সেপ্টেম্বর ০১, ২০২১ ১৬:৩৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • মুক্তি পেলেন পরীমনি-প্রথম আলো
  • মোজাম্মেল হকের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রমাণ চাইলেন ফখরুল'-কালের কণ্ঠ
  • স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে-মানবজমিন
  • আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার আমেরিকার সঠিক সিদ্ধান্ত’-ইত্তেফাক
  • ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রী চুমকীর বিরুদ্ধে পরোয়ানা-যুগান্তর
  • ওমরাহ পালনে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতার অবসান-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ‘সাড়ে ৩০০ তালিবান খতম করেছি’, বন্দি ৪০, পঞ্জশির থেকে হুঙ্কার মাসুদ বাহিনীর-আনন্দবাজার
  • পুলিশের রাজনীতিকরণ হলে গণতন্ত্রের বিপদ’, পুলিশ দিবসেও কটাক্ষ ধনকড়ের, পালটা দিলেন মমতা-সংবাদ প্রতিদিন
  • পরপর পড়ছে উইকেট, দলকে বাঁচাতে উত্তরবঙ্গ নয় উত্তর ২৪ পরগণায় ছুটছেন শুভেন্দু-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

মুক্তি পেলেন পরীমনি-প্রথম আলো

অবশেষে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমনি। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি ওই কারাগারে ২৬ দিন বন্দী ছিলেন। পরীমনির মুক্তি পাবেন—এই খবর পেয়ে ভোর থেকে কারা ফটকে উৎসুক মানুষ তাঁকে একনজর দেখার জন্য ভিড় করেন।

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর চিত্রনায়িকা পরীমনি। আজ বুধবার সকালে 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন বলেন, গতকাল মঙ্গলবার পরীমনির জামিন হলেও সঠিক সময়ে জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোয় তাঁকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আজ সকালে তাঁর জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

মাদক মামলায় জামিন পাওয়া চিত্রনায়িকা পরীমনির মুক্তির অপেক্ষায় স্বজনেরা আজ বুধবার সকাল থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে অবস্থান করছিলেন। তখন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, পরীমনিকে কারাগার থেকে নিতে তাঁর খালু জসীমউদ্দিনসহ সাত-আটজন স্বজন এসেছেন।

মোজাম্মেল হকের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রমাণ চাইলেন ফখরুল'-কালের কণ্ঠ

জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ওঠা বিতর্কের মধ্যে এবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন কি-না, তার প্রমাণ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সমালোচনা করে তাঁর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির মহাসচিব বলেন, 'উনাকে উনার নিজের চ্যালেঞ্জ নিতে বলেন। উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন কি-না সেটা আগে প্রমাণ করুক।'

আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও যুদ্ধের মধ্য দিয়ে এ জাতি যে অধিকারগুলো অর্জন করেছিল সে অধিকার তারা হারিয়ে ফেলেছে। আজকে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে নির্বাচন হয় না। নির্বাচন কমিশন একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পুরো প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। সার্বিক অর্থে ছদ্মবেশী একটা একদলীয় শাসন ব্যবস্থা দেশে প্রতিষ্ঠা করা হয়েছে। 

ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রী চুমকীর বিরুদ্ধে পরোয়ানা-যুগান্তর

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) আমলে নিয়েছেন আদালত। এ সময় শুনানিতে ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলি ও দুদকের আইনজীবী মাহমুদুল হক। তিনি জানান, আজ কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) বিষয়ে শুনানি হয়। চট্টগ্রাম বিশেষ জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান বিষয়টি আমলে নেন। এ সময় ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর জামিনের বিষয়ে শুনানি হয়। আদালত ওসি প্রদীপের জামিন নামঞ্জুর করেন এবং তার স্ত্রী চুমকী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার আমেরিকার সঠিক সিদ্ধান্ত’-ইত্তেফাক

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়ে তার অবস্থান সঠিক ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (৩১ আগস্ট) আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জাতির উদ্দেশ্যে দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট বাইডেন আফগান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে বলে তাঁর বক্তৃতায় ঘোষণা দেন। এর মধ্যদিয়ে আমেরিকার ২০ বছরের আফগান যুদ্ধের অবসান ঘটে।

এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান একে বড়ো ধরনের বিজয় হিসেবে বর্ণনা করেছে। যুক্তরাষ্ট্রের শেষ সামরিক বিমানটি কাবুল বিমানবন্দর ছাড়ার পর পরই তালেবান যোদ্ধারা সেখানে প্রবেশ করে। আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে তারা উল্লাস প্রকাশ করে।

কাবুলে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে আফগানিস্তান পূর্ণ স্বাধীনতা পেয়েছে। তিনি আরো বলেন, আমেরিকার পরাজয় অন্যান্য হামলাকারী এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় শিক্ষা। এটি বিশ্বের জন্যও একটি শিক্ষা।

এদিকে সেনা প্রত্যাহার করতে গিয়ে অব্যবস্থাপনার পাশাপাশি যুক্তরাষ্ট্র লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হয়। এমনকি কিছু মার্কিন নাগরিককে আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে আনতে ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন। এ নিয়ে বাইডেনের তীব্র সমালোচনা হচ্ছে।

হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে বাইডেন মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে তাঁর আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তিনি কথা দিয়েছিলেন এ যুদ্ধ আর প্রলম্বিত করবেন না। তিনি কথা রেখেছেন।

তিনি বলেন, যারা আমেরিকার ও তার মিত্রদের ক্ষতি করতে চায়, তাদের জন্য বার্তা হলো আমেরিকা কখনো বিশ্রাম নেবে না। আমেরিকা কখনো ভুলে যাবে না। কখনো ক্ষমা করবে না।

ওমরাহ পালনে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতার অবসান-বাংলাদেশ প্রতিদিন

ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অনুমোদনের পর বুস্টার ডোজের প্রশ্ন আসে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, ওমরাহ পালনে সিনোফার্মের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে। সৌদি কর্তৃপক্ষ সিনোফার্মের টিকা দেওয়ার বিষয়টি অনুমোদন করছে। যখন সিনোর্ফাম অনুমোদন দেয়নি তখন ছিল বুস্টার ডোজের কথা। কিন্তু যে মুহূর্তে সিনোর্ফাম অনুমোদন দিয়েছে তখনতো বুস্টার ডোজের প্রশ্ন আসে না।

বুধবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে "এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ভার্সন-২) এর আওতায় অনলাইন রিজার্ভেশন সিস্টেম ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের" উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে-মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বিদেশি শক্তির মদতে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত এখনো অব্যাহত আছে। তিনি এ ব্যাপারে জাতিকে সতর্ক থাকার আহ্বান জানান। গতকাল শোকের মাস আগস্টের শেষ দিনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।শেখ হাসিনা বলেন, এখনো যুদ্ধাপরাধী, পরাজিত শক্তি এবং ১৫ই আগস্টের খুনি, ফাঁসি যাদের হয়েছে তাদের ছেলেপেলে, যুদ্ধাপরাধীদের দোসর এবং বংশধর তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই বাংলাদেশে ১৫ই আগস্টের যে হত্যাকাণ্ড ঘটে গেছে এবং এরপর ২১শে আগস্টের গ্রেনেড হামলা, আমার জীবনের ওপর বহুবার হামলা, ’৭৪ সালে কামালের (শেখ কামাল) ওপর হামলা হলো। তাকেও গুলি করে হত্যার চেষ্টা হলো যখন দেখলো সে বেঁচে গেছে। তার নামে মিথ্যা অপবাদ ছড়ানো হলো।

‘সাড়ে ৩০০ তালিবান খতম করেছি’, বন্দি ৪০, পঞ্জশির থেকে হুঙ্কার মাসুদ বাহিনীর

কাবুল-সহ আফগানিস্তানের বাকি সব প্রদেশ তালিবানের দখলে এলেও এখনও স্বাধীন পঞ্জশির। আহমদ মাসুদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স প্রতিরোধ গড়েছে সেখানে। বার বার পঞ্জশির দখল করার চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে তালিব যোদ্ধাদের। ফের এক বার পঞ্জশিরে তালিবান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে নর্দার্ন অ্যালায়েন্স। ৩৫০ তালিবান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। আরও ৪০ তালিব যোদ্ধাকে তারা বন্দি করেছে বলেও দাবি মাসুদ বাহিনীর।বুধবার টুইট করে এ কথা জানিয়েছে নর্দার্ন অ্যালায়েন্স। তারা বলেছে, ‘মঙ্গলবার রাতে খাভাকে যুদ্ধে ৩৫০ তালিব সেনা নিহত হয়েছে। ৪০ জনকে আমরা বন্দি করেছি। তারা জেলে রয়েছে। পুরস্কার স্বরূপ আমেরিকার অনেক গাড়ি ও অস্ত্র পেয়েছি। কম্যান্ডার মুনিব আমিরির নেতৃত্বে এই লড়াই হয়েছে।’

