আগস্ট ০৫, ২০২১ ১৯:১৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • দেশে ৯৮ শতাংশ রোগী ডেলটায় সংক্রমিত- গবেষণা-প্রথম আলো
  • শ্রমিক বিক্ষোভ টঙ্গীতে –পুলিশের রাবার বুলেট-আহত শতাধিক-মানবজমিন
  • পরিমণি ও রাজসহ ৪ জনকে গ্রেফতার দেখিয়েছে র‍্যাব- ইত্তেফাক
  • অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ, যা বললেন হাছান মাহমুদ -যুগান্তর
  • পরীমণির বাসায় যাতায়াতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: র‌্যাব -বিডি প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • অশান্তির জেরে ফের মুলতুবি রাজ্যসভা, তৃণমূলের অর্পিতার বিরুদ্ধে দরজা ভাঙার অভিযোগ-আনন্দবাজার পত্রিকা
  • দিল্লি গিয়ে চেয়েও মেলেনি করোনা ভ্যাকসিন, পর্যাপ্ত টিকার দাবিতে ফের প্রধানমন্ত্রীকে-কে চিঠি মমতার -সংবাদ প্রতিদিন
  • পেগাসাস কাণ্ড:‌ ‘সংবাদ মাধ্যেমর রিপোর্ট সত্যি হলে অভিযোগ গুরুতর‌’, মানল সুপ্রিম কো–আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বিধিনিষেধ বাড়ল; শিল্প কলকারখানা খোলা থাকবে, অভ্যন্তরীণ রুটে বিমান চলবে-এটি হলো দৈনিক প্রথম আলোর শিরোনাম। কী বলবেন এ খবর  সম্পর্কে?

২. সংযুক্ত আরব আমিরাতে নেয়া হয়েছে ইসরাইলি সাইবার ইউনিট। সঙ্কটের কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে পারস্য উপসাগর। এমন খবর দিয়েছে প্রেস টিভি। আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

করোনায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু-ইত্তেফাক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ হাজার ৯০২ জনে। এটিই দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।

অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ, যা বললেন হাছান মাহমুদ-যুগান্তর

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সম্প্রতি একাধিক অভিনয়শিল্পী-মডেল গ্রেফতার হওয়া নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না।

তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, অভিনয়-মডেলিং এগুলো আমাদের শিল্প-সংস্কৃতিরই অংশ। যারা এগুলো চর্চা করেন তারা এই অঙ্গনকে সমৃদ্ধ করে এবং অনেকে জীবিকাও নির্বাহ করে। কিন্তু এর আড়ালে কেউ যদি অবৈধ-অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তিনি যেই হন, সেই দায় তো তাকে নিতেই হবে।

রাজের অফিস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেই বাড়ির বাসিন্দা-যুগান্তর

নজরুল ইসলাম রাজ

২০১৮ সালে বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪২ নম্বর বাসার পঞ্চম তলায় একটি ফ্ল্যাটে ‘রাজ মাল্টিমিডিয়া’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খোলেন নজরুল ইসলাম রাজ। মাসিক ৫৫ হাজার টাকা চুক্তিতে ভাড়া নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অফিসটি উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ অনেক রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। আর সেই ‘রাজ মাল্টিমিডিয়া’র অফিসেই ছিল যত অনৈতিক কাজের আখড়া। দিনভর ‘সুন্দরীদের’ আনাগোনা ছিল সেখানে। ৯৯৯ নম্বরে ফোন করে ‘রাজ মাল্টিমিডিয়া’অফিসের অবৈধ কর্মকাণ্ড বিষয়ে জানিয়েও লাভ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ৪২ নম্বর বাড়িতে বসবাসকারী একজন এসব চাঞ্চল্যকর তথ্য দিলেন গণমাধ্যমকে।

তিনি বলেন, ‘প্রতিদিন ৫ম তলায় নারী-পুরুষ প্রবেশ করতেন। অনেক সময় গভীর রাতেও তারা আসতেন। তারা দীর্ঘ সময় এ ফ্ল্যাটে অবস্থান করতেন। ভেতর থেকে অনেক সময় নারীদের চিৎকার শোনা যেত। তবে ভেতরে কী হচ্ছে তা জানা যেত না। জানতে চাইলেও কিছু বলা হতো না। উল্টো ভয়ভীতি দেখানো হতো। এ কারণে পার্শ্ববর্তী ফ্ল্যাটের মালিকরা মিলে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডেকে তাদের সতর্ক করা হলেও সেসব বন্ধ হয়নি।’

পরীমণি ও রাজের দেওয়া তথ্য উদ্দেশ্য প্রণোদিত কীনা যাচাই করবে র‍্যাব-ইত্তেফাক

পরীমনি

বর্তমানের সমালোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি ও তার সহযোগী হিসেবে গ্রেফতার হওয়া প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজের দেওয়া তথ্য উদ্দেশ্য প্রণোদিত কীনা তা যাচাই করে দেখবে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটে র‌্যাবের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান। এসময় তিনি বলেন, পরীমণি ও রাজকে আমরা কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছি। এসময় তারা নিজেদের কর্মকান্ডের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেসব তথ্যের মধ্যে কোন কিছু উদ্দেশ্য প্রনোদিত কীনা তা আমরা যাচাই করে দেখবো।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

অশান্তির জেরে ফের মুলতুবি রাজ্যসভা, তৃণমূলের অর্পিতার বিরুদ্ধে দরজা ভাঙার অভিযোগ-আনন্দবাজার

