আগস্ট ০৬, ২০২১ ১৭:২৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৬ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • টিকা নিয়ে সরকার নাটক করছে-রিজভী–যুগান্তর
  • টিকায় অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা- প্রথম আলো
  • পরীমনির মামলা ডিবিতে-ইত্তেফাক
  • খাব নাকি লাশ চুরি ঠেকাব’ -সমকাল
  • পরিকল্পনার গলদে হোঁচট গণটিকায়-কালের কণ্ঠ
  • একবছর পর জানা গেল ২০১৯-০ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৩.৫১ শতাংশ-মানবজমিন
  • অভিজাত এলাকায় ভয়াবহ সিন্ডিকেট-বাংলাদেশ প্রতিদিন
  • ভারতে ধর্ষণের শিকার তরুণী, দেশে ফিরিয়ে আনতে স্বজনদের আকুতি-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • এই পরিস্থিতিতে কী ভাবে চলবে স্কুল! কেন্দ্র, রাজ্যগুলিকে চিঠি দিল মনোচিকিৎসকদের সংগঠন -আনন্দবাজার
  • ‘কেন্দ্রীয় কমিশন সজাগ হোক’, দ্রুত উপনির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল -আজকাল
  • ড্রোন থেকে অস্ত্রবৃষ্টি কাশ্মীর সীমান্তে! জওয়ানদের তৎপরতায় ভেস্তে গেল জেহাদি ষড়যন্ত্র -সংবাদ প্রতিদিন

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

করোনা পরিস্থিতি, গণটিকা নিয়ে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে নানা খবর পরিবেশিত হয়েছে। ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব ইউনিয়নে ৭ আগস্ট থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে আজ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। খবরটিতে লেখা হয়েছে, কাল থেকে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন চলবে ১২ আগস্ট পর্যন্ত।এদিকে করোনায় খুলনা বিভাগে ৩৬ জন, ময়মনসিংহ মেডিক্যালে রেকর্ড ৩০ জনের মৃত্যু হয়েছে।

কালের কণ্ঠের একটি খবরের শিরোনাম০ পরিকল্পনার গলদে হোঁচট গণটিকা। আর  মানবজমিনসহ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে,  বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিবঝী বলেছেন,টিকা নিয়ে সরকার নাটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পর সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। -রুহুল কবির রিজভী বলেন, আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে। মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে নেওয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নাই সেটা তারা করছেন না। প্রথমে সরকার বলছে, ৭ দিন গণটিকা দেয়া হবে, পরে বলছে, একদিন গণটিকা দেব। কিন্তু এটির কোনো বাস্তব ভিত্তি নেই। তারা (সরকার) যেটা বলবে তার উল্টোটাই হবে এবং উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে জেলা-উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নাই। না আছে আইসিইউ, অক্সিজেন সরবারহ, না আছে কোনো ঔষধপত্র।

তিনি বলেন, আজকে টিকা নিয়েও যে ভয়ংকর দুর্নীতি এই দুর্নীতি হচ্ছে শুধুমাত্র সরকারদলীয় লোকদের আঙ্গুল ফুলে কলাগাছ করানো।

অভিযোগ করে রিজভী আরও বলেন, একটা সিন্ডিকেট করোনা সংক্রান্ত সব কেনাকাটায় তারা (ক্ষমতাসীন) মাতব্বরী করছে এবং এই যে অনিয়ম-দুর্নীতি পঙ্কিলতার মধ্যে গোটা সিস্টেমটাকে সব হেলথ কেয়ার সিস্টেমটাকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে মানুষ বিশেষ করে অসুস্থ মানুষ, আক্রান্ত মানুষ কী করে সেবা পাবে? স্বাস্থ্যখাতে প্রত্যেকটি কেনা-কাটায় ভয়ঙ্কর দুর্নীতির কথা আজ উচ্চারিত হচ্ছে। অথচ সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনারা জানেন যে, পৃথিবীর শীর্ষ ২৫টি করোনায় আক্রান্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২১তম। এই ধরনের একটি ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে এই দেশে।

পরীমণি-রাজ এখন ডিবিতে, রিমান্ড শুরু-ইত্তেফাকসহ বেশে কয়েকটি দৈনিকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে,বাংলাদেশ ছাত্রলীগ ডেঙ্গু মোকাবিলায় মাসব্যাপী এডিস মশা নিধনের কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে টিএসসি এলাকায়  এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এরপর নেতা-কর্মীদের নিয়ে টিএসসি এলাকায় মশকনিধনের ওষুধ ছিটান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এই কর্মসূচি থেকে জানানো হয়, শুক্রবার থেকে সারা দেশে সংগঠনের প্রতিটি ইউনিটে মশা নিধন কর্মসূচি পালিত হবে।

