আগস্ট ১৪, ২০২১ ১৫:০১ Asia/Dhaka

শোকাবহ মহররম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা।

কারবালার শাশ্বত মহাবিপ্লবের ঘটনা-প্রবাহের ব্যাখ্যা এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নানা মহলে প্রচলিত বিভিন্ন ধরনের বিভ্রান্তি ও সেসবের  কয়েকটি কারণ সম্পর্কে আমরা আলোচনা করেছি গত কয়েক পর্বে। কারবালার মহাবিপ্লবের পটভূমি ও সঠিক ইতিহাস না জানার কারণেও এসব বিভ্রান্তি ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। গত পর্বের আলোচনায় জনগণের জিহাদবিমুখতা ও ধৈর্যহীনতা এবং সেনাপতির বিশ্বাসঘাতকতার কারণে মুয়াবিয়ার কথিত খিলাফতের ব্যাপারে আমরা ইমাম হাসানের (আ) বিপ্লবী নীতি বাস্তবায়ন অব্যাহত রাখতে না পারা তথা যুদ্ধ-বিরতির প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করতে বাধ্য হওয়ার সংক্ষিপ্ত  ইতিহাস শুনেছি।

মুয়াবিয়া ও ইয়াজিদ উভয়ই ইসলাম থেকে মহা-বিচ্যুত হওয়া সত্ত্বেও মুয়াবিয়া যে বাহ্যিক ইসলামী বেশ ও কিছু কিছু রীতি মেনে চলত সেটাও আমরা উল্লেখ করেছি। আর ইয়াজিদ প্রকাশ্যেই ইসলাম অবমাননাসহ সব ধরনের অশালীন কাজ করত। তাই মুয়াবিয়ার ক্ষেত্রে ইমাম হাসান যে নীতি গ্রহণ করেছিলেন ইমাম হুসাইন ইয়াজিদের ক্ষেত্রে সে একই নীতি গ্রহণ করতে পারেননি।

 ইয়াজিদ ছিল যেমন নিষ্ঠুর তেমনি বিশ্বাসঘাতক;তার কলুষিত মনে দয়া-মায়া বা সুবিচারের কোনো স্থান ছিল না। তার আমোদ-প্রমোদ যেমন নিচুস্তরের;সঙ্গী-সাথীরাও ছিল তেমনই নিচাশয় ও দুশ্চরিত্র। একটি বানরকে মাওলানার মতো পোশাক পরিয়ে সে ধর্মীয় নেতাদের বিদ্রূপ করত এবং যেখানে যেত সেখানে জন্তুটিকে নিয়ে যেত কারুকার্যময় বস্ত্রে সজ্জিত একটি সিরিয় গাধার পিঠে বসিয়ে। তার দরবারে মদ্যপানজনিত হাঙ্গামা হতো এবং তা প্রতিফলিত হলো রাজধানী দামেস্কের রাস্তায়।

ইমাম হুসাইনের আন্দোলন ও শাহাদহত কোনো আকস্মিক ঘটনা ছিল না। বরং তা ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি বিপ্লব যার রূপ রেখা প্রণয়ন করেছেন স্বয়ং হযরত মুহাম্মাদ (সা.) ও তার পুণ্যবান আহলে বাইত। তাই এটাকে নিছক বিদ্রোহ এবং অপরিকল্পিত আন্দোলন যা ব্যর্থ হয়েছে বা মুসলিম উম্মাহ বা রাষ্ট্র যন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ বলা মোটেও সমীচীন হবে না।

