সেপ্টেম্বর ০২, ২০২১ ১৩:৫৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ডেঙ্গুর এই আক্রমণ আগে দেখেননি চিকিৎসকেরা-প্রথম আলো
  • ২৮ দিনের ঝড়, মুক্ত পরী, মেহেদীর বার্তা-ট্রমার মধ্যে আছি-মানবজমিন
  • স্থগিত ইউপির ভোট চলতি মাসেই অক্টোবর থেকে দ্বিতীয় ধাপের, ইসির বৈঠক আজ-ইত্তেফাক
  • শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলার নির্দেশ দিয়েছি: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • ককপিটে বসে নয়, নিথর হয়ে দেশে ফিরলেন পাইলট নওশাদ -কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • বিজেপি ছেড়ে কোনও বিধায়ক তৃণমূলে যাবেন না বলে ভুল করেছিলেন, মেনে নিলেন দিলীপ-আনন্দবাজার পত্রিকা
  • কথা নয়, যুদ্ধ হবে’, তালিবানকে স্পষ্ট বার্তা পঞ্জশিরের যোদ্ধাদের-সংবাদ প্রতিদিন
  • দু’মাসে সর্বোচ্চ!‌ ফের দেশে দৈনিক করোনা আক্রান্ত ৫০ হাজার ছুঁইছুঁই–আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশে গুম পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের ককাসে আলোচনা। এ খবর দিয়েছে বাংলাদেশে র বিভিন্ পত্রিকা। কী বলবেন আপনি?

২. ওয়াশিংটনের কপালে পরাজয় ও বিপর্যয় ছাড়া আর কিছু জোটেনি- একথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

আফগানিস্তান ইস্যু- এখনও বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে।

আফগানিস্তান সংকট

প্রথম আলোর কযেকটি খবর এরকম জাতিসংঘ বলেছে, -এক মাসের মধ্যে খাদ্যসংকটে পড়তে পারে আফগানিস্তান। অন্য একটি খবর- সন্ত্রাস দমনে সেই তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র- এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সন্ত্রাস দমনে আফগানিস্তানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সন্ত্রাসের মদদ দেওয়ায় ২০০১ তালেবানকে ক্ষমতাচ্যুত করেছিল তারা। ২০ বছর পর আফগানিস্তান থেকে মার্কিন সেনারা ফিরে গেছেন। এখন যুক্তরাষ্ট্র বলছে, নিষিদ্ধঘোষিত ইসলামিক স্টেটের (আইএস-কে) জঙ্গি দমনে তারা তালেবানের সঙ্গে কাজ করতে পারে।

মার্কিন জেনারেল মার্ক মিলি

আন্তর্জাতিক সাহায্য বন্ধ, আফগানিস্তানে সরকারি সেবা অচল, কর্মচারীদের বেতন নেই-মানবজমিন

আন্তর্জাতিক সাহায্য বন্ধ। আফগান সরকারের সেবা কার্যক্রম অচল। সরকারি কর্মচারিদের বেতন নেই। এ অবস্থায় এক মাসের মধ্যে আফগানিস্তান ভয়াবহ খাদ্য সঙ্কটে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বলা হয়েছে, এ সময়ে প্রতি তিনজন মানুষের মধ্যে একজনকে অনাহারে থাকতে হবে। এ অবস্থায় দেশ পরিচালনার জন্য সরকার গঠনের চেষ্টা করছে তালেবানরা। জাতিসংঘ থেকে মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে দেশটির অর্ধেকের বেশি শিশু একবেলা খাবার পেলে পরের বেলা খাবারের জন্য লড়াই করছে।

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলার নির্দেশ দিয়েছি: প্রধানমন্ত্রী-যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বক্তব্যে এ কথা বলেন সরকারপ্রধান।  

তিনি বলেছেন, করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে।  কিন্তু কমলেও সবাইকে সাবধানে থাকা উচিত।  হয়তো লকডাউন তুলে নিয়েছি।  কিন্ত স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করব।  খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতোমধ্যে নির্দেশ দিয়েছি। সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষকদের সঙ্গে সঙ্গে স্কুলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সবাইকে যেন টিকা দেওয়া হয়।  আমরা বিভিন্ন সংস্থা বা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছি।

টিকার বিষয়ে সরকার প্রধান বলেন, ‘আর টিকার কোনো সমস্যা নেই। যেখান থেকে যতটুকু পারছি আমরা নিয়ে আসছি।