পরীমনির মামলা ডিবিতে-ইত্তেফাক/মানবজমিন/বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন দৈনিকের খবরে লেখা হয়েছে,

অভিনেত্রী পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে দায়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই মামলার তদন্তভার দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখাকে (ডিবি)।

রাজধানীর বনানী থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দুটি দায়ের হওয়ার পর রাতেই তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে তিনি বলেন, “একজন নায়িকা ও একজন প্রযোজকসহ ৪ জনের বিরুদ্ধে তিনটি মামলা বনানী থানায় রেকর্ড হয়েছে। এর মধ্যে দুটি আলাদা মাদক মামলা ও একটি পর্নোগ্রাফি আইনে মামলা। মাদকের দুটি মামলা রাতেই ডিবিতে পাঠানো হয়েছে। রিমান্ড পাওয়ার পর তারা আসামিও বুঝে নিয়েছে।এদিকে পরীমনি ও রাজের মাদকের দুটি মামলার তদন্তভার পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘আমি দুটি মাদক মামলা তদন্তের অর্ডার পেয়েছি। আসামিরাও আমাদের কাস্টডিতে আছেন। তাদের চার দিনের রিমান্ডে পাওয়া গেছে। তাদের ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।”

অভিজাত এলাকায় ভয়াবহ সিন্ডিকেট-বাংলাদেশ প্রতিদিন

পরীমণি-রাজ রিমান্ডে । মাদক উচ্চপর্যায়ের পতিতাবৃত্তি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পিয়াসা মৌ জিসানকেও

রাজধানীর অভিজাত এলাকায় অবৈধ কারবার পরিচালনার জন্য ভয়াবহ সিন্ডিকেট গড়ে তোলেন নজরুল ইসলাম ওরফে নজরুল রাজ, পরীমণি, পিয়াসা, মৌ, মিশু হাসান, জিসানসহ ১০-১২ জন। তারা গুলশান, বনানী, বারিধারা, উত্তরাসহ বিভিন্ন ফ্ল্যাট ও অফিসে নিয়মিত আসর বসান। এসব আসরে ধনিক শ্রেণির যুবক ও ব্যবসায়ীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেন। তাদের চাহিদামতো সরবরাহ করা হতো সঙ্গী। এসব সঙ্গীর অনেকেই শোবিজ জগতের অতিপরিচিত বা স্বল্পপরিচিত মুখ। তাদের মাধ্যমে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের অর্থ আদায় করেন চক্রের সদস্যরা। এমনকি দেশের বাইরেও পছন্দের সঙ্গীসহ আনন্দভ্রমণে পাঠাত এ চক্র। নিয়ন্ত্রণ করত মাদক ও চোরাচালান। এসবের মাধ্যমে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন চক্রের সদস্যরা। বুধবার এলিট ফোর্স র‌্যাবের হাতে গ্রেফতার রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী নজরুল রাজ, নায়িকা পরীমণি; এর আগে গ্রেফতার মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, অস্ত্র ও সোনা চোরাকারবারি শরিফুল হাসান ওরফে মিশু হাসান ও মিশুর সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানদের জিজ্ঞাসাবাদে আইন প্রয়োগকারী সংস্থা এসব তথ্য পেয়েছে। বুধবার সন্ধ্যায় বনানীর বাসা থেকে পরীমণি ও নজরুল রাজকে গ্রেফতারের পর গতকাল র‌্যাব সদর দফতরে ডাকা সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা, উত্তরাসহ আশপাশে বিভিন্ন ডিজে পার্টি বা আসর জমাতেন নজরুল রাজ, পরীমণিসহ চক্রের সদস্যরা। র‌্যাব বিষয়টি অবগত হয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় বনানীতে অভিযান চালিয়ে নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি, প্রযোজক নজরুল রাজসহ চারজনকে গ্রেফতার করা হয়।

এক বছর পর জানা গেলো ২০১৯-২০ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৩.৫১ শতাংশ-মানবজমিন

অবশেষে এক বছরের বেশি সময় পর ২০১৯-২০ অর্থবছরের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির সঠিক তথ্য প্রকাশ করলো সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটি জানিয়েছে, ২০১৯-২০ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৩.৫১ শতাংশ। যদিও সরকারের দাবি ছিল ওই অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৫.২৪ শতাংশ। বৃহস্পতিবার বিবিএস দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে তথ্য প্রকাশ করেছে তাতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

