অক্টোবর ০৮, ২০২১ ১৭:৫৮ Asia/Dhaka
  • মন্ত্রীর বাড়ির সামনে সাঁটানো হয়েছে নোটিশ, লখিমপুর কাণ্ডে ‘‌বেপাত্তা’‌ অভিযুক্ত মন্ত্রী-পুত্র

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক’-প্রথম আলো
  • তালেবানের স্বীকৃতি পাবার লড়াই-মানবজমিন
  • সারাদেশে করোনায় প্রাণ গেলো ৭ জনের -ইত্তেফাক
  • সরকার কথা না শুনলে রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা: রিজভী-যুগান্তর
  • যাঁরা কথায় কথায় বিদেশিদের হস্তক্ষেপ চান, তাঁরাই দেশকে নতজানু রাষ্ট্র বানাতে চান'-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • পার্টিতে তো তেরোশো লোক ছিলেন, গ্রেফতার শুধু ১৭ জন? আদালতে প্রশ্ন শাহরুখ-তনয়ের-আনন্দবাজার পত্রিকা
  • রাহুল-প্রিয়াঙ্কার লখিমপুর সফর নিয়ে এবার কংগ্রেসকে ‘সতর্ক’ করলেন প্রশান্ত কিশোর -সংবাদ প্রতিদিন
  • মন্ত্রীর বাড়ির সামনে সাঁটানো হয়েছে নোটিশ, লখিমপুর কাণ্ডে ‘‌বেপাত্তা’‌ অভিযুক্ত মন্ত্রী-পুত্র -আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক’-প্রথম আলো

২০২১ সালে শান্তিতে নোবেল পেয়েছেন দুজন সাংবাদিক। তাঁরা হলেন ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ।

আজ শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে এবারের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা, যা গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত, তার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে মারিয়া ও দিমিত্রিকে এবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

১৯৩৫ সালের পর এই প্রথম শান্তিতে নোবেল পেলেন কোনো সাংবাদিক। ১৯৩৫ সালে জার্মান সাংবাদিক কার্ল ফন অসিয়েতস্কি শান্তিতে নোবেল পান। মারিয়ার ক্ষেত্রে নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, তিনি তাঁর জন্মস্থান ফিলিপাইনে ক্ষমতার অপব্যবহার, সহিংসতার ব্যবহার ও দেশটিতে ক্রমেই বেড়ে চলা কর্তৃত্ববাদের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করছেন।

দিমিত্রি ক্ষেত্রে নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, তিনি তাঁর দেশ রাশিয়ায় ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে কয়েক দশক ধরে বাক্‌স্বাধীনতা রক্ষায় কাজ করছেন।

যাঁরা কথায় কথায় বিদেশিদের হস্তক্ষেপ চান, তাঁরাই দেশকে নতজানু রাষ্ট্র বানাতে চান'-কালের কণ্ঠ

যাঁরা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার অনুরোধ করেন, তাঁরাই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চান।'

আজ শুক্রবার (৮ অক্টোবর) সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপিই তাদের কর্মকাণ্ডের দ্বারা বিদেশিদের কাছে দেশের ইমেজ নষ্ট করছে। অপরদিকে আওয়ামী লীগ দেশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।' তিনি বলেন, 'জাতীয় স্বার্থের প্রশ্নে শেখ হাসিনা সবসময় আপোষহীন, যদি তিনি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে গ্যাস বিক্রির প্রস্তাব সমর্থন করতেন তাহলে ২০০১ সালেই ক্ষমতায় আসতে পারতেন।'

সরকার কথা না শুনলে রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা: রিজভী-যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকার যদি কোনো কথা না শোনে তা হলে রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদিন আগে বলেছেন, আগামী নির্বাচনে বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দেশে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই কেবল নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। এই লক্ষ্যে রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই

সারাদেশে করোনায় প্রাণ গেলো ৭ জনের -ইত্তেফাক

একদিনে করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৫৪ জনে। শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন করে ৬৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনে। ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৭৮ শতাংশ।

তালেবানের স্বীকৃতি পাবার লড়াই-মানবজমিন

আগস্টের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান। কিন্তু এখন পর্যন্ত বিশ্বের একটি রাষ্ট্রও তাদের কথিত ইসলামি আমিরাতকে স্বীকৃতি দেয়নি। তবে তালেবান চেষ্টার কোনো কমতি রাখেনি। সংগঠনটির নেতারা প্রথম থেকেই প্রভাবশালী রাষ্ট্রগুলোর কাছে স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়ে আসছেন। জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলে চলেছেন তারা। সংস্থাটি আশ্বাস দিয়েছে তারা আফগানিস্তানে সাহায্য অব্যাহত রাখবে। যদিও জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিতে তালেবানকে অনুমতি দেয়া হয়নি।এছাড়া বৃটেনের সঙ্গেও যোগাযোগ করেছে তালেবান নেতারা।

পার্টিতে তো তেরোশো লোক ছিলেন, গ্রেফতার শুধু ১৭ জন? আদালতে প্রশ্ন শাহরুখ-তনয়ের-আনন্দবাজার পত্রিকা