ককপিটে বসে নয়, নিথর হয়ে দেশে ফিরলেন পাইলট নওশাদ-কালের কণ্ঠ

মাঝ আকাশে হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পরও দক্ষতার সঙ্গে ফ্লাইট নিরাপদে জরুরি অবতরণ করিয়ে যাত্রীদের প্রাণ বাঁচানো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৬ ফ্লাইটে তার মরদেহ দেশে এসেছে।

কাতারের রাজধানী দোহা থেকে যাত্রী নিয়ে দেশে ফেরার পথে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট ভারতের নাগপুরে থামে। ওই ফ্লাইটটি ক্যাপ্টেনের মরদেহ বাংলাদেশে এনেছে।ক্যাপ্টেন নওশাদের মরদেহে শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমানের এমডি ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামালসহ বিমান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ৩০ আগস্ট দুপুরে মারা যান ক্যাপ্টেন নওশাদ। পরে তার মরদেহ নাগপুরের কিংসওয়ে হাসপাতালের মর্চুয়ারিতে ছিল।’

স্থগিত ইউপির ভোট চলতি মাসেই অক্টোবর থেকে দ্বিতীয় ধাপের, ইসির বৈঠক আজ-ইত্তেফাক

ইউনিয়ন পরিষদ নির্বাচন

স্থগিত ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট চলতি মাসেই। আর আগামী মাস থেকে শুরু হচ্ছে ইউপির দ্বিতীয় ধাপের ভোট। করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ এখন নিম্নমুখী-এ সুযোগটাকে কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

ইতিমধ্যে মেয়াদোত্তীর্ণ সারা দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্রুত শেষ করবে কমিশন। অতীতে ছয় ধাপে হয়েছিল ইউপির ভোট। এবারে ইউপি নির্বাচন করার জন্য একটি পথনকশা তৈরি করেছে কমিশন সচিবালয়। সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার কমিশন সভায় সচিবালয়ের তৈরি খসড়া উত্থাপন করা হবে। সভায় আলোচনার পর স্থগিত ইউপিসহ বাকি মেয়াদোত্তীর্ণ সব ইউপির তপশিল দেবে ইসি।

ইসির ঊধ্বর্তন কর্মকর্তারা বলছেন, স্থগিত ইউপি নির্বাচন হবে সেপ্টেম্বরে। বাকি নির্বাচনের পরবর্তী ধাপের ভোট শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে। এভাবে কয়েক ধাপে শেষ হবে তৃণমূলের মূলভিত্তি ইউপির এ ভোট। তবে সর্বাগ্রে অগ্রাধিকার পাচ্ছে করোনা পরিস্থিতি। এ কারণে নির্বাচনের প্রচারসহ কিছু বিষয়ে শর্তারোপ হবে। সীমিত পরিসরে চলবে সভা-সমাবেশ, জন-সমাগম এড়িয়ে চালাতে হবে প্রচার এবং স্বাস্থ্যবিধি মানায় থাকবে কড়াকড়ি।

২৮ দিনের ঝড়, মুক্ত পরী, মেহেদীর বার্তা-ট্রমার মধ্যে আছি-মানবজমিন

পরীমনি

র‌্যাব, ডিবি, সিআইডি। গ্রেপ্তার, রিমান্ড। ২৮ দিনে কী ঝড়টাই না গেল তার ওপর দিয়ে। হঠাৎই হয়ে পড়েন একা। বন্ধুরা হয়ে যান অচেনা। সমর্থনের বদলে, পরিত্যাগের নীতি নেন সহকর্মীরা। কিন্তু সবকিছু ছাপিয়ে তার মুখে ফিরেছে হাসি। আপাত স্বস্তি এসেছে ঢাকাই সিনেমার বহুল আলোচিত নায়িকা পরীমনির জীবনে।

বাসায় ফেরার পর মোবাইল ফোনে দেয়া প্রতিক্রিয়ায় পরীমনি মানবজমিনকে বলেন, একটা কথাই বলবো, শান্তিতে বাঁচতে চাই। এই মুহূর্তে একটা ট্রমার মধ্যে আছি। একটু অসুস্থ। খানিকটা মাথাব্যথা করছে।  সবার সাপোর্ট ছাড়া তো এটা কাটিয়ে উঠতে পারবো না। আমাকে একটু সময় দেন। গণমাধ্যমের সঙ্গে অবশ্যই কথা বলবো। আমার কী অনুভূতি সব বিস্তারিত জানাবো আপনাদের।