সারাদেশে মশা মারবে ছাত্রলীগ-বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ ছাত্রলীগ ডেঙ্গু মোকাবিলায় মাসব্যাপী এডিস মশা নিধনের কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে টিএসসি এলাকায়  এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এরপর নেতা-কর্মীদের নিয়ে টিএসসি এলাকায় মশকনিধনের ওষুধ ছিটান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এই কর্মসূচি থেকে জানানো হয়, শুক্রবার থেকে সারা দেশে সংগঠনের প্রতিটি ইউনিটে মশা নিধন কর্মসূচি পালিত হবে।ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আগামী এক মাস এডিস মশা নিধনে ছাত্রলীগের এই কর্মসূচি চলবে। প্রয়োজনে কর্মসূচির সময়সীমা আরও বাড়ানো হবে।

খাব নাকি লাশ চুরি ঠেকাব’-সমকাল

‘বাড়ির লোকজন নিতে আসবে আমাদেরকে। তাই শ্বশুর বাড়িতে বেশ খুশিতেই ছিলাম।হঠাৎ বজ্রপাতের আওয়াজ শুনে বুকের ভেতরটা কেমন করে উঠলো! এমন সময় খবর এলো বরযাত্রীর নৌকায় মৃত্যুর খবর। ছুটে গিয়ে দেখি বাবাসহ ১৭ জন বেঁচে নেই। একদিকে এতোগুলো লাশ দাফন করতে হবে। অন্যদিকে এই লাশগুলো চুরির হাত থেকে বাঁচাতে হবে। খাব নাকি লাশ চুরি ঠেকাব’কাঁদতে কাঁদতে এইসব কথা বলছিলেন সদ্য বিবাহিত আল মামুন। এসময় তিনি আরও বলেন, লাশগুলো দাফনের পর থেকে সংসারের চিন্তা বাদ দিয়ে কবরগুলো পাহারা দিতে হচ্ছে। স্থানীয়রা সবাই সহযোগিতা করেছে রড, সিমেন্ট দিয়ে কবর ঢালাই করার কাজে। তারাও সহযোগিতা করছে লাশগুলো পাহারা দেওয়ার কাজে।  প্রতিবেশী আনারুল বলেন, ‘আমরা শুনেছি বজ্রপাতে কেউ মারা গেলে নাকি লাশ কবর থেকে চুরি হয়ে যায়। তাই এলাকাবাসী অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে। ছোট বড় সবাই কবরগুলো বাঁধাতে সহায়তা করেছে।’উল্লেখ্য, বুধবার (৪ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে বজ্রপাতে ১৭ জন মারা যান।

 এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ড্রোন থেকে অস্ত্রবৃষ্টি কাশ্মীর সীমান্তে! জওয়ানদের তৎপরতায় ভেস্তে গেল জেহাদি ষড়যন্ত্র -সংবাদ প্রতিদিন

প্রতিরক্ষা মহলে উদ্বেগ উসকে কাশ্মীর সীমান্তে অস্ত্রবৃষ্টি করল ড্রোন (Drone)। তবে সীমান্তের ওপার থেকে আসা উড়ন্ত যানটির গতিবিধি ধরা পড়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীদের চোখে। ড্রোনটির পিছু ধাওয়া করে বেশকিছু হাতিয়ার উদ্ধার করে জেহাদিদের ষড়যন্ত্র ভেস্তে দেন জওয়ানরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার ভোরে সাম্বা সেক্টরে নিয়ন্ত্রণরেখার পাশে দেখা মেলে এক সন্দেহজনক ড্রোনের। তবে কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যায় যানটি। সঙ্গে সঙ্গে ওই এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তারক্ষীরা। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর অত্যাধুনিক পিস্তল, কার্তুজ ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করে জওয়ানরা। সূত্রের খবর, জেহাদিদের জন্য হাতিয়ারগুলি নিয়ে এসেছিল পাকিস্তানি ড্রোনটি। তবে সীমান্তে সতর্ক প্রহরা থাকায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, গত জুন মাসে জম্মু এয়ারফোর্স স্টেশনে বোমা ফেলে পালায় দু’টি পাকিস্তানি (Pakistan) ড্রোন। সীমান্তের ওপার থেকে এসে হামলা চলিয়েছিল যানগুলি বলে খবর। তারপর থেকেই জম্মু ও কাশ্মীরে ড্রোনের আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে কয়েকটি উদ্ধারও করা হয়েছে।

ভ্যাকসিন রাজনীতি: টিকা চেয়ে মোদিকে কড়া চিঠি মমতার, কেন্দ্রের জবাব- অভিযোগ ভিত্তিহীন

