দিয়েছে।ব্রহ্মসের সবচেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রটিরই পরীক্ষামূলক উৎক্ষেপণ চলছিল। ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার ক্ষমতাসম্পন্ন।প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র বলছে, “সোমবার বালেশ্বরের সমুদ্রোপকূল থেকে উৎক্ষপণের পরপরই ভেঙে পড়েছে ব্রহ্মস। কেন এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধানের জন্য ব্রহ্মস অ্যারোস্পেস কর্পোরেশন এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞদল গড়া হয়েছে। তাঁরাই ব্রহ্মসের ভেঙে পড়ার কারণ খুঁজে বার করবেন।”

অসমে নতুন গবাদি পশু বিল:‌ হিন্দু, শিখ, জৈন এলাকায় কেনাবেচা হবে না গোমাংস-আজকাল

টানা দ্বিতীয়বার অসমে ক্ষমতায় এসেছে বিজেপি। সোমবার গবাদি পশুদের রক্ষার্থে নতুন বিল পেশ করল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বিলে বলা হয়েছে, হিন্দু, শিখ, জৈনরা যেসব এলাকায় বেশি বসবাস করেন, সেখানে গোমাংস ক্রয়–বিক্রয় চলবে না। এমনকী মন্দিরের আশপাশে ৫ কিলোমিটার দূরত্বে গোমাংস বিক্রি নিষিদ্ধ।অসম সরকার বলছে, গবাদি পশুর ‘‌জবাই, খাওয়া এবং বেআইনি পাচার’‌ রুখতেই এই অসম ক্যাটল প্রিসারভেশন বিল, ২০২১ আনা হয়েছে। ১৯৫০ সালে পাশ হওয়া আইনে অনেক ভুলভ্রান্তি রয়েছে। সেগুলো এই বিলে দূর করা হয়েছে। যদিও বিরোধী কংগ্রেস তা মানছে না। বলছে, ধর্মীয় মেরুকরণ করার জন্যই এই আইন আনতে চায় বিজেপি সরকার। সংখ্যালঘুদের ভাবাবেগে আঘাত করতে চায়।বিরোধী নেতা, কংগ্রেসের দেবব্রত সাইকিয়া বললেন, ‘‌মন্দির থেকে ৫ কিলোমিটার দূরত্বে গোমাংস কেনাবেচা যাবে না, এই নিয়ম গোলমেলে। যে কেউ, যে কোনও জায়গায় একটা শিলা পুঁতে ‘‌মন্দির’‌ গড়তে পারে। এই বিষয়টি খুবই অস্পষ্ট। এর ফলে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে।’‌

দলবদলের পথে বাবুল সুপ্রিয়? জল্পনা ওড়ালেন খোদ প্রাক্তন মন্ত্রী -সংবাদ প্রতিদিন

ফের আলোচনার কেন্দ্রে বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। কারণ, মন্ত্রিত্ব খোয়ানোর পরই টুইটারে তিনি ফলো করেছেন তৃণমূল ও মুকুল রায়কে। প্রশ্ন উঠেছে, তবে কি মন্ত্রিত্ব খুইয়ে তৃণমূলের দিকে ঝুঁকছেন বাবুল?

সাত বছর আগে রাজনীতিতে পা রেখেই সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন বাবুল। টানা সাত বছর মন্ত্রী থাকার পর সদ্য বাদ পড়েছেন তিনি। তারপরই সোশ্যাল মিডিয়ায় তাঁর একের পর এক পোস্টকে কেন্দ্র করে বাবুল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক’দিন আগে দলের‌ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে সংঘাত বাঁধে তাঁর। দিলীপের “হাঁফ ছেডে় বাঁচা” সংক্রান্ত মন্তব্যের জবাবে “রাজ্য সভাপতি মনের আনন্দে কথা বলেন” বলে কটাক্ষ‌ করেছিলেন তিনি। এবার আচমকা টুইটারে তৃণমূল কংগ্রেস ও মুকুল রায়কে ফলো করার ঘটনায় নতুন চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে।

পার্সটুডে/বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