আদালতে ক্ষোভ উগরে দিলেন আরিয়ান খান। পরোক্ষে তাঁর প্রশ্ন, মুম্বইয়ের প্রমোদতরীর পার্টিতে অনেক লোক থাকলেও বেছে বেছে তাঁদের মতো কিছু লোককে কেন গ্রেফতার করা হল। আরিয়ানের কথায়, “পার্টিতে ছিল ১৩০০ লোক। কিন্তু গ্রেফতার করা হল শুধু ১৭ জনকে।” একই সঙ্গে আদালতে তাঁর দাবি, প্রমোদতরীতে ওঠার সময় তাঁর ব্যাগ পরীক্ষা করা হয়েছিল, সেখানে মাদক মেলেনি। যদিও মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র দাবি, মাদক সেবনের কথা স্বীকার করেছেন আরিয়ান। গ্রেফতারি পরোয়ানায় হাতে লিখে নিজের ‘ভুল’ কবুল করেছিলেন আরিয়ান। আরিয়ানের সেই হাতে লেখা বয়ানও প্রমাণ হিসাবে আদালতে দাখিল করেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। এর পরেই শাহরুখ নিযুক্ত আইনজীবী সতীশ মানশিণ্ডে তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। শুক্রবার জামিনের শুনানির সময় নিজের ক্ষোভ উগরে দেন শাহরুখ-তনয়।

মন্ত্রীর বাড়ির সামনে সাঁটানো হয়েছে নোটিশ, লখিমপুর কাণ্ডে ‘‌বেপাত্তা’‌ অভিযুক্ত মন্ত্রী-পুত্র -আজকাল

লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। গোটা ঘটনায় সুপ্রিম কোর্টের তরফে উত্তরপ্রদেশ সরকারকে লখিমপুরে কৃষক হত্যার বিষয়ে বিস্তারিত স্টেটাস রিপোর্ট দাখিল করা হয়েছে। আর তারপর থেকেই কার্যত খুঁজে পাওয়া যাচ্ছে না মন্ত্রী পুত্র আশিস মিশ্রকে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারের পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় ​​কুমার মিশ্রের বাড়ির বাইরে নোটিশ সাঁটিয়েছে। নোটিশে স্পষ্ট বলা হয়েছে মন্ত্রী পুত্র আশিসকে শুক্রবার হাজিরা দিতে হবে। 

নোটিশে লেখা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে শুক্রবার সকাল ১০ টায় লখিমপুর খেরির রিজার্ভ পুলিশ লাইনের ক্রাইম ব্রাঞ্চ অফিসে হাজিরা দিতে হবে। এর পাশাপাশি লখিমপুর খেরি কৃষক হত্যার ঘটনায় মন্ত্রী পুত্র আশিস এবং অন্যদের বিরুদ্ধে মামলায় উত্তরপ্রদেশ পুলিশ ডিআইজি (সদর দপ্তর) উপেন্দ্র আগরওয়ালের নেতৃত্বে ৯ সদস্যের মনিটরিং কমিটিও গঠন করেছে।

রাহুল-প্রিয়াঙ্কার লখিমপুর সফর নিয়ে এবার কংগ্রেসকে ‘সতর্ক’ করলেন প্রশান্ত কিশোর -সংবাদ প্রতিদিন

তারাতি শুধু লখিমপুর সফর করলেই কংগ্রেসের (Congress) সব সমস্যার সমাধান হয়ে যাবে না। রাহুল-প্রিয়াঙ্কার সফরের পরই খোঁচা দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। প্রকাশ্যেই বলে দিলেন কংগ্রেসের সমস্যা অনেক গভীরে। এর কোনও সংক্ষিপ্ত সমাধান নেই।

লখিমপুর খেরির ঘটনায় যেভাবে রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) সক্রিয় ভূমিকা নিয়ে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন, তাতে অনেকেরই মনে হওয়া শুরু হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করেই হয়তো কংগ্রেস ঘুরে দাঁড়াবে। কিন্তু রাজনৈতিক পরামর্শদাতা পিকে মনে করছেন, কংগ্রেস তথা বিরোধীদের সমস্যা আরও গভীরে। রাতারাতি এই সমস্যার সমাধান হবে না।

এক টুইটে রাহুল-প্রিয়াঙ্কার লখিমপুর খেরি সফর নিয়ে একপ্রকার খোঁচা দিয়েছেন তিনি। টুইটে পিকের বক্তব্য,”যারা মনে করছেন লখিমপুর (Lakhimpur) খেরির ঘটনাকে কেন্দ্র করে দেশের সবচেয়ে পুরনো দলের নেতৃত্ব বিরোধীরা একটা দ্রুত এবং স্বতঃস্ফূর্ত পুনরুজ্জীবন পাবে, তাঁদের জন্য বড়সড় হতাশা অপেক্ষা করে আছে। দুঃখজনকভাবে দেশের সবচেয়ে পুরনো দলের গভীর সমস্যা এবং গঠনগত দুর্বলতার কোনও দ্রুত সমাধান নেই।”

 

পার্সটুডে বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।