গত ৪ঠা আগস্ট বনানীর এ বাসা থেকেই শুরু হয় পরীমণির জীবনের অন্যরকম এক অধ্যায়ের। যেদিনটি আসবে তা হয়তো কোনোদিনও ভাবতে পারেননি তিনি। লাইভে এসে জানান, কারা যেন তার দরজায় নক করছে। উদ্বেগ-আতঙ্কিত পরীমনি সাহায্য চান। কিছু সময় পর জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালাচ্ছে এলিট ফোর্স র‌্যাব। তাকে আটক করে নিয়ে যাওয়া হয় র‌্যাব কার্যালয়ে। নানা গল্প ছড়াতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য মামলা হয় মাদক আইনে। এ মামলা থানা-ডিবি হয়ে শেষ পর্যন্ত যায় সিআইডিতে। তিন দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আদালত থেকে আদালতে ছোটেন তার আইনজীবীরা। শেষ পর্যন্ত মঙ্গলবার মিলে জামিন। গভীর রাতে আদালতের আদেশ পৌঁছায় কারাগারে।  

বুধবার সকাল। আগের দিন থেকেই ভক্ত-অনুরাগীদের ভিড় কাশিমপুর কারাগারের ফটকে। স্বপ্নের নায়িকাকে রঙিন পর্দায় তারা দেখেছেন অনেকবার। কিন্তু বাস্তবে কখনো দেখা মিলেনি পরীর। ঘড়িতে ৯টা ৩৬ মিনিট। কারাগার থেকে বের হন তিনি। সাদা পোশাক। মাথায় ওড়না প্যাঁচানো। মুখে হাসির ঝিলিক। কে বলবে এতটা কষ্টের সময় পেরিয়ে এসেছেন তিনি!

ডেঙ্গুর এই আক্রমণ আগে দেখেননি চিকিৎসকেরা-প্রথম আলো

২০১৯ সালে ৫ দিনের আগে অবস্থা খারাপ হতো না। এবার ৩ থেকে ৪ দিনের মধ্যে ব্লাড প্রেশার কমছে, পেটে ও বুকে পানি চলে আসছে, শকে চলে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। আগে চার দিনে আমরা ক্রিটিক্যাল কিছু কল্পনা করতাম না,’ ডেঙ্গু রোগীদের নিয়ে কথাগুলো বলেছেন পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ মিজানুর রহমান।

তাঁর মতো ঢাকার আরও কয়েকটি সরকারি হাসপাতালের চিকিৎসকেরা এবার ডেঙ্গুতে অসুস্থতা নিয়ে এ ধরনের কথা বলেছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নিয়োজিত এসব চিকিৎসকের ভাষ্যমতে, এবার মশাবাহিত এই ভাইরাস সংক্রমণে গুরুতর অসুস্থতার হারও বেড়েছে। আগে যেখানে শকে যাওয়া শিশুদের মধ্যে ৫ থেকে ১০ শতাংশের মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্রে জটিলতা হতো, এবার সেই হার ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছেছে।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সাম্প্রতিক এক গবেষণাগায়ও উঠে এসেছে, এবার ডেঙ্গু অন্যবারের চেয়ে ভয়ানক। খুব তাড়াতাড়ি রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে, রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হচ্ছে। সেখানকার বিজ্ঞানীদের ভাষ্যমতে, এখন পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গুর চারটি ধরন শনাক্ত হয়েছে। এগুলোর মধ্যে মারাত্মক ক্ষতিকর ধরনের একটি ডেনভি-৩–এ অধিকাংশ মানুষ আক্রান্ত হচ্ছে। ২০১৯ সালেও ডেঙ্গুর এই ধরনের দাপট দেখা গিয়েছিল। সে বছরই বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। আক্রান্তও হয়েছিল সবচেয়ে বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর মোট ১০ হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৭ হাজার ৬৯৮ জন রোগী এসেছেন গেল আগস্ট মাসে। সরকারি হিসাবে এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৪৫ জন।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, ২০১৯ সালে ডেঙ্গু রোগী শনাক্ত অনেক বেশি ছিল, সেই তুলনায় সংকটাপন্ন রোগীর হার কম ছিল। কিন্তু এবার শনাক্ত তুলনামূলকভাবে কম, কিন্তু জটিলতা বেশি।