ইমাম হুসাইনের আন্দোলন ছিল এক ঐশী আধ্যাত্মিক আন্দোলন-ইসলাম ধর্মকে বিকৃতির হাত থেকে মুসলিম উম্মাহকে ও পথভ্রষ্টতার হাত থেকে রক্ষা করা এবং মজলুমকে যালিমের হাত থেকে উদ্ধার করার আন্দোলন। ইমাম হুসাইনের আন্দোলন ছিল সত্যের প্রতিষ্ঠা ও মিথ্যার মূলোৎপাটনের আন্দোলন। মোট কথা এটি একটি পূর্ণ আন্দোলন। একটি সফল আদর্শ আন্দোলনের সমুদয় দিক-নৈতিক,সামাজিক ও রাজনৈতিক দিক এবং সর্বোৎকৃষ্ট পর্যায়ের আধ্যাত্মিক ও তাত্ত্বিক দিকও এ আন্দোলনে রয়েছে। মানবীয় সুকুমার চরিত্রের পূর্ণমাত্রার বিকাশও পরিলক্ষিত হয় এ আন্দোলনে। আর তা হতেই হবে। কারণ,এ আন্দোলনের রূপকার মহান আল্লাহর রাসূল নিজে এবং এর নেতৃত্বে ছিলেন বেহেশতের যুবকদের নেতা ইমাম হুসাইন। মহানবী (সা.) বিভিন্ন সময় তার উম্মতকে এ আন্দোলন সম্পর্কে-কারবালার হৃদয়বিদারক ঘটনা সম্পর্কে বহুবার অবহিত করেছেন। সাবধান করেছেন যাতে তারা সত্য পক্ষ অবলম্বন করতে পারে-প্রহেলিকাময় প্রচার-প্রপাগান্ডার ধ্রুমজালে আবদ্ধ হয়ে সত্য চিনতে ভুল না করে। তারা যেন সে সময় তারা প্রাণ প্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের সাথে থেকে বিচ্যুতির হাত থেকে রেহাই পায়।

ইমাম হুসাইন (আ) কারবালার মহাবিপ্লবের মাধ্যমে একদিকে যেমন কুরআনে বর্ণিত সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দেয়ার নীতি প্রতিষ্ঠা করতে চেয়েছেন তেমনি নানার উম্মতের মধ্যে সংস্কারও করতে চেয়েছেন।  ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতাসীন হওয়া ছাড়াও সমস্ত হারাম ও পাপ কাজকে বৈধ করে জনগণের সম্পদ অবৈধভাবে কাজে লাগিয়ে ভোগ-বিলাসিতায় নিমজ্জিত হয়েছিল। এ ছাড়াও কুফার জনগণ ইমাম হুসাইন (আ)কে ইয়াজিদের খোদাদ্রোহী শাসন ও শোষণের হাত থেকে তাদেরকে রক্ষা করতে এই মহান ইমামের প্রতি আহ্বান জানিয়ে বহু চিঠি লিখেছিল। এসব চিঠিতে স্বাক্ষরকারীদের সংখ্যা ছিল প্রায় লাখখানেক। তারা শেষ পর্যন্ত সত্যের পথে অবিচল থাকবেন না জেনেও ইমাম হুসাইন বিপ্লব ও শাহাদাতের রঙ্গিন পথ বেছে নিয়েছিলেন যাতে ভবিষ্যতে মুসলমানরা এই পথ ধরে আবারও প্রকৃত ও সংগ্রামী ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে পারেন।

ইমাম হুসাইনের মহাবিপ্লবের আরও যেসব লক্ষ্যের কথা উল্লেখ করা যায় সেসব হল:

১. ইয়াজিদ ও উমাইয়্যাদের হাতে বিপন্ন হওয়া থেকে ইসলাম ও ইসলামী খেলাফতকে রক্ষা করা;

২. জনগণকে চিন্তাগত স্বাধীনতা প্রদান;

৩.বনী উমাইয়্যার হাত থেকে জনগণের অর্থনৈতিক মুক্তি এবং মুসলিম উম্মাহ বায়তুলমাল লুণ্ঠন রোধ করা;

৪. মহানবীর পবিত্র আহলে বাইতের নাম-নিশানা মুছে দেয়ার অশুভ প্রক্রিয়া বন্ধ করে দেয়া;

৫. বনী উমাইয়্যা কর্তৃক প্রবর্তিত বিদআতসমূহের মূলোৎপাটন ও নবী সুন্নাতসমুহ পুনরুজ্জীবিত করা;

৬.সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং

৭. ইসলামী বিধি-বিধান সর্বক্ষেত্রে প্রবর্তন করা। #

পার্সটুডে/মু. আমির হুসাইন/ মো.আবুসাঈদ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