আগস্ট ২৩, ২০২১ ১৬:২২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • দুই ডোজের ব্যবধান কমানো যায় কিনা, খতিয়ে দেখতে বললেন প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় 'সমঝোতা'-মানবজমিন
  • বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিমানবন্দরে তালেবানের ফাঁকা গুলি, লাঠিচার্জ-যুগান্তর
  • মেঘনায় থ্রি এঙ্গেলের থাবা-ইত্তেফাক
  • যা হচ্ছে তা উচিত নয়: পরীমনির নানা-প্রথম আলো
  • তারা নাকি আবার গণঅভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে : ওবায়দুল কাদের-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ত্রিপুরা জয়ে এবার তৃণমূলের সেনাপতি দেব? চলতি সপ্তাহেই সফরের সম্ভাবনা-আনন্দবাজার
  • অক্টোবরে শীর্ষে উঠবে করোনার তৃতীয় ঢেউ-সতর্কবার্তা-সংবাদ প্রতিদিন
  • তৃণমূল সরকারের ভালো কাজের সঙ্গে আছি, দিলীপের গলায় ভিন্ন সুর-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

তারা নাকি আবার গণঅভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে : ওবায়দুল কাদের-বাংলাদেশ প্রতিদিন

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা দলীয় প্রধানের মুক্তির জন্য একটি মিছিল পর্যন্ত করতে পারে না, তারা নাকি আবার গণঅভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে। আজ এক ভার্চুয়াল সভায় ওবায়দুল কাদের বলেন, ‘জনগণতো দূরে থাক, তাদের দলের কর্মীরাও এখন মাঠে নামে না। কারণ, বিএনপির নেতৃত্বের প্রতি কর্মীদের কোনো আস্থা নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার নয়, বিএনপিই জনবিচ্ছিন্ন এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত। বিএনপি এই বাস্তবতা বুঝারও সক্ষমতা হারিয়েছে।’

বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় 'সমঝোতা'-মানবজমিন

সম্প্রতি বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি অবশেষে সমঝোতা হয়েছে। রোববার (২২ আগস্ট) রাতে বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদলের বাসভবনে সমঝোতা বৈঠকটি হয়। সমঝোতা বৈঠকটি সফল হওয়ার খবর পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান। তবে তার দাবি, তিনি সমঝোতা বৈঠকে ছিলেন না। এটা সিনিয়ররা করেছেন। কী শর্তে সমঝোতা হয়েছে বা সমঝোতা পরবর্তী মামলা প্রত্যাহারে কোন শর্ত যুক্ত রয়েছে কি-না তা তিনি নিশ্চিত করেননি।এর আগে দুপুরে বরিশালের ঘটনা ভুল বোঝাবুঝি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছিলেন, শিগগিরই সমস্যার সমাধান হচ্ছে। অবশেষে রাতেই সেই সমাধান এলো।