গিলানি আর নেই, কাশ্মীরে তীব্র উত্তেজনা, পাকিস্তানে জাতীয় শোক-মানবজমিন

কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের নেতা সৈয়দ আলি শাহ গিলানি আর নেই (ইন্না লিল্লাহে.....রাজেউন)। ৯২ বছর বয়সে শ্রীনগরে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ রোগভোগের পর তিনি মারা গেছেন বলে জানিয়েছে অনলাইন বিবিসি। তাকে ‘স্বাধীনতা যোদ্ধা’ উল্লেখ করে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ পাকিস্তানে জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি। শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তবে গিলানির মৃত্যুকে কেন্দ্র করে এক রণপ্রস্তুতি নেয়া হয়েছে কাশ্মীরে তার বাড়ির আশপাশে। তার ভক্তরা সহিংসতা ঘটাতে পারেন, এই আশঙ্কায় তার দাফন অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া কাউকে উপস্থিত হতে দেয়নি পুলিশ।

 বাড়ির চারপাশের রাস্তায় বসিয়েছে কাঁটাতারের বেড়া ও ব্যারিকেড। শ্রীনগরবাসীকে ঘরের বাইরে বের না হতে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। দেয়া হতে পারে কারফিউ।

তিনি কাশ্মীরে ভারতীয় শাসন বিরোধী একজন আন্দোলনকারী। গত ১১ বছরের বেশির ভাগ সময় তাকে রাখা হয়েছিল গৃহবন্দি। রিপোর্টে বলা হচ্ছে, শ্রীনগরের ইন্টারনেট সার্ভিস এবং ভয়েস কল বেশির ভাগ এলাকায় স্থগিত করা হয়েছে। কারফিউও জারি করা হতে পারে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে তার দাফন সম্পন্ন হয়েছে। বিবিসি লিখেছে, ভারত শাসিত কাশ্মীরে এই মুহূর্তে যে উত্তেজনা বিরাজ করছে তাতে এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা অস্বাভাবিক নয়। এসব পদক্ষেপকে পুলিশ বর্ণনা করছে পূর্ব সতর্কতা হিসেবে। সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে অনলাইনে গুজব ছড়িয়ে পড়ছে এবং তা বন্ধ করার জন্য এসব ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশের দাবি। উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে ভারত ও পাকিস্তান। তবে উভয় দেশই দাবি করে, পুরো কাশ্মীরই তাদের। ভারত শাসিত অংশে ৩০ বছর ধরে স্বাধীনতা আন্দোলন চলছে। ফলে এ সসময়ে সেখানে সহিংসতাও হয়েছে প্রচুর।

ভারতের দৃষ্টিতে গিলানি একজন বিভক্তি সৃষ্টিকারী ব্যক্তি। বিশেষজ্ঞরা বলেন, তিনি সব সময়ই কাশ্মীরের স্বাধীনতার কথা বলতেন। তবে কাশ্মীর পাকিস্তানের সঙ্গে মিলে যাক, এর পক্ষেই তিনি ব্যক্তিগতভাবে ছিলেন। তার মৃত্যুতে ভারতের কাশ্মীরি নেতা এবং পাকিস্তানি রাজনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেছেন। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, গিলানির মৃত্যুতে তিনি দুঃখ ভারাক্রান্ত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে একজন ‘স্বাধীনতা যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং আজ বৃহস্পতিবার পাকিস্তানে সরকারিভাবে শোক ঘোষণা করেছেন। তিনি বলেছেন, স্বাধীনতাকামী এই নেতা তার সারাটি জীবন জনগণ এবং তাদের আত্ম মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন।

ওদিকে গিলানির দাফন অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ আত্মীয়দের অংশ নিতে দিয়েছে কাশ্মীরের পুলিশ। মৃত্যুর পর গিলানির বাড়ির কাছে বড় মসজিদ থেকে মাইকে তার মৃত্যুর খবর প্রচার করা হয়েছে। এতে স্থানীয় জনগণকে তার বাড়ির দিকে যেতে বলা হয়। কিন্তু ভারতীয় সেনা ও সশস্ত্র যান রাস্তায় অবস্থান নিয়েছে। পুলিশ শহরের নাগরিকদের ঘরের বাইরে বের হতে বারণ করেছে।