পরপর পড়ছে উইকেট, দলকে বাঁচাতে উত্তরবঙ্গ নয় উত্তর ২৪ পরগণায় ছুটছেন শুভেন্দু-আজকাল

বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস যোগ দিয়েছেন তৃণমূলে। বিশ্বজিতের দল ছাড়ার ঘটনার পর থেকেই বনগাঁয় ভাঙন ধরতে পারে বিজেপিতে, আশঙ্কা এমনটাই বিজপি শীর্ষ নেতৃত্বের। বিশ্বজিতের পথ ধরেই আরও বিধায়ক, নেতা-‌কর্মীর তৃণমূলে যাওয়া আটকাতে তৎপর বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ  চক্রবর্তী ও বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে আলোচনা সেরেই আজ বনগাঁ যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলে ভাঙন রুখতে বনগাঁয় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। 

বনগাঁ সাংগঠনিক জেলায় বড়সড় প্রভাব রয়েছে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের। সেই প্রভাবকে কাজে লাগাতেই একসময় বিশ্বজিতকে বিজেপিতে নিয়ে এসেছিলেন মুকুল রায়। সেই মুকুল রায়ও বিজেপি ছেড়ে ফিরে গিয়েছে পুরনো দল তৃণমূলে। সেই পথেই হাঁটলেন বিশ্বজিৎ দাস। তৃণমূলে ফিরে গিয়েই বিজেপিকে ভাঙার বার্তা দিয়েছেন বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাসের কথায়, ‘‌আগামী দিনে উত্তর ২৪ পরগণা বিজেপি-তে ধ্বস নামবে। বিজেপিতে কাজ করার কোনও পরিবেশ নেই। তাই উন্নয়নে সামিল হতে বিজেপি ছেড়ে অনেকেই তৃণমূলে আসবেন।’‌

পুলিশের রাজনীতিকরণ হলে গণতন্ত্রের বিপদ’, পুলিশ দিবসেও কটাক্ষ ধনকড়ের, পালটা দিলেন মমতা-সংবাদ প্রতিদিন

রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে আগে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। পুলিশ দিবসের তার অন্যথা হল না। এদিন টুইটে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নাম না করে রাজ্য পুলিশকে কটাক্ষ করলেন তিনি। পানাগড় থেকে তার পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

টুইটে ঠিক কী লিখেছেন ধনকড়? ১ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দুপুরে টুইটারে ধনকড় লেখেন, “আশা করি, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করবে। মানবাধিকার যোদ্ধার কাজ করবে।” কটাক্ষ করে বলেন, “পুলিশের রাজনীতিকরণ হলে গণতন্ত্রের বিপদ।” রাজ্যপালের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নাম না করলেও রাজ্য পুলিশকে উদ্দেশ করেই যে তিনি এ কথা বলেছেন, তা বলাই বাহুল্য।

পানাগড়ের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপালের এই টুইটের পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পুলিশকে কুর্নিশ। অনেকেই  দেখলাম টুইটে ব্যঙ্গ করছে। তাঁদের বলব, হাজারটা কাজ করলে দু-একটা ভুলভ্রান্তি হতেই পারে।” এদিন রাজ্যপালের এই মন্তব্যের নিন্দা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। তিনি বলেন, “রাজ্যপাল যা বলেছেন সেখানে যদি পুলিশের পাশাপাশি সিবিআই, ইডিকেও জুড়ে দেন, তবে কিছু বলার নেই। ওনাকে পরামর্শ দেব টুইটটি এডিট করার, তাহলেই ওনার নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে।”

উল্লেখ্য, বুধবার সকালেই টুইটে পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুর্নিশ জানিয়েছেন পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদেরও।

পার্সটুডে/ বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।