সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৯:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • স্বামীদের মৃত দেখিয়ে বিধবা ভাতা-প্রথম আলো
  • একনেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা ব্যয়ে ৭ প্রকল্পের অনুমোদন -মানবজমিন
  • বিদেশে পালিয়েছেন সালেহ, মাসুদের খোঁজ নেই-ইত্তেফাক
  • জাফরুল্লাহকে উল্টোপাল্টা কথাবার্তা ন বলার অনুরোধ- মির্জা ফখরুলের-যুগান্তর
  • শুরু হলো গণটিকার দ্বিতীয় ডোজ-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • কাশ্মীর সতর্ক হোক, আফগানিস্তানের সন্ত্রাস যে কোনও মুহূর্তে ছড়াতে পারে, বলল রাশিয়া -আনন্দবাজার পত্রিকা
  • আফগানিস্তান নিয়ে বড় বড় কথা, কাশ্মীরে কী হচ্ছে?’, কেন্দ্রকে তোপ ‘গৃহবন্দি’ মেহেবুবা মুফতির -সংবাদ প্রতিদিন
  • ভারতের সবাই আসলে হিন্দুই, ডিএনএ সবার এক! বলে দিলেন মোহন ভাগবত–আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১) বনানী থানার এসআই সোহেল রানাকে ফেরত চিয়ে দিল্লির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবিকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশ। এরইমধ্যে তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। কীভাবে দেখছেন ঘটনাটিকে?

২) আফগানিস্তানে আবার ফিরতে হবে- একথা বলেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এই বক্তব্যের আসল সারমর্ম কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

আফগানিস্তান সংকট: বিভিন্ন দৈনিকে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর পরিবেশিত হয়েছে।ইত্তেফাক শিরোনাম করেছে- বিদেশে পালিয়েছেন সালেহ, মাসুদের খোঁজ নেই। এ খবরে লেখা হয়েছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশ ‘সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি করেছে তালেবান। এমন অবস্থার মধ্যে এবার জানা গেল, উপত্যকাটি ছেড়ে বিদেশে পালিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা পাঞ্জশিরের দখল নেওয়ার পর থেকে স্থানীয় প্রতিরোধ ফ্রন্টের শীর্ষ নেতা আহমেদ মাসুদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার অবস্থান এখনো অজানা। পাঞ্জশির জয়ের দাবি তালেবানের, উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের

কাবুল থেকে আল-জাজিরার সংবাদদাতা শার্লট বেলিস জানিয়েছেন, পাঞ্জশিরে প্রতিরোধ বাহিনীর নেতৃত্ব দেওয়া আহমেদ মাসুদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অজানা।

তালেবানের বরাত দিয়ে তিনি আরও জানান, তাজিকিস্তানে পালিয়ে গেছেন মার্কিন সমর্থিত আফগান সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

এদিকে, উদ্বেগ বেড়েছে পাঞ্জশিরের বাসিন্দাদের মধ্যে। উপত্যকায় বসবাসকারী এক নাগরিক সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে বলেন, বর্তমান পরিস্থিতি ‘ভয়াবহ’ ও ‘উদ্বেগজনক’।

তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে তালেবানরা কাবুল থেকে পাঞ্জশির যাওয়ার রাস্তা অবরোধ করে রেখেছে। যার ফলে উপত্যকায় পণ্য আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে সমস্যায় পড়েছে এখানকার বাসিন্দারা।

প্রথম আলোর কয়েকটি খবর এরকম- পাঞ্জশিরে পতাকা উড়াল তালেবান। আফগানিস্তানে অস্থায়ী সরকার গঠন করেছে তালেবান।  স্বল্প পরিচিত এক তালেবান নেতা প্রধানমন্ত্রী হতে পারেন। দৈনিকটি লিখেছে, আফগানিস্তান ছেড়ে পালিয়ে গেছে আহমেদ মাসুদ। কোনো কোনো দৈনিকে লেখা হয়েছে,  পাঞ্জশিরে তালেবানের ঘাঁটিতে হামলা। রহস্যময় যুদ্ধবিমানের, বেশ কয়েকজন জঙ্গি নিহত।

পরীমনির মামলায় নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট-মানবজমিন

ঢাকা বোট ক্লাবে আলোচিত নায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এদের মধ্যে পরীমনির মামলায় নাসির ও অমি জামিনে রয়েছেন। শহিদুল আলম পলাতক।

তুরাগ তীরে ঢাকা বোট ক্লাবে গত ৮ই জুন পরীমনি হেনস্তা হওয়ার অভিযোগ তোলার পর তোলপাড় তৈরি হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় পরীমনি অভিযোগ করেন, ওই রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়। অভিযোগ নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে। নাসির ও তুহিন ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়।

একনেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা ব্যয়ে ৭ প্রকল্পের অনুমোদন-মানবজমিন

৭ হাজার ৫৮৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। পরিকল্পনা মন্ত্রী বলেন, আজকের প্রকল্পগুলোর মধ্যে মধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ৯ কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় করা হবে।

ভুল ত্রুটি ভুলে আন্দোলনের প্রস্তুতি নিতে ফখরুলের আহ্বান-ফখরুল-ইত্তেফাক

কটূক্তি ও মিথ্যাচার না করে মানুষের কল্যাণে আওয়ামী লীগকে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করুন যারা নিরপেক্ষ থাকবে ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করবে। আপনারা মানুষকে রক্ষা করুন না হলে এই মানুষই আপনাদেরকে ঘাড় ধরে নামাবে।

বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, একথা কেউ বিশ্বাস করে না: কাদের-ইত্তেফাক

বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তা এখন আর কেউ বিশ্বাস করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলের গণতন্ত্রহীনতা চোখে আঙ্গুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র প্রধান কার্যালয়ে ব্রিফিংকালে একথা বলেছেন।

খালেদা জিয়ার মুক্তির আবেদন: কী বলছে আইন মন্ত্রণালয়-ইত্তেফাক/যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনে অভিমত দিয়ে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত সপ্তাহে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আবেদনে মতামত দিয়ে সেটি মঙ্গলবার আবার আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে পরিবারের করা আবেদনে মতামত দিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আবেদনে কী মতামত দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আগের বারের মতো এবারের চিঠিতেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কথা বলে তার মুক্তি চাওয়া হয়েছে।

গত ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষের কয়েক দিন আগে খালেদার ভাই শামীম এস্কান্দার আবেদন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে জার্মানিতে রয়েছেন। আগামী ১০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন। তিনি দেশে আসার পর খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে জানা যাবে।

সরকারি কর্মকর্তাদের দুর্ব্যবহার নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী-যুগান্তর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আপনার আচরণ, আপনার অফিস, সাধারণ মানুষ মনে করে এটি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের একটি অংশ। অতএব সেক্ষেত্রে যাতে করে আমাদের কর্মকর্তারা এটি অবশ্যই মেনে চলেন। স্যার, ম্যাডাম বা এমন কিছু বলে সম্বোধন করতে হবে, এমন কোনো নীতি নাই। মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

কর্মকর্তাদের আচরণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, হাসিমুখে সেবা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। দুর্ব্যবহার দুর্নীতির শামিল, এটা কখনো করা যাবে না। আইনের মধ্যে থেকে সাধ্যমত সেবা দেওয়ার মনোভাব থাকতে হবে। কর্মকর্তারা যাতে এটি মেনে চলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, স্যার শব্দের বাংলা অর্থ মহোদয়। রুলস অব বিজনেসে এটা নেই। স্যার বা ম্যাডাম সম্বোধন করতে হবে এমন কোনো রীতি নেই।

এক অস্ত্রধারী শনাক্ত হলেও আটক হয়নি, অন্যরা শনাক্তই হয়নি-প্রথম আলো

নোয়াখালী জেলা শহরে গত রোববার আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া চলাকালে অস্ত্র হাতে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়া এক তরুণের পরিচয় শনাক্ত হয়েছে। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁকে আটক করতে পারেনি পুলিশ। অন্য অস্ত্রধারীদের এখনো শনাক্ত করা যায়নি।

জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ প্রথম আলোকে জানান, ভাইরাল হওয়া ভিডিও দেখে এরই মধ্যে এক অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে। তাঁর নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে ওই কর্মকর্তা পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন। এ ছাড়া অপর অস্ত্রধারী তরুণদের পরিচয় শনাক্ত করার বিষয়ে জোর চেষ্টা অব্যাহত আছে বলেও ওই কর্মকর্তা জানান।

এ বিষয়ে কথা বলতে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। পরে কথা হয় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনের সঙ্গে। প্রথম আলোকে তিনি জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া চলাকালে অস্ত্র হাতে যে তরুণকে গুলি করতে দেখা গেছে ভিডিওতে, তাঁকেসহ অপরাপর অস্ত্রধারীদের শনাক্ত করার জোর চেষ্টা চলছে। শিগগিরই ফলাফল পাওয়া যাবে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

আফগানিস্তান নিয়ে বড় বড় কথা, কাশ্মীরে কী হচ্ছে?’, কেন্দ্রকে তোপ ‘গৃহবন্দি’ মেহেবুবা মুফতির-সংবাদ প্রতিদিন