কমপক্ষে ১৫ বছর আইন প্রণেতা ছিলেন গিলানি। তিনি জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধি ছিলেন। ভারতীয় কাশ্মীরে জামায়াতে ইসলামী একটি বড় ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। ২০১৯ সালে এই দলটিকে নিষিদ্ধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। ১৯৬২ সালের পর প্রায় ১০ বছরসহ জীবনের বেশির ভাগ সময় জেলে কাটিয়েছেন গিলানি। তিনি অল পার্টিজ হুরিয়াত কনফারেন্সের একটি অংশের নেতৃত্ব দিতেন। কিন্তু ২০২০ সালে সেখান থেকে ওয়াকআউট করেন বা বেরিয়ে আসেন। অভিযোগ করেন, অন্যরা তার নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করছে।

ভারতের সঙ্গে যেকোনো রকম আলোচনার ঘোর বিরোধী ছিলেন তিনি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

কথা নয়, যুদ্ধ হবে’, তালিবানকে স্পষ্ট বার্তা পাঞ্জশিরের যোদ্ধাদের-সংবাদ প্রতিদিন

কথা নয় যুদ্ধ হবে-পাঞ্জশিরের যোদ্ধাদের হুঁশিয়ারি

আফগানিস্তানে প্রতিরোধের আরেক নাম পঞ্জশির (Panjshir)। ‘সিংহের উপত্যকা’ বারবার রক্তাক্ত করেছে তালিবানকে। এবারও পাহারঘেরা প্রদেশটি থেকে জেহাদিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বিখ্যাত মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদ। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ। তালিবানের শান্তি আলোচনার পালটা পঞ্জশিরের যোদ্ধারা বার্তা দিয়েছেন, “কথা নয়, যুদ্ধ হবে।” সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আফগানিস্তানের ‘কার্যনির্বাহী প্রসিডেন্ট’ সালেহ সাফ জানিয়েছেন তালিবানের বিরুদ্ধে লড়াই চলবে। তালিবদের রুখে দেওয়া হবে। ভবিষ্যতে তালিবানের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে সালেহ বলেন, “সমস্ত আফগানদের অধিকার রক্ষায় আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। পঞ্জশিরই প্রতিরোধে গড়। আজ যে আফগানরা অত্যাচার ও নিপীড়ন থেকে (তালিবানের) পালিয়ে আসছেন তাঁদের এবং সমস্ত দেশের ভরসা পঞ্জশির।” তালিবানকে কড়া বার্তা দিয়ে দিয়ে তিনি আরও বলেন, “পরিকাঠামোর উপর নিয়ন্ত্রণ হাসিল করা মানেই স্থিতাবস্তা হাসিল করা নয়। ভারসাম্য রক্ষা এবং তা বজায় রাখতে অনেক কিছুর দরকার হয় যেগুলি তোমাদের (তালিবান) নেই।”

আফগানিস্তান (Afghanistan) জয় করেও স্বস্তি নেই তালিবানের। এখনও তাদের গলার কাঁটা হয়ে রয়েছে কাবুল থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরের হিন্দুকুশ ঘেরা স্বাধীন পঞ্জশির। বাধ্য হয়ে ‘ওয়ারলর্ড’ আহমেদ মাসুদ ও সালেহর সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছিল তালেবরা। কিন্তু সেই কথায় কান দেননি তাঁরা।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-তুঙ্গে শীর্ষনেতাদের দ্বন্দ্ব, সরকার গড়তে কালঘাম ছুটছে তালিবানের। এ খবরে লেখা হয়েছে, দখলে এসেছে কাবুল (Kabul)। এবার স্রেফ সরকার গঠনের পালা। কিন্তু সেই সরকার গড়তে গিয়ে কালঘাম ছুটেছে তালিবান (Taliban) শীর্ষনেতাদের। নতুন সরকার গঠনের আগেই তালিবান সংসারে দ্বন্দ্ব প্রকাশ্যে। সংবাদ সংস্থার খবর, মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে হাক্কানি গোষ্ঠী এবং কান্দাহারের মোল্লা ইয়াকুব গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। যা সরকার গঠনের আগেই অস্বস্তিতে ফেলল তালিবানকে।

