জুলাই ১৪, ২০২১ ১৪:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • করোনার সংক্রমণ আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের–মানবজমিন 
  • বিশ্বে আরও ৮ হাজারের বেশি মৃত্যু, বেড়েছে সংক্রমণ-ইত্তেফাক
  • লকডাউন শিথিলে ভয়, সতর্কতার তাগিদ-কালের কণ্ঠ
  • পাঁচ দেশের বাজার বাংলাদেশেই চালের দাম এখন সর্বোচ্চ-প্রথম আলো
  • বিএনপির নেতৃত্বাধীন জোট ছাড়ছে জমিয়ত-যুগান্তর
  • করোনায় টিকাই একমাত্র সমাধান-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • কেওয়াড় যাত্রায় অনুমতি দেয়ায় যোগী সরকারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট-আনন্দবাজার
  • রাজ্যের ৫ টি বিধানসভার উপনির্বাচন দ্রুত করানোর দাবি, নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস-সংবাদ প্রতিদিন
  • আবার দিল্লি যাত্রা বিজেপি সভাপতি দিলীপ ঘোষের-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

করোনাভাইরাস উর্ধ্বমুখী

করোনা মহামারি-বলা চলে একইভাবে দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বজুড়ে।কমার তেমন কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। আজকের ইত্তেফাকের শিরোনাম বিশ্বে আরও ৮ হাজারের বেশি মৃত্যু, বেড়েছে সংক্রমণ। এদিকে ইউরোপের দেশগুলো করোনার ডেল্টা ভেরিয়েন্টে হিমশিম খাচ্ছে। বাংলাদেশেও করোনার সংক্রমণ এবং মৃত্যুর উধ্বর্গতি এখন প্রায় প্রতিদিনই লক্ষ্য করা যাচ্ছে।কালের কণ্ঠ লিখেছে-রামেকে করোনায় আরও ২৫ জনের মৃত্যু। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও ১২ জন মারা গেছেন। সংক্রমণ বেড়েছে বরিশালে। হাসপাতালের পরিস্থিতি- একটি সিট খালি হলেই ঝাঁপিয়ে পড়ছে অনেক। এদিকে লকডাউন শিথিল করায় বাড়ছে ভয়, সতর্কতা পরামর্শ বিশেষজ্ঞদের। তাঁরা সংক্রমণ আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন। দৈনিকটির একটি খবরে লেখা হয়েছে-বাস-ট্রেন ও লঞ্চ চলাচলের প্রস্তুতি চলছে। আর জাতীয় পার্টির চেয়ারম্যান করোনার টিকা নিয়ে তার মন্তব্যে বলেছেন, টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ।

কালের কণ্ঠের আশাপ্রদ একটি খবরের শিরোনাম হচ্ছে ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর। বিস্তারিত খবরে লেখা হয়েছে,করোনাভাইরাসের মহামারির কারণে ক্ষতিগ্রস্ত নিম্ম আয়ের মানুষকে রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন খাতের কর্মচারীদের বেতন-ভাতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাঁচটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।সবমিলিয়ে নতুন এসব প্যাকেজে তিন হাজার ২০০ কোটি টাকা ব্যয় হবে। করোনা প্রার্দুভাবের পর থেকে এ পর্যন্ত সরকার মোট ২৮ টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করল।যার আর্থিক মূল্য এক লাখ ৩১ হাজার ৬৪১ কোটি টাকা। তবে বিভিন্ন মিডিয়ার খবর এবং বাস্তবতার নিরীখে বিশ্লেষকদের প্রতিক্রিয়ায় দেখা গেছে- প্রাণ্তিক মানুষ এসব প্যাকেজের আর্থিক সহয়াতা পাচ্ছে না। পেলেও তা খুবই সামান্য। অনেক জটিলতা, অনিয়মসহ নানা অপ্রচ্ছন্ন বিষয়ের কারণে তারা এসব প্যাকেজের সুফল সেভাবে পাচ্ছে না। বিষয়টির প্রতি দৃষ্টি দেয়া জরুরি।