‘বন্দিদশা’ যেন কিছুতেই কাটছে না কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির । ফের তাঁকে গৃহবন্দি করার অভিযোগ উঠল কাশ্মীর প্রশাসনের বিরুদ্ধে। টুইটে নিজেই এই অভিযোগ করেছেন মুফতি। সেই সঙ্গে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণও করেছেন তিনি। দিনকয়েক আগেই তালিবানের আফগানিস্তান দখলের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মেহেবুবা। মঙ্গলবার কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে ফের আফগানিস্তান প্রসঙ্গ তুলে আনলেন তিনি। পিডপি নেত্রীর বক্তব্য,”ভারত সরকার আফগানিস্তানের নাগরিকদের মানবাধিকার নিয়ে এত উদ্বিগ্ন। অথচ, কাশ্মীরে নিজেরাই মানবাধিকার লঙ্ঘন করছে।”

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, তাঁকে বাড়িতে আটকে রেখেছে কাশ্মীর পুলিশ। কারণ হিসাবে নাকি তাঁকে বলা হয়েছে, উপত্যকার পরিস্থিতি এই মুহূর্তে একেবারেই স্বাভাবিক নয়। মেহেবুবা বলছেন, এতেই বোঝা যায়, কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর যে দাবি কেন্দ্র করেছিল, সেটা একেবারেই ঠিক নয়। আসলে দিন কয়েক আগেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুর পর উত্তর কাশ্মীরে অশান্তির আশঙ্কা করা হচ্ছে। সম্ভবত সেকারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মেহেবুবার উপর নজরদারি চালানো হচ্ছে। যদিও কাশ্মীর পুলিশ সূত্রে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।উল্লেখ্য, ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা (Special Status) প্রত্যাহার করার করার ঠিক আগে আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ একাধিক স্থানীয় নেতানেত্রীকে আটক করে সরকার। পরে তাঁদের গৃহবন্দি করে রাখা হয়। ২০২০ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সেই বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরপরও একাধিকবার সাময়িকভাবে গৃহবন্দি করা হয়েছে তাঁকে।

কাশ্মীর সতর্ক হোক, আফগানিস্তানের সন্ত্রাস যে কোনও মুহূর্তে ছড়াতে পারে, বলল রাশিয়া-আনন্দবাজার পত্রিকা

আফগানিস্তানের সন্ত্রাস কাশ্মীরেও ছড়াতে পারে, ভারতকে সতর্ক করে জানাল রাশিয়া। এ ব্যাপারে নয়াদিল্লিকে সতর্ক করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ। তবে একইসঙ্গে তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, তেমন পরিস্থিতি তৈরি হলে রাশিয়া এবং ভারত একত্রে সন্ত্রাসের মেকাবিলা করবে। কারণ বিষয়টি দু’দেশের কাছেই সমান উদ্বেগের। আফগানিস্তানের তালিবান পরিস্থিতি নিয়ে সম্প্রতি ভারতকে বাদ দিয়ে একের পর এক বৈঠক করেছে রাশিয়া। তা-ও আবার পাকিস্তানের সঙ্গে। বিষয়টি নিয়ে নয়াদিল্লি অসন্তোষ প্রকাশ করেছিল বলেও খবর ছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তাই মনে করছেন, সন্ত্রাস প্রশ্নে ভারতকে দেওয়া রাশিয়ার এই বার্তা তাৎপর্যপূর্ণ।

ভারতের সবাই আসলে হিন্দুই, ডিএনএ সবার এক! বলে দিলেন মোহন ভাগবত-আজকাল

পুনেয় পুলিশ সংগঠনের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। মঞ্চে উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সৈয়দ আটা হুসেন। তাঁদের সামনেই ভাগবত বললেন, ভারতের সবাই আসলে হিন্দু কারণ তাদের পূর্বপুরুষ আসলে একই। ভারতের হিন্দু মুসলমানের ডিএনএ একই। অবশ্য এ ধরনের কথা তিনি আগেও বলেছেন।

ভারতে মুসলিম ইতিহাসের সূচনা হানাদারদের হাত ধরে বলে জানিয়েছেন আরএসএস প্রধান। তাঁর কথায়, ‘হানাদারদের সঙ্গেই ইসলাম ধর্ম ভারতে এসেছিল। এটাই ইতিহাস। আর এভাবেই দেখা উচিত একে।’ তবে তিনি এও বলেন, দেশের হিন্দুরা কাউকেই শত্রু বলে মনে করে না। তাই ভারতীয় মুসলিমদের আতঙ্কের কোনও কারণ নেই। তিনি বলেন, ‘আমরা এক নই, আলাদা বলে যারা দেশকে আলাদা করার চেষ্টা করছে তাদের ফাঁদে পা দেওয়ার দরকার নেই। আমরা এক জাতি, এক জাতি হিসেবেই থাকব।’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭

ট্যাগ