'দেশের জাতীয় পশু হওয়া উচিত গরু', আদালতের পর্যবেক্ষণে বিতর্ক-সংবাদ প্রতিদিন

দেশের জাতীয় পশু হোক গরু(Cow)।’ কোনও হিন্দুত্ববাদী নেতা নন, একথা বলছে খোদ এলাহাবাদ হাই কোর্ট। শুধু তাই নয়, এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখরকুমার যাদব গোহত্যা সংক্রান্ত একটি মামলার রায়ে জানিয়েছেন, গোরক্ষা হিন্দুদের মৌলিক অধিকারের মধ্যে পড়া উচিত। কেন্দ্রের উচিত এই সংক্রান্ত বিল আনা।বুধবার উত্তরপ্রদেশের নতুন গোহত্যা সংক্রান্ত আইনে (UP Cow Slaughter Act) গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করেছে এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। ওই মামলার শুনানিতেই বিচারপতি যাদবের পর্যবেক্ষণ ছিল, “গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জড়িত। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে গরুকে ভারতের জাতীয় পশু (National Animal) ঘোষণা করা উচিত কেন্দ্রের। কারণ দেশের সংস্কৃতি যখন আঘাত পায় তখন দেশই দুর্বল হয়।” এখানেই শেষ নয়, এলাহাবাদ হাই কোর্টের ওই বিচারপতির বক্তব্য,”গোরক্ষা (Cow Protection) হিন্দুদের মৌলিক অধিকার হওয়া উচিত।” বিচারপতি যাদবের পর্যবেক্ষণ, “কেন্দ্রের উচিত সংসদে বিল এনে গোরক্ষাকে হিন্দুদের মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করা।” বিচারপতির মন্তব্য, “গরুর ভাল হলে তবেই দেশের ভাল হবে।” এর আগে ২০১৭ সালে গরু নিয়ে এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন রাজস্থান হাই কোর্টের (Rajasthan High Court) বিচারপতি মহেশচন্দ্র শর্মা। এক মামলার রায়ে তিনি গরুকে ‘মাতা’ হিসাবে সম্বোধন করেন। এবং দাবি করেন, সংবিধানের ৪৮ ও ৫১এ(জি) ধারা অনুযায়ী গরুকে জাতীয় পশুর আইনি মর্যাদা দেওয়া যেতেই পারে।

কেন্দ্রে তথাকথিত ‘হিন্দুত্ববাদী’ শক্তি বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশে নতুন মাত্রা পেয়েছে ‘গো রাজনীতি’। গো রক্ষার নামে গণপিটুনি, হানাহানি এমনকী বহু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। এরপর এলাহাবাদ হাই কোর্টের এই রায় কার্যকর হলে, পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

প্রয়াত কাশ্মীরের পাকপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি-সংবাদ প্রতিদিন

প্রয়াত জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি (Syed Ali Shah Geelani)। বুধবার শ্রীনগরে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘পাকিস্তানপন্থী’ ওই প্রাক্তন হুরিয়ত কনফারেন্স নেতা।

দেশভাগের সময় ভারতের সঙ্গে কাশ্মীরের যোগ দেওয়া থেকে শুরু করে নব্বইয়ে উপত্যকায় সন্ত্রাসবাদীদের রক্তপাত ও কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা-সহ বেশ কিছু অধ্যায়ের সাক্ষী ছিলেন তিনি। বিশেষ করে, বারবারই পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এবং অনেক ক্ষেত্রেই যে তা মিথ্যা নয় সেই কথা সর্বজনবিদিত। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ‘হুরিয়ত কনফারেন্স’-এর মধুচন্দ্রিমার কথাও নতুন কিছু নয়।

দীর্ঘদিন থেকেই বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগে গৃহবন্দি ছিলেন গিলানি। ২০২০ সালে অভ্যন্তরীণ কলহের জেরে হুরিয়তের নেতৃত্বের পদ থেকে ইস্তফা দেন গিলানি।

দু’মাসে সর্বোচ্চ!‌ ফের দেশে দৈনিক করোনা আক্রান্ত ৫০ হাজার ছুঁইছুঁই-আজকাল

ভারতের করোনা পরিস্থিতি

দু’মাসে সর্বোচ্চ!‌ একলাফে ১২ শতাংশ বাড়ল সংক্রমণ। ৪৭ হাজারের গণ্ডি পেরোল সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৪৭ হাজার ৯২ জন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৮১। আক্রান্তের সংখ্যা সুস্থতার থেকে বেশি হওয়ায় বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। এদিনের বুলেটিন অনুযায়ী দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৫৮৩। এদিকে দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যুর সংখ্যাও। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ৫০৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনার কবলে পড়ে মোট মৃত্যু হল ৪ লক্ষ ৩৯ হাজার ৫২৯ জনের। এদিকে কেরলে গতকালের থেকেও বাড়ল সংক্রমণ।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭

ট্যাগ