দৈনিকটির অপর একটি শিরোনাম-বরিশালে আসলে কী ঘটেছিল? এতে অনেক কিছুই তুলে ধরা হয়েছে।বুধবার রাতে আচমকা উত্তপ্ত হয়ে উঠে বরিশাল সদর উপজেলা কমপ্লেক্স। রাত ৯টার দিকে মেয়র অনুসারী ছাত্রলীগ-যুবলীগ এবং নগর ভবনের কর্মীরা ব্যানার অপসারণে উপজেলা কমপ্লেক্স এলাকায় অভিযান শুরু করেন। প্রত্যক্ষদর্শীর বয়ানে এটা স্পষ্ট যে, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একেবারে সামনে যাওয়ার পরই নিরাপত্তার দায়িত্বে থাকা আনসাররা বাধা দেন। মহাসড়ক সংলগ্ন উপজেলা কম্পাউন্ডের দেয়ালের বাইরে ব্যানার অপসারণে ইউএনও’র তরফে কোনো বাধা দেয়া হয়নি। স্থানীয় এক ব্যবসায়ী বলছিলেন, ঘটনার ভয়াবহতা এমন পর্যায়ে গিয়েছিল আনসাররা প্রতিরোধ না করলে ইউএনও’র জীবন হুমকির মুখে পড়তো।‘মেয়র ভার্সেস আদারস’ দীর্ঘদিনের দ্বন্দ্ব, ক্ষোভ-বিক্ষোভের বিস্ফোরণ হিসেবে দেখা হচ্ছে। ওই ঘটনার আগ পর্যন্ত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীর নেতৃত্বে থাকা সাদিকবিরোধী নেতাকর্মী কোণঠাসাই ছিলেন। আর প্রশাসন ছিল বেকায়দায়। নানা ইস্যুতে মেয়র ও প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভিন্নমত স্পষ্ট হতো। ক’মাস ধরে তো মুখ দেখাদেখিই বন্ধ ছিল। সাদিক আবদুল্লাহর সঙ্গে প্রশাসন ও পুলিশের বৈরী সম্পর্কের জেরেই উপজেলা কম্পাউন্ডের রক্তাক্ত ঘটনা। যা আজ প্রশাসন ও আওয়ামী লীগ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তবে ওই ঘটনার পর এখন অনেক কিছুই সামনে আসছে। বিসিসিতে ৩০ জন সাধারণ ও ১০ সংরক্ষিত কাউন্সিলরের কমপক্ষে ২৫ কাউন্সিলরের সঙ্গে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সম্পর্কের অবনতির বিষয়টিও বেশ আলোচনায়। তার মধ্যে অন্তত ২০ জন কাউন্সিলের সঙ্গে মেয়রের সম্পর্ক চরমে ওঠেছে।

মেঘনায় থ্রি এঙ্গেলের থাবা-ইত্তেফাক

ভূমিদস্যুদের কবলে মেঘনা

দীর্ঘদিন ধরে চলা করোনা মহামারির মধ্যে বেপরোয়া হয়ে উঠেছে ভূমিদস্যুরা। বিশেষ করে উচ্ছেদ অভিযান বন্ধ থাকায় নদী দখলদাররা নির্বিঘ্নে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, এই সুযোগে বাংলাদেশের প্রধান নদী মেঘনা এবং এর শাখা নদী ফুলদির একাংশ দখল করে শিপইয়ার্ড ও বহুতল ভবন স্থাপন করেছে থ্রি এঙ্গেল মেরিন লিমিটেড নামের একটি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান।

মেঘনা নদীতে ত্রি অ্যাঙ্গেল

নদী দখলের পরও তারা থেমে থাকেনি। ব্যক্তিগত জমি, এমনকি দুটি খালও দখল করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। রাতারাতি এসব কাজ করে প্রতিষ্ঠানটি উৎপাদনও শুরু করে দিয়েছে। ইত্তেফাকের পক্ষ থেকে মুন্সীগঞ্জের গজারিয়ায় সরেজমিন পরিদর্শন করে ঐ প্রতিষ্ঠানের জবরদখলের সত্যতা মিলেছে। প্রতিষ্ঠানটির দখল করা ভূমি উদ্ধারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি নির্দেশনাও জারি করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, মেঘনা এবং এর শাখা নদী ফুলদির একাংশ দখল করে ভরাট করা হয়েছে। এ কারণে ফুলদি দিয়ে নৌ চলাচল হুমকির মুখে পড়েছে। এই নদী দিয়ে সরকারি খাদ্যগুদামে চালসহ বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করা হয়। স্থানীয়রা জানান, থ্রি এঙ্গেল মেরিন লি. নদী দখলসহ দুটি খালও দখল করে নিয়েছে। অনেকের ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে সেখান বালু ভরাট করা হয়েছে। কারখানা স্থাপনের ফলে আশপাশের পরিবেশ নষ্ট হয়েছে। ঐ এলাকার জমিতে আগে তিনটি ফসল হলেও এখন কৃষকরা মাত্র এক ফসল পাচ্ছেন।

শাহবাগে সমাবেশ-পরীমনিকে হেনস্তার দায়িত্ব রাষ্ট্র নিজের হাতে তুলে নিয়েছে-প্রথম আলো

পরীমনি

রাজধানীর শাহবাগে এক সমাবেশে বক্তারা বলেছেন, চিত্রনায়িকা পরীমনিকে নানা কারণে, নানাভাবে হেনস্তা করা হচ্ছে। শেষ পর্যন্ত তাঁকে হেনস্তা করার দায়িত্বটা রাষ্ট্র নিজের হাতেই তুলে নিয়েছে।

বক্তারা বলেছেন, পরীমনিকে কেন বারবার এভাবে রিমান্ডে যেতে হবে, উচ্চ আদালত কেন পুলিশের বিরুদ্ধে একটা সুয়োমোটো জারি করবে না?

আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক সমাবেশে নির্মাতা, শিল্পী, শিক্ষক ও মানবাধিকারকর্মীরা এসব কথা বলেন। শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান ও অ্যাকটিভিস্ট আকরামুল হকের উদ্যোগে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’ ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য মাদকের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জন্য ন্যায়বিচার ও অবলিম্বে পরীমনির জামিন দাবি করেন।

সুলতানা কামাল

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হন। তিনি বলেন, ‘একটি স্বাধীন দেশে একজন মানুষের সুবিচারের জন্য আমাদের মানববন্ধন বা সমাবেশ করতে হচ্ছে, এর থেকে বিব্রতকর, লজ্জাজনক ও দুঃখজনক ঘটনা কোনো সমাজে বোধ হয় আর হতে পারে না। একটি মানুষ যিনি একসময় কোনো একটা অপরাধের শিকার হয়ে মামলা করেছিলেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে নানাভাবে তাঁর পরিচয় সামনে নিয়ে আসা হয়েছে, নানাভাবে হেনস্তা করা হয়েছে। শেষ পর্যন্ত তাঁকে হেনস্তা করার দায়িত্বটা রাষ্ট্র নিজের হাতেই তুলে নিয়েছে। কিন্তু একজনকে, বিশেষ করে অত্যন্ত অল্প বয়সী পেশাজীবী একজন নারীকে, যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা সংগত হয়নি।’

সমাজের রন্ধ্রে রন্ধ্রে নারীবিদ্বেষ ঢুকে গেছে বলে মন্তব্য করেন সুলতানা কামাল। বিনোদনশিল্পের কোনো নারীর বিরুদ্ধে বলার সুযোগটা তারা হাতছাড়া করে না। সে কারণেই বিচার শুরু হওয়ার আগেই পরীমনিকে অভিযুক্তের মতো কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিনিয়ত তাঁর বিরুদ্ধে বিষোদ্‌গার করা হচ্ছে, কুৎসা রটানো হচ্ছে, নিকৃষ্ট কথাবার্তা বলা হচ্ছে। এসবের সুযোগ করে দেওয়ার দায়দায়িত্ব রাষ্ট্রীয় বাহিনীকে নিতে হবে।

সুলতানা কামাল বলেন, ‘পরীমনির জামিনের আবেদনটি অত্যন্ত অন্যায়ভাবে শোনা হচ্ছে না। তাঁর আইনজীবীকে জামিনের আবেদন করতে দেওয়া হয়নি, আইনজীবীকে পরীমনির সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো আদালত এটি করতে পারেন না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। রাষ্ট্রীয় বাহিনীকে তাদের আচরণ সংযত করতে হবে এবং পরীমনির বিরুদ্ধে বিচার পরিচালনা করতে হলে তা আইন অনুযায়ী করতে হবে। যা কিছু করবেন, আইন অনুযায়ী সংস্কৃতভাবে, সংযতভাবে, সাংবিধানিকভাবে ও সর্বোপরি মানুষের মর্যাদা ও অধিকার রক্ষা করে করতে হবে। অন্যথা হলে আমরা তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব।’

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, অতি সম্প্রতি চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে যেটি শুরু হয়েছে, কোনো সিদ্ধান্তের আগেই তাঁকে অপরাধী হিসেবে চিত্রিত করা হচ্ছে। পরীমনি অপরাধ করেছেন কি করেননি, সেই সিদ্ধান্ত নেবেন আদালত। আদালতের রায়ের আগে পরীমনিকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা এবং তাঁর বিরুদ্ধে নানা ধরনের অস্বস্তিকর ও অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়া—এসব কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। তিনি বলেন, পরীমনিকে কেন বারবার এভাবে রিমান্ডে যেতে হবে, উচ্চ আদালত কেন পুলিশের বিরুদ্ধে একটা সুয়োমোটো জারি করবেন না? একবার রিমান্ড যথেষ্ট, এর জন্য তো এতবার রিমান্ডে নেওয়ার দরকার হয় না।

মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘পরীমনিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, দেশের একজন নাগরিকের সঙ্গে এমন আচরণ করা যায় না। তাঁকে তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়নি। এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলেছে। অনতিবিলম্বে পরীমনির মুক্তি দাবি করছি।’ তিনি বলেন, ‘যে নাটক আমাদের গেলানোর চেষ্টা করা হয়েছে, তা যে বানোয়াট, তা আমাদের কাছে পরিষ্কার হয়েছে।’

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিম বলেন, ‘পরীমনিকে তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে এবং মিডিয়া ট্রায়াল হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। পরীমনি চলচ্চিত্র জগতের একজন প্রতিষ্ঠিত মানুষ। তাঁর প্রতি যে ধরনের ব্যবহার করা হচ্ছে, তার যৌক্তিকতা এখনো আমাদের সামনে পরিষ্কার নয়।’

আফগানিস্তানে মানবিক বিপর্যয় রোধে জরুরি সহায়তা দরকার: জাতিসংঘ-প্রথম আলো

তালেবান

ক্ষমতার পটপরিবর্তনে আফগানিস্তান এখন এক চরম মানবিক বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে বলে রোববার সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থা বলেছে, দেশটিতে ব্যাপক খাদ্যঘাটতি হয়েছে, বেড়েছে গৃহহীন মানুষের সংখ্যা। জরুরিভিত্তিতে মানবিক সহায়তার প্রচেষ্টা শুরু করার ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত না হলে সে দেশের অর্থনীতিও ভেঙে পড়তে পারে। দ্য গার্ডিয়ান–এর খবর।আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক সে দেশের নাগরিকদের সরিয়ে নেওয়া নিয়ে যুক্তরাজ্যের বিশৃঙ্খল প্রচেষ্টায় ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে গত শনিবার কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে মারা গেছেন সাতজন। এই অবস্থায় তড়িঘড়ি করে চলতি সপ্তাহে বৈঠক ডেকেছেন জি-৭ নেতারা।মানুষের কাছে কিছুই নেই। এখনই খাবার দরকার। রাস্তাঘাট তুষারে ঢাকা পড়ার আগেই আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তা পৌঁছাতে হবে।আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর মেরি–এলেন ম্যাকগ্রোয়ার্থি পর্যবেক্ষকদের বলেন, দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় এরই মধ্যে দেখা দেওয়া ভয়ানক পরিস্থিতি রূপ নেবে চরম বিপর্যয়কর পরিস্থিতিতে। আর তা হবে চূড়ান্ত রকমের এক মানবিক বিপর্যয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রথম আলোতে লেখা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি তালেবানকে বিশ্বাস করেন কি করেন না। জবাবে বাইডেন বলেছেন, ‘আমি কাউকেই বিশ্বাস করি না। আফগানিস্তানে ১৫ আগস্ট তালেবানের হাতে যুক্তরাষ্ট্র-সমর্থিত আশরাফ গনির সরকারের পতন ঘটে। তালেবানের কাবুল দখলের মুখে আফগানিস্তান থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি।

তালেবান এখন সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে অগ্রসর হচ্ছে। তারা তাদের বৈধতা চাচ্ছে। এই লক্ষ্যে তালেবান নানান প্রতিশ্রুতি দিচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানান, তালেবান কী বলছে, আর কী করছে, তার দিকে নজর রাখবে ওয়াশিংটন।

তালেবানকে বিশ্বাস করেন কি করেন না—রোববার হোয়াইট হাউসে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তিনি কাউকেই বিশ্বাস করেন না। এমনকি প্রশ্নকারীকেও নয়।

রুদাবেহ্‌ শহীদ যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাংক আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো। তাঁর কাজের ক্ষেত্র বাংলাদেশ, মিয়ানমার, ভারত ও দক্ষিণ এশিয়া। আর কাজ করেন মূলত সংঘাত, সংকট ব্যবস্থাপনা, অভিবাসন ও নাগরিক সমাজ নিয়ে। প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বর্তমান আফগান পরিস্থিতি, তালেবানের ক্ষমতা দখল, আঞ্চলিক রাজনীতির হিসাব-নিকাশ ও আফগান শরণার্থী প্রসঙ্গে। তিনি বলেছেন, ক্ষমতা ধরে রাখতে হলে তালেবানকে বদলাতে হবে।