তৃণমূলের সাসপেন্ড হওয়া ছয় সাংসদের মধ্যে তিন জনকে রাজ্যসভায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। তার জেরে বৃহস্পতিবার ফের অশান্তি রাজ্যসভায়। বিরোধীদের প্রতিবাদের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে গেল অধিবেশন। অন্য দিকে, সরকার পক্ষের তরফে রাজ্যসভার কাচের দরজা ভাঙার অভিযোগ তোলা হল তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে। যদিও তা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অর্পিতা।

দলের তিন সাংসদকে বুধবার রাজ্যসভায় ঢুকতে না দেওয়ার ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বৃহস্পতিবার অধিবেশনে সরব হন। এর পরেই কংগ্রেস-সহ বিরোধী সাংসদেরা প্রতিবাদ শুরু করেন। সেই সঙ্গে পেগাসাস-কাণ্ড নিয়ে আলোচনার দাবিতে ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন তাঁরা। হট্টগোলের জেরে তিন দফায় সভা মুলতুবি হয়ে যায়। রাজ্যসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খড়গে বলেন, ‘‘নিয়ম বহির্ভুত ভাবে বাধা দেওয়া হয়েছে তিন তৃণমূল সাংসদকে।’’গেপাসাস-কাণ্ড নিয়ে হট্টগোলের অভিযোগে বুধবার রাজ্যসভা থেকে দিনের মতো সাসপেন্ড করা হয়েছিল তৃণমূলের ছ’জন সাংসদকে— দোলা সেন, নাদিমুল হক, মৌসম নুর, শান্তা ছেত্রী, আবিররঞ্জন বিশ্বাস এবং অর্পিতা ঘোষ। তৃণমূলের দাবি, বুধবার অধিবেশন মুলতুবি হওয়ার পরে নিয়ম অনুযায়ী সাসপেনশনের মেয়াদ শেষ হয়ে যায়। তাদের অভিযোগ, অধিবেশন মুলতুবি হওয়ার পর বুধবার বিকেলে তিন সাংসদ অধিবেশনকক্ষ লাগোয়া চেম্বারে ঢুকতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অর্পিতা এবং দোলা সেন-সহ তিন জন মহিলা সাংসদ। কিন্তু ওই মহিলা সাংসদেরা ঢুকতে গেলে মার্শাল তাঁদের বাধা দেন।

অভিযোগ, সে সময় মার্শালের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তিন তৃণমূল সাংসদ। তাঁদের মধ্যে এক জন অধিবেশন কক্ষের একটি কাচের দরজা ভেঙে দেন। রাজ্যসভায় বিজেপি-র সহকারী দলনেতা মুখতার আব্বাস নকভির অভিযোগ, দরজা ভেঙেছেন সাংসদ অর্পিতা। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের গুন্ডামির পুনরাবৃত্তি এ বার সংসদে ঘটাতে চাইছে তৃণমূল।’’

পেগাসাস কাণ্ড:‌ ‘সংবাদ মাধ্যেমর রিপোর্ট সত্যি হলে অভিযোগ গুরুতর‌’, মানল সুপ্রিম কোর্ট-আজকাল

পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে দেশে ৩০০ রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, সরকারি কর্তাদের ওপর নজরদারি চলেছে। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট তেমনটাই বলছে। সুপ্রিম কোর্ট আজ, বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল, এই রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে ‌অভিযোগ ‘গুরুতর’। 

পেগাসাস নজরদারি নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। পিটিশন করেছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টকে আর্জি জানানো হয়েছে, এই স্পাইওয়ার কেনা নিয়ে চুক্তি এবং কাদের ওপর নজরদারি চলেছে, সেই তথ্য কেন্দ্রের থেকে চাওয়া হোক। প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চ এই মামলা শুনছে।

দিল্লি গিয়ে চেয়েও মেলেনি করোনা ভ্যাকসিন, পর্যাপ্ত টিকার দাবিতে ফের প্রধানমন্ত্রীকে-কে চিঠি মমতার-সংবাদ প্রতিদিন

গত সপ্তাহে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে বাংলার জন্য পর্যাপ্ত করোনা ভ্যাকসিনের আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM । প্রধানমন্ত্রীর তরফে আশ্বাস মিললেও, বাস্তবে রাজ্যে করোনা টিকার ঘাটতি মেটেনি এখনও। তা নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন ‘ব্যথিত’ মুখ্যমন্ত্রী। তাতে তিনি স্পষ্ট লিখেছেন, বহুবার বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। এমনকী মোদির সঙ্গে দেখা করেও এ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু তারপরও বাংলা পর্যাপ্ত কোভিড টিকা পাচ্ছে না। যার ফলে রাজ্যবাসীকে টিকাদানের কর্মসূচি শ্লথ হয়েছে। এমনই যাবতীয় সমস্যার কথা জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে ২ পাতার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘এদিনই শ্রেষ্ঠত্বের দিকে এগিয়েছিল ভারত' ৩৭০ ধারা অবলুপ্তির বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন

৫ আগস্ট তারিখটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দু'বছর আগে এই দিনেই ‘শ্রেষ্ঠ ভারত’ হওয়ার দিকে এগিয়ে গিয়েছিল দেশ। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বর্ষপূর্তিতে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে রাম মন্দিরের ভূমিপুজোর বর্ষপূর্তির প্রসঙ্গও উঠে এল তাঁর মুখে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫

ট্যাগ