 পাঁচ দেশের বাজার- বাংলাদেশেই চালের দাম এখন সর্বোচ্চ-প্রথম আলো

দেশে বোরো মৌসুমে চালের উৎপাদন ভালো, সরকারি গুদাম ভরা। আন্তর্জাতিক পর্যায়েও দাম কমতির দিকে। কিন্তু দেশে বাজারের দাম বেড়েছে। টিসিবি হিসাবেই রাজধানীর বাজারে মোটা চালের দাম আবার কেজিতে ৫০ টাকা ছুঁয়েছে। খুচরা দোকানে গতকাল মোটা চাল ৪৬ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়, যা এক সপ্তাহে দুই টাকা বেড়েছে। গত বছরের এ সময়ের চেয়ে দর ১৩ শতাংশ বেশি। উদ্বেগজনক দিক হলো, প্রতিবছর বোরো মৌসুমে দেশে চালের দাম অনেকটাই কমে যায়। কারণ, এ মৌসুমে মোট চালের ৫৫ শতাংশের বেশি উৎপাদিত হয়। এবার দাম তেমন একটা কমেনি, বরং মৌসুম শেষ না হতেই বাড়ছে। সব মিলিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনামের মধ্যে বাংলাদেশেই এখন চালের দাম সর্বোচ্চ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এএফও) সর্বশেষ প্রতিবেদন এবং খাদ্য মন্ত্রণালয়ের দৈনিক খাদ্যশস্য প্রতিবেদন অনুযায়ী, ওই সব দেশে চালের দাম কমেছে। ফলে বাংলাদেশ মোটা চাল আমদানি করলে প্রতি কেজি দাম পড়বে ৩৩ থেকে ৪০ টাকার মধ্যে, যা বাংলাদেশের বর্তমান বাজারদরের চেয়ে অনেক কম।

শুধু মোটা চাল নয়, মাঝারি ও সরু চালের দামও কমেনি। ঢাকার খুচরা দোকানে মাঝারি বিআর-২৮ ও সমজাতীয় চাল মানভেদে ৫২ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত বছরের চেয়ে ১০ শতাংশের মতো বেশি। আর সরু মিনিকেট চাল ৬০ থেকে ৬২ টাকা ও নাজিরশাইল চাল ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হয় বাজারে। এ ক্ষেত্রে দাম গত বছরের চেয়ে ৮ শতাংশ বেশি। এখানে মনে রাখা দরকার, দেশে গত বছর চালের দাম বেশ চড়া ছিল। এখন তার চেয়েও

বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে মানুষকে। করোনা নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর বিধিনিষেধে অনানুষ্ঠানিক খাতের মানুষের আয় কমেছে। এর মধ্যে চাল, চিনি, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও স্বস্তি না থাকায় সীমিত আয়ের মানুষ সংকটে পড়েছে।

সাবেক কৃষিসচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এম এম শওকত আলী প্রথম আলোকে বলেন, করোনা পরিস্থিতিতে এমনিতেই দেশের দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। চলমান বিধিনিষেধে নতুন করে বহু মানুষের আয় কমেছে। অনেকের আয়ের পথও বন্ধ। এমন পরিস্থিতিতে চালের চড়া দাম তাদের খাদ্য গ্রহণের পরিমাণ কমিয়ে দিতে পারে। তিনি বলেন, সরকারের উচিত দ্রুত খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রমের পরিসর বিস্তৃত করা। পাশাপাশি সরবরাহ বাড়াতে উদ্যোগ নিতে হবে।

তারপরও চালের দাম বাড়ছে কেন জানতে চাইলে দেশের বড় চালকলগুলোর একটি মজুমদার অটো রাইস মিলের মালিক চিত্ত মজুমদার প্রথম আলোকে বলেন, ধান উৎপাদন করতে যা ব্যয় হয়েছে, তাতে চালের দাম এতটা বেশি হওয়ার কথা নয়। বাজারে অনেক নতুন ফড়িয়া ব৵বসায়ী যুক্ত হয়ে ধান মজুত করছেন। তাঁরা ধান ও চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। সরকারের উচিত দ্রুত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া। দাম বাড়ার কারণ জানতে চাইলে সচিব বলেন, কৃষকেরা মোটা চাল আগের চেয়ে কম উৎপাদন করছেন। ফলে মোটা চালের জোগান কিছুটা কম। এতে হয়তো দাম বাড়ছে।

রূপগঞ্জ ট্র্যাজেডি- কালের কণ্ঠের শিরোনাম নিহতদের অর্ধেকই শিশু-কিশোর প্রতিক্রিয়া-টুকরাগুলা ফালাইয়া রাইখেন না, দেন কবর দিমু’ এদিকে ঐ ঘটনায়  আটজনের রিমান্ড শেষ হচ্ছে আজ।বিস্তারিত খবরে লেখা হয়েছে,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের ‘হাসেম ফুড’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজ ও নিহতদের প্রায় অর্ধেকেরই বয়স ১৮ বছরের কম। প্রশাসনের নিখোঁজ তালিকা এবং স্বজনদের ডিএনএ নমুনা পরীক্ষায় তালিকাভুক্ত ৪৮ জনের মধ্যে ২১ জনেরই বয়স শিশু বলে নিশ্চিত হওয়া গেছে।