তালেবানের বিরুদ্ধে লড়েছিলেন তিন ভাই, বেঁচে আছেন শুধু বিউ ওয়াইজ-বাংলাদেশ প্রতিদিন

২০০০ সালে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তালেবান নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে যুদ্ধটি শুরু হলেও সেই তালেবানই ২০ বছর পর ফের দেশটির ক্ষমতায়। চলতি বছরের এপ্রিলে প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখা যায়, এ যুদ্ধে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাণ হারিয়েছেন বহু মার্কিন সেনাও। যার মধ্যে আছে বিউ ওয়াইজের দুই ভাই জেরেমি ওয়াইজ ও বেঞ্জামিন ওয়াইজ। তারা তিন ভাই মার্কিন সামরিক বাহিনীর হয়ে আফগান যুদ্ধে অংশ নিয়েছিলেন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

ত্রিপুরা –চ্যালেঞ্জে দিদির নতুন অস্ত্র’ চ্যালেঞ্জ ছবির নায়ক তৈরি হচ্ছে সফরসূচি- আনন্দবাজার পত্রিকা

এ খবরে লেখা হয়েছে,তৃণমূলের ত্রিপুরা’ চ্যালেঞ্জ- এ এবার অস্ত্র হতে চলেছেন অভিনেতা সাংসদ দেব। বিধানসভা ভোট তৃতীয়বার বাংলা দখলের পরেই তৃণমূলের নজর দেশের উত্তর-পূর্বাঞ্জলের রাজ্যগুলির দিকে। সেই উদ্দেশ্যে মাথায় রেখেই ত্রিপুরায় দলের গতিবিধি বাড়িয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবার সেই রণনীতি মেনেই পাঠানো হতে পারে ঘাটালের অভিনেতা সাংসদ দেব তথা দীপক অধিকারীকে। 

তৃণমূল সরকারের ভালো কাজের সঙ্গে আছি, দিলীপের গলায় ভিন্ন সুর-আজকাল

এ রাজনৈতিক খবরে লেখা হয়েছে,ত্রিপুরার বিজেপি বিধায়ক অরুণ ভৌমিক কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলকে।তালিবানি আক্রমণ ও হাড়গোড় ভেঙে দেওয়ার নিদান দেন তিনি। আর অরুণ ভৌমিকের এ মন্তব্যের সমালোচনা করলেন সিপিএম নেতা মানিক সরকার। তিনি বলেছেন,হুমকির মধ্যেও যারা রাস্তায় নমে আন্দোলন করছেন তাদের আমি কুর্ণিশ জানাই। সাহস আছে। মাথানত করছেন। আর যিনি হুমকি দিচ্ছেন সেটা তার দুর্বলতা। ভয়ে পেয়ে যাচ্ছেন। এদিকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপি নেতৃত্ব। তারা বলছে ত্রিপুরার মানুষ বিজেপির পাশেই আছে।

ঢুকে পড়েছে তৃতীয় ঢেউ! কোমর্বিডিটি-যুক্ত শিশুদের দ্রুত টিকা দিতে বলছে কেন্দ্রের কমিটি

দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ চলাকালীনই বিশেষজ্ঞদের একাংশ সতর্ক করেছিলেন, তৃতীয় ঢেউয়ে রেহাই পাবে না শিশুরা। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সমান তালে বাড়বে তাদের ঝুঁকি। বিষেজ্ঞদের ওই বক্তব্যের সঙ্গেই সহমত পোষণ করে প্রধানমন্ত্রীর দফতরে রিপোর্ট দিল কেন্দ্রেীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তৈরি জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের  গঠিত বিশেষজ্ঞদের কমিটি। আর ভ্যালু রিপোর্টে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই দেশে আছড়ে পড়েছে কোভিডের তৃতীয় ডেউ। তারা বিশেষত কোমর্বিডিটি থাকা বাচ্চাদের মধ্যে সংক্রমণ মোকাবিলায় ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে কী কী পদক্ষেপ জরুরি সে পরামর্শ দিয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩


 

ট্যাগ