ভ্যাকসিন রাজনীতি এখন ভারতে প্রবল। পশ্চিমবঙ্গ পর্যাপ্ত ভ্যাকসিন পাচ্ছে না এবং এইরকম অবস্থা চললে তিনি যে চুপ করে বসে থাকবেন না, সেই কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাটের থেকে বাংলা অনেক কম ভ্যাকসিন পেয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠির জবাব এসেছে নবান্নে। অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জানান হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি টিকা দেয়া হয়েছে এই তথ্য সঠিক নয়। ভারতে রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় সর্বোচ্চ টিকা পাওয়া রাজ্য।কেন্দ্র এ পর্যন্ত ৫২ লক্ষ ডোজ ভ্যাকসিন পাঠিয়েছে পশ্চিমবঙ্গে। এই তথ্যকে অবশ্য বাতিল করে দিয়েছেন মমতার কোভিড নিয়ে গঠিত গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির সদস্য নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেন্দ্র টিকা দিচ্ছে না বলে রাজ্যের সব মানুষ টিকা পাচ্ছেন না। ভ্যাকসিন নিয়ে কেন্দ্র-রাজ্যের তরজা এখন তুঙ্গে।

এই পরিস্থিতিতে কী ভাবে চলবে স্কুল! কেন্দ্র, রাজ্যগুলিকে চিঠি দিল মনোচিকিৎসকদের সংগঠন- আনন্দবাজার পত্রিকা

দেশ জুড়ে স্কুল,কলেজ খোলার আবেদন জানিয়ে এ বার কেন্দ্র ও রাজ্যকে চিঠি দিল মনোচিকিৎসকদের সংগঠন ‘ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি’। অতিমারি পরিস্থিতি দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে স্কুল, কলেজে পঠনপাঠন বন্ধ থাকায় মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা, মূলত স্কুলের কমবয়সি ছাত্রছাত্রীরা। প্রি-প্রাইমারির বাচ্চাদের জন্য সপ্তাহে দু’দিন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য তিন দিন, এবং নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহে পাঁচ দিন (সোম থেকে শুক্র) খোলা যেতে পারে স্কুল। কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মনসুখ মাণ্ডব্যকে চিঠি দিয়ে সেই পরামর্শই দিল বিশেষজ্ঞদের ওই সংগঠন। সেই সঙ্গে দেশের সবক’টি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও পাঠানো হয়েছে ওই চিঠি।

কোভিডের দ্বিতীয় ঢেউ স্তিমিত হলেও তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা বাড়ছে গোটা দেশ জুড়ে। এই পরিস্থিতি কোভিডবিধি মেনে, সব রকম সতর্কতা অবলম্বন করে কী ভাবে স্কুল, কলেজ খোলা যেতে পারে, সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে ওই চিঠিতে। বিশেষজ্ঞ মহলের পরামর্শ, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে স্কুলে ক্লাস শুরু করা যেতে পারে। যাদের রোল নম্বর জোড় সংখ্যা, তারা এক দিন আসবে স্কুলে। বাকিরা বাড়ি থেকে অনলাইনেই ক্লাস করবে। আবার অন্য দিন, বিজোড় সংখ্যার রোল নম্বর যাদের, তারা স্কুলে এসে ক্লাস করবে। তবে যারা স্কুলে আসতে পারবে না, তাদের জন্য যাতে অনলাইনেও ক্লাস নেওয়ার ব্যবস্থা থাকে, সেই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

‘কেন্দ্রীয় কমিশন সজাগ হোক’, দ্রুত উপনির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল-আাজকাল

অবিলম্বে রাজ্যের ৫টি আসনে উপনির্বাচন সহ মোট ৭ আসনে ভোট করানো হোক, এই দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তৃণমূলের একটি প্রতিনিধি দল। ওই দলে ছিলেন পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, শশী পাঁজা, জাভেদ খান, চন্দ্রিমা ভট্টাচার্য। 

সাক্ষাতের পর পার্থ চ্যাটার্জি সাংবাদিক বৈঠক করে বলেন, ‘তিন মাস হয়ে গেল এখনও করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। রাজ্যে যখন ভোট হয়েছিল তখন সংক্রমণ সর্বোচ্চ ছিল কিন্তু তাও ভোট হয়েছিল। কিন্তু এখন যখন সংক্রমণ কম রয়েছে তখন কেন ভোট করানো হচ্ছে না? আমরা মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছি। উনি বিবেচনা করে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। কমিশনের আধিকারিকের তরফে জানা গিয়েছে, নির্বাচনকে সামনে রেখে তাঁরাও এ নিয়ে কয়েক ধাপ এগিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন সজাগ হচ্ছে না।’ এদিকে নাম না করে বিজেপিকেও কটাক্ষ করে পার্থ বলেন, ‘যাঁরা মুখে গণতন্ত্র রক্ষার কথা বলছেন, তাঁরাই গণতন্ত্রের অন্যতম অঙ্গ হিসেবে নির্বাচন নিয়ে ঢিলেমি দিচ্ছে।’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬


 

ট্যাগ