শ্রম আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সের শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা দণ্ডনীয় অপরাধ। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদের অনেকে করোনাকালে পরিবারের সংকট এবং স্কুল বন্ধ থাকায় ঠিকাদারদের মাধ্যমে হাসেম ফুডে কাজে যোগ দেয়। ৪৯টি দেহাবশেষ উদ্ধারের পর ধারণা kalerkanthoকরা হচ্ছে, নিখোঁজ তালিকার শিশুরাও পুড়ে মারা গেছে। শনাক্ত না হওয়া এসব সন্তানের খণ্ডিত দেহ পাওয়ার জন্যও হাহাকার করছেন স্বজনরা। তাঁরা বলছেন, দেহাবশেষ শনাক্ত হলে তাঁরা খণ্ডিত অংশগুলো কবরস্থ করবেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বলছেন, শনাক্ত করতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।

এদিকে ৫২ জনের প্রাণহানির ঘটনায় রূপগঞ্জ থানায় দায়ের করা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমসহ আটজনের চার দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ বুধবার। গতকাল পর্যন্ত শিশু কর্মীদের নিয়োগ, তালাবদ্ধ করে রেখে প্রাণহানি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়মের ব্যাপারে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানায় পুলিশ সূত্র।

বেতন বোনাস ছুটি ইস্যুতে শঙ্কা শ্রমিক অসন্তোষের-কালের কণ্ঠ

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ছয় দিন। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশে তৈরি পোশাক খাতের অনেক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি ও বোনাস পরিশোধ করেনি। এ ছাড়া গত ঈদুল ফিতরের সময় ছুটি নিয়ে সংঘর্ষ, ভাঙচুর ও কারখানায় কাজ বন্ধ থাকার ঘটনা ঘটেছে। গত ঈদে করোনা সংক্রমণ রোধে তিন দিনের ছুটি এবং কর্মস্থলে থাকার নির্দেশনা ছিল সরকারের। কিন্তু এবার সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় আসন্ন ঈদেও শ্রমিক অসন্তোষের আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

গতকাল তৈরি পোশাক কারখানার মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ, শ্রমিক সংগঠন এবং সরকারের নজরদারির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

ভারতের করোনা পরিস্থিতি –আনন্দবাজার লিখেছে, ভারত থেকে কোভিড ভরকেন্দ্র সরে গেল! দৈনিক সংক্রমণের শীর্ষে অন্য দেশ। অন্য একটি খবরে লেখা হয়েছে, অঙ্ক বলছে ভারতে কবে আসবে তৃতীয় তরঙ্ক এবং কোন রাজ্যগুলোতে ভয় বেশি। এদিকে চলতি বছর কাঁওয়াড় যাত্রা বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার করোনার কাণে কিন্তু উল্টোপথে হাটছে যোগী সরকার। তিনি অনুমতি দেয়ায় সুপ্রিম কোর্ট যোগী সরকারকে নোটিশ জারি করেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের জন্য টিকা বরাদ্দ মাত্র ৭০ লক্ষ, জোগান না বাড়লে টিকা পেতে সময় লাগতে পারে দুবছর।

রাজনীতির খবর- বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজ দিল্লি  গেলেন। মাত্র কয়েকদিন আগেও তিনি দিল্লি সফর করেছেন। কোলকাতা ছাড়ার আগে বললেন ১০ দিনের সফরে যাচ্ছেন, কাশ্মীরেও যেতে পারেন।তিনি একেবারে সংসদের অধিবেশন সেরেই ফিরবেন। তিনি ব্যারাকপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।অর্জুন সিং বিপেতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেনা দিলীপ ঘোষ। নানা কারণে রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদলের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে এর আগেও সর্বভারতীয় সভাপতির সঙ্গে রাজ্য বিজেপির সভাপতির বৈঠকে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। এবারও বৈঠক হতে পারে বলে জল্পনা রয়েছে।

রাজ্যের ৫ টি বিধানসভার উপনির্বাচন দ্রুত করানোর দাবি, নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস-সংবাদ প্রতিদিন। বিস্তারিত খবরে দৈনিকটি লিখেছে,রাজ্যে পাঁচটি বিধানসভার উপনির্বাচন ও স্থগিত রাখা দুটি নির্বাচন দ্রুত করানোর দাবি নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বৃহষ্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনে যাবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল।  এদিকে রাজ্য বামফ্রন্টের তরফে ছয়টি পুর নিগম , দুটি প্রজ্ঞাপিত অঞ্চল এবং ১১২ টি পুরসভার ভোটের দাবিতে পুর ও নগর উন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে চিঠি দিয়েছে। অন্যদিকে বিজেপিও দাবি করেছে পুরি নির্বাচনের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪

ট্যাগ